Banner Advertise

Friday, September 13, 2013

[chottala.com] জিএসপি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বড় ভুল




জিএসপি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বড় ভুল

................. ব্রিটিশ এমপি

বিশেষ প্রতিনিধি

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের জিএসপি স্থগিতের সিদ্ধান্ত খুবই হতাশাব্যঞ্জক। এই সিদ্ধান্ত একটি বড় ভুলও বটে। এতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ব্যাপারে বিশ্ববাজারে একটি ভুল বার্তা যাবে। তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ভবন ধসের দায়-দায়িত্ব আন্তর্জাতিক ক্রেতারা এড়াতে পারবেন না। ব্যাপক প্রাণহানির দায় ক্রেতা, সরকার, দাতা, মালিক সবাইকে নিতে হবে। কেবল 'ফ্যাশন' ব্যবহারই যথেষ্ট নয়। বড় ট্র্যাজেডির ক্ষতিপূরণ দিতে হবে।

সফররত অপর ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ মনে করেন, জিএসপি ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন রোডম্যাপ নিয়েছে। এতে গার্মেন্টস শিল্পের উন্নতি হবে। বড় বাজার যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মত গঠনমূলক হতে পারত। এখন কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা, শ্রম অধিকারের পাশাপাশি মজুরিও দেখতে হবে। মজুরি হতে হবে জীবন যাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ন্যূনতম মজুরি গ্রহণযোগ্য নয়।

দুই ব্রিটিশ এমপি আরো জানান, বাংলাদেশ সফরকালে তারা গার্মেন্টস পরিস্থিতি ঘুরে দেখবেন ও অনুসন্ধান করবেন। কেন বড় ধরনের বিপর্যয় ঘটে, কিভাবে পুনরাবৃত্তি রোধ করা যায় ও সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব নির্ধারণ করে রিপোর্ট তৈরি করবেন। কারণ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল তৈরি পোশাক খাত।

রুশনারা আলী এমপি বেশ কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে বেড়াতে এসে নৃশংসভাবে খুন হওয়া রেহানা বেগমের হত্যাকারীদের বিচার দাবি করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি রেহানার খুনিদের শাস্তি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে রুশনারা আলী এ প্রসঙ্গে বলেন, বেড়াতে এসে রেহানা খুন হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ব্রিটেনের বাংলাদেশিদের মধ্যে। এর প্রতিকার দরকার। জীবনের নিরাপত্তাহীনতা ছাড়াও সম্পত্তি বেদখল, জমি হাতছাড়া হওয়ার ঘটনাও ঘটছে। এসব বন্ধ করতে হবে।

সম্প্রতি লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর হামলা প্রসঙ্গে রুশানারা আলী জানান, ঘটনাটি শুনেছি। এটা খুবই পরিতাপের বিষয়। এটা তথ্যমন্ত্রীর সরকারি সফরছিল কিনা জানি না। বাংলাদেশ সরকার ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার সুযোগ চাইলেন জয়





'অসমাপ্ত বিপ্লব' শেষ করার সুযোগ চাইলেন জয়

নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশায় 'সফল'দের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নিয়ে সরকারের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

