Banner Advertise

Thursday, February 21, 2013

[chottala.com] Re: Hasina won't be allowed entry in West Bengal

On 2/22/13, Zoglul Husain <zoglul@hotmail.co.uk> wrote:
> 9 Muslim organisations of West Bengal will not allow Hasina, relatives and cabinet members entry in West Bengal .....

> (Please click to read Ittefaq report 22 February 2013)
> http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDJfMjJfMTNfMV8xXzFfMjA5ODY=

Islamist organization has threatened not to allow Sheikh Hasina or any
member of her cabinet to enter West Bengal. They will make good the
threat if the PM doesn't stop whatever is happening in Bangladesh in
the name of war crimes trials.

The statement was made on Thursday in a protest rally organized by
'All Bengal Minorities Youth Federation' at Hazi Mohsin Square in
Kolkata. They were joined by West Bengal Sunnat –Al-Jamaat, Ulma
Parisad and 7 other organizations. After the rally, they submitted a
petition to Bangladesh Embassy in India. Imam Md. Shafiq Kazmi of
Nakhoda Mosque was present at the time.

Abdul Matin, Chairman of West Bengal Sunnat –Al-Jamaat said what is
happening in Bangladesh is a travesty of war crimes trials. Moulanas
are being wrongfully framed. The International Court should provide
justice.

They said, "We are not against war crimes trials. But we are against
what is happening in Bangladesh in the name of such trials. Shahbagh
is spreading anti-Islamic sentiments at Hasina's behest. If the cases
are not withdrawn then we will not allow Hasina, her family or the
members of her cabinet to enter into Kolkata."

http://www.clickittefaq.com/more-stories/islamist-group-hasina-not-allowed-to-enter-west-bengal/


------------------------------------

[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/chottala/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/chottala/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
chottala-digest@yahoogroups.com
chottala-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
chottala-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/

[chottala.com] Re: Govrrnment sponsoring anti-Islam, propaganda ?




How low, Jamaate Islam's political allie BNP can go !!!!!
ব্লগার রাজীব হায়দারের লেখা ব্লগগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বলেন:
 রাজীব হায়দারের লেখাগুলো ছিল মূলত ধর্ম-দর্শন নিয়ে। সেখানে ইসলাম ধর্ম নিয়ে কোনো অবমাননাকর বক্তব্য ছিল না। 

আমরা প্রযুক্তিবিদদের মাধ্যমে পরীক্ষা করে দেখেছি, রাজীবের মৃত্যুর পরও তাঁর নামে অনেকগুলো ব্লগ কে বা কারা লিখেছে। 

সেখানে ধর্মকে অবমাননা করে অনেক কথা বলা হয়েছে। এতে স্পস্টত বোঝা যাচ্ছে, আমাদের এই আন্দোলনের যারা 
শত্রুপক্ষ, তারাই রাজীবকে হত্যা করেছে। পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নাস্তিকতার বিষয়গুলো রটানো হচ্ছে।
কিন্তু রাজীব হায়দারের লেখাগুলো ছিল মূলত ধর্ম-দর্শন নিয়ে। সেখানে ইসলাম ধর্ম নিয়ে কোনো অবমাননাকর বক্তব্য ছিল না।
 
আমরা প্রযুক্তিবিদদের মাধ্যমে পরীক্ষা করে দেখেছি, রাজীবের মৃত্যুর পরও তাঁর নামে অনেকগুলো ব্লগ কে বা কারা 
লিখেছে। সেখানে ধর্মকে অবমাননা করে অনেক কথা বলা হয়েছে। এতে স্পস্টত বোঝা যাচ্ছে, আমাদের এই 
আন্দোলনের যারা শত্রুপক্ষ, তারাই রাজীবকে হত্যা করেছে। পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নাস্তিকতার 
বিষয়গুলো রটানো হচ্ছে।


                  মারুফ রসুল
Source:

মারুফ রসুল

কোনো উসকানির ফাঁদে আমরা পা দেব না


2013/2/21 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
 

সরকারের মদদে ব্লগারদের ইসলাম অবমাননা: বিএনপি
১৯ ফেব্রুয়ারি,২০১৩
 
 
 
 
 
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে কতিপয় অনলাইন ব্লগার ইসলামবিরোধী মন্তব্য করতে পারতো না বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

মঙ্গলবার এক বিবৃতিতে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও ইসলামকে অবমাননারও তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অনলাইন ব্লগ ও সামাজিক ওয়েবসাইটে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করে কতিপয় ব্লগার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছে, সেটি ইতোমধ্যেই দেশবাসীর গোচরীভূত হয়েছে।

