Banner Advertise

Wednesday, December 25, 2013

[chottala.com] এই প্রথম,২ টি ফ্রি র‍্যাফেল ড্র বিমান টিকেট, ওয়াশিংটন ঢাকা ওয়াশিংটন





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] সাতক্ষীরা বিধ্বস্ত এক জনপদ, উঠতি বয়সী মেয়েদের উপর পাশবিক নির্যাতন ! - স্বাধীন দেশে এ কী হিংস্র থাবা...





 


সাতক্ষীরায় যৌথবাহিনীর ৩ দিনের অভিযানে সাতক্ষীরা বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এমনই যে, দেখলে মনে হয় কোন ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনপদ। স্বচক্ষে এ দৃশ্য না দেখলে বিশ্বাস হওয়ার নয়। এখানে-ওখানে জ্বলছে আগুন। বাতাসে বইছে কান্নার শব্দ। চারদিকে চিৎকার আর হাহাকার। সহায়-সম্বল হারিয়ে মানুষ পাগলপ্রায়। তাদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে গোটা জেলার পরিবেশ। আশ্রয় ও গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। যৌথবাহিনীকে দেখলেই মানুষ পালাচ্ছে। রক্ষা পায়নি নারী-শিশু ও বৃদ্ধরাও। রাত শুরু হলেই আতঙ্কে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে বাড়ির পুরুষ ও যুবক ছেলেরা। প্রতি রাতেই ঘটছে অগ্নিসংযোগের ঘটনা। জেলার কোথাও না কোথাও ঘটছে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট। বিপদ আছে আরও। বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময় জামায়াত-ছাত্রশিবির, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ২১৬টি মামলা। এসব মামলায় ৪৫০০ নেতাকর্মীকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া ৭৩,৯৭৭ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি। এসব মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে ১,৪৪৯ জন নেতাকর্মীকে।
গত ১৬ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরায় যৌথবাহিনী ও আওয়ামী কর্মী-সমর্থকদের তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে সাতক্ষীরা অঞ্চলের মানুষ দিশাহারা হয়ে পড়েছেন। একদিকে নিজেরা থাকছেন পালিয়ে, অন্যদিকে বিন্দু বিন্দু করে উপার্জিত অর্থ দিয়ে গড়ে তোলা বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান হারিয়ে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে মধ্যে চরম নিরাপত্তাহীনতায় মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এদের কোন আত্মীয়স্বজন পর্যন্ত দেখা করতে যেতে পারছে না। দিতে পারছে না খাবারও। স্বজনদের সন্ধান নিতে গিয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের রোষানলে পড়তে হয়েছে বহু নারী ও শিশুকে। সবমিলিয়ে দেশের সীমান্তবর্তী এ জেলায় আইনের রক্ষকরাই ভক্ষকের ভূমিকায় ব্যস্ত রয়েছে। দেশের মানবাধিকার কর্মীরাও এ নির্যাতন ও নিপীড়নের চিত্র ধারণ করতে পারছেন না। আর সাংবাাদিকরাও জীবনের নিরাপত্তার অভাবে সঠিক তথ্য তুলে ধরছেন না।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০০৯ সালের ২৫শে মে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা দেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার সুন্দরবন ঘেঁষা উপজেলা শ্যামনগর, আশাশুনি ও তালায় আঘাত হানে। এতে শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন লণ্ডভণ্ড হয়ে যায়। বৃত্তাকারে ঘেরা এ দু'টি এলাকার বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে নদীর সঙ্গে একাকার হয়ে যায়। ফলে সারা বছরই পানিতে ডুবে থাকে এসব এলাকার বসতবাড়ি ও ক্ষেত-খামার। খাদ্যাভাব, খাবার পানির সঙ্কট, কাজ না থাকা ও ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হওয়াসহ নানা সঙ্কটে পড়ে মানবেতর জীবনযাপন করছে এখানকার জনগণ। প্রাকৃতিক দুর্যোগের এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবার শুরু হয়েছে যৌথবাহিনী ও আওয়ামী কর্মী-সমর্থকদের তাণ্ডব। গত ১৫ই ডিসেম্বর রাত থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-ছাত্রশিবিরের ৫৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হাতে নিহত হয়েছেন জামায়াতের জাহাঙ্গীর মোড়ল, সাহেব বাবুসহ ৭ জন। এছাড়া সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক, নায়েবে আমীর রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও আগড়দাঁড়ি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে।
সম্প্রতি জেলার ৭টি উপজেলার মানুষ ১৮ দলের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে রাজপথে নেমে আসে। এতে গত ১১ মাসে সাতক্ষীরা জেলায় বিএনপি-জামায়াতের ৩৩ জন ও আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের বদলা নিতে আওয়ামী লীগের লোকজন জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পিছিয়ে ছিল না বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও। তারপরও ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে তারা জেলা সদর থেকে শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, তালা ও কলারোয়া উপজেলা জেলা সদর থেকে বিচ্ছিন্ন করে রাখে। ফলে সরকার এ অঞ্চলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। জামায়াত অধ্যুষিত এ অঞ্চলে ১৮ দলের কর্মসূচি যাতে বাস্তবায়ন না হয় সে লক্ষ্যে নেতাকর্মীশূন্য করতে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান।
এলাকাবাসীর অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের পাশাপাশি আওয়ামী লীগের লোকজন হামলা অব্যাহত রেখেছে। অনেক স্থানে জনতার প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তবে তারা সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় যৌথভাবে হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে তারা সহযোগী হয়ে এসব হামলায় যোগ দিচ্ছে। কোন কোন অপারেশনে পুলিশের অস্ত্রও বহন করতে দেখা যাচ্ছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের।
সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময় ২১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪,৫০০ জনের নাম উল্লেখ করে এজাহারে এবং ৭৩,৯৭৭ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলায় ১,৪৪৯ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে ২৮২ জন জেলহাজতে রয়েছেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইফনিয়নের চৌমুহনী, মকন্দুপর, ফরিদপুর, শ্রীধরকাঠি, হোগলা ও কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর ও ভদ্রখালী গ্রামে যৌথবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন জগদীশ, তাপস, বিশ্বনাথ, ইন্দ্রজিৎসহ ৫ জন হিন্দু ধর্মাবলম্বীর দোকানপাট জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে। অগ্নিসংযোগের সময় এলাকায় ফায়ার ব্রিগেডের কোন সদস্যকে ঢুকতে দেয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নে ১২টি বসতবাড়ি ও ২৭টি দোকানপাট এবং কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর ও ভদ্রখালি গ্রামের ১৯টি বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এর মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের বাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল কাদের হেলালী, সিদ্দিকুল ইসলামের বাড়ি, শ্রীধরকাটি গ্রামের আবদুস সালাম ও আবদুস সবুরের বাড়ি, ফরিদপুর গ্রামের প্রফেসর আবদুল আজিজ, কৃষ্ণনগর ইউনিয়নের রামনগরের প্রফেসর মোশাররফ এবং মুকন্দপুর গ্রামের আব্দুল করিমের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার বাহারুলের দোকান, মোশারফের অ্যালুুমিনিয়ামের