গত পাঁচ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীতে আবারো ক্ষমতায় গেলে আওয়ামী লীগ কী কী করতে চায় তার বিবরণও দিয়েছেন তিনি।  
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার' শীর্ষক এ অনুষ্ঠানে জয়ের সঙ্গে মঞ্চে ছিলেন  অর্থনীতিবিদ আবুল বারাকাত, ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যান্ডশিল্পী মাকসুদুল হক।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী জয় সম্প্রতি দেশে এসে রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বের সামনে 'রাইজিং স্টার'।
"এটা স্বাধীনতার স্বপক্ষের শক্তি করেছে। এটা মাথায় রেখে আমি আপনাদের অনুরোধ করব, মানুষকে আপনারা বলবেন- আনফিনিশড রেভ্যুলেশন আমাদের ফিনিশ করতে হবে। আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে।"
এর আগে গত অগাস্টে তরুণদের সঙ্গে এক খোলামেলা আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীপুত্র জয় বলেছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের পথে অর্ধেক এগিয়েছে।
শুক্রবারের অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারলে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হবে। জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ থেকে ৮-১০ শতাংশে নিয়ে যাওয়া হবে। মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের (ফোর জি) সেবা চালু করা হবে।
"আওয়ামী লীগ যদি চায়- এমন কিছু নেই যা পারে না।"
জয়ের বিশ্বাস, আওয়ামী লীগের 'রূপকল্প ২০২১' বাস্তবায়ন করতে পারলে 'উন্নত বাংলাদেশ' গড়ার সুযোগ তৈরি হবে।
"তরুণ প্রজন্ম  আমাদের সেখানে নিয়ে যেতে পারবে। সেখানে পৌঁছানোর জন্য ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন এটা মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে হবে।"
পাশাপাশি জনগণ যাতে অপপ্রচারে বিভ্রান্ত না হয়- সেজন্য তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতার পরিবর্তন হলে দেশ আবার সন্ত্রাস ও লুটপাটে ফিরে যাবে-এমন আশঙ্কা প্রকাশ করে জয় বলেন, "এখন সরকারে পরিবর্তন আসলে আগে যে পরিস্থিতি ছিল সেখানেই ফিরে যেতে হবে। যে পরিমাণ উন্নয়ন হয়েছিল সব শেষ হবে। সন্ত্রাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিএনপি ক্ষমতায় আসলে তারা চলে আসবে।"
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি জয় মনে করেন, আগামী দশম জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে- এ নির্বাচনের ওপর তা অনেকাংশে নির্ভর করছে।
গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ যদি পাঁচ বছরে এ রকম এগিয়ে আনতে পারে, তাহলে কল্পনা করে দেখেন, আরো পাঁচ বছরে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে পারব। এখানেই কথা আসে ধারাবাহিকতার।"
এ প্রসঙ্গে সাবেক চার দলীয় জোট সরকারের সমালোচনাও করেন জয়।
তিনি বলেন, "ক্রিকেটে জয় পাচ্ছি, এভারেস্ট বিজয় হয়েছে। আমরা চাই বাংলাদেশের মানুষ যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আগের পাঁচ বছর বিশ্বে আমাদের লজ্জা করে থাকতে হতো। জঙ্গিবাদ, দুর্নীতিবাজ এবং শেষমেষ স্বৈরাচারীরা ক্ষমতা আসে।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশের অগ্রগতির পথ রুদ্ধ করা হয় বলেও মন্তব্য করেন জয়।
তিনি বলেন, মালয়শিয়া-সিঙ্গাপুর এগিয়ে যেতে পেরেছিল, কারণ যারা স্বাধীনতা দিয়েছে তারাই দেশের উন্নয়ন করেছে। অথচ বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি সেই সুযোগ পায়নি।
"স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতা দখল করে রাজাকারদের দেশে আনে, জঙ্গিবাদ দেশে আনে। আমরা এজন্য পিছিয়ে পড়েছি। তবে সেই স্বাধীনতার চেতনাকে মুছে ফেলা যায়নি।"
জয় বলেন, ৭৫ থেকে ১৬ বছর লেগেছে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হতে, গণতন্ত্র ফিরে পেতে। শেষমেষ তা আন্দোলনের মধ্য দিয়ে ফিরে এসেছে।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের কথা তুলে ধরে জয় বলেন, তরুণ প্রজন্ম জেগে ওঠায় '৭৫-এর মতো তারা ক্ষমতা দখল করে থাকতে পারেনি। তারা নির্বাচন দিতে বাধ্য হয়। আর ওই নির্বাচনে জনগণের রায় নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়।
বাংলাদেশের ভবিষ্যৎ 'শান্তি ও সমৃদ্ধির' না 'আতঙ্কের' হবে- তা নির্ধারণের সময় এসেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর ছেলে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ বার প্রথম হয়েছিল। এখন সেখানে ৪০তম অবস্থানে নেমে এসেছে। এটা অনেক বড় পরিবর্তন।
জোট সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে জয় বলেন, "২০০৬ সালে বিশ্বের খবরে বাংলাদেশকে বলা হয়- বাংলাদেশ আরেকটা পাকিস্তান হতে যাচ্ছে। সস্ত্রাস-জঙ্গিবাদ দেশকে আতঙ্কে রেখেছে। সেটার ভিকটিম ছিলাম আমরা। বুদ্ধিজীবী, সাংবাদিক, কোর্ট, সারা দেশের উপর হামলা চলেছে।
"৩০ মিনিটে ৫০০ জায়গায় বোমা হামলায় মানুষের মধ্যে আতঙ্ক আসে।"
মহাজোট সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনেছে উল্লেখ করে জয় বলেন, এ সরকারের মেয়াদে এ ধরনের বোমা হামলা হয়নি। মৌলবাদী-জঙ্গীবাদীরা কিছু করতে পারেনি।
তবে অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ক্ষমতায় পরিবর্তন আনা হলে দেশ আবারো জঙ্গিবাদে ফিরে যাবে বলে আশঙ্কার কথা জানান সজীব ওয়াজেদ জয়।
 
