Banner Advertise

Wednesday, May 22, 2013

[chottala.com] Another killing by Police, Please read the story



থানা হেফাজতে ৬ দিন নির্যাতন- আড়াই লাখ টাকা দিয়েও বাঁচতে পারেনি শামীম
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩
 
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের আলোচিত ফোর মার্ডারের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল তাকে। আটকের পর সোনারগাঁ থানায় রাখা হয় ছয় দিন। সেখানেই চালানো হয় নির্যাতন। স্বজনদের কাছে দাবি করা হয় পাঁচ লাখ টাকা। টাকা দেয়া হলে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। স্বজনদের দাবি-আড়াই লাখ টাকা দেয়া হয়েছিল। কিন্তু ছাড়া মেলেনি শামীম রেজার। বরং মুমূূর্ষু অবস্থায় তাকে চালান দেয়া হয় আদালতে। আদালত তার অবস্থা গুরুতর দেখে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। শামীম রেজা একজন ব্যবসায়ী। তাকে আটক করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। নিয়ম অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কিন্তু টানা ছয়দিন রাখা হয়েছিল থানায়। কোন মামলাও দেয়া হয়নি। নেয়া হয়নি আদালতে। প্রথম তিন দিন সাক্ষাৎ করতে দেয়া হয়নি স্বজনদের সঙ্গে। তিন দিন পর স্বজনদের ডেকে নিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। পুরো টাকা দিতে না পারায় তাকে কোর্টে চালান দেয়া হয়। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে একে অপরকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন শামীমের পরিবারের সদস্যরা। নিহতের বড় ভাই ইকবাল হোসেন জানান, শামীমের নামে কোথাও কোন অভিযোগ নেই। ফোর মার্ডারের সঙ্গে সে কোনভাবেই জড়িত নয়। শামীম একজন পাথর ব্যবসায়ী। গত ১৯শে এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী এবং কাজের মেয়েসহ ৪ জনকে এক সঙ্গে খুন করা হয়। মামলায় শামীমকে আসামিও করা হয়নি। হঠাৎ ১৪ই মে ভোর ৫টার দিকে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে বাসা থেকে ধরে নিয়ে যান শামীমকে। থানায় এনে তাকে বেধড়ক পেটানো হয়। হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঝুলিয়ে পেটানো হয়। শামীমকে ধরে আনার পরপরই আমি থানায় যাই। থানা পুলিশ আমাকে তার সঙ্গে দেখা করতে দেয়নি। তিনদিন পর ওসি আমাকে বলেন, ‘আজ বিকালে থানায় আসেন। শামীমকে দেখে যেতে পারবেন। আমি বিকালে গেলে ওসি আমাকে দেখা করতে দেননি। বলেন, রাতে আসেন।’ চতুর্থ দিনের মাথায় রাত ৮টার দিকে থানায় গেলে শামীমের সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলে। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে ভাই। বলে, পুলিশ আমাকে মেরে ফেলেছে। আমি আর বাঁচতে পারবো না। আমার জন্য দোয়া করিস। আমি দেখি- তার সারা শরীরে পেটানোর জখম। হাত-পা নাড়াতে পারছে না। উঠে দাঁড়াতে পারছে না। প্রশ্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। তার এ অবস্থা দেখে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। ভাই আমাকে বলে, আমাকে ছাড়িয়ে নিতে হলে পুলিশকে টাকা দিতে হবে। সে অনুযায়ী আমি ওসি অরূপ তরফদারের সঙ্গে চুক্তি করি। ওসি আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। আমি ১৯শে মে রাত ১১টার দিকে ওসিকে আড়াই লাখ টাকা দিয়ে ভাইকে ছেড়ে দিতে বলি। ওসি বলেন, পুরো টাকা না দেয়া পর্যন্ত তাকে ছাড়বো না।
ইকবাল জানান, আমি বাকি টাকা ম্যানেজ করতে পারিনি। এ কারণে পরদিন শামীমকে কোর্টে চালান দেয়া হয়। চালানের পরও ওসি ফোন করে আমার কাছে টাকা দাবি করেন। অন্যদিকে আমি জানতে পারি তাকে চালান দেয়া হয়েছে। কেন চালান দেয়া হলো- জানতে চাইলে ওসি বলেন, এখনও চালান দেয়া হয়নি। টাকা না দিলে চালান দেব। নিহতের ছোট ভাই সুমন জানান, ৬ষ্ঠ দিনের মাথায় ২০শে মে তাকে আদালতে হাজির করে পুলিশ জোর করে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করে। আদালতে দাঁড়াতে পারছিল না শামীম। তার শারীরিক অবস্থা দেখে আদালত তাকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। সে অনুযায়ী তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, ৩ ভাই ও ১ বোনের মধ্যে শামীম মেজো। দেড় বছর বয়সী তার এক কন্যা সন্তান রয়েছে। বাবার নাম হাজী আলাউদ্দিন। থাকেন নারায়ণগঞ্জের সোনারগাঁর কুতাবের চরে। বুধবার বিকালে হাসপাতাল মর্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি’র উপস্থিতিতে মোস্টমর্টেম করেন সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান। ডাক্তারি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ডা. কামরুল কোন মন্তব্য করতে রাজি হননি।
নিহত শামীমের বাবা আলাউদ্দিন জানান, তাদের বাড়ি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির পাশেই। চেয়ারম্যানের প্রথম স্ত্রী কামরুন নাহারের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে শামীম রেজার ভালো সম্পর্ক ছিল। আলাউদ্দিন দাবি করেন, তার ছেলে শামীম কোনভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না। কিন্তু তার পরেও মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার গত ১৪ই মে শামীমকে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য জানতে ডেকে নিয়ে যায়। পরে শামীমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আলাউদ্দিন বলেন, আমার ছেলেকে রিমান্ডে না এনেই থানার ছাদে হাত-পা বেঁধে মারধর করা হয়। প্রচণ্ড মারধরের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। ছেলেকে মামলা থেকে বাঁচাতে হলে ওসি অরূপ আলাউদ্দিনের কাছে টাকা চান। সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, রোববার শামীম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে শামীম হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে, হত্যাকাণ্ডে যে দেড়লাখ টাকার চুক্তি হয় তার মধ্যে ৫০ হাজার টাকা সে পেয়েছিল। স্বীকারোক্তি দেয়ার পরেই শামীমকে জেলহাজতে পাঠানো হয়। নির্যাতন ও টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ সত্য নয়। অভিযোগের বিষয়ে জানতে ওসি অরূপ তরফদারের সঙ্গে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] What's happening in Bangladesh Dear Netri ?