দোকান, সাইফুলের ওষুধের ফার্মেসি, আবদুল কালামের ৬টি দোকানঘর, শামসুর আলার মুদি দোকান, দাউদের মিষ্টির দোকান, আবদুল্লার দোকানঘর, জগদীশের দোকান, ময়নার ফলের দোকান, মুকুল, সালাম, হানিফ, তাপস, শহর আলী, শহিদুল, মাউত আলী, মিজান, বিশ্বনাথ ও মাহবুবের দোকানপাট লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া হোগলা গ্রামের মাহবুব ও সাইফুলের দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালি বাজারের বেশির ভাগ দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে সিরাজুল ইসলামের ওষুধের দোকান, মোজামের লুঙ্গির দোকান, বেলালের সেলুনের দোকান, হান্নানের মুদির দোকান, মনিরুল ইসলামের চায়ের দোকান, বনি আদম, মাইউদ্দীনের দোকানপাট ভাঙচুর করে জ্বালিয়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহেদুজ্জামানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ মেহেদী, আবু তালেবের নির্দেশে আওয়ামী লীগের লোকজন যৌথবাহিনীর সঙ্গে থেকে এসব তাণ্ডলীলা চালায়। অভিযোগে আরও জানা যায়, মঙ্গলবার রাতভর একইভাবে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও যৌথবাহিনীর সদস্যরা গ্রামবাসীদের এলাকায় ঢুকতে দেয়নি। এমন দুরবস্থার মধ্যেও আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসতে চাইলেও তাদের এলাকায় ঢুকতে দেয়া হয়নি। এ গ্রামে পুড়িয়ে দেয়া হয়েছে মিজানুর রহমান, আবদুর রাশেদ, আবদুল হাকিম, বাবু ও লিলি বেগমের একমাত্র আশ্রয়স্থলটুকু। তবে এসব কর্মকাণ্ড চালানোর সময় সাংবাদিকরা যৌথবাহিনীর কাছে ফোন দিয়ে জানতে চাইলে তারা বলেন, বিক্ষুব্ধ জনতা এসব ভাঙচুর ও লুটপাট করেছে।
এদিকে গত মঙ্গলবার হরতাল ও অবরোধ চলাকালে দুপুর আড়াইটার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন (৬৫)-কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার সহযোগী হাশেম আলী ও দিদার আলী নামের আরও দু'জন গুরুতর জখম হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আযম খান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হলেও প্রভাষক আবদুল আজিজ, সাব্বির আহমেদ ও বাবর আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আবদুল জলিলকে অন্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনির বাটরা গ্রামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী শেফালী বেগম জানান, যৌথবাহিনী ও আওয়ামী লীগের লোকজন অভিনব কায়দায় 'নারায়ে তাকবির-আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে লোকালয়ে ঢোকে। তাদের আওয়াজ শুনে মুসল্লিরা বেরিয়ে আসলে তাদের চতুর্দিক থেকে ঘেরাও করে কখনও লাঠিচার্জ আবার কখনও গুলি করে ফেলে রেখে হচ্ছে। কাউকে কাউকে চোখ মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে। আবার আহত অনেকে গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে যাচ্ছেন না। উঠতি বয়সী মেয়েরা নিজেদের সম্ভ্রম রক্ষার্থে গ্রাম ছেড়ে শহরে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর যাদের কোন আশ্রয় নেই তারা জীবন বাঁচাতে দেহ বিলিয়ে দিচ্ছে ওইসব নরপশুদের। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একাত্তরে পাক-হানাদার বাহিনীর নির্যাতনের কাহিনী শুনেছি। আর এবার দেখছি নিজ দেশের সরকারি বাহিনী আর সরকারি দলের লোকেরা সাধারণ মানুষের উপর কিভাবে পৈশাচিক নির্যাতন চালায়। আমরা আগামী প্রজন্মের কাছে এ নির্যাতনের চিত্র যখন তুলে ধরবো তখন তারাই বলবে, তোমরা বর্বর যুগের বাসিন্দা ছিলে।
অপরদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মঞ্জুরুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, গত ১৫ই ডিসেম্বর রাত থেকে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা, পাটেকেলঘাটা, তালা, কলারোয়া ও সদরে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অভিযান শুরু হয়। গতকাল পর্যন্ত তালা উপজেলা থেকে আজহারুল ইসলাম, মোল্লা সানা, সুলতান আহমেদ, রিয়াজুল ইসলাম, আবদুল মজিদ মোড়ল, ইমরান সরদার, আবদুল মোতালেব সরদার, কালিগঞ্জ উপজেলা থেকে আজিজুর রহমান, সাব্বির আহমেদ সবুজ, মো. আব্দুল জলিল, বাবর আলী মোড়ল, পাটকেলঘাটা থেকে মোস্তাফিজুর রহমান, মহিদুল ইসলাম ও আশাশুনি উপজেলা থেকে মেহেদী হাসান, শফিউল আযম সুজন, আরশাদ আলী, আনিসুর রহমান, আকতার হোসেন, আহামিদ, মহাসিন, জেলা শহরের রইচপুর এলাকার নুরুল আমিনের ছেলে আলমগীর হোসেন (৩০), সিরাজুল সরদারের ছেলে আশরাফুল সরদার (২৫), মনির উদ্দীন সরদারের ছেলে শাহিন সরদার (২৫), মৃত সুরাত আলীর ছেলে আবুল হোসেন (২৬), শুকুর আলী সরদারের ছেলে শওকত আলী সরদার (৩৩), রেজাউল ইসলামের ছেলে আমিনুর রহমান লাভলু (৪০)সহ ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা জেলায় যৌথবাহিনীর অভিযানের মধ্যে কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে হাজার হাজার মানুষ আশ্রয় ও সহায় সম্বলহীন হয়ে পড়ছে, কিভাবে মানুষ খুন হচ্ছে, কিভাবে মানুষের বাড়িঘরে লুটপাট আর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে- এমন সব প্রশ্নের জবাব সাতক্ষীরার এসপি মঞ্জুরুল কবির এড়িয়ে যান।
তবে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আযম খান বলেন, যাদের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে এ এলাকায় শাসন করতো। বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে তাদের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দিয়েছে। তবে যৌথবাহিনী ও বিক্ষুব্ধ এসব জনতার সঙ্গে আওয়ামী লীগের কেউ আছে কিনা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, এতদিন যারা এলাকা শাসন করতো এখন সময় এসেছে তাদের শোষণ করার। তাই করছে। এর বেশি কিছুই নয়। গতকাল রাতে চৌমুহনীতে হিন্দু ধর্মালম্বীদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা জামায়াত-শিবিরের কাজ। এ কারণেই উত্তেজিত জনতা তাদের বাড়িঘরে আগুন দিচ্ছে। এতে আমাদের কি করার আছে?
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জাহিদ সুমন জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের গড়ের মাঠ গ্রামে গতকাল যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ওসি ও এক কনস্টেবলসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবু (২২) নামের এক শিবিরকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
কালিগঞ্জ থানার ওসি আলী আজম জানান, গতকাল দুপুরের পর থেকে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন হত্যা মামলার আসামি ধরতে যৌথবাহিনী অভিযান শুরু করে। একপর্যায়ে তারা গড়ের মাঠে পৌঁছলে জামায়াত-শিবিরকর্মীরা যৌথবাহিনীর ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় যৌথবাহিনী গুলি চালালে শিবিরকর্মী আশরাফুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষে ওসি আলী আজম এবং পুিলশ সদস্য শরিফুল ইসলামও ইটের আঘাতে আহত হয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, ওসির এই বক্তব্য হাস্যকর। তারা দাবি করেন, গতকাল বিকালে অভিযানের নামে যৌথবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকার বেশ কিছু নিরীহ লোকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। একই সঙ্গে যৌথবাহিনীর সদস্যরা এলাকার নিরীহ লোকজনকে বেধড়ক মারপিট শুরু করে। তাদের লাঠিপেটা থেকে রেহাই পায়নি বাড়ির বউ-ঝিরাও। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। যৌথবাহিনী পাল্টা গুলি চালিয়ে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
উৎসঃ   মানবজমিন