"বিরোধীদলের কোনো পরিবর্তন আসে নাই। চেহারায় এক, পিলিসিতে আরেক, নেতৃত্ব এক। অর্থনীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির ক্ষেত্রে তারা কি করবে তা কিন্তু তারা বলতে পারছে না। কারণ সব থেকে বড় দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের মধ্যে আছে। রাজাকারদের তারা মন্ত্রী বানিয়েছিল। তারা কিভাবে বলবে জঙ্গিবাদ থামাব। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এরাই বাংলাদেশের বিরোধিতাকারীদের তাদের মন্ত্রী বানিয়েছিল।"
প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে বিএনপি- জামায়াত জোট সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেন জয়। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেরও বিবরণ দেন।
২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আশা প্রকাশ করে জয় বলেন, "সেপথে আমরা অনেক এগিয়েছি। কাজ আমাদের অর্ধেক হয়েছে। লাইনে দাঁড়িয়ে ফরম নিতে হয় না। কাজ অনেক সহজ হয়েছে।"
'সুচিন্তা ফাউন্ডেশন' নামের একটি সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক মোহাম্মদ এ আরাফাত বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার যারা সফল এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, তাদের সঙ্গে জয়কে মুখোমুখি করতেই এ অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই সাকিব আল হাসান বলেন, "বাংলাদেশ ক্রিকেট ভালো করছে, এই ধারা অব্যাহত রাখতে চাই।"
অন্যদের সঙ্গে দর্শক সারিতে ছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। জয়ের বক্তব্যের পর সবার জন্য আলোচনা উন্মুক্ত করা হয়। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জয়।
সাংবাদিক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউটনের সম্পাদক জাফর সোবহান, অধ্যাপক সাদেকা হালিম এবং জয়ের খালাত ভাই ও শেখ রেহনার ছেলে রেজোয়ান সিদ্দিকী ববী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] টিউলিপ সিদ্দিক হবেন দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি'




'টিউলিপ সিদ্দিক হবেন দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি'

বিশেষ প্রতিনিধি

টিউলিপ সিদ্দিক হবেন বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ব্রিটিশ এমপি। ব্রিটিশ লেবার পার্টির মনোনয়নপ্রাপ্ত টিউলিপ ইতিমধ্যে বিলেতের রাজনীতিতে সাড়া ফেলেছেন। কথাগুলো বললেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য রুশনারা আলী। গতকাল শুক্রবার সকালে ঢাকার এক হোটেলে সাংবাদিক সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি নিশ্চিত বলতে পারি টিউলিপ ২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পডেইন এলাকা থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হবেন। টিউলিপ তার শ্বেতাঙ্গ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০ শতাংশ ভোট বেশি পাবেন। টিউলিপ বেশ ক'বছর ধরে আমাদের জন্য কাজ করেছেন। ইতিমধ্যে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। টিউলিপের মত অনেক মেধাবী নারী ও সংখ্যালঘু প্রতিনিধি ব্রিটেনের রাজনীতিতে এগিয়ে আসছেন। আমরা তাদের উত্সাহ দিচ্ছি। এর ফলে ব্রিটেনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। রুশনারা আলীর সফরসঙ্গী পাকিস্তানি বংশোদ্ভূত অপর ব্রিটিশ এমপি শাবানা মাহমুদও সাংবাদিক সম্মেলনে টিউলিপ সিদ্দিকের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী, শেখ রেহানার মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপের খালা।




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] ‘সফলদের’ মুখোমুখী জয়





'সফলদের' মুখোমুখী জয়

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-09-13 16:21:05.0 BdST Updated: 2013-09-13 16:22:18.0 BdST
নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বর্তমান সরকারের মূল্যায়ন ও ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশায় 'সফল'দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়/
সাদা শার্টের ওপর ধূসর কোট পরিহিত জয় বেলা পৌনে ৪টার দিকে মঞ্চে আসেন। অর্থনীতিবিদ আবুল বারাকাত, ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যান্ডশিল্পী মাকসুদুল হক তার সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক মোহাম্মদ এ আরাফাত বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার যারা সফল এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, তাদের সঙ্গে জয়কে মুখোমুখি করতেই এ অনুষ্ঠানের আয়োজন।
সাংবাদিক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউটনের সম্পাদক জাফর সোবহান, অধ্যাপক সাদেকা হালিম এবং জয়ের খালাত ভাই ও শেখ রেহনার ছেলে রেজোয়ান সিদ্দিকী ববী এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই সাকিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট ভালো করছে, এই ধারা অব্যাহত রাখতে চাই।
দর্শক সারিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। জয়ের বক্তব্যের পর সবার জন্য আলোচনা উন্মুক্ত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
(বিস্তারিত আসছে)




