Banner Advertise

Sunday, September 1, 2013

[chottala.com] হেফাজতে চট্টগ্রাম-ঢাকা দ্বন্দ্ব প্রবল- শীর্ষ নেতারা ব্যস্ত অর্থ লোপাটে



হেফাজতে চট্টগ্রাম-ঢাকা দ্বন্দ্ব প্রবল- শীর্ষ নেতারা ব্যস্ত অর্থ লোপাটে
বিভাষ বাড়ৈ ॥ অর্থ লোপাট, টাকার ভাগাভাগি, আধিপত্য বিস্তার আর ১৮ দলের নির্বাচনের পাঁয়তারা নিয়ে চরম বিরোধে জড়িয়ে পড়েছে হেফাজতের শীর্ষ নেতৃত্ব। ক্ষমতার দ্বন্দ্ব আর টাকার ভাগ-বাটোয়ারা রাজধানীতে হেফাজতের সবচেয়ে বড় আস্তানা হিসেবে পরিচিত লালবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর ও বারিধারা মাদ্রাসা নিয়ন্ত্রণকারী নেতারা জড়িয়ে পড়েছেন বিরোধে। লালবাগ মাদ্রাসার হেফাজত নেতাদের বিরুদ্ধে অন্য নেতারা অভিযোগ তুলেছেন, লাগবাগিরা আহমদ শফীকে নিয়ন্ত্রণে রেখে হেফাজতের সকল কর্মসূচীকে জামায়াত-শিবিরের সহযোগিতায় হিংসাত্মক ও জ্বালাও-পোড়াও আন্দোলনে পরিণত করছে। লালবাগ মাদ্রাসার হেফাজত নেতাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন চট্টগ্রামের হেফাজত নেতারাও। এদিকে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হেফাজতের প্রভাবশালী দুই যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও মাঈনুদ্দীন রুহীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেতাকর্মীরা। দুজনের বিরুদ্ধে ১৮ দলের কাজ থেকে টাকা এনে আত্মসাত করা ও নির্বাচন বাণিজ্য করার অভিযোগ এনে আমিরের কাছে বহিষ্কারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি তুলেছেন নেতাকর্মীরা। 
ঢাকা ও চট্টগ্রামের কয়েক হেফাজত নেতা ও তাদের নিয়ন্ত্রিত মাদ্রাসা সূত্রে বিরোধের এই চিত্রই পাওয়া গেছে। তবে এসব নিয়ে আমির আহমদ শফী প্রকাশ্যে এখনও কিছু না বললেও গত এক সপ্তাহে তিনি দুুটি সভায় দলের মধ্যে বিরোধের বিষয়ে বলেছেন, হেফাজতের ক্ষমতা টের পেয়ে দেশী-বিদেশী নাস্তিক্যবাদীরা নানামুখী ষড়যন্ত্র করছে। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। জানা গেছে, রাজধানীতে হেফাজতের রাজনীতি নিয়ন্ত্রণ করে মূলত লালবাগ, কামরাঙ্গীরচর ও বারিধারা মাদ্রাসাকেন্দ্রিক নেতারা। তবে লালবাগ মাদ্রাসার নেতাদের আবার প্রত্যেকেরই রয়েছে ভিন্ন ভিন্ন দল। যার প্রত্যেকটি ১৮ দলের অন্তর্ভুক্ত। তাই ১৮ দলের সুবিধা নিয়ে রাজনৈতিক ফাঁয়দা লোটার অভিযোগ এখানকার নেতাদের বিরুদ্ধে ছিল সব সময়েই। তবে সেই বিরোধ এবার চরম আকার ধারণ করেছে। বিষয়টি সামাল দিতে হেফাজতের আমির সকলের সঙ্গে কথা বলেছেন। যদিও এসব ঘটনা লালবাগ নেতাদের কেউ স্বীকার করছে না। তবে ক্ষোভের কথা বলছেন, অন্য মাদ্রাসার নেতারা। অবস্থা এ পর্যায়ে চলে গেছে, আগে লালবাগ থেকে হেফাজতের ব্যানারে ঢাকার নেতারা আমিরের বক্তব্যসহ সকল কর্মসূচী প্রচার করলেও এখন চট্টগ্রামের নেতারা তা মানছেন না। একাধিক ব্যক্তি নিজেদের প্রচার সম্পাদক পরিচয় দিয়ে হেফাজতের বিবৃতি দিচ্ছেন। একই বিষয়ে দেয়া হচ্ছে ভিন্ন ভিন্ন বিবৃতি। বিষয়টি জানতে পেরে আমির আহমদ শফী চট্টগ্রাম থেকে নিজেই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা শুরু করেছেন। বলা হয়েছে, তার স্বাক্ষর ছাড়া বিবৃতি দেয়া যাবে না। আবার ঢাকার নেতারা বিভিন্নভাবে বলে বেড়াচ্ছেন, তাদের বাদ দিয়ে কিছু করতে গেলে তারা মানবেন না। ঢাকায় সংগঠন করতে দেবেন না বলেও হুমকি দিয়েছেন ঢাকার অনেক নেতা। চট্টগ্রামের কয়েক নেতা আমিরের কাছে দাবি তুলেছেন, হেফাজতের বর্তমান পরিস্থিতির জন্য ঢাকার নেতারাই দায়ী। তাদের মতে, ঢাকার নেতাদের অতি উৎসাহ আর স্বার্থের কারণেই হেফাজতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যুগ্ম মহাপচিব পদের এক নেতা বৃহস্পতিবার রাতে জনকণ্ঠকে বলেন, আমরা আমির সাহেবকে বলেছি সঙ্কটের জন্য যারাই দায়ী তাদের তদন্ত করে চিহ্নিত করতে হবে। সকল কর্মসূচীতে ঢাকার নেতাদের মধ্যে যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের রাখা যাবে না। ওই নেতারা অভিযোগ করেন, ঢাকার কিছু নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্যই সেদিন অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছেন। ফলে নিরীহ হেফাজত কর্মীদের ওপর হামলার সুযোগ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর রাতে সাধারণ কর্মীদের রেখে নেতারা নিজেরা সেখান থেকে সরে পড়েছিলেন। অবরোধে জামায়াত-শিবিরের নাশকতার কথা উল্লেখ্য করে আগেই কর্মসূচী থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল চট্টগ্রামের ছয়টি বড় মাদ্রাসা। এর একটির অধ্যক্ষ গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন বৈঠক করতে। তার অভিযোগ, কিছু নেতার 'মঞ্চ কাঁপানো-অযৌক্তিক' বক্তব্যের জন্যই হেফাজতের আজকে এ দশা হয়েছে। হেফাজত আজ বিতর্কের মুখে পড়েছে। 