'কতিপয় অনলাইন ব্লগার মহান আল্লাহ রাব্বুল আ'লামীন, শেষ নবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর পরিবার ও সাহাবী এবং ইসলাম সম্পর্কে যে কদর্যপূর্ণ, অশ্লীল, করুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করে ইন্টারনেটে পোস্ট করেছে তা কেবল বিকৃত মানসিকতার ব্যক্তিদের পক্ষে সম্ভব' বিবৃতিতে বলা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান। আল্লাহ রাব্বুল আ'লামীন ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি তাদের অপরসীম শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা রয়েছে। তারা আল্লাহ ও রাসূলের অবমাননা কখনও মেনে নেয় না।

বিএনপির দাবি, সরকারের নির্দেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রকারী সংস্থা-বিটিআরসি ইতোমধ্যে ইউটিউবেসহ অনেকগুলো ব্লগ ও পেইজ বন্ধ করে রেখেছে। অথচ ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারকারী সামজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও চালু থাকছে। সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে কতিপয় অনলাইন ব্লগার ইসলামবিরোধী মন্তব্য করতে পারতো না।

বিবৃতিতে বলা হয়, সুদুর প্রসারী দুরভিসন্ধি নিয়েই আল্লাহ রাব্বুল আ'লামীন, শেষ নবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর পরিবার ও সাহাবী এবং ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে।



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Shahbag showdown: An objective analysis of events



Shahbag showdown: An objective analysis of events

M. Shahidul Islam
 
Those who witnessed the glowing flickers of 1971 in the Shahbag showdown may not have to wait longer to see its anti-climax. The sustainability of any movement being grounded in the raison d etre it tends to espouse, the movement may have already run out of fuel to prolong much longer.As the loose-cannon activists want the alleged war crime accused to be served with death penalty, which only the court can do, the movement now finds itself up against an insurmountable brick wall. It has no choice but to retreat soon, leaving behind its intended enemies politically stronger.

Movement hijacked
The reasons are obvious. First: The matter is a legal one which has been misconstrued as being political. Second: The movement has been hijacked by die-hard anti-Islamist forces; something ordinary Bangladeshis will never digest or tolerate without retaliation. Third: It's been linked with a particular external state-power, and its intelligence apparatuses; which too is an anathema to the people of Bangladesh.

More ominous is that the Shahbag activists are blessed fully by the incumbent government although the main demand of the activists tantamount to insulting the nation's judiciary and the courts where the war crime trials are being held, and, where one of the accused has been served with life imprisonment which the activists did not like. They want him hung to death.Juxtapose and contrast this with the Jamat's lawful request for months to the authorities to hold rallies to demand for the acquittal of the same accused, which too tantamount to insulting the court and the judiciary. It's a battle between two extremist forces which the government should have stayed away from.
 
Underlying nuances
That the government sponsored the Shahbag showdown and did not relent to allowing Jamat to holding any rally at all - instead amended legislation to ban the party itself - are unerasable blots of unfairness which observers have taken note of and which history and the historians will not fail to register with due care.

That said, the agonies faced by the nation and its budding generation are no less poignant; something succinctly summed up in a Guardian newspaper (Uk) report on February 17 that said, "As with popular revolts throughout history, Bangladeshi liberals are in two minds about the Shahbag demonstrations. On the one hand, they cannot fail to admire the determination of the young to state loudly and clearly that religion-based politics had poisoned society. On the other, the demonstrators are saying with equal force that they want the death penalty, the most anti-liberal of punishments, applied to the war criminals without mercy."The reference here was made to the standard international war crime convictions which do not carry death penalty. That aside, given the intensity of the polarity whipped up by the ongoing showdowns by both the camps, an analysis like the one provided by the Guardian failed to capture the underlying nuances of Bangladesh's circuitous and divisive political culture.
 
View from within
That divisiveness has been captured more accurately by a columnist of the bdnn.com, which has an altogether different take on the issue and which seems home grown and more authentic. Addressing the Shahbag activists, S. Ahmed wrote on February 15, "A court of the country has given a verdict and who are you to dispute the judgment and the justice system of the country and demand that someone must be hanged? I would not have protested if you said that these judges were NOT qualified to hold trial of a serious crime as a neutral body, and government appointed them for their loyalty to the regime rather than for upholding the honour and fairness of the justice system."

Some of the latter arguments may seem far-fetched, but, regardless, what seems certain is that the Shahbag showdown was made inevitable due to the Jamat having gained an upper hand in the streets in the weeks preceding February 5 (when Shahbag showdown began) and the urgency created by the accelerated momentum of the Islamists to counter their rise politically by deploying the secularists in the streets, in full force.