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

RE: [chottala.com] Fw: [Pro-Muslim] Fw: Fwd: My Article In Khabor News !!!!



We never support any killing including Sheikh Muzibur Rahaman

But a very few points here below:

We Muslim do not observe birth control, it is haram. For Hindus it is Halal.

let a population growth be assume 1.75%

Bangladesh area 57000 sq. mile

57000 sq. mile / [160,000,000 core present population x (1.075)^n years] so that by the year 2222 for one man one sq feet space will be available.
That means Bangladesh is not sustainable for the next 200 years, we need to merge with India. That is why 1947 is wrong, we Muslim created the whole India we are the Architect of Modern India, in 1947 we left vast land to Hindustan and a least land for us.

So my dear don't feed us sharbat of your shadinata.

Shadinata Mullabood was only democracy which sheikh Hasina is killing now. Shadinatar Mullabood more extently to 6 point and 11 point of Awami league.


From: manik195709@yahoo.com
To: chottala@yahoogroups.com
Date: Sat, 21 Dec 2013 15:41:42 -0800
Subject: [chottala.com] Fw: [Pro-Muslim] Fw: Fwd: My Article In Khabor News !!!!

 



On Saturday, December 21, 2013 6:40 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 








ডা. মানিক : ১৯৭৫ সালে সপরিবারে জাতিরজনক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার হত্যাকান্ডের পর বাংলাদেশ যখন "রক্তক্ষয়ী স্বাধীনতার মূল্যবোধ" হারিয়ে দিকবিহীন জাহাজের মত অথৈ সাগরে ভাসছিল , সেই সংকটময় মুহুর্তে নিপুন নাবিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যিনি বাংলাদেশ নামক জাহাজটিকে আলোর সন্ধান দেখিয়ে তীরে নিয়ে এসেছিলেন , তিনি হলেন শ্রদ্ধাভাজন মহিয়সী এক নারী জোহরা তাজউদ্দিন , স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী ৷ দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে আজ তিনি ফিরে গেছেন না ফেরার দেশে ৷
21122013_005_MANIK_MD
দৃঢ়চেতা , মুক্তিযুদ্ধের কন্ঠস্বর এই নেত্রীর সাথে আমার প্রথম পরিচয় হয় আটলান্টা নগরীতে ২০০০ সালের প্রথম দিকে তার ভাইয়ের মেয়ে পারিবারিক বন্ধু সীমা ভাবি-খোকা ভাইয়ের বাসায় ৷ মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনী শোনার সৌভাগ্য হয়েছিল তার কাছ থেকে সেই সময় ৷ পরিবারকে এক অনিশ্চিয়তার মাঝে রেখে দেশ ছেড়ে চলে যাওয়ার সময় প্রিয়তমা স্ত্রীকে লেখা তাজউদ্দিন আহমেদের সেই অবিশ্বরনীয় চিরকুট "সাড়ে সাত কোটি মানুষের সাথে মিশে যাও , দেখা হবে মুক্তির পরে" , সেই কথাটি আজও মনে পরছে ! মনে পরছে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় তার সেই প্রবাস জীবনের কথা , যখন কাছে থেকেও প্রানপ্রিয় স্বামীর সাক্ষাত পান নি , কেননা তাজউদ্দিন আহমেদ সপথ করেছিলেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পরিবারের সাথে কোনো দেখা সাক্ষাত করবেন না ! মনে পরছে নয় মাসের সোহেল তাজকে কোলে নিয়ে '৭৫ এর পট পরিবর্তনের পর সারা দেশ চষে বেরিয়ে মৃতপ্রায় আওয়ামী লীগকে সংগঠিত করা ! সেই সময় জর্জিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে একটি সম্বর্ধনা দিয়েছিলাম যার সঞ্চালক ছিলাম আমি ৷ এর পরে আটলান্টায় তিনি আরো কয়েকবার এসেছিলেন , আসলেই দেখা করতে চলে যেতাম খোকা ভাই এর বাসায় , কখনো বা আমার বাসায় নিয়ে আসতাম , মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম তার কাছে মুক্তিযুদ্ধ এবং দেশের কাহিনী ৷ আমার স্ত্রীকে তিনি খুবই আদর করতেন , "আমার শাকেরা " বলেই সম্বোধন করতেন ওকে ৷ এর পরে দেশে যখনই বেড়াতে গিয়েছি প্রতিবারই এই মহিয়সী নারীর সাথে দেখা করেছি , মায়ের মত আদর করে তার সেই আতিথেয়তার কথা আজও ভুলিনি ! মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে তার সেই আবেগময়ী উপদেশ বাণীর কথা আজও মনে পরছে ৷ আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে , যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে , ততদিন তিনি চির স্বরনীয় হয়ে থাকবেন আমাদের সবার মাঝে ৷
আজ বাদ জুমা স্থানীয় কুবা মসজিদে তার বিদেহী আত্মার স্বরণে এক দোআ মহফিলের আয়োজন করা হয় , আমার সৌভাগ্য হয়েছিল সেই মহফিলে অংশগ্রহন করার ৷ সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট তার বিদেহী আত্বার মাগফেরাত এবং জান্নাতবাসীর কামনা করছি ৷ এখানে উল্লেখযোগ্য যে এই দোআ মহফিলটি পূর্ব নির্ধারিত ছিল সীমা ভাবির আম্মার (জোহরা তাজুদ্দিনের ভাবি) এবং সুইটি ভাবির আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৷
ডা. মানিক: আটলান্টা।