এদিকে হেফাজতের বিরোধের কারণে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে চলেছেন। তাদের অভিযোগ থেকে বেরিয়ে আসছে নানা গোপন তথ্য। হেফাজতে ইমানের বাংলাদেশের ব্যানারে জানিয়ে দেয়া হয়েছে, ঢাকার দুটি মাদ্রাসাকেন্দ্রিক নেতারা জানিয়ে দিয়েছেন, হেফাজতে ইসলামের ৫ মের অবরোধের পিছনে জামায়াতের গোপন পরিকল্পনা অনুযায়ী শাপলা চত্বরে অবস্থান করে পরদিন ৬ মে ভোরে ব্যাংকসমূহ লুট করাসহ সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল। অবস্থান সফল না হওয়ায় এখন এ জন্য প্রাপ্ত বিপুল অর্থের ভাগাভাগি নিয়ে ঢাকা মহানগর হেফাজত এবং কেন্দ্রীয় হেফাজতের মধ্যে জামায়াত ঘেঁষা নেতাদের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব। অর্থের ভাগ-বাটোয়ারা সঠিক না হওয়া, লালবাগ, কামরাঙ্গীরচর ও বারিধারা মাদ্রাসার নেতারা পৃথক পৃথকভাবে বৈঠক করাসহ বিবৃতি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গেল রমজান মাসে হোটেল পূর্বাণীতে ইসলামী ঐক্যজোট (একাংশ) আয়োজিত মুফতি আমিনী স্মরণে আলোচনা ও ইফতার পার্টিতে বারিধারাকেন্দ্রিক নেতাদের দাওয়াত দেয়া হয়নি। এর পর থেকে বিবৃতিও দেয়া হচ্ছে পৃথক পৃথকভাবে। হেফাজতে ইমান বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তিতে দলের বার্তা প্রেরক আব্দুল মোস্তফা একই সঙ্গে বলেছেন, লালবাগ মাদ্রাসার হেফাজত নেতাদের বাদ দিয়ে একাধিক বৈঠকও হয়েছে বিভিন্ন স্থানে। গত সোমবার কিল্লার মোড়ে মাওলানা জাফরুল্লাহ খান ওরফে আনোয়ার রাজাকার কর্তৃক জামায়াত থেকে প্রাপ্ত অর্থে কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামী দলসমূহের বৈঠকের আড়ালে হেফাজত নেতারা বৈঠকে লালবাগ মাদ্রাসার নেতারা উপস্থিত ছিলেন না। লালবাগ মাদ্রাসার হেফাজত নেতাদের বিরুদ্ধে অন্য নেতাদের অভিযোগ করেছেন, তারা আহমদ শফীকে নিয়ন্ত্রণে রেখে হেফাজতের শান্তিপূর্ণ অরাজনৈতিক কর্মসূচীকে জামায়াত-শিবিরের সহযোগিতায় হিংসাত্মক ও জ্বালাও-পোড়াও আন্দোলনে পরিণত করেছিল। তারা সরকারের পতন ঘটিয়ে ৬ মে দেশের শাসনভার তাদের হাতে নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল। আর এ জন্য ৫ মে দিবাগত রাতে বিএনপির অফিসে মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে রাতভর খাওয়া দাওয়ার ধুম ছিল বলেও বলছে হেফাজতে ইমাম বাংলাদেশ। লালবাগ মাদ্রাসাকে ষড়যন্ত্রের আখড়া হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই মাদ্রাসায় সকল রাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছে বিশিষ্ট আলেম ও নাগরিকদের সমন্বয়ে গঠিত 'ইসলামী ঐক্য মঞ্চ।' সংগঠনের নেতারা বলেছেন, এখানে হেফাজতসহ কারও রাজনৈতিক অফিস থাকতে পারবে না। এই মাদ্রাসা থেকেই গত ৫ মে সরকার উৎখাতের চক্রান্ত হয়েছিল। ইসলামী শিক্ষাদানের নামে এই মাদ্রাসায় চলে রাজনৈতিক কার্যকলাপ। চলে পবিত্র ইসলামকে অপবিত্র করার ষড়যন্ত্র। ইসলামী ঐক্যমঞ্চের সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী বলেছেন, লালবাগ থেকে বার বার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এতে দেশের সব আলেম সমাজ লালবাগ ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। সর্বশেষ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে হেফাজতের আন্দোলনকেও নিজেদের মতো করে ব্যবহার করা হয়েছে এই লালবাগ থেকেই। হাফেজি হুজুর যে ইসলামী গণজাগরণ গড়ে তুলেছিলেন, তা লালবাগ ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ইসলামী ঐক্যেজোটের কবরও রচিত হয়েছিল লালবাগের কারণে। তিনি লালবাগের জন্মদাতা মওদুদী জামায়াত-শিবির চক্রের ষড়যন্ত্র থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। জামায়াত-শিবিরকে ইহুদির 'দালাল' উল্লেখ করে মাসউদ আরও বলেন, জামায়াত-শিবির চক্র ও এর দোসরদের আলেম সমাজকে চিনে রাখতে হবে। ইসলামের অপব্যাখ্যাকারী মওদুদী জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের হকপন্থী আলেমগণের বিরোধিতা করে আসছে। তারা এখনও বিরোধিতা করছে, এতে কোন সন্দেহের অবকাশ নেই। 