Evidence of cash handouts to the activists and visits to the spot of pro-regime luminaries - as well as patrons from a neighbouring country - are anecdotes that speak a volume about who's behind this showdown and why it smacks of political ball-gaming.Yet, such craftiness being fair in love, politics and war, one could condone the government's gambit if the economy did not suffer, lives did not get laid to waste, and the nation did not get fractured at the seams due to the intense polarization and the enmity it'd created so far. Politically, it has caused a major diversion from issues that are more vital to the future of our democracy, to growth and prosperity of the nation.
 
Join the Sufis
More alarmingly, the index of polarization has now jumped few rungs upward in the escalation ladder and attained a new height due to the induction into the mix of a new phenomenon which may soon transform the ongoing conflict between the Islamists and the secularists into something more global in nature, and, more hazardous in ramifications.The Sufi brand of Islam, led by the peers (saints), have taken a firm stand against the activities of the Shahbag-based secularists following a shocking discovery in the aftermath of blogger Rajib's death that the Shahbag secularists are mentored and led by people with venomous disgust against Islam and its prophet.

The Holiday has learnt that over 5 million followers of various peers –within and outside Bangladesh- have been instructed to prepare for a movement against what the groups term as the 'atheist and infidels' embarked in a mission to destroy Bangladesh's Islamic faith, culture and heritage.

"It's not a matter of whether we like or dislike the war crime trials. We cannot stand idle by when our faith is attacked by blogger like Rajib and countless others in the name of demand for justice against war crime defendants," said Mohammed Hanif who has returned to the UK from Dhaka following a liaison trip with various Sufi groups.A citizen of the UK, Hnaif said, "We've nothing to do with the Jamat or Shibir. We're Tarikat (tradition of saints) followers. But we will not allow Bangladesh to become a testing ground for blasphemous outcries. Islam here came through the saints like Baba Shah Jalal and, it will be saved by the followers of those saints."
 
Islamists close ranks
The Holiday has confirmed that banners with names of various peers (saints) did appear in the streets of Dhaka and other cities during last Monday's general strike which was called by Jamat, but seemed to have been conjoined by the Tarikatis (sufis) too. This has undoubtedly emboldened the Islamists as they seem to have begun to unite for a single cause.

Meanwhile, followers of various peers have held meetings in New York, Toronto, London, Abu Dhabi, Dubai, Singapore and many other cities of the world during the weekend. In the UK, money was collected to help organize a campaign against what the organizers said an "anti-Islamic Crusade in Bangladesh." Local Bangladeshi media outlets in many cities are receiving press release and ads from little known Islamic groups which are linked with various Mazars (resting place of deceased saints).

Bangladesh Islamic Front (BIF), which has been vehemently anti-Jamat and had aligned with the Awami League in 2006 to form a grand alliance, has decided to join the anti-Shahbag movement, according to a source within the outfit. Bangladesh Tarikat Federation (BTF), a loose conglomeration of various shrine-based devotees, is planning to come out with a written statement soon against the Shahbag activists and their anti-Islamic propagations.

On Tuesday, Hefajat E Islam Bangladesh (HIB) circulated a detailed literature with the shared concerns of all believing Muslims - containing selective samples of despicable blogging activities of many Shahbag activists, including of the assassinated blogger Rajib - and urged Muslims to unite against what it called a deliberate conspiracy against Islam and the teachings of the holy prophet. A copy of the literature was published prominently as a front-page news item in one of the leading Bengali dailies.
In the final analysis, the AL-led regime has managed not only to divide the nation at the seams, history is set to anoint it as a party deeply involved in anti-Islamic adventures for divisive and dangerous political gains.

http://www.weeklyholiday.net/Homepage/Pages/UserHome.aspx


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Do you agree with the PM ?



Do you agree with the PM ?




http://edailystar.com/contents/2013/2013_02_22/content_zoom/2013_02_22_20_8_b.jpg


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] ধর্ম অবমানন ;ার জন্য রাজ 96;ব ও আসিফের ব& #2495;রুদ্ধে আদা লতের হুলিয়া ; ছিল গত বছরই