0 Comments









__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Tuesday, December 24, 2013

[chottala.com] Foreign Election Observers



Foreign Election Observers, do we need them?  Matured democracies don't need them. 



__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Monday, December 23, 2013

[chottala.com] You should be in Pakistan..not even in USA



Do you want to go back to the Pakistani Taliban state? Go to hell..


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Bangladesh itself [Not India] is responsible [Re: Garments sector is destroying due to Indian Conspiracy]



Thank you, Emarat vai for your thoughtful comments. The article by Ziaul Huq Mizan is simply a garbage.

2013/12/15 Dr. Em Pannah <epannah@yahoo.com>
 


Dear Readers,
1. Should we blame others and not preparing our own people for the garment industry?
2. Do we have enough motivated colleges/universities with degree curriculum in Industrial Management?
3. Should our colleges/universities minimize enrollment in Islamic History etc. and start producing experts for our industries?
4. Why our college/universities are not teaching advance technologies like information assurance, cybersecurity, and privacy classes?
5. Should we continue blaming advanced countries for our own failure and not starting to develop our infrastructures to prepare for the future?

With best regards,
Muktijoddha Dr. Emarat Hossain Pannah (USA)

================================================================================
Dr. Em Pannah, CISSP, CISM, CAP, NSA-IAM, NSA-IEM, Graduate Certificate in Cybersecurity, M.Sc., BS/MS, DM

