Banner Advertise

Wednesday, January 16, 2008

[chottala.com] ড. আনোয়ার হোসেনের লিখিত জবানবন্দি


কোর্ট রিপোর্টার জানান, 'সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম'Ñ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ উদ্ধৃতি দিয়ে বক্তব্য শুরু করেন অধ্যাপক আনোয়ার। তিনি বলেন, আমি নিঃশঙ্ক, কারণ আমি এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়ে নিঃশঙ্ক চিত্তে জীবন দিয়েছেন। আমি কর্নেল আবু তাহের, বীরউত্তমের ভ্রাতা, যিনি ফাঁসির মঞ্চে তার অমর বাণী উচ্চারণ করেছেন, নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর বড় কোন সম্পদ নেই। আমাদের বিরুদ্ধে আনীত এ মামলা কোন সাধারণ মামলা নয়। এই মামলায় এই কাঠগড়ায় আসামি হিসেবে শুধু চারজন শিক্ষক ও উপস্থিত একজন ছাত্র এবং অনুপস্থিত ১৪ জন ছাত্র আসামি নয়। আজ এই কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। কাঠগড়ায় আসামি করা হয়েছে জাতির বিবেককে। কাগজে কলমে শাহবাগ থানার একজন পুলিশ অফিসার এ মামলার বাদী। কিন্তু আমরা জানি, দেশবাসী জানে, জাতির বিবেকের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে আসল প্রতিপক্ষ কারা। এরা হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা, মামলার চার্জ গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে এ সংস্থার সদস্যরা। শুধু তাই নয়, প্রতিনিয়ত তারা উপস্থিত থাকে এই আদালতে। ইতিহাসে একদিন লেখা হবে, আপনি একটি ঐতিহাসিক মামলায় বিচারিক দায়িত্ব পালন করেছিলেন। জাতির বিবেককে হেয় প্রতিপন্ন করা এবং দলিত করাই এ মামলার মূল লক্ষ্য। সাড়ে চার মাস ধরে কারাভোগের পর গত ৯ই ডিসেম্বর থেকে আমাদের বিরুদ্ধে এই মামলা শুরু হয়েছে। চার্জ গঠন, সাক্ষীÑ যাদের মধ্যে রয়েছে অসহায় চায়ের দোকানদার, ফেরিওয়ালা, ফুলের দোকানের কর্মচারী, পিয়ন, ভীত-সন্ত্রস্ত কনস্টেবলÑ এদের সাক্ষ্য নেয়া হয়েছে। আমি আজ স্মরণ করছি, ঐতিহাসিক আরেকটি মামলার কথা যেটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে। কি আশ্চর্য, ১৯৭৬-এর সেই গোপন মামলার ৩১ বছর পর আজকের এই মামলায় তারই ভ্রাতা, এই আমি মুখ্য আসামি।
অধ্যাপক আনোয়ার বলেন, স্বৈরশাসক এবং তাদের স্তাবকেরা অনেক সময় ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই বলে কটাক্ষ করেন যে, আমরা শুধু রাজনীতি করি। আমার গায়ে সেনা ইউনিফরম নেই। আমার বিশ্ববিদ্যালয়ের ৭৩ আদেশ আমাকে রাজনীতি বিষয়ে অভিমত প্রকাশ করতে বাধা দেয় না। তবে ইউনিফরম পরে শুধু দেশে নয় বিদেশেও রাজনীতি করে বেড়াচ্ছেন। ঘোড়াকে আকাশে ওড়াচ্ছেন, রাজা মরতে পারেন, তিনি মারা যেতে পারেনÑ এসব মন্তব্য করে ভীত-সন্ত্রস্ত এক অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিচ্ছেন। ট্রাস্ট ব্যাংকে অনিয়ম করে অসত্য বক্তব্য রেখেছেন চাকরিবিধি লঙ্ঘন করেÑ তা আপনিও নিশ্চয়ই জানেন। শিক্ষকেরা ছাত্রদের পিতা ও অভিভাবকের মতো বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়ানোকে আমরা কর্তব্য জ্ঞান করিÑ এটা নতুন নয়। ১৯৯০ সালে এরশাদ সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধেÑ আজকের প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজউদ্দিন যিনি সেই সময় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, তার নেতৃত্বে শুধু জরুরি অবস্থা ভঙ্গ নয় কারফিউ ভেঙে আমরা শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছি। গত ২০শে আগস্ট খেলার মাঠে আমাদের ছাত্র আক্রান্ত হয়েছিল সেনা সদস্যের হাতে। তারা অপমানিত হয়েছিল এবং বিক্ষুব্ধ হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্রদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নগ্ন হামলায় বহু ছাত্র আহত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। বহু শিক্ষক ছুটে গিয়েছিলেন মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ইউসুফ হায়দার সেখানে ঘোষণা করেছিলেন, এখন বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র কর্তব্য। পুলিশের হাতে তিনি নিজেও আহত হয়েছিলেন। এ ঘটনা থেকেই বোঝা যায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত বেপরোয়া আচরণ করেছিল সেদিন।
অধ্যাপক আনোয়ার আদালতের উদ্দেশে বলেন, অন্যান্য বারের মতো ২০শে আগস্ট এবং তৎপরবর্তী ঘটনায় শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে কোন বিক্ষোভে অংশ নেননি, রাস্তায় নামেননি। আমরা নানাভাবে চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করতে। আমরা ২১শে আগস্ট শিক্ষক সমিতির পক্ষ থেকে জরুরি সাধারণ সভা করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে যে প্রস্তাবসমূহ গ্রহণ করেছিলাম, তার কোনটিই সরকারবিরোধী ছিল না। আর প্রস্তাবগুলো আমার বা কোন শিক্ষকের ব্যক্তিগত প্রস্তাব ছিল না। আমরা জরুরি অবস্থা প্রত্যাহার চেয়েছি। তিনি বলেন, আগস্ট ঘটনা তদন্তে বিচারপতি হাবিবুর রহমান খানকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিশনের রিপোর্ট তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রদান করে সনির্বন্ধ অনুরোধ করেছিলেন তদন্ত রিপোর্টটি যেন অবিলম্বে প্রকাশ করা হয়। নিতান্ত পরিতাপের বিষয় সেই রিপোর্টটি প্রকাশিত হয়নি। কেন  হলো না, কাদের ইঙ্গিতে হলো না, তা আমরা জানতে চাই। কারণ তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের ভাগ্য জড়িত। মাননীয় বিচারপতি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রিপোর্টের মূল বিষয়গুলো তুলে ধরেছিলেন। বলেছিলেন, ২০শে আগস্টের ঘটনা আকস্মিক, ২১শে আগস্টের ঘটনা স্বতঃস্ফূর্ত, ২২শে আগস্টের ক্যাম্পাসের বাইরের ঘটনায় অন্যান্য শক্তির সম্পৃক্ততা থাকতে পারে।
তিনি আরও বলেন, আগস্টের ঘটনায় আমরা শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে কোন সমাবেশ বা মিছিলে অংশ নেইনি। কিন্তু আপনি নিজেও তো জানেন, ঢাকার প্রধান সড়কে কতবার কত জঙ্গি মিছিল হয়েছে বর্তমান জরুরি অবস্থায়। কাউকে গ্রেপ্তার করা হয়নি, মামলা হয়নি। অন্যদিকে আমাদের শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে কেমন বৈষম্যমূলক ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হলো, তা দেশবাসী জানে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দাগি দুষ্কৃতকারী নই। তবে ২৩শে আগস্ট গভীর রাতে আমাকে ও আমার সহকর্মী ড. হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করা হলো, শাহবাগ থানায় নেয়ার নাম করে চোখ বেঁধে নেয়া হলো অজ্ঞাতস্থানে, তা আমাকে মনে করিয়ে দিলো পাকিস্তানি দখলদার সৈনিকদের আচরণের কথা। ওই অজ্ঞাত স্থানে যেখানে গভীর রাতে আমাকে নেয়া হয়েছিল তা আমার অত্যন্ত পরিচিত। কারণ ১৯৭৬ সালে জেনারেল জিয়ার শাসনামলে আমি শিক্ষক থাকাকালে আমাকে গ্রেপ্তার করে সেখানে সাড়ে তিন মাস রাখা হয়েছিল। এবারে রিমান্ডে রাখা হয়েছে সরকারি হিসাবে ৮ দিন, তবে বাস্তবে ১২ দিন। ওই নির্যাতন কেন্দ্রে রিমান্ডে নেয়ার পর যখন আবার কোর্টে হাজির করা হয়, তখন কি ভয়াবহ শারীরিক ও মানসিক বৈকল্যে ভুক্তভোগী নিপতিত হয় তা আপনারা জানেন। তথ্য আদায়ের নামে সেখানে যা যা করা হয়, তার সবই প্রয়োগ করা হয়েছিল বাংলাদেশের বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের প্রতি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রির নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদÑ তার সবই চালানো হয়েছিল। চোখ বন্ধ অবস্থায় দিন-রাতের হিসাব ছিল না। মনে পড়ে কালো কাপড়ের পট্টিতে চোখ বাঁধা অবস্থায় আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন "বলুন ব্ল্যাক হোল কাকে বলে?" আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র নই। তারপরও বলেছিলাম আমার জানামতে মহাকাশে এটি সেই কৃষ্ণ গহ্বর যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যা এমনকি আপাতভরহীন আলোককে পর্যন্ত শুষে নেয়। তারা বলেছিলেন, আপনি সেই ব্ল্যাক হোলে আছেন।
তিনি আরও বলেন, কুসুমেও কীট থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা নৈতিকভাবে অধঃপতিত হয়েছেন, দুর্নীতি করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে মলিন করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার দাবি করেছি। তারা তো সবাই স্বপদে বহালÑ শুধু আছেন নয়, তাদের সঙ্গেই আপনাদের দেন-দরবার। আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো আমার ক্ষমা প্রার্থনা বিষয়ে। ছাত্রদের অভিভাবক হিসেবে সম্মানিত জোয়ান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছিলাম। সেনাবাহিনীর আহত মর্যাদাবোধের যেন দ্রুত নিরাময় হয়। রিমান্ডে থাকাকালে আমি নিজে প্রস্তাব করেছিলাম এ বিষয়ে আমি কোর্টে বলবো। তারা অবাক হয়েছিলেন। আমাকে অনুরোধ করেছিলেন, ইলেকট্রনিক মিডিয়ার সামনে আমার কথাগুলো বললে সেনাবাহিনীর বড় উপকার হবে। সারাদেশে সেনা সদস্যরা তা শুনতে পাবে। ভুল বোঝাবুঝির অবসান হবে। আমি শর্ত দিয়েছিলাম, আমার মতো করে আমাকে বলতে দিতে হবে। তারা কথা দিয়েছিলেন তারা তা রক্ষা করবেন। আমার ক্ষমা প্রার্থনা মিডিয়াতে শুনে দেশবাসী হয়তো ভেবেছেন আমাকে চাপ প্রয়োগ করে বাধ্য করে তা করানো হয়েছে। আজ শপথ করে বলছি, পৃথিবীতে এমন কোন শক্তি জন্মগ্রহণ করেনি যারা কর্নেল তাহেরের ভাই ড. আনোয়ার হোসেনকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু বলতে বাধ্য করতে পারে। কিন্তু মহামান্য আদালত আমার সঙ্গে প্রতারণা করা হয়েছিল। আমার সম্পূর্ণ বক্তব্য প্রচারে বাধা দেয়া হয়েছিল। দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনী যেন ছাত্র-শিক্ষক-জনতার প্রতিপক্ষ হিসেবে আর অবস্থানে না আসে, ছাত্ররা যেন রক্ষা পায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন রক্ষা পায় সেই কারণে কোন গ্লানিবোধ না করে একজন শিক্ষকের বিবেক ও সত্যের ওপর প্রতিষ্ঠিত নীতিনিষ্ঠ সবল ও উচ্চতর অবস্থান থেকে আমি সেই ক্ষমা প্রার্থনা করেছিলাম। আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহিরা এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অফিসাররা কোন উচ্চাভিলাষীদের হাতিয়ার হিসেবে জনগণের গণতান্ত্রিক শাসনের বিপরীতে কোন অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রে অংশ নেবে না শুধু নয়, জনতার সঙ্গে মিলে তা প্রতিহত করবে।
আজ দেশবাসী সবার মনে একটি প্রশ্ন, আসলে দেশ চালাচ্ছে কারা? মানুষ মনে করে একটি ভৌতিক অবয়বহীন সরকার দেশ পরিচালনা করছে। দেশে চলছে অঘোষিত সামরিক শাসন এবং সেনাবাহিনীর অতি ক্ষুদ্র একটি অংশ সেনাবাহিনীর নামে তা করছে। তত্ত্বাবধায়ক সরকার স্বাধীনভাবে তাদের সংবিধান নির্ধারিত কাজ করতে পারছে না।