ধর্ম অবমাননার জন্য রাজীব ও আসিফের বিরুদ্ধে আদালতের হুলিয়া ছিল গত বছরই

নিজস্ব প্রতিবেদক
 
শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা আসিফ মহিউদ্দীন ও থাবা বাবা ওরফে রাজীব আহমেদের ধর্মকে আক্রমণ করে কুৎসা রটিয়ে, কুরআন শরিফের আয়াত বিকৃত করে লেখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছরই উচ্চআদালত নির্দেশ দিয়েছিল।
আদালতের নির্দেশের পর সরকাররের পুলিশ বিভাগ সারা দেশে থানায় থানায় চিঠি দিয়েছিল। গত বছরের মে মাসে রিট পিটিশন হাইকোর্টে দায়ের করা হয়েছিল।
পুলিশ বিভাগের অনুরোধে ও আদালতের রায়ের প্রেক্ষাপটে সে সময় বাংলাদেশ টেলিযোগেেযাগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি পুলিশের অনুরোধে রাজিব পরিচালিত ধর্মকারী সাইটটি তুলে নিলেও ফের এটি চালু করা হয়।
শাহবাগ আন্দোলন চলাকালে সম্প্রতি রাজীব হিনত হওয়ার পর বিষয়টি ফের আলোচনায় আসে। এ নিয়ে বিভিন্ন স্থানে তোলাপাড় হতে থাকে। আন্দোলনের প্রথম দিককার ৪/৫ উদ্যোক্তার মধ্যে তিনজনই স্বঘোষিত নাস্তিক। কেবল নাস্তিকতা নয় তারা ইসলামের নবী হজরত মুহাম্মদ সা:, তার ওপর নাজিল হওয়া কোরআনুল কারীম, তার স্ত্রীদের নিয়ে অশ্লীল আদি রসাত্মক ভাষায় এ সব নোংরা চটি ও কমিকস লিখেছে।
হাইকোর্টে গত বছরের মে মাসে দায়ের করা রিট পিটিশন নম্বর ৮৮৬ এর বরাতে পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী কমিশনারে পক্ষে একটি চিঠি পুলিশের আইন কর্মকর্তাকে লিখেন। ২৯ মে লেখা ওই চিঠিতে বলা হয়েছে ‘ঢাকা মেট্রাপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের এন্টি সাইবার ক্রাইম টিম এ ব্যাপারে বিশেষভাবে তৎপর রয়েছে। যে কোনো উপায়ে অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে ঢাকা মেট্রোাপলিটন পুলিশ বদ্ধপরিকর। ’
এ চিঠির রেসপন্স করে ঢাকার সে সময়কার পুলিশ সুপার মো: মিজানুর রহমান লিখেন, ‘রিটে ওয়েবসাইট ও দায়ী ব্যাক্তিদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পরে এ সব লোকের তথ্য শাহবাগ আন্দোলনের সময় বের হয়। তাও আবার রাজিব ওরফে থাবা বাবা নিহত হওয়ার পর। থাবা বাবার ফেসবুক পেজ থাবা বাবা থেকে তাদের এ নোংরামি উদ্ধার করা হয়।
থাবা বাবা পরিচালিত ধর্মকারী ডট কমে ২০১১ সালের প্রকাশিত ব্লগে বলা হয়েছে, ‘যুক্তিমনস্কদের নির্মল বিনোদনের ব্লগ। বিতর্ক বা বাকবিতণ্ডার স্থান নেই এখানে। এই ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা করা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে। যেমন করা হয়ে থাকে সাহিত্য, চলচ্চিত্র, খেলাধূলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে।’
৩ জানুয়ারী ২০১১, সোমবার কমিকস কামুক ০১ ‘ধুমধাড়াক্কা টাইপ জনপ্রিয় কমিক‘ কামুক’ এবার সম্পূর্ণ বাংলায়!’। শিরোনামে কমিকসটির লিঙ্ক শেয়ার করার জন্য ব্লগারদের প্রতি আহবান জানানো হয়েছে। এখানে নবী মুহাম্মদ সা.কে অবমাননা করা হয়েছে। বলা হয়েছে ‘কমিক দুটোই বড়দের জন্য। ইমোটা খিয়াল কৈরা। ২০০৮ সালে এক ইন্দোনেশীয় ব্লগে এই কমিকস প্রথম প্রকাশিত হয়’ দাবি করে বলা হয়, এর বিষয় ‘ইসলামের কামুক নবী যেভাবে বিয়ে করলেন পুত্রবধূকে’,(নাউজুবিল্লাহ।)
১০ পৃষ্ঠার এ কমিকজুড়ে নবী মুহাম্মদ সা. কে কটাক্ষ তার চরিত্র হনন এবং কোরআনের আয়াতের বিকৃতি করা হয়েছে। বলা হয়েছে রাসূল সা: তার পালক পুত্র যায়েদের স্ত্রীকে কীভাবে বিয়ে করেছেন।
এখানে ককিস : কামুক ০২ এর ছবি দেখতে সমস্যা হওয়ায় আল আল্লাহ সুবিহানাহুওতায়ালাকে অবমাননা করে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্যাফাক ধর্মকারীর উপরে রুষ্ট হয়েছেন নবীজিকে পচানো হয়েছে বলে। ফলে কোনও এক রহস্যময় কারণে কয়েকজন পাঠক এক কমিকের ছবিগুলো দেখতে পাচ্ছিলেন না। আশা করছি, সমস্যা দূরীভূত করতে সমর্থ হয়েছি। এটি আপডেট পোস্ট।’