 
নেত্রী, কি হচ্ছে?
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩
 
লায়েকুজ্জামান: নেত্রী, এ সব কি হচ্ছে? মানববন্ধন বন্ধ। মৌন প্রতিবাদ বন্ধ। আবার খোলা? দুনিয়া জুড়ে যখন খবর গেল বাংলাদেশে সভাসমাবেশ বন্ধ সেই সময় আবার শাহবাগে এক পশলা মানববন্ধন হয়ে গেল। আপনার দু’জন মন্ত্রী গণমাধ্যমের কাছে বললেন, সভা-সমাবেশ বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী দিনের বেলা চট্টগ্রামে বললেন এক মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ। ঢাকায় ফিরে রাতে বিবিসিকে বললেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। রাতে তথ্য অধিদপ্তর জানালো, সাধারণ সভাসমাবেশের ওপর বাধা নেই। আবার ওই দিন সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত নিখোঁজদের স্বজনেরা প্রেস ক্লাবে মানববন্ধন করতে এলে তাদেরকে জোর করে বাসে তুলে দেয় পুলিশ। এখনও প্রেস ক্লাবে মানববন্ধন করতে কারও অনুমতি মিলছে না। পুলিশ বলছে, অনুমতি লাগবে। তথ্য অধিদপ্তর বলছে বাধানিষেধ নেই। মন্ত্রী বলছেন, বাধা আছে। তা হলে হচ্ছেটা কি? মন্ত্রীরা কেন এই ছেলেখেলা খেলছেন? ১৪ দল সমাবেশে মাইক লাগিয়েও আবার খুলে ফেললো। মাইকেই ঘোষণা দেয়া হলো, স্বরাষ্টমন্ত্রণালয় এক মাসের জন্য সভাসমাবেশ বন্ধ করে দিয়েছে বলে সমাবেশ হবে না। ১৪ দলের শরিকরা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। এ নিয়ে দলের নেতারাও ক্ষুব্ধ। মোহাম্মদ নাসিম তো বলেই ফেলেছেন, এটা ঠিক নয়। এমন বিভ্রান্তিতে কি সরকার চলে? অনেকেই বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রী কি সরকারের মধ্যে সরকার কিনা? না হলে তার এজেন্ডাটা কি ?
কি বার্তা যাচ্ছে মানুষের কাছে? দেশবাসীর সামনে কোন গোলপোস্ট নেই। মানুষ জানে না কোথায় যাচ্ছে তারা। সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। কারও জানা নেই কি আছে আপনার মনে? আর খালেদা জিয়াই বা কি ভাবছেন। চারদিকে নানা কথা। নির্বাচন কি হচ্ছে? আর নির্বাচন হলেই বা তার রূপ কি হবে? তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি অন্তবর্তী সরকার? নির্বাচনকালীন সরকার প্রধান কে হবেন? বিএনপি কি শেখ হাসিনাকে প্রধান মেনে নির্বাচন করবে? নাকি বিএনপিকে বাদ রেখেই আওয়ামী লীগ নির্বাচন করতে যাচ্ছে? কিছু জানা নেই কারও। নানা আশঙ্কার ডালপালা ছড়াচ্ছে। জোর গুজব হচ্ছে আওয়ামী লীগ একাই নির্বাচন করতে যাচ্ছে। তেমন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবে আওয়ামী লীগ। দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের যারা বক্তৃতা দেয়ার সুযোগ করে নিয়েছেন তারা আপনাকে একলা চলতে বলেছেন। কঠোর হতে বলেছেন। অনেকের সঙ্গে আলাপকালে জানা গেছে তাদের কথা, যে কোন মূল্যে তারা আবার ক্ষমতায় আসার পক্ষে। আবার ক্ষমতায় না এলে তাদের সামনে বিপদ, সে তাগিদ থেকেই তারা আপনাকে কঠোর হতে বলেছেন। বর্ধিত সভার পর আলোচনার প্রস্তাব প্রত্যাহার করে নেয়া হলো। যে কোন মূল্যে আগামীর ক্ষমতায় যাওয়ার বার্তাটাই মানুষের কাছে পৌছে গেল।
দেশব্যাপী যখন এমন গুজব ঠিক সেই সময় সভাসমাবেশ বন্ধ করা হলো এমনকি মানববন্ধনের মতো মৌন প্রতিবাদের কর্মসূচির ওপরও নিষেধাজ্ঞা দেয়া হলো। প্রিয় নেত্রী, মেসেজটা কিন্ত ভাল পাচ্ছে না মানুষ। দেশ ও দেশের বাইরে খবরটা গেল দারুণ নেতিবাচক ভাবে। প্রেস ক্লাবের সামনে অসহায় ক’জন মানুষের মৌন প্রতিবাদ বন্ধের খবরটা দুনিয়াতে গেল অনেক বড় আকারে। মানুষ যখন অন্ধকারে থাকে তখন গুজবই তার ভরসা হয়ে দাঁড়ায়। গুজবকেই তখন সত্যি মনে করা ছাড়া পথ থাকে না। সভাসমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর দেশে কিন্ত বলাবলি হচ্ছে আরও পত্রিকা বন্ধ হচ্ছে। নিষেধাজ্ঞা আসছে টক শো’র ওপর। বন্ধ হতে পারে আরও কয়েকটি টিভি চ্যানেল। পত্রিকায় সংবাদ ছাপার ওপর এমবার্গো দেয়া হতে পারে। গ্রেপ্তার হতে পারেন আরও দু’একজন সম্পাদক। হয়তো এর কোনটাই সত্য নয়, তবে গুজব কিন্ত চলছে। গুজবের ডালপালা ছড়িয়ে পড়ছে দুনিয়াব্যাপী।
জামায়াতের সমাবেশ বন্ধ করা হয়েছে আপত্তি নেই। হেফাজতের সমাবেশ উচ্ছেদ করা হয়েছে বুঝলাম, তারা তাণ্ডব করেছিল, ষড়যন্ত্র করেছিল। বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না তা নিয়েও কোন কথা নেই, বিএনপি আপনার প্রতিপক্ষ। রাজনীতির খেলায় বিএনপির সঙ্গে আপনি খেলছেন, সেটাকে রাজনীতির খেলাই ধরে নিলাম।