তিনি আরও বলেন, ভুল ও ভয়ের শাসনে দেশে চলছে নীরব দুর্ভিক্ষ। ব্যবসা-বাণিজ্য বন্ধ, কেউ কোন সিদ্ধান্ত নিতে পারছে না। দুর্নীতিও কমেনি, শুধু রেইট বেড়ে গেছে। প্রধান উপদেষ্টার অফিসের প্রায় পাশে, ক্যান্টনমেন্টের অতি কাছে র‌্যাংগস ভবন ভেঙে পড়ে হতভাগ্য গরিব মজুরদের লাশ দিনের পর দিন ঝুলে থাকলো, আমাদের সেনাবাহিনী বা সরকারি কোন প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হলো না সেই লাশগুলো উদ্ধার করা। শেষ পর্যন্ত ওই গরিব মানুষদের আত্মীয়-স্বজনরা এসে নিজেরাই সেসব লাশ উদ্ধার করে নিয়ে গেল। ভেবে দেখুন মহামান্য আদালত, কি সুশাসনেই না চলছে দেশ।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবিতে আজ সারা জাতি ঐক্যবদ্ধ। কিন্তু ভুতুড়ে সরকার নির্বিকার। গত ১ বছরে এসব যুদ্ধাপরাধীদের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। বিভিন্ন সময়ে সামরিক সরকার এবং বিশেষ করে বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে এরা তাদের অবস্থান পাকা করেছে। তারা সে সমাবস্থানে সুরক্ষিতই আছে। বাংলাভাইদের মদতদাতা প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের কিছুই হয়নি। খাদ্য-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সচিব পদে আছেন আয়ুব মিয়া, যাকে ১৯৭১ সালে বরিশাল শহরে রাজাকার হিসেবে ঘোরানো হয়েছিল। রেড ক্রিসেন্ট সোসাইটির মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়েছে জামায়াতের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক আবদুর রবকে। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জামায়াতের প্রভাবশালী সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জামায়াত সংশ্লিষ্ট দুর্নীতিবাজ, নীতিভ্রষ্ট উপাচার্য ও অন্যান্য পদাধিকারীগণ যথাস্থানেই আছেন। সংবাদপত্র প্রকাশনা শিল্পের মালিকদের বন্দি করে এসব সংবাদপত্রে কর্মরত হাজার হাজার সাংবাদিকের রুটি-রুজির পথ বন্ধ করে তাদের শুকিয়ে মারা হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অন্তত জামিনে মুক্তি দিন। তেমনি বেগম খালেদা জিয়াকেও মুক্তি দিন। তার স্বামী জেনারেল জিয়া তার জীবনদাতা আমার ভাই কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন। কিন্তু স্বামীর অপরাধে আমি তাকে দোষারোপ করবো না। '৯০-এর গণঅভ্যুত্থানে আপনি অনমনীয় দৃঢ়তা দেখিয়েছেন, তার জন্য আপনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আছে। আমি বিনয়ের সঙ্গে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান রাখবোÑ কারাগার থেকে মুক্ত হয়ে আপনি কর্নেল তাহেরের বিধবা স্ত্রী লুৎফা তাহেরের সঙ্গে দেখা করে স্বামীর ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন।
গত ঈদের আগে কারাগারে বন্দি দু'জন ছাত্রকে রিমান্ডে নিয়ে ঈদের দিন তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে গাড়ি পোড়ানোর মামলায় তাদের ইচ্ছার বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের জড়াতে চেয়েছে। তিনি বলেন, আমি জানতে চাই, ২২শে আগস্ট কারফিউ জারির পর নিরপরাধ ছাত্রছাত্রী, রিপোর্টার এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ওপর যে বর্বর-নির্যাতন চালিয়েছিল যৌথবাহিনী তাদের বিরুদ্ধে কি কোন মামলা রজু হয়েছে? বন্দি ছাত্রদের মুক্তি দিন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। আমাদের ছাত্র-শিক্ষকদের আর অপমান করবেন না। মৃত্যুকে আমি ভয় পাই না, কারণ বঙ্গবন্ধুর সেই উক্তি 'আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের মারতে পারবে না'Ñ তা আমি সব সময় স্মরণ করি। জীবনানন্দ দাশের কবিতার চরণ 'মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে' উচ্চারণ করে মহামান্য আদালত আমি বিশুদ্ধ চিত্তে শপথ করে বলছি, আমি নির্দোষ।
 