‘বে-হামদ ও বে-নাত’ নামের এক গুণ্ডা ব্লগারের ব্লগে নবী সা.কে আক্রমণ করেছে। এতে সে বুখারী শরীফের হাদীসকে বিকৃত করে লিখেছে, ‘সেদিন হাফসার পালা ছিলো নবীর সাথে শোবারে। নবী যখন তার ঘরে এলেন, হাফসা দাসী মারিয়া কুপটিয়াও (কিং অভ আলেক্সান্দ্রিয়ার উপহার) উপস্থিত ছিলেন সেখানে। মারিয়া ছিলেন অতীব আকর্ষণীয়া ইন্দ্রীয়সুখকর রমণী। তাঁর দিকে তাকালে যে কোনোও পুরুষ উত্তেজিত হয়ে পড়তো। আর নবী তো সাধারণ মানুষ ছিলেন না! তাঁকে দেয়া হয়েছিল তিরিশজন পুরুষের যৌনশক্তি। (বুখারি ভলিউম ১, বুক ৫, নম্বর ২৬৮)।’
২৯ নভেম্ব¦র ২০১১ মঙ্গলবার নাসির আবদুল্লাহ নামে এক ব্লগার লিখেছে, ‘মুহাম্মদের চালাকি-১’। যাতে সে লিখে, ‘ যয়নাব পালিত পুত্র যায়িদের বিবাহিতা স্ত্রী। যাকে মুহাম্মদ পরে বিয়ে করে (পরকীয়ার ব্যাপারটা এড়ায়া গেলাম)। ১৪ টা বিয়ে করলেও মুহম্মদ যয়নবের সাথে বিয়ে উপলক্ষ ছাড়া তার কোনো বিয়েতেই সামাজিক ভোজ- অনুষ্ঠানের আয়োজিন করেনি। কিন্তু যয়নাবের সাথে বিয়ে উপলক্ষে বেশ কিছূ ছাগল জবাই করে কয়েকদিন ব্যাপী বহুলোক সমাগমে বিবাহের সামাজিক অনুষ্ঠান পালন করা হয়। কারণ কী? কোনো কালেই পুরুষ মানুষ বয়ঃজ্যোষ্ঠ নারীদের বিয়ে করে গর্ববোধ করেনি, বিশেষ করে সেই নারীয় যদি হয় দুইবার বিধবা এবং ৪/৫ জন সন্তানের জননী। পুরুষকে দোষ দিয়ে লাভ নেই। এটা পুরুষের জন্মগত প্রবৃত্তি। খাদিজাকে বিয়ে করেও মুহাম্মদের মনে একই প্রবৃত্তি কাজ করেছে, ধন দৌলত কিংবা আশ্রয় এতিম মুহম্মদের কাছে পুরুষত্বের চেয়ে বেশি বড় হয়ে দেখা দেওয়ায় সে খাদিজাকে বিয়ে করে আবার এই অসম বিয়ে নিয়ে সে লজ্জাগ্রস্থ থাকবার জন্য ব্যাপারটা গোপনে সেরে ফেলে। ’
আসিফ মহিউদ্দীন ২০১১ সালের অক্টোবর থেকে ইসলামবিরোধী লেখা লিখছে। এর লিঙ্ক শেযার করে তা বন্ধের জন্য বলা হলেও তা বন্ধ হয়নি। গত বছরের ৯ জুলাই বিটিআরসিকে লেখা এক চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। ৮৮৬ নম্বর রিট পিটিশনের পর এ চিঠি দেয়া হলে বিটিআরসির সে সময়কার চেয়ারম্যান জিয়া আহমেদ নিজ হাতে এটি বন্ধ করলেও ফের চালু করা হয়েছে এ সব।
গতকাল সামুতে গিয়ে দেখা গেছে আসিফ গত বছরের ২১ মার্চ লিখেছে ‘আল্লাহ-ভগবান-ঈশ্বরের ব্যর্থতায় এবারে ধর্মীয় অনুভূতি রক্ষায় এগিয়ে এলো আদালত’ শিরোনামের একটি ব্লগ। যাতে সে লিখেছে,‘মানুষের ধর্মবিশ্বাস যেমন যুক্তিহীন, তেমনি ধর্মানুভূতিও মোটাদাগে যুক্তিহীন। কখন কোথায় কিভাবে মানুষের ধর্মীয় অনুভূতি আহত হবে, বলা মুশকিল। একজন বিশুদ্ধ ধার্মিকের ধর্মানুভূতি আহত হওয়া উচিত দেশের দুর্নীতি দেখে, অপরাধ প্রবনতা দেখে, রাজনীতির দুর্বৃত্তায়ন দেখে, অর্থনীতির বেহাল অবস্থা-জনগনের দুর্দশা দেখে, নারীর অবমাননা দেখে, ধর্মের রাজনৈতিক ব্যাবহার দেখে, একাত্তরের ঘাতকদের গাড়ীতে পতাকা দেখে।’
সে লিখেছে, ‘ অথচ এসবে ধার্মিকের বা আদালতের কোমল ধর্মীয় অনুভূতি একটুও আহত হয় না। হেনা নামের একটি মেয়েকে যখন বর্বর ইসলামী শরীয়া আইনে দোররা মেরে হত্যা করা হয়, সৌদী আরবে যখন ৮ জন বাঙলাদেশিকে জবাই করা হয়, আমাদের কারো ধর্মানুভূতি একটুও আহত হয় না। আমি কখনই দেখি নি পৃথিবীর কোন মোল্লাকে, ইমামকে, বায়তুল মোকাররমের খতিবকে এই সমস্ত বিষয় নিয়ে গন আন্দোলনের ডাক দিতে। মোল্লারা যখন দাড়ি,টুপি লাগিয়ে বালক ধর্ষন করে, কাজের মেয়ে ধর্ষণ করে, অসংখ্য বিয়ে করে, কারোর ধর্মানুভূতি একটুও আহত হয় না। কারণ এই সমস্ত বিষয় ধর্মর আলোচনার বিষয় বস্তু নয়।’