আপনার কাছে খবর আছে কিনা জানি না- প্রেসক্লাবের সামনে কারা মানববন্ধন করতে আসে? তাদের বেশির ভাগের পরিচয় কি ? একটি ব্যানার বা একটা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে নিজেদের নির্যাতনের কথা তুলে ধরে কেবলমাত্র মিডিয়াকে আকর্ষণ করতে প্রেসক্লাবের সামনে ছুটে আসে দেশের নানা প্রান্তের মানুষ। তারা সরকার বদলের জন্য আসে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে খালেদা জিয়াকে বসানোর জন্য আসে না। তাদের উদ্দেশ্য ক্ষমতার বদল নয়। প্রিয় নেত্রী, প্রেস ক্লাব এলাকায় সরকারের যে সকল গোয়েন্দা বিভাগের লোকেরা দায়িত্ব পালন করে তাদের প্রতিদিনের রিপোর্ট চেক করলেই পাওয়া যাবে কোন শ্রেণীর কত মানুষ এখানে প্রতিদিন মানববন্ধন করতে আসে। তাদের দাবিগুলোই বা কি? তবে হ্যাঁ, রাজনীতিতে কর্মীহীন কিছু পার্টি বা তাদের সমগোত্রীয় ভুঁইফোঁড় কিছু নেতা এখানে এসে মাইকে গলা ফাটিয়ে চ্যানেলগুলোতে তাদের চেহারা দেখায়। তাদের সংখ্যাও খুব বেশি নয়। একটি ঘটনার কথা বলি। কুমিল্লার তিতাস উপজেলা থেকে একজন দরিদ্র নারী একটি ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে এসেছিলেন তার একমাত্র সন্তান হত্যার প্রতিবাদ জানাতে। নিজেই ব্যানারটা ধরে দাঁড়িয়েছিলেন প্রেসক্লাবের সামনে। তার ছেলেটি জড়িত ছিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। দরিদ্র বলে থানা পুলিশ তার মামলার আসামিদের ধরে না, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। দরিদ্র ওই নারী শুনেছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে গেলে তার খবর টেলিভিশনে দেখা যাবে, পত্রিকায় ছাপা হবে, শেখ হাসিনা তার খবর পড়ে তার একমাত্র ছেলে হত্যার বিচার করবেন। এখনও প্রেসক্লাবের সামনে ওই শ্রেণীর মানুষই আসে প্রতিবাদ জানাতে। তারা কেউ সঙ্গে করে লাঠি আনে না, ইঁটের টুকরাও আনে না। দুনিয়াজুড়ে স্বীকৃত প্রতিবাদের ভদ্র ভাষায়ই তারা প্রতিবাদ করে, প্ল্যাকার্ডে অন্তরের কথাগুলো মানুষকে প্রদর্শন করে বাড়ি ফিরে যায়। পুলিশকে ঢিল ছোড়া তো দূরে থাক একটি কটুবাক্যও বলে না কেউ।
স্বরাষ্ট্রমন্ত্রী একটি ভাষণ দিয়ে বন্ধ করে দিলেন সভাসমাবেশ মানববন্ধন। এটা কি সম্ভব? দেশে কোন দুর্যোগ হলে ,রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অবশ্যই সরকার এটা করতে পারে। সাংবিধানিক ভাবেই সরকারকে সে অধিকার দেয়া আছে। কিন্ত নিশ্চয় একজন মন্ত্রীর কথায় দেশবাসীর সে মৌলিক অধিকার নষ্ট হতে পারে না। এ জন্য অন্তত সরকারের একটি পরিপত্র প্রয়োজন। না হলে কাল কেউ আদালতে গেলে সরকারের জবাবটা কি? প্রিয় নেত্রী, এত গেল এক দিকের কথা। অন্যদিকের কথা বলি। এই মুহূর্তে হেফাজত লাপাত্তা, জামায়াত বিধ্বস্ত, বিএনপি ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই হারিয়ে ফেলেছে, দলকে গ্রাস করে ফেলেছে অবিশ্বাসের কালো ছায়া। নেতায় নেতায় অবিশ্বাস, ফারাক। ঠিক সেই সময় আপনি এমন কি বিপদ আঁচ করলেন যে মানববন্ধনের মতো কর্মসূচি পর্যন্ত বন্ধ করে মানুষের মৌলিক অধিকার খর্ব করে দুনিয়াব্যাপী সমালোচনার দায় ঘাড়ে নিলেন। নেত্রী, কাজটা ছোট- দায়টা কিন্ত অনেক বড়। একবার ভেবে দেখুন তো বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর কত বড় বড় চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে! সবগুলোই আপনি সফল ভাবে করেছেন। আপনাকে মানুষের মৌলিক অধিকারে হাত দিতে হয়নি। এখন কেন দিতে হবে? কারা আপনাকে পরামর্শ দিচ্ছে জানি না। তবে একটি কথা বলতে পারি সর্বনাশের খেলা কিন্ত ভেতর থেকেই হয়। বাইরের কেউ সর্বনাশ করতে পারে না। এখন সময় বড় অসময়। অনেক যড়যন্ত্রের খবরই আপনি জানেন। আপনাকে ভেবেচিন্তে পা ফেলতে হবে। সবাই আপনার শত্রু নয়। সমালোচনা করলেই শত্রু হয় না। দয়া করে ছোট কাজের বড় দায় নেবেন না। ওয়ান ইলেভেনের সময় আপনি ভেতরে ছিলেন, বাইরে কিন্ত অনেক কিছুই দেখেছি। আজকের অনেক সুবিধাভোগী আপনার পক্ষে একটি লাইনও লেখেননি। এখন শুনি তারাই আপনাকে এটা সেটা পরামর্শ দেয়। কানভারি করার চেষ্টা করে। সম্মানিত প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী- আপনি বঙ্গবন্ধু কন্যা, রাজনীতির ভেতরই বেড়ে উঠেছেন, আপনি আরও ভাল জানেন- কথা বলা বাঙালির সহজাত বৈশিষ্ট্য। নানাভাবে বঞ্চনার শিকার বাংলাদেশের মানুষ দু’টি কথা বলে নিজেকে হালকা করে বাড়ি ফেরে। আরেকটি হচ্ছে ভোট । ভোটের সময় নেতানেত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন, পরে আর ভোটারদের কথা মনে থাকে না। ওই ভোটাররা অপেক্ষা করতে থাকে আবার ভোটের দিন পর্যন্ত, প্রতিশোধ নিতে। কিছু না পাওয়া লোকগুলোর কাছে ভোটাধিকার একটি বড় পাওয়া। বাঙালির কথা বলার ওপর আর ভোটের ওপর হাত দিয়ে ভাল ফল নিয়ে কেউ ঘরে ফিরতে পারেনি। প্রিয় নেত্রী, বিষয়টি অনেকের চেয়ে আপনিই ভাল বোঝেন। ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতার আন্দোলন আপনাকে করতে হয়েছে একাশি সনে দেশে ফিরে, আওয়ামী লীগের হাল ধরে।