Cybersecurity/Privacy/Information Assurance/IT Risk Management Professional and
Assistant Professor
Email: epannah@yahoo.com | Alternate Email: em.pannah@faculty.umuc.edu
Phones: 301.358.9232 (Office) | 301.358.1912 (Fax) | 443.690.3955 (Cell)
================================================================================



~~~অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতে বর্তমানে প্রায় ২৫ হাজার বিদেশী কর্মরত আছেন। এদের মধ্যে ২০ হাজারই ভারতীয়। একেক কারখানায় ১০ থেকে ২০ জন ভারতীয়  মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অপেক্ষকৃত অধিক যোগ্যতাসম্পন্ন বলে   দাবিদার এসব কর্মকর্তা এতটাই দাপুটে অবস্থানে রয়েছেন যে মালিকরা চাইলেও  তাদের মাঝে বা তাদের ওপরে কোনো বাংলাদেশীকে বসাতে পারেন না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের বিশ্বস্ত কোনো বাংলাদেশী বা আত্মীয়স্বজনকে বসাতে চাইলে একযোগে প্রতিরোধ গড়ে তোলেন তারা। পেশাগত কারণেই আমেরিকা-ইউরোপে অবস্থানরত  ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর   কৌশলে নিজ কর্মস্থল কারখানাটি বিক্রি করে দেন ভারতীয়দের কাছে।    ~~~অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে যারা টিকতে পারছে না তারাও যুক্ত হয়েছে এই চক্রের সাথে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ভালো অবস্থানে থাকা ভারতীয়রা উঠেপড়ে লেগেছে এর বিরুদ্ধে। নিজেদের অস্থাভাজন এই মিড লেবেল ম্যানেজমেন্টের মাধ্যমে কৃত্রিম সঙ্কট   সৃষ্টি করে তারা একের পর এক নামকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন, আবার   কৌশলে কিনেও নিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, একদা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের অহঙ্কার হিসেবে পরিচিত এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, ট্রাস্ট, এজাক্স, শাহরিয়ার, স্টারলি, ইউনিয়ন প্রমুখ দেশসেরা গার্মেন্ট কারখানার মালিক এখন ভারতীয়রা। বেশির ভাগ ক্ষেত্রেই নিজ দেশের ওই   ম্যানেজারদের যোগসাজশে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান   নাগরিকেরা কিনে নিয়েছেন এসব কারখানা। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ নয়া দিগন্তকে বলেন,
~~~অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতে বর্তমানে প্রায় ২৫ হাজার বিদেশী কর্মরত আছেন। এদের মধ্যে ২০ হাজারই ভারতীয়। একেক কারখানায় ১০ থেকে ২০ জন ভারতীয় মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অপেক্ষকৃত অধিক যোগ্যতাসম্পন্ন বলে দাবিদার এসব কর্মকর্তা এতটাই দাপুটে অবস্থানে রয়েছেন যে মালিকরা চাইলেও তাদের মাঝে বা তাদের ওপরে কোনো বাংলাদেশীকে বসাতে পারেন না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের বিশ্বস্ত কোনো বাংলাদেশী বা আত্মীয়স্বজনকে বসাতে চাইলে একযোগে প্রতিরোধ গড়ে তোলেন তারা। পেশাগত কারণেই আমেরিকা-ইউরোপে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর কৌশলে নিজ কর্মস্থল কারখানাটি বিক্রি করে দেন ভারতীয়দের কাছে। ~~~অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে যারা টিকতে পারছে না তারাও যুক্ত হয়েছে এই চক্রের সাথে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ভালো অবস্থানে থাকা ভারতীয়রা উঠেপড়ে লেগেছে এর বিরুদ্ধে। নিজেদের অস্থাভাজন এই মিড লেবেল ম্যানেজমেন্টের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তারা একের পর এক নামকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন, আবার কৌশলে কিনেও নিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, একদা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের অহঙ্কার হিসেবে পরিচিত এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, ট্রাস্ট, এজাক্স, শাহরিয়ার, স্টারলি, ইউনিয়ন প্রমুখ দেশসেরা গার্মেন্ট কারখানার মালিক এখন ভারতীয়রা। বেশির ভাগ ক্ষেত্রেই নিজ দেশের ওই ম্যানেজারদের যোগসাজশে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান নাগরিকেরা কিনে নিয়েছেন এসব কারখানা। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ নয়া দিগন্তকে বলেন, "কারখানাগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এসব কর্মকর্তা এতটাই ক্ষমতাশালী যে, অনেক সময় স্বল্পশিক্ষিত মালিকদের তারাই নিয়ন্ত্রণ করে থাকেন। কৌশলে তারাই শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্ক তিক্ত করেন। একেক পক্ষকে একেক রকম বুঝিয়ে অস্থিরতা বাড়িয়ে তোলেন।কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি পোশাক শিল্প খাতে কর্মরত বিদেশীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি"। ~~~অনুসন্ধানে দেখা গেছে, জন্মসূত্রে ভারতীয় হলেও বাংলাদেশে তারা বসবাস করেন নিজ দেশের মতোই। ভিসা-টিকিটের বালাই নেই। ইচ্ছেমতো এ দেশে আসেন, ইচ্ছে হলেই ভারতে যান। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লাখ লাখ ডলার নিয়ে গেলেও সরকারকে কোনো ট্যাক্স দেন না। সরকারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও তাদের ঘাটায় না। কারণ তারা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের 'প্রাণ'। মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোলার প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত। অর্ডার আনা থেকে শুরু করে পণ্য প্রেরণ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ কাজই হয়ে থাকে অপেক্ষাকৃত অধিক যোগ্যতাসম্পন্ন এসব কর্মকর্তার হাত দিয়ে। কারখানার মালিক ও সাধারণ শ্রমিকদের মাঝে সেতুবন্ধনের কাজটিও করে থাকেন তারা। অনুসন্ধানে দেখা গেছে, রফতানি বাণিজ্যে ৮০ শতাংশ অবদান রক্ষাকারী বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতের বেশির ভাগ উদ্যোক্তারই শিক্ষা প্রয়োজনের তুলনায় কম। তাদের অনেকেই কারখানার মালিক হয়েছেন শ্রমিক থেকে। আবার এমন অনেক কারখানাও রয়েছে যেগুলোর মূল মালিকেরা এ ব্যবসায়ের সাথে সরাসরি যুক্ত নন। সামান্য মালিকানা নিয়ে যিনি কারখানা দেখাশোনার দায়িত্ব পালন করছেন তিনি এক সময় শ্রমিক ছিলেন। টাকাওয়ালা কিছু লোককে ম্যানেজ করে নিজে কিছু শেয়ার নিয়ে কারখানা গড়ে তুলেছেন। কারখানার গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন মধ্যম পর্যায়ের ম্যানেজারেরা, যাদের বেশির ভাগই ভারত কিংবা শ্রীলঙ্কা বংশোদ্ভূত। এরাই মন চাইলে কারখানার ভালো করছেন, আবার মনের মধ্যে কোনো দূরভিসন্ধি এলে মালিকপক্ষকে কৌশলে পথে বসিয়ে দিচ্ছেন। ~~~অনুসন্ধানে দেখা গেছে, গত আট থেকে ১০ বছরে যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে তার বেশির ভাগই ছিল কমপ্লায়েন্ট। এসব কারখানায় কর্মপরিবেশ ভালো, নিয়মিত বেতন-ভাতা দেয়া হয়, ওভার টাইম দেয়া হয়, টিফিন থেকে শুরু করে বেশির ভাগ যুযোগ-সুবিধার ক্ষেত্রেই এসব কারখানার শ্রমিকেরা সন্তুষ্ট। অথচ কখনো রাস্তায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অজুহাতে, কখনো শ্রমিক গুম কিংবা টয়লেটে ভূত থাকার মতো গুজব ছড়িয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করানো হচ্ছে এসব কারখানায়। অপর দিকে যেসব কারখানায় নিয়মিত বেতন-ভাতা দেয়া হয় না, কাজের পরিবেশ নিন্মমানের এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে শ্রমিক অসন্তোষ বা ভাঙচুরের ঘটনা এসব কারখানায় অনেক কম ক্ষেত্রেই ঘটছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৈরী পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল উদ্যোক্তা জানান, যেসব কারখানা বড় ও কমপ্লায়েন্ট সেগুলোর কাজের ভলিউমও বেশি। মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশী কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হয়। তাদের অনেক সুযোগ-সুবিধা দেয়া হয়। কিন্তু কোনো কারণে মালিকের ওপর ুব্ধ হলে কিংবা কারখানার মালিক হওয়ার খায়েশ হলে তারা শ্রমিক অসন্তোষের মতো ঘটনা ঘটিয়ে কারখানা ধ্বংস করে দেন। স্থানীয় মাস্তান, রাজনৈতিক টাউট, ঝুট ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষকে লেলিয়ে দেয় কারখানার বিরুদ্ধে। অন্য দিকে ছোটখাটো কারখানাগুলো নিজেরা কোনো কাজ আনতে পারে না। অন্য কারখানার কাজ তারা সাব কন্ট্রাক্টে করে থাকে। এসব কারখানায় মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশীদের পোষা হয় না। ফলে উসকানি দেয়া হয় না, ভাঙচুরও হয় না। vp সৌজন্যেঃ নয়া দিগন্ত রিপোর্টারঃ জিয়াউল হক মিজান লিংকঃ http://www.dailynayadiganta.com/welcome/post/21374
 