আসিফ লিখেছে, ‘ধর্মানুভূতি আহত হয় যখন টিভিতে দেখানো হয় দাড়িওয়ালা মোল্লাটি রাজাকার ছিল, সুন্নতী পোষাক পরে তারা পাক বাহিনী সাথে মিলে আল্লাহো আকবর ধ্বনি দিয়ে বাঙালীদের উপরে গনহত্যা চালিয়েছে, নাড়ায়ে তকবীর বলে বাঙালী নারীদের শরীরের উপরে ঝাঁপিয়ে পরেছে। ধর্মানুভুতি আহত হয় যখন ধর্মের নষ্টামী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়, বর্বর শরীয়া আইনের বর্বরতার কথা প্রকাশ করা হয়, ধর্মের পয়গম্বরদের/দেবদেবী-অবতারদের অজস্র লাম্পট্যের ইতিহাস, গনহত্যা এবং গনধর্ষণের ইতিহাস হাদিস কোরান বাইবেল গীতা রামায়ন থেকেই প্রমাণ করে দেয়া হয়।’
সে লিখেছে, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের মূল উৎস ধর্মগ্রন্থ এবং পয়গম্বরদের জীবনী। কোন সুস্থ বিবেকবান মানুষ এই সকম ঘটনা নিরপেভাবে পাঠ করলেই তাদের মনে নানান প্রশ্ন জাগবে। এমনকি ধর্মগ্রন্থগুলোতে যে মানবতা বিরোধী বানী সমুহ রয়েছে, নারী অবমাননাকর বক্তব্য রয়েছে, কিভাবে অবিশ্বাসী নিধন করতে হবে তা বর্ণনা করা হয়েছে, সেসব বর্ণনা করলেও ধার্মিকগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।’
তার মতে, ‘তাই ধর্মীয় অনুভূতিতে আঘাতের মূল কারণটা অর্থাৎ সেই সকল ধর্মগ্রন্থ উচ্ছেদ করাটাই যৌক্তিক ছিল। নাহলে এই যুক্তিহীন অন্ধ ষাড়ের মত অনুভূতি বাড়তে বাড়তে আমাদের শিল্প সভ্যতা সংস্কৃতি সব কিছু গ্রাস করে নেবে। গরু হচ্ছে হিন্দুদের পুজনীয় প্রানী, তারা এটিকে মা ডাকে। এই প্রানী কোরবানীর সময় হত্যা করলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। অপরদিকে গরু হচ্ছে মুসলিমদের খাদ্য, এই প্রানীটিকে কোরবানী না করতে দিলে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। একইভাবে মূর্তিপুজা ইসলামের দৃষ্টিতে শিরক এবং সর্বাধিক ঘৃণিত অপরাধ। অপরদিকে মূর্তিপুজাই হিন্দুদের পরম ধর্ম। এই দুই ধর্মের পরস্পর বিরোধী ধর্মীয় অনুভূতিকে কিভাবে লালন পালন করা হবে সে বিষয়ে বিজ্ঞ আদালত কোন নির্দেশনা দেয় নি। এই দুই ধর্মের ধর্ম পালনের সময়ে একে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কি শাস্তির বিধান হবে, সে সম্পর্কে আদালত নিরব! একই ভাবে, ধর্মের প্রশংসা করা যেমন ধার্মিকদের পরম ধর্মীয় কাজ, ধর্মের সমালোচনা করাও একজন মুক্তমনা নাস্তিকের মুক্তচিন্তার চর্চা। এই পরস্পর বিরোধী অবস্থানে আদালত কেন যুক্তিহীনভাবে ধর্মের পক্ষ নেবে?’
সে লিখেছে, ‘আর যদি ধর্মের প নিতেই হয়, তবে গুগল, ইয়াহু, উইকিপিডিয়া, ফেসবুক সহ ইন্টারনেটের সকল মাধ্যম বন্ধ করে দিতে হবে, ধর্মগ্রন্থ বাদে সমস্ত বই পুড়িয়ে ফেলতে হবে। কারণ গুগল সার্চ দিলেই মুহাম্মদের কার্টুন চলে আসে, গুগল সার্চ দিলেই যিশুর নগ্ন ছবি চলে আসে, ঈশ্বর আল্লা ভগবানদের নিয়ে হাস্যকর কার্টুন আর লেখা চলে আসে। সাধারণ সমাজ বিজ্ঞান বা জীববিজ্ঞানের বই পড়লেই ধর্ম অবমাননা চলে আসে। আদালত কার কার ধর্মীয় অনুভূতি রা করবে? যদিও সকলেই নিজের ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে দাবী করে থাকে, তবুও কোন ধর্মের ঈশ্বর সঠিক, কোন ধর্ম সত্য নাকি সকল ধর্মই মিথ্যা, তা যেহেতু প্রমাণের কোন উপায় নেই, তাই ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টা ঈশ্বরের হাতে ছেড়ে দেয়াটাই যুক্তিযুক্ত ছিল। তবে কি ঈশ্বর আর নিজের এবং নিজের মনোনীত ধর্মের সম্মান রক্ষা করতে পারছেন না? মুক্তমনা নাস্তিকদের ক্রমাগত সমালোচনায় ঈশ্বর কি বিব্রত? সে কি সেই সকল ধর্ম অবমাননাকারী ওয়েব সাইট এবং ফেসবুক পেইজ বন্ধ করতে অম? আর ঈশ্বরের অনুসারীরাই বা কেন ঈশ্বরের শরণাপন্ন না হয়েছে আদালতের শরণাপন্ন হচ্ছে?একজন মুক্তমনার ধর্ম যদি হয় মানবতাবাদ, এবং সে যদি দাবী করে, কোরান হাদিস বাইবেল গীতা রামায়ন মহাভারত তোরাহ-এর মানবতাবিরোধী নারী অবমাননাকারী বিধর্মী নিধনের উষ্কানীমূলক আয়াতসমূহ তার মানবিক ধর্মানুভূতিকে আঘাত করছে, তার দায় আদালত কেন নেবে না?’