Is this CTG is better than Ershad  in case of political party reform and anti corruption drive ?
---------------------------------------------------------------------------------------------------------------------
Sobhan Allah-  Only Allah flawless 
           Alhamdulillah - All praise to be of Allah 
                   Allah hu Akbar - Allah, the Greatest
-----------------------------------------------------------------------------------------------------------------------Would Be Mahathir of BD
 


Never miss a thing. Make Yahoo your homepage. __._,_.___

[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Bangladesh 2007: Destruction without Creation By Abeer Mustafa

Bangladesh 2007: Destruction without Creation
By Abeer Mustafa   
Image "When you pass by the Rangs building in the heart of Dhaka, think of it as a telling symbol of the government's tactics and accomplishments in 2007: from legal institutions to political system to markets, it targeted things that need to be destroyed, it did little analysis of consequences, it unleashed its full force with no due process, and then left the job undone and the situation much worse off than it was before."

The Progressive Bangladesh, 11 January 2008
http://www.progress ivebangladesh. org/index. php?option= com_content& task=view& id=109&Itemid= 29

By Abeer Mustafa   
Friday, 11 January 2008

In a bizarre and tragic way, the semi-destroyed Rangs Building in the heart of Dhaka represents accurately the accomplishments of Bangladesh's military-led caretaker government. The characteristic that stood out most the last one year can be termed generally as "destruction."

Reader, before you react instinctively, or before you feel like interjecting with, "well, you have to look at both sides, consider the pros and cons," et cetera – bear with me. This is a strong criticism to make as the government celebrates its first anniversary; but I also believe that it is a reasonable argument to make. I will elaborate in three areas.

The Constitution

Unless you're interpreting law as abstract art, the government is operating beyond its mandate specified by the Constitution. It is being run formally by ten advisors and the Chief Advisor and by authority of the President – and that's about everything that's constitutional about the government.

The Parliament has not been in session for over ninety days, and the government has not held elections in ninety days, which, according to Article 123(3), is the constitutional reason by which it can exist. Now, it can be considered that in view of the political crisis of pre-1/11, political parties and the people have granted permission for this government to continue. But from where did that assumption come? Was there a public poll, a referendum? If you recall, this argument came from the caretaker government itself, which publicized that corruption would need to be tackled before free and fair elections could be held. But can such permission be extended from ninety days to two years? The only way it could be done is by destroying the meaning of the Constitution as a set of principles by which the nation should be governed.

The destruction of the Constitution by the quasi-military government has allowed it to consider the formation of things like a 'national government' of eminent like-minded citizens or a constitutional council to revise the Constitution itself to its liking. It has allowed the government to plan the holding of local elections first, which a caretaker government cannot do if it sticks to the Constitution. The government has not only tinkered with electoral rules, but sought the army's advice and approval of such rules, a privilege not given constitutionally to the army.

Bangladesh Constitution Article 7
Article 7 of the Constitution forbids governments from acting unconstitutionally.
Beyond the façade of the civilian government, key functions for the last year have been run by a set of committees led by military personnel, the most prominent of which is the powerful 'National Coordination Committee' against crimes and corruption. It has made, and continues to make, political changes, economic decisions, including large scale purchases using public funds (most recently planning for a $880 million subway in the capital city), and continues to pass laws (signed by the President) – none of which is mandated to a caretaker government under the "routine tasks" it is supposed to do constitutionally.

Can a caretaker government, or any government, contravene the Constitution so grossly? Article 7, titled "Supremacy of the Constitution" clearly forbids it, as you can read on the left.

The economy

Over the last year a record-breaking economic crisis has appeared, almost out of nowhere, and the military government is trying hard to suppress the dissemination of information about the crisis.

Inflation has been galloping ahead, putting food and other everyday items beyond the reach of the majority of the population. In July, 2007 inflation crossed over 10 percent for the first time in 13 years. By November 2007, inflation had crossed 11.2 percent – a 17-year record. The biggest increase was in the price of food, which by January 2008, was increasing by 13.8 percent, according to the Bangladesh Bureau of Statistics.

The government has blamed all but itself and its policies for this. First it blamed political mismanagement of the previous governments, then it blamed importers and indenters, then unscrupulous traders and middlemen, and more recently, international markets. It has entrusted the BDR, a paramilitary, a key role in food importation and distribution, and extended it several rounds of interest-free loans. It put in the feared RAB (Rapid Action Battalion) to force price controls on traders and food-sellers. Basically it replaced a market economy with ill-conceived military tactics, as if we were fighting a war over food (Ed.: See Ariana Ahmed's related  article).

Image
The urge to destroy. Photo credit: Jewel Samad, AFP.
The government summarily imprisoned many businessmen without regard to the businesses and the hundreds of thousands employed by them. It asked banks to not transact with blacklisted businesses, without showing reason why they were blacklisted, thereby introducing a credit crisis in the country. Out of the blue, it began to close down jute mills, laying off thousands of workers in the middle of a food and price crisis, and over the last year effectively destroying the jute industry in Bangladesh while similar mills in neighboring West Bengal continue to thrive.