__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Fw: [Bangladesh-Zindabad] The News!





On Monday, December 23, 2013 10:05 AM, Gonojagoron Moncho <projonmochottar@gmail.com> wrote:
 
alt





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Sunday, December 22, 2013

[chottala.com] Fw: [Pro-Muslim] ১৯৭০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে মাথাপিছু আয় (আমেরিকান ডলারে):





On Sunday, December 22, 2013 6:46 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 
১৯৭০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে, ভারতে, মাথাপিছু আয় (আমেরিকান ডলারে):

স্বাধীনতার আগে ১৯৭০-৭১ মাথাপিছু আয় ছিল মাত্র ১০০ আমেরিকান ডলারের মতো
১৯৭২-৭৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১২০ আমেরিকান ডলারের মতো
১৯৭৪-৭৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২১০ আমেরিকান ডলারের মতো

১৯৭৬-৭৭ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১৭০ আমেরিকান ডলারের মতো
১৯৮১-৮২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৪০ আমেরিকান ডলারের মতো
১৯৯০-৯১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩০০ আমেরিকান ডলারের মতো
১৯৯৫-৯৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩৩০ আমেরিকান ডলারের মতো
২০০১-০২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৪১২ আমেরিকান ডলারের মতো
২০০৬-০৭ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৫২৮ আমেরিকান ডলারের মতো
২০০৮-০৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৬৩০ আমেরিকান ডলারের মতো
২০০৯-১০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৭৫১ আমেরিকান ডলারের মতো
২০১০-১১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮৪৮ আমেরিকান ডলারের মতো
২০১১-১২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৯২৩ আমেরিকান ডলারের মতো
চলতি ২০১২-১৩ অর্থবছরে (৫ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত) মাথাপিছু জাতীয় আয় ১০৪৪ আমেরিকান ডলার

২০২১ সালের মধ্যে মাথাপিছু জাতীয় আয় ২০০০ (দুই হাজার) আমেরিকান ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধরে 'প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ চূড়ান্ত করেছে বর্তমান সরকার'।

Data source: 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য 
Bangladesh Govt Statistics, 
Daily newspaper like the Daily Star, the Janakantha, the daily Shomkal, the daily Songbad etc
World Bank, World Development Indicators, World Bank National Accounts data and OECD National Accounts data files - Last updated April 23, 2013

সত্য সত্যই এবং সত্য প্রকাশিত হবেই!

জয় বাংলা 
জয় বঙ্গবন্ধু 

প্রকৌশলী সফিকুর রহমান অনু
আই,ই,বি, ফেলো, অকলেন্ড, নিউজিলেন্ড

E-mail: srbanunz@gmail.com




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Saturday, December 21, 2013

[chottala.com] পাকিস্তান প্রশ্নে বেগম জিয়া চুপ কেন-জবাব দিন জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসুন, সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন ॥ প্রধানমন্ত্রী



