Banner Advertise

Tuesday, March 26, 2013

[chottala.com] থানায় বোমা হামলা, ট্রেন ও যানবাহনে আগুন : ১৮ দলের ৩৬ ঘণ্টার হরতাল শুরু ...



১৮ দলের ৩৬ ঘণ্টার হরতাল শুরু

থানায় বোমা হামলা, ট্রেন ও যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৭-০৩-২০১৩

হরতালের সমর্থনে গতকাল দুপুরে ঢাকা কলেজের সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়

হরতালের সমর্থনে গতকাল দুপুরে ঢাকা কলেজের সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়

ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঘটেছে। এর মধ্যে রাজশাহীর বোয়ালিয়া থানায় বোমা হামলা হয়েছে। ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে, রাজধানী ও গাজীপুরে যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ছয়টা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাদে সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা এই হরতাল শুরু হয়েছে। টর্নেডো-দুর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। জোটের নেতা-কর্মীদের মুক্তি, 'গণহত্যা' বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের দাবিতে গত সোমবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকের এক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে নগরের বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলা হয়েছে। কে বা কারা থানার পূর্ব পাশের দেয়ালের বাইরে থেকে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলে ফিরোজ আহাম্মেদ, দবির উদ্দিন, মনির হোসেন নামের তিন পুলিশ কনস্টেবল আহত হন। ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওই বোমা হামলার কিছুক্ষণ পর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়াম থেকে পুলিশ শিবিরের এক কর্মীকে আটক করে। একই সময়ে কামরুজ্জামান চত্বর থেকে আরও তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ ছাড়া উপশহর এলাকায় সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শিবিরের কর্মীরা ককটেল ছোড়েন। ওই গাড়িতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ও সহকারী কমিশনার রোকনুজ্জামান ছিলেন। তবে তাঁরা কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মী সেলিম রেজা ও মুসফিক জামানকে আটক করে। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র।
ময়মনসিংহ অফিস জানায়, সন্ধ্যায় ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ২৫৩/৫৪ নম্বর ট্রেনের একটি বগিতে সাত-আটজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
গতকাল রাতে তথ্য বিবরণীতে জানানো হয়, ময়মনসিংহে বগিতে আগুন দেওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার নৃপেন্দ্র চন্দ্র সাহা ও আনসার সদস্য সেলিম রেজাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
রাজধানীতে সাতটি যানে আগুন: গতকাল রাজধানীতে সাতটি যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা প্রথম আলোকে জানান, গতকাল বেলা ১১টা ৫ মিনিটে সায়েন্স ল্যাবরেটরির কাছে সুমাইয়া পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা তিনটার দিকে নিউমার্কেটের ১ নম্বর ফটকের কাছে একটি গাড়িতে এবং বেলা তিনটা ৩৫ মিনিটে সেগুনবাগিচায় একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 
এ ছাড়া বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় এবং রাতে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে একটি ট্যাক্সিক্যাবে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ছাড়া ফার্মগেটের খামারবাড়িতে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে জনতা চারজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকায় রাত আটটার দিকে ক্ল্যাসিক পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ গতকাল ২০ জনকে আটক করে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঢাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ দাঙ্গা দমনের উপকরণসহ মোতায়েন থাকবে। কেউ যদি ফৌজদারি অপরাধ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক বিচারের জন্য থাকবেন ১০টি ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গতকাল রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
হরতালের আওতামুক্ত: বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডোতে বহু প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া টর্নেডো-দুর্গত এলাকায় ত্রাণকাজে নিয়োজিত যানবাহনও হরতালের আওতামুক্ত থাকবে।
বরাবরের মতো সংবাদপত্রবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও ওষুধ সরবরাহকারী পরিবহন এ হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। এসব যান চলাচলে বাধা সৃষ্টি না করতে জোটের পক্ষ থেকে নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।
হরতাল সফল করতে প্রস্তুতি: বিএনপি, জামায়াতে ইসলামী এবং জোটের অন্যান্য শরিক দল হরতাল সফল করতে প্রস্তুতি নিয়েছে। জোটের মুখপাত্র ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোকে সাধ্যমতো হরতালে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

http://prothom-alo.com/detail/date/2013-03-27/news/339909

Related:

হরতালের আগেই রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন(ভিডিও)

অনলাইন ডেস্ক | তারিখ: ২৬-০৩-২০১৩

হরতালের আগের দিন রাতে রাজধানীর ওয়াসা ভবনের সামনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

হরতালের আগের দিন রাতে রাজধানীর ওয়াসা ভবনের সামনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ছবি: হাসান রাজা।


  • হরতালের আগের দিন রাতে রাজধানীর ওয়াসা ভবনের সামনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

    হরতালের আগের দিন রাতে রাজধানীর ওয়াসা ভবনের সামনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

    ছবি: হাসান রাজা।

1 2


















Video URL: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rSHJb8ViYqU


http://prothom-alo.com/detail/date/2013-03-26/news/339714



2013/3/26 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
Why Chatro gue cadres/Gopali Police/RAB can't prevent such vehicle burning during Hortal eve ?

Related: 

TUESDAY, MARCH 26, 2013

4 vehicles torched in city

 

STAR ONLINE REPORT

A bus burns near City College on the Mirpur Road in the capital Tuesday morning after miscreants set it ablaze on the eve of a 36-hour countrywide shutdown that begins at 6:00am Wednesday. Photo: Focus Bangla
 
A bus burns near City College on the Mirpur Road in the capital Tuesday morning after miscreants set it ablaze on the eve of a 36-hour countrywide shutdown that begins at 6:00am Wednesday. Photo: Focus Bangla
 
 
Miscreants set on fire three vehicles in capital Dhaka on the Independence Day on Tuesday, a day ahead of the BNP-led 18-Party alliance-called 36-hour shutdown across the country.
 
১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতাল সামনে রেখে আজ দুপুর থেকেই রাজধানীতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট ও খামারবাড়িতে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, নিউমার্কেট এলাকায় বেলা পৌনে ৩টার দিকে একটি ট্যাঙ্কি্যাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশীর দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া রাজধানীর খামারবাড়ি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___