Arbitrary military tactics do not attract investors. In the first fiscal year since the caretaker government took over, foreign investment proposals dropped precipitously, by 57 percent. What has increased is aid-dependence, with Western donors providing both a diplomatic and economic lifeline to the government. Net foreign aid into Bangladesh increased tenfold, from $23 million in 2006 to $239 million in 2007. What has stayed unchanged is Bangladesh's low position in the various economic indices: Corruption Perceptions Index (Transparency International), Ease of Doing Business Index (International Finance Corporation), Index of Economic Freedom (Heritage Foundation).

Destruction of political leadership

A revealing recent report in The Daily Star, a mainstream English newspaper, found that the government's crusade in business as well as in politics have been aimed at individuals. General corruption has remained unchanged.

Most in the country know, but won't admit in public, that a good number of these individuals have been targeted essentially because various members of the current government at one point or another held grudges against them. The half-a-million arrested by the government essentially represent a political purge, a plan some call an exit strategy, and some, less generous, an election engineering strategy. Why is it election engineering? Because the government has passed laws to declare ineligible to run for public office those whom it convicts, in summary courts and under a suspension of their fundamental rights.

The Rangs symbol

So here we are. After one year, we have a government that has proven to be adept at destroying legal institutions, political systems, and markets, but woefully incapable of creating anything beyond paper value. When you pass by the Rangs building, think of it as a telling symbol of the government's tactics and accomplishments the last year: it targeted things that need to be destroyed, it did no analysis of consequences or alternatives, it unleashed its full force with no due process, and then left the job undone and much worse off than it was before. At Rangs, many have lost their jobs, and workers brought in by the government to destroy the building have lost their lives. But just how many have been killed as the building collapsed, that is, what the human costs of the government's military tactics are – that we will not know, because of intimidation and suppression.


Image  About the author

Comments:
 
14-01-2008 13:07
 
An excellent, incisive and thought-provoking article by Abeer Mustafa. 
 
The dangling "Rangs Bhaban" with its scars typifies a nation and State hanging in suspended animation with its wounds, woes and infliction by a mindless, cruel and ruthless usurper with scant regard for law and justice. 
 
The "Constitution" of Bangladesh is a convenient facade behind which most evil-doers seek refuge. Awami League's "Jalao-Porao" anarchy of October 2006 was purportedly for upholding the "Constitution"; so, was the vandalism of the Chamber of the Chief Justice of the Supreme Court, duly led by Dr. Kamal Hossain, Barrister Amirul Islam and Barrister Roknuddin Mahmood. The Awami League berating and besieging the Offices of the President and Chief Election Commissioner in October 2006 were, again, in the name of the "Constitution"! 
 
While the Avatars of Anarchy ran riot in October 2006, and the safety and security of the life and property of the man on the street were endangered and put to risks, everybody who was anybody advocated with all solemnity that they were seeking the holy grail of the "Constitution" of Bangladesh! 
 
Indeed, what an irony of fate that we are grilled with garbage by these charlatans, and these holy men of our "Constitution" -"Constutional experts" they call themselves self-righteously -go scotsfree in spite of their sordid crimes! 
 
English Constitutional Law, which Bangladesh has inherited and follows, lays it down that the most visible of all Laws, the Traffic Law, is the basic tenet on the application and performance of which all other Laws, mostly documented and beyond ordinary comprehension of the layman, hinge on their efficacy of enforcement. 
 
Therefore, where the roads and public thoroughfare are besieged and become battlegrounds for murder and mayhem on broad daylight, and Public Offices and Democratic institutions like the Parliament, Judiciary and the Election Commission come under attack, and with "Loggi and Baitha Michhil", i9t becomes a joke to invoke a "Constitution" that is respected more in its breach than in its compliance! 
 
Demolition of an asset of the State, that is the "Rangs Bhaban", in the name of the State and its Laws would therefore surmise to be statement on those who want to make Bangladesh a "Dysfunctional" and "Failed" State under any pretext. 
 
Making an "Animal Farm" of a freedom-loving people through a Police State under "Emergency" can not decidedly be anything else other than the Orwellian spectre of 1984! 1/11 represents just that, and the "Rangs Bhaban" rampage stands out as a poignant epitaph on Democracy and Rule of Law. 
 
Abeer Mustafa deserves our plaudits for painting a bull in a China shop with the power of his pen. Mephistopheles can not, after all, be a Messiah! -Nizam M. Selim

 16-01-2008 10:14
 
Good analysis. Also see bbc's news item on Pakistan
which eerily resembles some of the activities of Bangladesh CTG.
 
 
__._,_.___

[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Should Bangladesh Recognize Israil ?