পাকিস্তান প্রশ্নে বেগম জিয়া চুপ কেন-জবাব দিন
জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসুন, সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন ॥ প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি ॥ পাকিস্তান প্রশ্নে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নিশ্চুপ কেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আন্দোলনের মাঠে নামার আগে এর জবাব জনগণকে দেয়ার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে। খালি মাঠ, শূন্য মাঠ, গোল তো হবেই। মাঠে খেলোয়াড় নেই, আমি কী করব? খেলা হচ্ছে মাঠে, কিন্তু গোলকিপার নেই, গোল তো হবেই! 
জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা চলছে, আলোচনা চলতে থাকবে। আমি তো বলেই দিয়েছি, আসুন আলোচনায় বসি। ভবিষ্যতে সমঝোতা হলে, যদি আপনাদের (বিএনপি) দাবি (ডিমান্ড) থাকে তাহলে এ নির্বাচনের পর আমরা সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন করব। তবে এজন্য আপনাদের স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, হত্যা বন্ধ করতে হবে, বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে তা থামাতে হবে। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে জামায়াত নির্বাচন করতে পারছে না। তাই উনিও (খালেদা জিয়া) করবেন না। জামায়াত ছাড়া উনার চলে না।
শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত 'নিন্দা প্রস্তাব'র বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চললেও আপনি (খালেদা জিয়া) নিশ্চুপ রয়েছেন কেন? শুনছি আপনি নাকি আন্দোলনের মাঠে নামবেন! তবে আন্দোলনে মাঠে নামার আগে জনগণের কাছে এই প্রশ্নের জবাব দেবেন। নইলে দেশবাসী আপনাকে সমুচিত জবাব দেবে। 
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য খালেদা জিয়া এতদিন মুখোশ পরে থাকলেও পাকিস্তানের অবস্থান প্রশ্নে নীরব থাকার কারণে তাঁর আসল চেহারা বেরিয়ে গেছে। মানুষ বুঝতে পারছে বিএনপি কিসের জন্য রাজনীতি করে? পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে উনার (খালেদা জিয়া) লজ্জা হয়! পাকিস্তানের জন্যই ওনার এত দরদ, এত কষ্ট। তাহলে আর বাংলাদেশে থাকার দরকার কী? পাকিস্তানে চলে গেলেই তো পারেন। এখানে থেকে জনগণকে কষ্ট দিয়ে লাভ কী? এ সময় প্রধানমন্ত্রী আন্দোলনের নামে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। 
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীম, আসাদুজ্জামান খান কামাল। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল। 
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে বিজয়ী দেখতে পছন্দ করেন না। বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে থাকুক এটা ওনার (খালেদা জিয়া) মোটেও পছন্দ নয়। এ কারণে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে নেয়া নিন্দা প্রস্তাব নিয়ে তাঁর মুখ দিয়ে 'টু' শব্দ বের হলো না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের একজন সাবেক রিটায়ার্ড (অবসরপ্রাপ্ত) সেনা কর্মকর্তা জানজুয়া মারা গেলে আপনি (খালেদা জিয়া) শোকবার্তা পাঠান। এর রহস্যটা কী? এটা আমি জানি না, জানতে চাই। পাকিস্তানের যেসব দল নিন্দা প্রস্তাবে সমর্থন করেনি তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কাদের মোল্লার পক্ষে বিবৃতি দেয়ায় নিয়াজির ভাতিজা সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান নিয়াজিরও কঠোর সমালোচনা করেন। 
চলতি দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের নির্বাচন বর্জনকে দায়ী করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা জানতাম, বিরোধী জোট নির্বাচনে আসছে। এজন্য আমরা মহাজোট আসন ভাগাভাগি করে নিয়েছি। আমাদের দলের অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিরোধী দল এলে তো ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হত না। বিরোধী দল এলো না, এতে আমাদের দোষ না। খেলার মাঠে অপর দিকে গোলকিপার নেই। তাহলে তো আমরা গোল দিয়েই যাব।
একতরফা নির্বাচন হচ্ছে বলে বিএনপির দাবির জবাবে শেখ হাসিনা বলেন, আমরা ধরেই নিয়েছিলাম বিএনপি নির্বাচনে আসবে। কিন্তু তারা এলো না। আমার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বার বার আল্টিমেটাম দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী। এখন নির্বাচন বানচাল করতে জামায়াত-শিবিরকে দিয়ে একাত্তরের মতো হত্যাকা- চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি আসলে জামায়াত ছাড়া নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। আর হাইকোর্ট জামায়াতকে জঙ্গী সংগঠন আখ্যায়িত করে নির্বাচনে তাদের অধিকার কেড়ে নিয়েছে। এখানে আমাদের করার কিছু নেই। 
জিয়াউর রহমানের রেখে যাওয়া ভাঙ্গা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে কিভাবে এত অর্থ-সম্পদের মালিক হলেন তার জবাব জনগণকে দেয়ার জন্য বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য নয়। নিজের লাভ-লোকসানের বা ক্ষমতায় আসার জন্য নয়। আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের কল্যাণ করা। 
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এ কারণে খালেদা জিয়ার হƒদয় ব্যথিত হচ্ছে। কাদের মোল্লার ফাঁসি স্থগিতের জন্য বিভিন্ন বড় জায়গা থেকে ফোন এসেছে। আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তবে আমি জনগণের কাছে দায়বদ্ধ। তাদের কাছেই আমার জবাবদিহিতা। জনগণের কাছে যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করেছি। ক্ষমতার লোভ কিংবা মোহ আমার নেই, ছিলও না। আমি মৃত্যুকে পরোয়া করি না, পরোয়া করি শুধু জনগণের। কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী জনগণের সুদের টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এমন ব্যক্তির সমালোচনা করে বলেন, এ খেলা আমরা খেলতে দেব না। প্রত্যেক মানুষ তার নিজের পায়ে দাঁড়াবে। এটা তার মৌলিক অধিকার। 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দোসর যে স্বাধীনতাবিরোধীরা তা আজ জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করছে, হাজার হাজার গাছ কাটছে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত একাত্তরের মতোই মানুষ হত্যায় মেতেছে। খুনীদের মদদ দেয়া, লালন-পালন করাই বিএনপির চরিত্র। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বুকে সাহস নিয়ে চলতে হবে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সজাগ থাকতে হবে। তারা একাত্তরের মতো মানুষ হত্যা করছে। আরও হত্যা করবে। নতুন প্রজন্মের যারা একাত্তর দেখেনি। তারা নতুন করে দেখল স্বাধীনতাবিরোধীরা কিভাবে পুড়িয়ে মানুষ হত্যা করে।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্য তুলে ধরে বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভরশীল হতে, নিজেদের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিশ্বমন্দায় অনেক উন্নত দেশ হিমশিম খেলেও আমরা উন্নয়ন করে যাচ্ছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৪ ভাগই বাস্তবায়ন করা হয়েছে। রিজার্ভ ১৮ বিলিয়নের উপরে। ৩ কোটি ৮৬ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ১ কোটি তরুণকে চাকরি দেয়া হয়েছে। পাঁচ কোটি মানুষ নি¤œবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। 
তিনি বলেন, বর্তমান সরকার ৫৭টি নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণ করেছে। এখন ১ হাজারেরও অধিক মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হচ্ছে। আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিচ্ছি। সাত বিভাগে ৭টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দেশকে এগিয়ে নিচ্ছি এটা অনেকের পছন্দ নয়। এ কারণে তারা সবকিছু নেগেটিভ করে দেখায় ও মানুষকে বিভ্রান্তি ফেলার চেষ্টা করে। যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারাই চায় না আমরা আত্মনির্ভরশীল হই, নিজেদের পায়ে দাঁড়াই। অবশ্য দরিদ্র দেখিয়ে তারা বিদেশ থেকে অর্থ এনে আত্মসাৎ করতে পারে। 
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেন। লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা যুদ্ধাপরাধীদের গাড়িতে তুলে দেন। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্তও বানান। সে সময় হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করা হয়। জিয়াউর রহমানের শাসনামলে ১৯টি ক্যু হয়েছে। একেকটা ক্যুর পর জেনারেল জিয়া হাজার হাজার সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করেন। শুধু বিমানবাহিনীর ৬৬২ জন অফিসারকে হত্যা করা হয়। দেশে ভোট কারচুপি, ঋণ খেলাপিসহ বিভিন্ন অনিয়ম তিনি চালু করে যান। আর জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসেও যুদ্ধাপরাধীদের মন্ত্রী-এমপি বানান। 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে শুধু নিজেদের ভাগ্য গুছিয়েছে। আর এলিট শ্রেণী তৈরি করে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর যারা দরিদ্র তাদেরকে আরো দরিদ্র হতে হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ প্রথম বুঝতে পারে যে, সরকার মানে জনগণের সেবক। আমরা উন্নয়নের সুফল গ্রামে গ্রামে পৌঁছে দেই। আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ছিল স্বর্ণযুগ। এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে অত্যাচার, খুন, ধর্ষণসহ একাত্তরের স্বাধীনতাবিরোধীদের মতো আচরণ করছে-যা জাতির জন্য দুঃখজনক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একাত্তরের মতো তারা মানুষ হত্যা করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশী-বিদেশী কোন শত্রুকেই আওয়ামী লীগ ভয় পায় না। আমাদের কেউ দয়া করে স্বাধীনতা দেয়নি। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সবকিছু আছে। আমাদের মাঝে আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের দল উপমহাদেশের একটি প্রাচীন দল, সারা দেশে আমাদের কোটি কোটি কর্মী-সমর্থক রয়েছে। আমরা কেন ভয় পাব? 
তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুরোপুরি বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে দেশ। বর্তমান সরকার সংবিধানকে অনেক গণতান্ত্রিক করেছে। কিছু গণমাধ্যমের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, কিছু পত্রিকা আন্দাজনির্ভর সংবাদ প্রকাশ করে গুজব ছড়াচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ সংবাদ মাধ্যমের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। এটা গণতন্ত্রের জন্য সুখবর নয়। স্বাধীন, বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। এ সময় টেলিভিশনের টকশো'র বক্তাদের সমালোচনা করেন আশরাফ। 
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যুদ- কার্যকর করে আমেরিকা। তারা বেয়ানতানামো কারাগারে বন্দীদের অমানবিক নির্যাতন করে। তাদের হাতে বিনা বিচারে নির্মমভাবে মারা গেছে লাদেন-গাদ্দাফি। সাদ্দামের ফাঁসির সময় তার মাথা আলাদা হয়ে গিয়েছিল। লাদেনের লাশও সাগরে ভাসিয়ে দেয়া হয়। এসব কোন্ ধরনের মানবতা? আমরা কিছু বললেই তারা নাখোশ। আবার আমাদের দেশের কিছু দালাল আছে যারা তাদের লেজুড়বৃত্তি করে। এ সময় মুক্তিযুদ্ধে আমেরিকার বিরোধিতা ও বাংলাদেশের বিরুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সপ্তম নৌ-বহর পাঠানোর বিষয় এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন সৈয়দ আশরাফ।