 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Tuesday, May 14, 2013

[chottala.com] Al Jazeera - Video suggests higher Bangladesh protest toll



This is absolutely amazing. Al-Jazeera uncovers a government plot to hide the true figures of those that were killed on May 6th -  

 

Video suggests higher Bangladesh protest toll

Video footage obtained by Al Jazeera appears to contradict official death toll from May 6 violence in Dhaka.

Last Modified: 14 May 2013 16:47

Al Jazeera has obtained video footage suggesting that the Bangladesh government has been providing inaccurate death tolls from recent violence.

According to official figures, 11 people had died during fighting between police and protesters from Hifazat-e-Islam, an Islamic group, on May 6, a day protesters refer to as the "Siege of Dhaka".

Human Rights Watch, a US-based rights group, said that the exact number of deaths resulting from the protests are "unclear".

"Independent news sources put the figure at approximately 50 dead, with others succumbing to injuries later," HRW said in a statement on Saturday.

In an interview with Al Jazeera, Bangladesh's Foreign Minister Dipu Moni downplayed reports of inaccuracy in government figures.

"There can always be an inquiry, there can always be an investigation," said Moni.

"The government or most of the people in the country doesn't even think that there was any controversy with the matter," she added.

Abdul Jalil, a deaf and mute grave digger at Dhaka's state-run cemetery, communicated that he buried 14 bodies of bearded men with gunshot wounds after the protest, all at night.

The rights group wants an independent inquiry to find out what happened once and for all.

http://www.aljazeera.com/news/asia/2013/05/2013514143842666992.html



__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Sunday, May 12, 2013

[chottala.com] Pakistani elections: Day of Infamy+ Bangladesh massacre videos surface+ Lucasville, Ohio:Full report+ Qur'an & Hadith: Rebuttal of deniers+Christian better than Richmond Imam: burial of Timur+letters-feedback-outreach



New Trend Magazine.Phone:410-497-4988
Subscription for printed edition: $10 for 3 months.  Mail check to: New Trend, P.O. Box 84, Oxford Pa.19363 19363.                   
Disclaimer:  Views expressed are not necessarily shared by the editors. New Trend does not endorse violence of any kind. Information on news or views related to violence is for analysis and understanding, not for endorsement.    New Trend is against racism, classism, gender superiority, Zionism and Imperialism. The Qur'an and the authentic Hadith are our foundation   
    All views are welcome but only a selection can be published owing to high volume of mail . Anyone criticized in New Trend has the right of reply up to 300 words. All letters sent to New Trend can be published. Please advise if you do not want your letter to be published.      
Email: butshikana@gmail.com                                             
  web site:
www.newtrendmag.org
-----------------------------------------------------------------------------------------------     
Rajab 2,1434/May 12, 2013  