এদিকে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হেফাজতের প্রভাবশালী দুই যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও মাঈনুদ্দীন রুহীর বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসছে হেফাজতের নেতাকর্মীরা। দুজনের বিরুদ্ধে ১৮ দলের কাজ থেকে টাকা এনে আত্মসাত করা ও নির্বাচন বাণিজ্য করার অভিযোগ এনে আমিরের কাছে বহিষ্কারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি তুলেছেন নেতাকর্মীরা। অনেকে একে হেফাজতের নেতৃত্বে থাকা বিএনপি-জামায়াত জোটের নেতা ও সাধারণ কওমি মাদ্রাসার সাধারণ ধর্মীয় নেতাদের বিরোধ বলে অভিহিত করেছেন। আধিপত্য বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব আর সংগঠনের নাম ভাঙ্গিয়ে ১৮ দলের কাছে নিজেদের অবস্থান পোক্ত করার অভিযোগ এ দুই নেতার বিরুদ্ধে। দুজনই খেলাফতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে যুক্ত। এর মধ্যে মুফতি ফয়জুল্লাহ খেলাফতে ইসলামীর নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব এবং মাওলানা রুহী খেলাফতে ইসলামীর যুগ্ম মহসচিব, চট্টগ্রাম মহানগর সভাপতি ও ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব। সাংবাদিকদের কাছেও ফোন করে নেতাকর্মীরা ফয়জুল্লা ও রুহীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন। হেফাজতের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগরের একাধিক নেতাও এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে ঐক্যের কথা বিবেচনায় এনে তারা নিজেদের নাম প্রকাশ করে গণমাধ্যমে বক্তব্য দিতে চাচ্ছেন না। তাদের মতে, ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচীর পরে শাপলা চত্বরে রাতে অবস্থানের বিষয়ে সংগঠনের আমির শফীকে ভুল বুঝিয়েছেন ফয়জুল্লাহ ও রুহী। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা আমিরকে না জানিয়ে বিএনপির কাছ থেকে ফায়দা হাসিলের লক্ষ্যে রাতে অবস্থানের সিদ্ধান্ত আদায় করে নেন তারা। অথচ এ সিদ্ধান্তে সংগঠনের বেশিরভাগ নেতারই মত ছিল না। পরিস্থিতির কথা বিবেচনা করে সংগঠনের প্রায় সব নেতাই সন্ধ্যার মধ্যে সমাবেশ শেষ করে দেয়ার মতামত জানিয়েছিলেন। তার পরও সবার মতামতকে উপেক্ষা করে আমিরকে ভুল বুঝিয়ে রাতে অবস্থানের সিদ্ধান্ত আদায় নেন এ দুজনই। এমনকি এ সময় আমিরের কাছে নিজেদের আশির্বাদপুষ্ট লালবাগকেন্দ্রিক এক-দুজন নেতা ছাড়া অন্য কাউকে এ দুনেতা ঘেঁষতে দেননি বলেও অভিযোগ করেছেন চট্টগ্রামের নেতারা। তারা অভিযোগ করেছেন, ওই দুই নেতা টাকা লোপাট ছাড়াও ১৮ দলের শরিক দলে থাকায় তারা হেফাজতের নামে ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আমিরের কাছ থেকে নিজেদের মতো করে সব ধরনের সিদ্ধান্ত আদায়েও তারা দুজনই তৎপর। দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রায় সব নেতাই। এ বিষয়ে হেফাজতের নায়েবে আমির মুফতি ওয়াক্কাস সাংবাদিকদের বলেছেন, আমার ব্যক্তিগত মতামত ছিল ৫ মে শাপলা চত্বরে অবস্থান না করার পক্ষে। সন্ধ্যা ৬টার মধ্যেই সমাবেশ শেষ করে দেয়ার মত আমি দিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে আমিও সমাবেশ থেকে চলে গেছি। সেদিন অবস্থান না করলে হেফাজতের পরিস্থিতি এমন হতো না। তিনি আরও বলেন, এখানে অনেক ঘটনা আছে। বহু লোক নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। তবে সেদিন কারা মোনাফেকের ভূমিকা পালন করেছে, সেটা উন্মোচিত হয়ে যাবে। হেফাজতের এ নায়েবে আমির প্রকাশ্যে ফয়জুল্লাহ ও রুহীর বিরুদ্ধে কিছু না বললেও তার একাধিক অনুসারী প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তারা বলেন, ফয়জুল্লাহ ও রুহী এখন নমিনেশন বাণিজ্য শুরু করেছেন। হেফাজতের ইমেজকে কাজে লাগিয়ে নিজের আসন পোক্ত করার স্বপ্নে বুঁদ হয়ে আছেন। ঢাকা মহানগর হেফাজতকেও এই দুজন নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্যই ঢাকা মহানগর হেফাজতের বেশিরভাগ সভা নিজেদের মতো করে লালবাগেই আয়োজন করেন। ঢাকা মহানগর হেফাজতের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান হামিদী এ বিষয়ে বলেন, মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা রুহীর বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে। এসব নিয়ে অচিরেই বসা হচ্ছে। ফয়জুল্লাহ সাহেবের রাষ্ট্র গঠন নিয়ে কয়েকটি বক্তব্য আছে। এগুলো সাংগঠনিক বক্তব্য না, সাংগঠনিক বিরোধী। তবে অভিযুক্তদের একজন মুফতি ফয়জুল্লাহ এক কথায় বলছেন, 'এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।'