Dear All,
We must be pragmatic, our national interest
must take precedence over everything else. We have to
weigh the pros and cons before deciding on any issue
rather than being dictated by our heart. we should be
dictated by our head. I feel that we have everything
to gain by recognising Israel and nothing to gain by
with holding recognition. Do you realise that the
favorable publicity that we will get from the world
press dominated by the jews. This will help our
country greatly in advancing forward economically.

Even Arab countries have diplomatic relation
with Israel so if we recognise Israel it will not be
seen grudgingly by Arab and Islamic countries.

Salahuddin Ayubi

--- "Md. Aminul Islam" <aminul_islam_raj@yahoo.com>
wrote:

> Our neighbering India has very good relation with
> Isrel.In our country there are many followers of
> Indian policy.And we know both of the two are in
> war against Islam and Muslim in the name of
> fighting "terrorism'.We have some so called hired
> JIBIS who may want this,But people of Bangladesh
> will never even consider the question.So it is' void
> abinitio.'
> Rather people of Bangladesh want to see the
> abolition of the illigal inhuman country.
>
> S A Hannan <sahannan@sonarbangladesh.com> wrote:
> As some quartes are raising the issue, I
> am forwarding myearlier article on the issue
>
> Bangladesh Should not Recognize Recognize Israil
>
>
> Shah Abdul Hannan*
>
>
>
> The Foreign Minister of Pakistan, a few days back,
> met the Israeli Foreign Minister in Istanbul. This
> has brought to light that Pakistan was negotiating
> secretly with Israel for quite a long time. The
> major political parties and alliances of Pakistan,
> namely Pakistan Peoples Party Parliamentarian
> (Benzir Bhutto), Pakistan Muslim League (Newaz
> Sharif), Muttahida Majlis Amal (MMA) and ARD called
> a nation-wide strike in protest of the meeting by
> Pakistan&#8217;s Foreign Minister with Israeli
Foreign
> Minister.. Press reports suggest that the strike was
> successfully observed. The opposition in Pakistan
> immediately after this meeting sat together and
> formed a committee to decide the future course in
> view of the action of the government.
>
> In this backdrop, a few of our newspaper
> columnists have demanded that Bangladesh should
> recognize Israel. About two years back a section of
> the leaders of our business community demanded that
> Israel be recognized. The Chamber leaders raised the
> demand because at that time some US Congressmen
> demanded that the entry of Bangladeshi product in
> the US market be linked with Bangladesh recognition
> of Israel. The demand of the US Congressman alarmed
> a section of our businessmen. Being panicked they
> demanded that Israel be recognized. But they did not
> seriously ponder how Bangladesh-United States
> bilateral relations are linked with Bangladesh
> recognition of Israel?
>
> Thereafter, about a year back, in an indoor
> meeting of a Think Tank that was attended by
> journalists, retired army officers, geo-strategic
> and security analysts in which this writer was
> present the issue of the Bangladesh recognition of
> Israel was discussed. A senior journalist present in
> the meeting tried to convince why Israel should be
> recognized. It became apparent that some other
> gentlemen present in the meeting supported his view.
> In another meeting, a few days back, this writer
> observed that Pakistan&#8217;s regotiation with
Israel was
> discussed and two or three persons expressed their
> view in favor of Bangladesh recognition of Israel.
>
>
> This makes it clear that a section of the elite
> of our society is in favor of Bangladesh recognition
> of Israel. To them it is not a matter of
> consideration that Israel is an illegitimate state
> that has violated many UN resolutions and occupied
> two-thirds of the Palestine land using force has
> occupied East Jerusalem that does not belong to
> them. If for argument sake we accept that Israel is
> the rightful owner of the land which UN mandate has
> given them in 1948 and should be under Israeli
> control, even then Israel should have vacated East
> Jerusalem long before. Israel has illegally
> established hundreds of settlements in West Bank
> Israel also established such settlements in Gaza
> that Israel vacated only recently. We have seen in
> the television screen their pain and anguish, as
> they had to leave Gaza which was not their land.
> This is nothing compared to the inhuman brutality
> the Palestinian had to suffer in their own land at
> the hands of the state of Israel.
>
> People in our country who are supporting the
> recognition of Israel by Bangladesh, to them these
> are of no consequence, value and consideration. They
> ignore the fact that Israel is still denying
> Palestinian full control over the sky and sea of
> Gaza. They are not ready to consider all these
> issues. They are taking a very simplistic attitude.
> They are not considering the fact that only 5-7
> countries out of the 57 Muslim countries have
> diplomatic relations with Israel and the reasons are
> also known. Turkey recognized Israel for it&#8217;s
the
> then government leaders were very friendly with the
> West. Egypt recognized Israel to recover Sinai
> Peninsula from military occupation. No doubt it was
> a wrong decision on the part of the then Egyptian