------------------------------
----------------------------------
May 8. Journalist MacArthur has been released from a Baltimore prison. He had to admit to one charge to be able to get out of the hell hole he was put into after he  got into trouble photographing police atrocities. 20 activists were in court to support him.
--- via Nadrat Siddique
------------------------------------
Against death penalty: Full report on Lucasville, Ohio conference from Ben Turk. Dr. Siddique was there. Scroll down. [Photos]
-----------------------------------------------------------------------------
Outreach:
On May 10, Jamaat al-Muslimeen literature was given to 100 Muslims at the Islamic Center of Newark, Delaware, mostly Pakistanis, Bangladeshis amd African Americans. These were SIX PAGES, including the following:


1. Mass killing of Bengali Muslims by Dhaka regime's security forces.
2. Joint statement of Hefajate Islam leaders about the massacre in Bangladesh.
3. Munawar Hasan shows support for Jamaate Islami in Karachi, Pakistan.
4. Rebuttal of General Kayani's claim that it is Pakistan's war.
5. Alawite death squads active in Syria. Why the Israeli air strikes?
6. Continuing influence of Osama bin Laden. Any evidence?
------------------------------
-------------------------------------------------------
Pakistan latest
Elections Fit Western Plan: Military, Feudal, Big Money Worked for West.
 Nawaz Sharif in Punjab, MQM in Karachi, Imran Khan in Frontier.

May 11 was a day of infamy. The supporters of western powers won. Nawaz Sharif has so much money and landed and industrial support that it's difficult to count the money backing him. Pakistan is moving backwards with him.
The most reactionary of them is MQM in Karachi, a network of gangsters and mafiosi supported by the military.
The most problematic for overseas Pakistanis to understand is Imran Khan. He fed off the ground work done by Jamaate Islami, such as drone attacks, the resentment against America, and the past rule by Nawaz Sharif. This gave Imran an image of national independence but it was totally incorrect. Major reactionaries from the political establishment joined him. Huge sums of money poured into his campaign. The chance that he will oppose America is low and most probably will be by way of posturing. All that remained new in Imran's campaign was himself. He was easily defeated by Nawaz who is well practiced in deceptive politicking.
Ask yourself dear reader: Have you seen any footage of Jamaate Islami's election campaign on the western media? The correct answer is : ZERO. The western powers had seemingly decided that Jamaate Islami must not be identified as a factor in Pakistan even when Munawar Hasan was addressing some of the biggest public gatherings in the history of Pakistan.

[That's not very different from the TOTAL censorship by the western media of the massive massacre of Islamic people in Dhaka, Bangladesh on May 5-6. See more below on this.] 

Late report: It appears that Jamaate Islami has won 7 provincial assembly seats and three in the National Assembly. That's what happens in an election controlled  by foreign powers. The few victories are in areas where fake results were not possible. In most of the country, the poor masses are helpless. [This is a lesson again that revolution must precede honest elections.] [Now the election commission has admitted that the elections in Karachi were fraudulent. What about most of the feudal areas? Control by big money is not a fraud?]
-----------------------------------------------------------------------------------------------
Pakistan's Weird Elections:
On election eve in Karachi, gangsters with guns, supporting MQM, took over polling stations, driving out representatives of other parties. When "elections" began on May 11, the votes had already been marked in favor of MQM. So now MQM has a "landslide" victory.
Here in photo below a Pakistani woman offers bangles  to shame one of the soldiers who refused to intervene when the armed gangsters took over. It didn't work because when large numbers of supporters of Jamaate Islami, including women, protested in front of the central election office, the security forces opened fire and beat up the protestors, forcing them to disperse.


کراچی: ایک خاتون کراچی میں دھاندلی نہ روکنے پر رینجرز اہلکار کو چوڑیاں دے رہی ہے

------------------------------
-----------------------------------------------------------------------
3 amazing Letters: Re: Red Alert: Genocidal Massacre in Dhaka, Bangladesh [Photos] [New Trend special issue, May 7.]

Astighfirullah! Inna lil lahi wa inna elayhe rajaown.
The soldiers look Burmese and some look Indian

With Best Regards,
    Asma
------------------------
I have seen thousands of scenes of human disaster  in my 85 years of life but nothing so much heinous, disgusting, alarming and  inhuman catastrophe of murders, wilful human slaughter and  revengeful cowardice killing of men, women and children OF THE SAME  FAITH in thousands and that too mostly under  sleeping condition. May Allah bless you for its publicity and  display to the "heartless" human beings for this disastrous and  unparalleled Human TRAGEDY.

 
May Allah give Jannatul Firdaus to these innocent  humans who have been killed for no reason except   they were demanding from their fellow citizens to live, act  and  behave like Muslims, curse those who did it and destroy the  secular forces around the world. They are burden on Your earth. Earlier they are  removed, the better it would be for the human species.  
 
Shukrun wa Jazakallah
 
Shamim Siddiqi 
-----------------------------------------
 You don't need to protest; you need Osama Ben Laden's military mentality!

Curtis Mullins
African American Council
--------------------------------------------------------------------
Masses of Bangladesh deserve Our Support: Videos Show Killings

[New Trend has published 91 photos of the massacre on its web site. Now NT has received videos of the massacre. You can hear the security forces going about the deadly business of killing defenseless people. The videos have been processed by Bangla intellectuals not part of any group. Here is their comment, including Dr. Mahbub and Dr. Alam - Ed.]