 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Re: Stop dirty game with our young generation



Mr.Nazrul Islam's posting is a very sensible one and constructive.It is a leader like comments on this critical momment of Bangladesh.Some people goes with the flow though it is wrong for the country.Sensible people needs to work for the reconciliation and for the unity.We all needs to eliminate corrupt politicians,their cohorts and relatives from the all aspects of the management of the country.We need to clean up the corrupt law enforcement personals from the department.Justice system is a mess.Land record system is the root cause millions of dispute and fighting and cases.As a result millions of cases (criminal and civil).Loots of the government procurement procedure is nothing secret.Roads and highways has become so dengerous for robbery and indiscriminate killing ground.Rapes are common place.Billions of BDT looting from nationalised banks(Sonali,Janata and so on Banks)are wide spread.By printing more money inflashion goes up.No law and order in country.So we all irrespective of politics should work together for a peaceful future.Looters should be identified.Time line should start from 1757 A.D to 1857 A.D.1857 to 1947.1947 to 1971.1971 to 1975.1975 to present 2013.Jamati's corruptions and left wing parties corruptions are different than Awami thugs and BNP opportunists for sure.There were many left wing parties also opposed to Indian assisted creation of Bangladesh.Jamat also opposed breaking of Pakistan.But all kinds of leaders made billion of taka for themselves.Some of them made by looting directly(As an administrator of government Mills and factories),As a middle man for licence and permits.Some so called honest and pious leaders made as political assistance from foreign countries.They cried for help for their millions of worker's who has suffered under Awami misrule.But all they did were helped themselves to enrich themselves with Banks,Industriies,Embassy jobs,Scholarships and etc;.It is ethically wrong to accept Tax free cars and RAJUK plots by islamists.It was clearly bribe and a loot.There are authentic references from Ahadith that once a Jamat were sent to collect Jakat from a distance place.Leader of the Jamat brought the Jakat and seperated some gifts for himself.Prophet(s.M) gave the verdict that before you were assigned for the job you did not have any gift from no where.Also during Omar(R.A.)'s rule one of the governor(Syria)came to visit and he was wearing  Shoes or sandals.Omar(R.A)flogged him openly and questioned him when you were assigned to the job you did not have the abilty to have shoes.Shahbag movement is clearly was a diversion from the thousands of problem Bangladesh is facing.Still we should give the benefit of doubt to the young generation's efforts for seeking justice.They should ask for justice for all.They should not be selective.JSD and left wing leaders (many of them) has become multi millionares.Where as many dedicated workers were killed and tortured and languished in jail for a long period of time.Atleast forty thousands of them were killed(reference;statistics).So those leaders should be brought to justice too.Justice is not a one way street.
Regards,
Mir Dost Mohammad Khan
(Former worker of pro-Islamic student movement,Founder Gen.Secy ofJCD,Ctg.And a former detinue 1980 to 1981).