> leadership, but still one can find some logic in it.
> Egypt was forced by circumstances. Moreover, the
> Egyptian people had no role in this decision for an
> undemocratic autocratic head of state ruled the
> country. This is also true of Jordan.
> Most of the countries of the Muslim World have not
> yet recognized Israel and still now are opposed to
> such a move.
>
> Now the question is how recognizing Israel will
> benefit Bangladesh? If there was really great
> benefit we could think over the matter. How big is
> Israel? It is a small country of a few thousand
> square miles, roughly one-tenth of Bangladesh or
> less. The total population of Israel is 4 millions
> approximately. The question then naturally arises
> how big is the Israeli market from which we can
> benefit by exporting and also how much Bangladesh is
> losing for not having trade with Israel? How much we
> can earn from this small market? As regards imports,
> really what Israel can specially offer us that we
> cannot procure from other sources? Shall we have to
> import computers and other scientific equipments
> from Israel? Shall we have to import any other
> hardware or software from Israel? Shall we have to
> import aircraft and armaments from Israel? Are these
> not available in other countries? Whatever we need
> are available in China, Russia, United States,
> Malaysia, Indonesia and Pakistan.
> Then what is the big reason that we have to import
> from Israel, a country with which we do not have
> trade since 1947? How the scenario has changed or
> how far the situation is positively developed that
> Bangladesh needs to recognize Israel? We must not
> forget that the illegal state of Israel was created
> by a resolution of UN in 1948 when the number of
> member countries was 50-55, most of whom were from
> Europe, America and Latin America. The number of UN
> member countries from Asia and Africa then were few
> in number. Who are then the other UN member
> countries? Pakistan and India then just got
> independence from the British colonial yoke and have
> become UN members. Still then Pakistan opposed the
> 1948 UN resolution that created the state of Israel.
> India also opposed the resolution. It is thus clear
> that Israel is an illegitimate state that the West
> imposed on the indigenous Arabs and Palestinians
> through the then UN because Asia and Africa, the
> two big continents, were not
> represented fully in the then UN membership. The
> West got the 1948 UN resolution passed, created
> Israel by sheer strength of membership and votes.
> We must not forget that the resolution was
> essentially illegal and therefore unlawful. The
> Muslim countries only surrendered to de facto
> situation and ground realities. But the truth is
> that there should have been one country only in the
> old Palestine, that is Palestine. There was no
> state named Israel in the region before 1948 UN
> resolution . This resolution created a new state
> with new boundaries. Jews from all over the world
> was made to immigrate to Israel and new settlements
> were raised there. Since then Israel occupied more
> Palestinian territories and expanded its boundary by
> deceit, use of military force and war and uprooted
> the local Palestinians and made them refugees.
> Israel occupied the whole of Palestine in 1967 war.
> Since then 38 years have passed.
>
> There is no moral basis for the creation of the
> state of Israel. It has been given legitimacy by use
> of force. Martial Law has no moral basis. Likewise,
> Israel has no moral basis although it gained some
> sort of legitimacy because of the UN resolution of
> 1948. This illegal state is still not allowing the
> Palestinians to have their own state in the land of
> which only they are the rightful owner. Israel is
> not returning Jerusalem to the Palestinians who are
> its rightful claimant. Israel is not allowing the
> Palestinian refugees to return to their homeland.
> Many such problems still exist and yet to be
> resolved. In such situation, why should Bangladesh
> recognize Israel? What has happened that Bangladesh
> needs to recognize an illegal state? Is it justified
> to recognize Israel as long as Palestinians does not
> recognize Israel? Yes, if the independent and
> sovereign state of Palestine is created and state of
> Palestine recognizes Israel, we shall then recognize
> state of Israel.
> Israel is not big as United States. It is not that
> big as European Union. The Israeli market is also
> not as big as EU and US. The question of
> substantial economic loss for having no trade and
> diplomatic relations is therefore not tenable. Is
> the demand of recognizing Israel is based on justice
> and in the interest of Islam? Unfortunately these
> reasons are not getting due attention of our elite.
> Why?
=== message truncated ===


Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]

Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:

http://groups.yahoo.com/group/chottala/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:

http://groups.yahoo.com/group/chottala/join

(Yahoo! ID required)

<*> To change settings via email:
mailto:chottala-digest@yahoogroups.com
mailto:chottala-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
chottala-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:

http://docs.yahoo.com/info/terms/