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Hate Speech by Jamat-E-Islami cadre Mufti Sadruddin .......



A UK based Bangladeshi mullah's tirade:



Check this vulgar and most indecent comment from a so-called Islamic preacher based in UK. 


  • যুক্তরাজ্যে হাসিনাকে অবাঞ্চিত ঘোষনা


Mufti Shah Sadruddin - Opening Speech on Killer (awami) League


Channel-S (Ovimot): Bloggers vs Mufti Saduruddin full video


Venom:

Mufti Shah Sadruddin's very strong message to Hassina in London Goshana





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Sitar concert - Alif Laila & Nitin Mitta at the Dakshina Fall Festival Sept. 21st '13



Dear Friends,

Please come and experience a confluence of the performing arts by internationally renowned artists, at the Dakshina Fall Festival 2013.
Nitin Mitta and I are honored to play for the opening performance on Sept 21st at 8pm.
Looking forward to seeing you there!
: Sadanam Balakrishnan & Leela Samson. Opening performance by Alif Laila. - See more at: http://www.dakshina.org/#sthash.BNIRZ
Sincerely,
Alif Laila










__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

RE: [chottala.com] Re: A Comparison of 2006 BNP and 2013 AL-Development Issues



If the chart is true then people of Bangladesh keep AL more then thousand years. But sorry to say, each and every one we know the facts. " Kazir goru kogoge ache goaale nei" all are "Kaguji unnayan" ha hahaaaaaaaa!

 

Thanks and Best regards

 

Mohsin  A. Aziz

Ship Planner (Control Tower) 

International Ports Services Co. Ltd

IPS - Dammam Container & RO/RO Terminal

P.O. Box 28088 – Dammam Port 31437- KSA

Tel:      +966 3 807 6845                    

Fax:     +966 3 807 6767

Mob:   +966 536 601 420       

Email : amohsin@ips.com.sa

www.ips.com.sa  

(A member of the Hutchison Port Holdings Group,

A Hutchison Whampoa Company)

www.hph.com


From: chottala@yahoogroups.com [mailto:chottala@yahoogroups.com] On Behalf Of Debasish Barua
Sent: Sunday, September 01, 2013 0:20
To: chottala@yahoogroups.com
Subject: Re: [chottala.com] Re: A Comparison of 2006 BNP and 2013 AL-Development Issues

 

 

 

Megher araley Surjyo Hashe..well wonder who who smiles behind these numbers...it seems every thing looks fine and dandy..then thing is  this at a very high price to AL..administration...AL has been implicated in every mess that relates to this Govt rule  such as Biswajit Das assassination to as recent as just few weeks back in BOGURA where many AL leaders have been implicated in killing and etc..I think that is the way in very incident spread in Press in side Bangladesh and out side Bangladesh..role of Al though will be cleared in the long run..the things is damage is done to AL image and some of their leaders, ABID BAHAR and people of his like minded allies have as of just three days ago ABID BAHAR went after HASSINA for some kind of Genocide allegation..

 

Now in the front where these numbers matter..that is related Business Environment in Bangladesh..well I do follow some of the Business related issue and News Reported..They have been very Nasty about the way they reported the News with tilt to BNP and their allies..every Banking Loss  or misadventure has been reported and attributed to AL and its monetary incompetence..policy and etc..well in those front will also AL will eventually be cleared..then again the damage is done to AL leaders and their monetary policy..

 

Now Today's Mr Bahar an vehement critic of AL is with some number that does please many and kind of vindicates AL Monetary Policy.. then again who are some of the candidates fielded in election..I was seeing this Picture this AL candidate covered the entire street with Sheikh Mujib poster and and etc...well he is an ex BNP minister son..thus why should as Hassina asks for to Vote for NOUKA.vote so,.do you think many wish to go back..  these Hard Core BNP candidates  and elect AL / Closet BNP..well they are even buttering up..Sheikh Mujib..he is on his own class..it is the hint AL leadership sold some of these candidacy for money and etc..that does not speak well..

 

Well what ever it is worth...that is the way I see this


From: Abid Bahar <abid.bahar@gmail.com>
To: chottala@yahoogroups.com
Cc: Abdul Gafur <gafurtek@yahoo.com>; Abdullah Mamun <mamun_acct@hotmail.com>; Abid Reza <nybangla@gmail.com>; Abu Emran <ahmemran@yahoo.com>; Abu Khan <ask_bangla71@yahoo.com>; Abu Muthahar <abumuthahar@yahoo.com>; Ahmad Chowdhury <rajibculaw@yahoo.com>; Ahmed Jubyer <asjubyer@yahoo.com>; Ahsan Sohel <bablo01@yahoo.com>; Ahsanullah Tutul <ahsanullah22l@yahoo.com>; Akbar Chy <akbar_chy@yahoo.com>; Aisha Hoque <aishahoque@yahoo.com>; Akhter Hussain <akhter_hussain2050@yahoo.com>; Amin Sayem <a_sayem@rocketmail.com>; Alfred Biswas <alfredb@hotmail.com>; Akm Zaman Rony <akmalimuzzaman@gmail.com>; Altaf Shehab <altafshehab@gmail.com>; Anisul Islam <a.k.m.anisulislam@gmail.com>; Anamica Afrin <anamicaafrin@yahoo.com>; Arifrana Kumkum <kumkumparis@gmail.com>; "aashiqkamal@gmail.com" <aashiqkamal@gmail.com>
Sent: Friday, August 30, 2013 6:58 PM
Subject: [chottala.com] Re: A Comparison of 2006 BNP and 2013 AL-Development Issues

 

 


মাথায় টুপি হাতে তসবিহ নিলেও কিচ্ছু হবে নাঃ সচিব আসাফদ্দৌলা

https://www.facebook.com/photo.php?v=1411383399080429&set=vb.525384600837587&type=2&theater