The govt. made preemptive statements (Dhaka Metropolitan Police Commissioner, Prime Minister, Ministers, Awami League party leaders and leaders of the ruling alliance in press conferences) that there were no casualties. Then why the night was darkened deep right after sunset by cutting all electricity lines off in entire greater Matijheel area at the center of which is the Shapla Square where the gathering took place? What these videos tell your good conscience about what happened that night and what the fascist ultra-secular fundamentalist government is telling to hide the heinous crime? This extremely poor country and its hard-working poor people deserve your attention, help and action. 
------------------------------
--------------------
Feedback
Sis. Hedaya Jayyousi writes from Detroit  on May 3 rally of prisoners' Families: Her husband, Dr. Kifah, is in prison.  See New Trend of May 5
First I want to thank all of you for all of the love and kindness that you have given me. You can't imagine how happy I am with all of you. Thank you Dr. Kaukab Siddique for the wonderful speech you gave at the demonstration regarding Kifah. It will be known in history that you are one of the few Muslims who stood up with the innocent Muslim political prisoners from the beginning. Thanks to  Mel Underbakke, Lynne Jackson, Sharmin Sadequee, Aysha, Sonali,  Fred, Steve, Hany and everyone else I might have missed.  A big thank you to my sisters Nahla Al-Arian, Majeda and Faten and Inas Shnewer and Lamese Shnewer. You are all in my prayers and please remember us in your prayers. I look forward to see you in the future family conferences.
-----------------------------------------------------------------
With thanks to Br. Ali & Sis. Ayesha in Virginia.
Virginia Imam Opposes Burial of Bomber: Christian Woman Forgave him.
Text below from CBS 6, May 10. Christian woman is Martha Mullen
[What kind od dogs are our "imams" that deny even what non-Muslims permit: A decent burial for the enemy. Even Hitler, Stalin and Sharon did not behave like these dogs. --Editor NT]

RICHMOND, Va. (WTVR) – The leader of one of the largest Islamic congregations in Central Virginia said he was upset when he learned Boston terror suspect Tamerlan Tsarnaev was buried in a local Muslim cemetery.

"Nobody cared to consult with us or ask us our opinion or anything," Imam Ammar Amonette, with the Islamic Center of Virginia, said. "It was a total surprise and shock to us."

 

Imam Amonette called Al-Barzakh Cemetery in Doswell a small, private location. He said not many Muslims in the community know about the cemetery.

 

Still he was not pleased about the decision to bury Tsarnaev there.

"We don't like it when decisions are made that affect us without consultation," he said. "We're upset that we were not given any information or choice in the matter.

Imam Amonette said he would not have approved had someone asked his opinion of bringing the terror suspect's body here.

"I don't think it was proper that a body should be taken from another state far away and brought here," he said. The person has no association with this area whatsoever."
---------------------------------------------------------------------------------------------------------------------------
Christian Woman better than Richmond Imam.

Martha Mullen, a private citizen of Richmond, is credited with having co-ordinated efforts behind the scenes to resolve the problem of where to bury Tsarnaev.

"It was an interfaith effort," she told the Associated Press. "Basically because Jesus says love your enemies."
----------------------------------------------------------------------------------------------------

Archive
WHAT DOES THE QUR'AN MEAN by SAYING that it EXPLAINS ALL THINGS?
A Refutation of Westernized Pakistanis who Attack Hadith
by Kaukab Siddique, PhD

In 1861 a Christian missionary writer named William Muir wrote a book titled THE LIFE of MAHOMET in which he attacked Hadith. A famous Muslim scholar of the time, Sir Sayyid Ahmed Khan answered Muir in detail. Unfortunately Sir Sayyid was himself a great admirer of British power and was deeply overawed by the majesty of the British Empire. He gradually succumbed to Muir's attack and started casting doubts on some segments of  Hadith. Gradually he narrowed down the efficacy of Hadith to a very few aspects of life.
Through Sir Sayyid influence on westernized Indian Muslims, the attack on Hadith gradually entered the mentally defeated segment of what we today call the Pakistani elites or the Pakistani ruling class.
In 1896 a Jewish scholar named Goldziher launched a massive attack on Hadith in his publication Muhammedanische Studien. It was not translated into English until 1967 but in 1950, its major thesis was taken up and built on by another Jewish scholar Joseph Schacht in his book ORIGINS OF MUHAMMADAN JURISPRUDENCE.
Under the influence of Sir Sayyid, a number of writers under severe inferiority complex to the west emerged. The most important of these was Ghulam Ahmed Pervez who carried out systematic and scurrilous attacks on Hadith. His magazine Tolu-e-Islam, started in 1938, became a rallying point for anti-Hadith writings with a clear pro-government bias.
In the 1960s came Dr. Fazlur Rahman who carried out a more sophisticated attack on Hadith.
All these anti-Hadith efforts were tackled by scholars of various schools of Islamic thought in Pakistan. Abul Ala Maudoodi was the most famous of these but there were others whose rebuttal of the anti-Hadith people was more far reaching than his. [Maudoodi was too polite towards the attackers.]
The anti-Hadith people became irrelevant in Pakistan but they have found some support among Pakistanis in America. One of them has set up shop in Florida and attracted admirers by denouncing Imam Bukhari's Sahih. A bunch of these characters are busy on the Internet abusing the Hadith under the slogan of "QUR'AN ONLY." Every now and then I receive their emails.
I am willing to listen to any critique of the Hadith, and even of the Qur'an, if it is written in scholarly language and based on honest investigation. It should not take the shape of abuse, out of context listing of quotations and downright fabrication. The arrogance and deliberate efforts of these people to remove Prophet Muhammad's (pbuh) leadership from Islam forced me to give them some of my valuable time.