__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Anti-Islamist bloggers shopuld bed punished severly.



চট্টগ্রামে ব্লগার গ্রেফতার ও ব্লাসফেমি আইনের দাবিতে বিক্ষোভ : ইসলামের দুশমন নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

চট্টগ্রাম ব্যুরো
« আগের সংবাদ
 
পরের সংবাদ»
বিভিন্ন ব্লগ-ফেসবুক ব্যবহার করে একটি অনলাইন নাস্তিক্যচক্র ইসলাম, মুসলামনের প্রিয়নবী মানবতার মহান অগ্রদূত হজরত মুহাম্মদ (সা.), সাহাবায়ে কেরাম, পবিত্র গ্রন্থ কোরআন, হাদিস এবং মহান আল্লাহ তায়ালা সম্পর্কে অবমাননাকর বক্তব্য অব্যাহত রেখেছে তা ধর্মপ্রাণ মুসলমান কখনও বরদাশত করবে না। ইসলাম ও নবীর দুশমন নাস্তিক ব্লগারদের গ্রেফতার, ইসলামবিরোধী সব ওয়েবসাইট বন্ধ ও ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই নাস্তিকদের অপপ্রচার সহ্য করা হবে না। নাস্তিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী অসভ্য ব্লগারদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে ঈমানদার তৌহিদি জনতা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে ইসলামী আন্দোলন নেতারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে কীভাবে কিছু নাস্তিক দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনুভূতি নিয়ে তামাশা করতে পারে, তা সত্যিই বিস্ময়কর। শাহবাগের বিভিন্ন স্লোগানের সমালোচনা করে তারা বলেন, পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা, যদি তা সত্যি হয়ে থাকে, তবে পদ্মা সেতুতে দুর্নীতিবাজদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে, ভারতীয় পানিআগ্রাসনে যমুনা শুকিয়ে চৌচির হয়ে গেছে, তার বিরুদ্ধেও সংগ্রাম গড়ে তুলতে হবে। কিন্তু একশ্রেণীর কুমতলববাজ নাস্তিক্যচক্র এ আন্দোলনকে কেন্দ্র করে ইসলামবিরোধী অপকর্ম শুরু করেছে, যা এদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা কখনও মেনে নেবে না।
নেতারা সরকারের কাছে অনতিবিলম্বে নাস্তিক ব্লগারদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আজকে যদি এরা আপনি প্রধানমন্ত্রী, আপনার বাবা বঙ্গবন্ধু, দাদা শেখ লুত্ফুর রহমানের মা-বাবা ধরে গালাগাল করত, তবে আপনি কী করতেন? নাস্তিকরা বিশ্বের ১২০ কোটি মানুষের প্রাণের প্রিয় মানুষকে গালি দিয়েছে। এদের শাস্তি দিয়ে প্রমাণ করুন আপনি সত্যিকার অর্থে মুজিবকন্যা। এতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাস্তিকদের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ।
ইসলাম ও নবীর দুশমন নাস্তিক ব্লগারদের গ্রেফতার, ‘আমার ব্লগ’, ‘সামহোয়্যারইন ব্লগ’, ‘মুক্তমনা’, ‘নাগরিক ব্লগ’, ‘ধর্মকারী’ ও ‘সচলয়াতন’সহ ইসলামবিরোধী সব ওয়েবসাইট বন্ধ ও ব্লাসফেমি আইন প্রণয়ণের দাবিতে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় নির্দোষ আলেম-উলামা ও সাধারণ জনতাকে হয়রানির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আজকের (বৃহস্পতিবার) এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি মুহাম্মদ আল-ইকবাল, নগর নেতা অধ্যাপক মাওলানা রফিকুল আলম, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসাইন জিহাদি, আবদুর রহিম মোল্লা, মাওলানা মনসুরুল হক জিহাদি, মাওলানা বোরহান উদ্দীন আল-বারী, শেখ আমজাদ হোসেন, শ্রমিক নেতা আবদুল মতিন মজুমদার, ছাত্রনেতা মোস্তাক আহমদ প্রমুখ।


 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___