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Fw: [Pro-Muslim] Fw: Fwd: My Article In Khabor News !!!!





On Saturday, December 21, 2013 6:40 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 








ডা. মানিক : ১৯৭৫ সালে সপরিবারে জাতিরজনক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার হত্যাকান্ডের পর বাংলাদেশ যখন "রক্তক্ষয়ী স্বাধীনতার মূল্যবোধ" হারিয়ে দিকবিহীন জাহাজের মত অথৈ সাগরে ভাসছিল , সেই সংকটময় মুহুর্তে নিপুন নাবিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যিনি বাংলাদেশ নামক জাহাজটিকে আলোর সন্ধান দেখিয়ে তীরে নিয়ে এসেছিলেন , তিনি হলেন শ্রদ্ধাভাজন মহিয়সী এক নারী জোহরা তাজউদ্দিন , স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী ৷ দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে আজ তিনি ফিরে গেছেন না ফেরার দেশে ৷
21122013_005_MANIK_MD
দৃঢ়চেতা , মুক্তিযুদ্ধের কন্ঠস্বর এই নেত্রীর সাথে আমার প্রথম পরিচয় হয় আটলান্টা নগরীতে ২০০০ সালের প্রথম দিকে তার ভাইয়ের মেয়ে পারিবারিক বন্ধু সীমা ভাবি-খোকা ভাইয়ের বাসায় ৷ মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনী শোনার সৌভাগ্য হয়েছিল তার কাছ থেকে সেই সময় ৷ পরিবারকে এক অনিশ্চিয়তার মাঝে রেখে দেশ ছেড়ে চলে যাওয়ার সময় প্রিয়তমা স্ত্রীকে লেখা তাজউদ্দিন আহমেদের সেই অবিশ্বরনীয় চিরকুট "সাড়ে সাত কোটি মানুষের সাথে মিশে যাও , দেখা হবে মুক্তির পরে" , সেই কথাটি আজও মনে পরছে ! মনে পরছে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় তার সেই প্রবাস জীবনের কথা , যখন কাছে থেকেও প্রানপ্রিয় স্বামীর সাক্ষাত পান নি , কেননা তাজউদ্দিন আহমেদ সপথ করেছিলেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পরিবারের সাথে কোনো দেখা সাক্ষাত করবেন না ! মনে পরছে নয় মাসের সোহেল তাজকে কোলে নিয়ে '৭৫ এর পট পরিবর্তনের পর সারা দেশ চষে বেরিয়ে মৃতপ্রায় আওয়ামী লীগকে সংগঠিত করা ! সেই সময় জর্জিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে একটি সম্বর্ধনা দিয়েছিলাম যার সঞ্চালক ছিলাম আমি ৷ এর পরে আটলান্টায় তিনি আরো কয়েকবার এসেছিলেন , আসলেই দেখা করতে চলে যেতাম খোকা ভাই এর বাসায় , কখনো বা আমার বাসায় নিয়ে আসতাম , মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম তার কাছে মুক্তিযুদ্ধ এবং দেশের কাহিনী ৷ আমার স্ত্রীকে তিনি খুবই আদর করতেন , "আমার শাকেরা " বলেই সম্বোধন করতেন ওকে ৷ এর পরে দেশে যখনই বেড়াতে গিয়েছি প্রতিবারই এই মহিয়সী নারীর সাথে দেখা করেছি , মায়ের মত আদর করে তার সেই আতিথেয়তার কথা আজও ভুলিনি ! মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে তার সেই আবেগময়ী উপদেশ বাণীর কথা আজও মনে পরছে ৷ আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে , যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে , ততদিন তিনি চির স্বরনীয় হয়ে থাকবেন আমাদের সবার মাঝে ৷
আজ বাদ জুমা স্থানীয় কুবা মসজিদে তার বিদেহী আত্মার স্বরণে এক দোআ মহফিলের আয়োজন করা হয় , আমার সৌভাগ্য হয়েছিল সেই মহফিলে অংশগ্রহন করার ৷ সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট তার বিদেহী আত্বার মাগফেরাত এবং জান্নাতবাসীর কামনা করছি ৷ এখানে উল্লেখযোগ্য যে এই দোআ মহফিলটি পূর্ব নির্ধারিত ছিল সীমা ভাবির আম্মার (জোহরা তাজুদ্দিনের ভাবি) এবং সুইটি ভাবির আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৷
ডা. মানিক: আটলান্টা।

0 Comments








__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___