IF THE QUR'AN CONTAINS EVERYTHING and HADITH IS NOT NEEDED ....
I pointed out that the QUR'AN DOES NOT MENTION RAPE. I asked the anti-Hadith people to give me chapter and verse from the Qur'an. What is rape, what is its punishment and how is this punishment to be implemented? Give chapter and verse. I sent my question to all the Pervaiz followers and other anti-Hadith people. They are unable to give chapter and verse.
So the Qur'an does not mention the punishment for rape. It's given in Hadith. [My book LIBERATION of WOMEN THRU ISLAM is the only book in English which gives the Hadith on rape.] Qur'an and Hadith have always been together.
So let's look at the verses of the Qur'an which are misused by the Pervaizi cult and other anti-Hadith people.

SURA 16 VERSE 89

This is one of the verses which the "Qur'an Only" cult [Pervaizis] keep repeating. They quote it as follows:
"We have sent down to thee the Book explaining all things." [16:89]

Actually the whole verse is as follows:
"On the Day we shall raise from all Peoples a witness against them, from amongst themselves: And we shall bring thee [O Muhammad] as a witness against these: And WE have sent down to thee the Book explaining all things, a Guide, a Mercy, and Glad Tidings to Muslims."

[Note the extra-Qur'anic role of the Prophet, pbuh, as witness against his people. If Muslims are Muhammad's, pbuh, people, then he, as leader through his teachings, is a witness against them till the Day of Judgement.]

NOW FOCUS ON THE WORDS "explaining all things" ["tibyaanal-li-kulli shay'in" in Arabic.] Does this mean that the Qur'an covers every possible issue and leaves nothing out, with emphasis on ALL? Other verses of the Qur'an indicate that this is an idiom which indicates that fundamental or generic issues of a great variety are covered. Seminal issues are covered. For instance, harshness towards women is forbidden, as in Sura Nisa. But it does not mean that EVERYTHING is in the Qur'an. Let's understand this terminology from the Qur'an itself. For instance, about the Tablets or Commandments given to Moses, the Qur'an uses just about the same words:

"And we ordained for him in the Tablets in ALL MATTERS, admonition and EXPLANATION of ALL THINGS, (and said): "Take and hold these with firmness, and enjoin thy people to hold fast by the best in the precepts: Soon shall I show you the homes of the wicked.' " [7:145]
[The Arabic for the words I have put in capitals is "min kulli shay'in' and "tafsillal-li-kulli shay."]

Evidently ALL things could not possibly be written on explained on the Tablets. It is simply idiomatic expression for essentials and fundamentals.

Now focus on the word ALL [kull in Arabic]. Does it mean LITERALLY ALL and EVERYTHING in Arabic? Let's see what the Qur'an says:

"And thy Lord taught the Bee to build its cells in hills, on trees, and in habitations: Then to eat of ALL ["kull'] of the fruits (of the earth) and follow the ways of thy Lord made smooth... [to the end of the verse]" [16:68-69]

Obviously the ALL here is idiomatic and not to be taken literally. No Bee can possibly eat of ALL the fruits, literally.

"And proclaim the Pilgrimage among men: they will come to thee on foot and on EVERY {"kull} camel lean, through deep and distant highways." [22:27]

Again the EVERY camel has to be idiomatic. It cannot be taken literally to mean that every possible camel will be ridden by the pilgrims!

In the story of the Queen of Sheba (known as Bilqis), the Hoopoe says:

"I found a woman ruling over them and provided with EVERY THING {"kull sha'yi"}, and she has a magnificent throne." [27:23]

Evidently Bilqis did not LITERALLY have every thing. It is an idiom to indicate that she has all the fundamental riches of the world.

To conclude this section, the Qur'an includes ALL the fundamental and seminal issues which humanity needs but there are many important things not in it which were taught by the Prophet (pbuh.) [Also, once Qur'an and Hadith are understood they can be used as basis for Islamic understanding, BUT BOTH do not cover many things for which ijtihad, qiyas, and many other forms of reasoning are needed.]
The Hadith of the Prophet (pbuh) explain how Muhammad (pbuh) understood and implemented the verses of the Qur'an. Everything he taught is as much a part of Islam as is anything in the Qur'an.
Rape was defined and punished by the Prophet (pbuh) and he also indicated that the woman's word be accepted and the man be punished after proper investigation. It's in the Hadith, NOT in the Qur'an.
--------------------------------------------------------------------------------------------------------

From Re-ExaminingLucasville.org: Re: Siddique Abdullah Hasan and others on Death Row

On April 19-21, supporters of the Lucasville Uprising Prisoners held a three day conference to raise awareness and tell a more complete story  about what happened twenty years ago at SOCF, and the legal  repercussions that have deeply damaged many lives.

The Hunger Strike

On Thursday, April 11th, the 20th anniversary of the first day of the uprising, Greg Curry, Siddique Abdullah Hasan, Keith Lamar (aka Bomani Shakur), and Jason Robb began refusing food, and demanding that the ODRC grant access to media outlets who've  requested on-camera interviews with them. On the following Monday, three other OSP prisoners joined the hunger strike in solidarity.

There was significant outside media coverage of the 20th anniversary, and the hunger strike. The Associated Press ran 3 articles, including an  interview conducted by phone with Siddique Abdullah Hasan. These  articles went out on the wire and were syndicated nationally.