মাথায় টুপি হাতে তসবিহ নিলেও কিচ্ছু হবে নাঃ সচিব আসাফদ্দৌলা

এবার Ditio Alo-দ্বিতীয় আলো ( https://www.facebook.com/DitioAlo) এর মুখোমুখি হলেন সাবেক সচিব আসাফউদ্দৌলাহ-পর্ব২/২।
সরকার যদি সমালোচনা সহ্য করতে না পারে তাহলে তাদের ক্ষমতায় থাকাই উচিৎ না..
দিগন্ত, ইসলামিক টিভি সহ ৩/৪ টি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এই গুলি কি তথ্য প্রযুক্তি বিকাশের জন্যে করা হয়েছে?..আসলে মানুষের গলা টিপে ধরার জন্যে এই গুলি করা হয়েছে..
টার্গেট করে ইসলামের পক্ষের এবং স্পস্টবাদী টিভি চ্যানেল হিসাবে দিগন্ত টিভিকে বন্ধ করে..ইসলামিক টিভিকে বন্ধ করে কারন এরা আল্লাহ এ বিশ্বাস করে না..
সরকারের বিরুদ্ধে টকশোতে কথা বলবেন, উপর থেকে নিচে এসে দেখবেন গাড়ি ভেঙ্গে দিয়েছে বা আগুন দিয়েছে এই কারনে মানুষ ভয়ে কথা বলে না..
বাংলাদেশ গত ৪/৫ বছর থেকে ইমেজ সংকটে ভুগছে, বিশেষ করে পদ্মা সেতু দুর্নীতি, রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস, আমিনুল হক হত্যাকান্ড এবং ইলিয়াস আলীসহ বিরোধীদলের অনেক নেতা-কর্মী গুম হওয়ার কারনে এই ইমেজ সংকটের সৃষ্টি হয়েছে..
হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্যাতিক সংস্থা বলছে এই দেশে কোন আইনের শাসন নেই..
ড. ইউনুস কে যেভাবে অসন্মান করা হয়েছে তাতে সারা পৃথিবী ছি ছি করছে..
আমি বাংলাদেশে মানবধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান হিসাবে প্রতিদিন যে পরিমান মানবধিকার লংঘন ও বিচার বহির্ভুত হত্যার চিত্র দেখি পৃথিবীর আর কোন দেশে এইরকম ঘটছে না..
রাষ্ট্রীয় লোকজনকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করানো হচ্ছে এবং এর কোন বিচার হচ্ছে না..
রাষ্ট্রীয় বাহিনী এখন সরকারের কথাও শুনছেনা, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হলে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইনের আওতায় আনতে হবে..
যে সরকার নিজেই গুম-হত্যার সাথে জড়িত তাদের দ্বারা সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় বাহিনীকে বিচারের আওতায় আনা সম্ভব নয়..
আওয়ামীলীগ সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে সত্যিকার নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অস্তিত্বই থাকবেনা সেই জন্য তারা ক্ষমতা থেকেই যাবে না, সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাই করেছে..
যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে ফেলে তাদের মাথায় টুপি এবং হাতে তসবিহ নিয়েও আর লাভ হবে না..
ধর্মভিত্তিক গনতন্ত্রই একমাত্র সুশাসন এবং শ্রেষ্ঠ প্রশাসন দিতে পারে যাহা খলিফারা প্রমান করে দিয়ে গেছেন..
হলুদ মিডিয়ার বিপরীতে দ্বিতীয় আলোর (https://www.facebook.com/DitioAlo) সঙ্গে থাকুন ..চোখ রাখুন...আরো আসছে..

 

 

On Mon, Aug 26, 2013 at 11:00 AM, Dr.faisal Kamal <dr.faisalkamal@yahoo.com.au> wrote:

Dear Citizen,

Assalamualaikum

 

Given below a chart which shows a clear picture of Development of BNP and Awamileague Regime.

In 2013-Whichever Party we support,it does'nt matter,as an educated Citizen,we have to go with Development of Country.

 

No doubt that Bangladesh Awamileague has thousands of Failure but it is also true that AL Government has developed our country more than any other government of last 42 Years.

 

Thats why we have Rethink on Vote Issue..

 

Ask Yourself? and Think about BNP led Terrorism of so called Jongi.

 

Thanks

 

Dr.Faisal Kamal

Development Issues

BNP Govt
2006

Awamileague Govt
2013

GDP

5.70%

6.70%

Per Capita Income

427 USD

914 USD

Rate of Literacy

51.90%

65.04%

Remittance

13 Billion $

48 Billion $

Proverty Rate

41.51%

29.03%

Employment

24 lacs

75 Lacs

Foreign Investment

187 Crore USD

382 Crore USD

Pregnancy Leave

4 Months

6 Months

Internet User

57 Lacs

4 Crore

Human Resource Export

9 Lac 8 Thousand

20 Lac 40 Thousand

Child Death Rate

6.10%

3.99%

Garments Industry Rank

4th

2nd

Food Security

30 Lac M.Ton Shortage

23 Lac M.Ton Excess

Health care

No Initiative

15 Community Clinic

Electricity

3100 Mega Watt

8525 Mega Watt

Fuel Price Hike

136%

38%

Marine Boundary 

No Initiative

111631 Sq.KM Won

Labor Wages

1662 Tk

3000 Tk

Export Income

1.03 Billion USD

2.43 Billion USD

Hospitals

1683

2501

Food for Fishermen

6500 M.Ton

56200 M.Ton

Gas Production

1531 Million Cft

2250 Million Cft

Foreign Currency Reserve

3.88 Billion USD

13.11 Billion USD

 

 



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Seems like their will be money to be made in Monday or Sunday night..