On May 6th, after hearing that the lawsuit would be going forward, and a  final meeting with Warden Bobby (who was unable to offer anything) Greg  and Hasan ended their hunger strike.

The Conference

The conference started with the world premiere screening of D Jones' film, The Great Incarcerator Part 2: The Shadow of Lucasville. Full of great archive footage and interviews, the film does an  excellent job of telling the story and also offers context and analysis  for the events. D was able to interview special prosecutor Daniel Hogan  for this movie, who admitted that he does not know, and "doesn't think  we'll ever know, who killed the hostage, officer Vallandingham."

 

D Jones also videotaped the entire conference and intends to incorporate  some of that footage into the final version of the Lucasville  documentary, for which we hope to raise the funds to distribute and  screen as extensively as possible.

 

After the  screening, we presented the voices of prisoners. Alice Lynd introduced  archive footage of George Skatzes's attempts to initiate negotiations  with guards. Then Siddique Abdullah Hasan called in and spoke about  Lucasville, and his case. Then we played pre-recorded statements from Greg Curry and Jason Robb, while projecting their photographs on the screen. Keith was supposed to call in last, but he didn't get the phone until too late, so we played  and projected a statement he had pre-recorded as a back up. [links to  Hasan and Keith's audio coming soon]

 

Denis O'Hearn also spoke about the current hunger strike, bringing some of his expertise  in supporting hunger strikers in Turkey and the famous Bobby Sands  hunger strike in Ireland.

Saturday morning, things  began with a few interactive workshops hosted by Alice Lynd where people came up and acted out portions of the actual trial and investigation  transcripts, so we could more directly see how the state recruited  snitches and how juries were stacked with supporters of the death  penalty.

 

Next, Vicki Werneke presented on appeals  processes. Vikki is George's Lawyer, and is also an expert on Federal  Habeus Corpus (which is the point in appeals that all the death  sentenced prisoners are at). She presented on changes in the law and  legal precedents which have made it increasingly difficult to win  exonerations for death-sentenced clients.

 

Third, a  panel of people who were incarcerated at Lucasville at the time of the  riot convened, told stories and took a few questions. Kunta Kenyatta,  Sam Oliver, and Ishaq Al Khair made up the panel. They discussed the  extent of the racism and lawlessness of staff at SOCF, but also helped  people recognize that correctional officers are in prison as well, and  that the policies that provoked and endangered the prisoners also  endangered the staff.

 

Lunch, thanks FNB!

 

We allowed that panel to run overtime, but there were clearly still a number of people with questions. We took a quick break  and then reconvened, for Staughton Lynd's presentation of a summary  analysis of the primary legal issues at stake in the court cases as they presently stand. Then we had lunch, which was provided by Food Not  Bombs, an anarchist project based on acquiring food that would otherwise go to waste and feeding hungry people (often on the street, but  sometimes for activist gatherings like this one).

 

 

 

 

After lunch, the panel of legal experts convened. Mark Donatelli, who came  from New Mexico, described the Santa Fe prison uprising for whichhe  worked on the legal defense team. He compared what happened in that case to Lucasville. In brief, there were fewer days, more deaths, more  prisoners involved, better media coverage, and fewer convictions and no  death sentences. Niki Schwartz, who represented prisoners in Lucasville  negotiations, and Rick Kerger, who represented Hasan in state court  until taken off the case by the trial court judge, shared their  experiences and perspective. Finally Phyllis Crocker, who chaired the  American Bar Association task force on death penalty, in Ohio talked  about recent developments in how Ohio conducts death penalty cases.

 

Mark Donatelli, Staughton Lynd, Niki Schwartz, Rick Kerger, and Phyllis Crocker

 

Bonnie Kerness and Ojore Lutalo were next on the  schedule, they intended to present art work and a video on isolation as a tool of political repression in New Jersey prisons, but their flight  was canceled due to weather and they could not make it. So instead, we  extended the question and answer period, which turned out well, because  Keith Lamar got access to the phone and called in during the Q&A and was able to make a brief statement and participate in the questions and discussion.

 

Then people broke for dinner, off site, and returned for the screening of part one of D Jones's documentary series, Dark Little Secrets which discusses the prison system in a more general sense. We wrapped  up with some spoken word poetry and re-convened on Sunday morning.

 

First thing on Sunday was Noelle Hanrahan sharing her knowledge from running Prison Radio and working on the Mumia Abu Jamal support campaign. Her key lesson was to always maintain positive  relations and coordinate solidarity between different people who are  participating in the support effort from different perspectives, for  different reasons, and using different tactics and messaging. She also  emphasized that supporters should always speak the truth to prisoners  whose cause they are promoting.

On both Sunday morning and Saturday afternoon the conference attendees unanimously adopted a resolution calling for amnesty for all of the Lucasville Uprising prisoners.

Then two friends of Ben's who have a lot of experience running workshops and facilitating discussions came in to help us brainstorm and begin  thinking about the future. That conversation was fairly general, but we  also provided a couple of immediate actions people can take, and set a  time and place for more direct and specific planning and implementation  of ongoing support.

Follow up Meeting

On Sunday May 5th, the group convened in Youngstown to discuss future activities. Actions in development include:

 

Distribution and screenings of D Jones' film.

A lawsuit demanding media access to the Lucasville Uprising prisoners.

Packing the court room at Keith Lamar's oral arguments.

Considering starting a state referendum to abolish the death penalty.

The group's next meeting will be Sunday June 23rd, in Columbus, OH. Contact redbirdprisonabolition@gmail.com if you'd like more information.
----------------------------------------------------------------------------------------------------------



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___