It seems they are planning some kind of incident next door to our house in Chittagong, Bangladesh..seems all evils of Bangladesh is for what is about to happen..still not clear some segment of law enforcement is on top of the situation..seems like Rubio & Saluddin Kas


From: Debasish Barua <gorba196138@yahoo.com>
To: chottala@yahoogroups.com
Sent: Saturday, August 31, 2013 6:57 PM
Subject: Re: [chottala.com] Seems like their will be money to be made in Monday or Sunday night..

 
Based on this VERIZONE & VODAFONE DEAL..seems like their is scam under works..do not know exactly what it is..but for sure..something is up..and until we know the specifics..of the scam it will be an opportunity to make some money watch some of the indexes..Obama is working hard on this one...something big something small and Obama is always ready to put my head on the butcher block among many is his Left wing fundraiser Warren Buffett..




From: Gonojagoron Moncho <projonmochottar@gmail.com>
To: chottala@yahoogroups.com
Sent: Friday, August 30, 2013 8:14 PM
Subject: [chottala.com] উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : শেখ হাসিনা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ৩১ আগস্ট, ২০১৩

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাবা-মা, ভাই-ভাবী সবাইকে হারিয়ে আজ তিনি রাজনীতি করছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। প্রয়োজনে বাবার মতো বাংলার মানুষের জন্য বুকের সব রক্ত ঢেলে দেবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার ছেলে আরাফাত রহমান কোকো ও তার পাচার করা টাকা রক্ষা করতে দুবার সিঙ্গাপুর গিয়েছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় শুক্রবার তিনি এসব কথা বলেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার নৌকায় ভোট দিন। আমার আর কিছু চাওয়া-পাওয়ার নেই। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। এর জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দিতে প্রস্তুত আছি। ঢাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে তিনি বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে আপনারা বঞ্চিত হননি। ঢাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ মেয়াদে আমরা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এ বিচারও শেষ হবে। আগামীতে নৌকায় ভোট দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের কল্যাণের জন্য। তারা (বিএনপি জোট) ক্ষমতায় আসে নেয়ার জন্য। শুধু নেয় না পাচারও করেছে। সে পাচার হওয়া জনগণের টাকা আবার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার ছেলে কোকোর পাচার করা টাকা ও তার ছেলেকে রক্ষা করতে দুবার সিঙ্গাপুরও গিয়েছিলেন। কিন্তু রক্ষা করতে পারেননি। সিঙ্গাপুরের আদালত টাকা ফেরত দিয়েছেন। কী জবাব দেবেন বিএনপি নেত্রী।
১৫ আগস্টের খুনিদের সঙ্গে খালেদা জিয়ার কী সম্পর্ক- এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ভোটারবিহীন নির্বাচনে পঁচাত্তরের ঘাতকদের সংসদে বসালেন কেন? বলেন, পঁচাত্তরের সঙ্গে তার (খালেদার) কী সম্পর্ক। খুনিদের সঙ্গেই বা কী সম্পর্ক।
পঁচাত্তরের মর্মান্তিক ঘটনার পর তার দেশে ফেরার স্মৃতিচারণ করে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান আমাকে দেশে আসতে দেয়নি, মানুষ চেয়েছে বলে আসতে পেরেছি, কিন্তু আসার পর ধানমণ্ডি ৩২-এ মিলাদ পড়তেও যেতে দেয়নি। তার স্ত্রী আমার পরিবার হারানোর দিনে নতুন শাড়ি পরে সেজে-গুজে বড় কেক কাটেন। জিয়াউর রহমানের স্ত্রী এটা করবে এমনটাই স্বাভাবিক। তিনি তো দেশের স্বাধীনতায়ই বিশ্বাস করেন না। তাকে কষ্ট দেয়ার জন্য এদিন জন্মদিন পালন কিনা প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
সাম্প্রতিক সময়ের 'চুল' বিতর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, উনি (খালেদা জিয়া) বললেন আন্দোলনের বাতাসে নাকি আমার চুল উড়ে যাবে। আমি তো মাথায় ঘোমটা দিয়ে থাকি। আমার পরচুলা নেই। যা আছে সবই আসল। যার (খালেদা জিয়া) মাথা থেকে পা পর্যন্ত সবই নকল তার উড়ে যাওয়ার ভয় আছে।
হেফাজত ও মানবাধিকার সংস্থা অধিকার মানুষের লাশ নিয়েও প্রতারণা করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হেফাজত ঢাকা অবরোধ করে সমাবেশ করতে চাইল আমরা করতে দিলাম। কিন্তু এ সমাবেশে বিএনপি-জামায়াত ও হেফাজত কী নৃশংস বর্বরতা চালিয়েছে তা দেশের মানুষ দেখেছে। এত কোরআন একসঙ্গে এর আগে পৃথিবীর কোথাও পোড়ানো হয়নি। তারা বায়তুল মোকাররমে আগুন দিল। আর পুলিশ তাদের উৎখাত করতে গেলে একজন পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হয়। আর তারা অপপ্রচার চালালো আড়াই হাজার মারা গেছে, আমরা বললাম তালিকা দেন। পরে অধিকার দিল ৬১ জনের তালিকা। এসব যে মিথ্যা এখন তা প্রমাণিত হয়েছে। অধিকারের প্রতিবেদনে যাদের নাম তাদের মধ্যে তিনজন জীবিত। ঠিকানার হদিস পাওয়া যায়নি অনেকের। কয়েকজনের নাম দুই-তিনবার লেখা হয়েছে। শেখ হাসিনা বলেন, বিএনপি হত্যার রাজনীতিটাই ভালো করতে পারে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বিএনপিকে উদ্দেশ করে বলেন, সব নির্বাচন করলেন শেখ হাসিনার অধীনে। আপনার দলের নেতারা পর্যন্ত বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন এসে কিসের বায়না। এটা মামার বাড়ির আবদার না। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও শহীদ দিবস পালন করি কিন্তু খালেদা জিয়া এসব দিবস পালন করতে পারেন না। তাই তিনি জাতির শোকের দিন নিজের মিথ্যা জন্মদিন পালন করেন। ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, যে লোক দেশের জনগণকে আওয়ামী লীগকে ভোট দিতে নিষেধ করতে পারেন। তিনি নিরপেক্ষ নন। তার কাছে যাওয়ার প্রশ্নই আসে না।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন নেত্রীর (শেখ হাসিনা) অধীনেই হবে। ইনশাল্লাহ আবার খালেদা জিয়াকে পরাজিত করে আমরাই জয়ী হব। বিদেশীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশী বন্ধুদের বলতে চাই। বন্ধু আছেন, বন্ধু হয়েই থাকুন, প্রভু হওয়ার চেষ্টা করবেন না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাজেদা চৌধুরী, সাহারা খাতুন, মাহবুব-উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুর রহমান মোল্লা, রহমত উল্লাহ, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, ফজলে নূর তাপস, ফয়েজ উদ্দিন মিয়া, বজলুর রহমান, মুকুল চৌধুরী, হাজী সেলিম, আসাদুজ্জামান খান কামাল, আওলাদ হোসেন, জাহানারা বেগম, সানজিদা খানম প্রমুখ। বিকাল ৩টায় জনসভা অনুষ্ঠানের কথা থাকলেও দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেত হতে থাকেন। নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্লাকাডে যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা, বারবার দরকার শেখ হাসিনার সরকার, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটকে বিজয়ী করুনসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। শোক দিবসের এ সভায় ঢাকার বিভিন্ন আসনের এমপি এবং সম্ভাব্য এমপি প্রার্থীদের পোস্টার শোভা পায়।
- See more at: http://www.jugantor.com/first-page/2013/08/31/24653#sthash.UN7KudoE.dpuf






__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Biggest Cultural Event of 2013 - "Fusion 2013" - 9/7/13, Saturday & it's FREE



UDOYON cordially invites you, your friends and family to our upcoming event "FUSION 2013". This colorful cultural extravaganza promises to be a mesmerizing magical & musical evening. Please join us on September 7 (Saturday) at 7:00 pm.

Date: September 7 (Saturday)
Tickt: Free Admissions
Time: 7:00 pm to 11:00 pm
Location: Jim Rouse Theater
5460 Trumpeter Road, Columbia, MD 21044

Event highlights: Jaheda Begum tribute along with music, dances, a children's drama, fashion show, raffle draw, Food stalls, sharri/selwar-kamiz , jewelry stalls, and much more....

 
Special Attractions with free admission:
6:15 p.m. to 6:50 p.m. - Last TV drama by Humayun Ahmed " PIPILIKA" on big screen
6:15 p.m. to 7:00 p.m. - Free Raffle Draw ticket give a way.
7:00 p.m. - Special opening by Monir Hossain and Enayet Hossain

Show will start on-time !!!!!!!!!!
                                                             
                                                                  For more information, please t 410-766-1062.


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___