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] আরও একটি ১৩২০ মে.ও. বিদ্যুতকেন্দ্র নির্মাণের





আরও একটি ১৩২০ মে.ও. বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ
মালয়েশীয় কোম্পানির সঙ্গে এমওইউ হচ্ছে
আরও একটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য মালয়েশিয়ার জাতীয় কোম্পানি তেনেগা ন্যাশনাল বারহেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড। বিদ্যুত কেন্দ্রটি কক্সবাজারের হুকশাবাজার মহেশখালিতে স্থাপন করা হবে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, দুই দেশের সরকার পর্যায়ে গ্রহণ করা দ্বিতীয় উদ্যোগ এটি। এর আগে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনটিপিসি) এর সঙ্গে বাগেরহাটের রামপালে একই ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে পিডিবি। ওই কেন্দ্রটির এখন ভূমি উন্নয়নের কাজ চলছে। 
বিদ্যুত বিভাগ সূত্র জানায়, সমঝোতা স্মারকের অধীনে তেনেগার সঙ্গে পিডিবি একটি যৌথমূলধনী কোম্পানি গঠন করবে। ওই কোম্পানিই বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে। বিদেশী কোম্পানির সঙ্গে কাজের অভিজ্ঞতা না থাকায় রামপাল বিদ্যুত কেন্দ্রের চুক্তিতে অতিরিক্ত সময় ব্যয় হলেও এই বিদ্যুত কেন্দ্রের ক্ষেত্রে তা হবে না। রামপালের মতোই বিদ্যুত কেন্দ্রের অর্ধেক মালিকানা থাকবে পিডিবির হাতে।




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] কেন আওয়ামীলীগকে ভোট দিবেন





  1. বাংলার জনগণ আপনাদের কাছে জিজ্ঞাসা করবে >
    কেন আওয়ামীলীগকে ভোট দিবেন ????

    নিচের চিত্রটি ভালো করে দেখুন । আর তুলনা করুন । 
    কি বুঝলেন ? এবার নিজের উত্তরটা আপনার পাশের জনকে জানিয়ে দিন। 

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু
    Photo: বাংলার জনগণ আপনাদের কাছে জিজ্ঞাসা করবে >  কেন আওয়ামীলীগকে ভোট দিবেন ????    নিচের চিত্রটি ভালো করে দেখুন । আর তুলনা করুন ।   কি বুঝলেন ? এবার নিজের উত্তরটা আপনার পাশের জনকে জানিয়ে দিন।     জয় বাংলা জয় বঙ্গবন্ধু
     
     
     
  2.  

     
 





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] ‘সফলদের’ মুখোমুখী জয়




নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বর্তমান সরকারের মূল্যায়ন ও ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশায় 'সফল'দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

'সুচিন্তা ফাউন্ডেশন' নামের একটি সংগঠন শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার...' শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে।
সাদা শার্টের ওপর ধূসর কোট পরিহিত জয় বেলা পৌনে ৪টার দিকে মঞ্চে আসেন। অর্থনীতিবিদ আবুল বারাকাত, ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যান্ডশিল্পী মাকসুদুল হক তার সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক মোহাম্মদ এ আরাফাত বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার যারা সফল এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, তাদের সঙ্গে জয়কে মুখোমুখি করতেই এ অনুষ্ঠানের আয়োজন।
সাংবাদিক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউটনের সম্পাদক জাফর সোবহান, অধ্যাপক সাদেকা হালিম এবং জয়ের খালাত ভাই ও শেখ রেহনার ছেলে রেজোয়ান সিদ্দিকী ববী এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই সাকিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট ভালো করছে, এই ধারা অব্যাহত রাখতে চাই।
দর্শক সারিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। জয়ের বক্তব্যের পর সবার জন্য আলোচনা উন্মুক্ত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
(বিস্তারিত আসছে)





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] বর্ণচোরা বিএনপি-জামাত !!



বর্ণচোরা বিএনপি-জামাত !!

মেয়র নির্বাচনের ফলাফলকে বিএনপি-জামাত আর তাদের তল্পিবাহক সুশীলসমাজ বলে সরকার পরিবর্তনের ফলাফল !

আবার সেই বিএনপি-জামাত-তল্পিবাহক সুশীল সমাজ অন্য ফোরামে বলে মেয়র বা স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে

সরকার পরিবর্তন হয় না !!

বিএনপি আর তার মিত্ররা দাবি করে জিয়া নাকি '৭৫ এর পট পরিবর্তনের পর বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ! ১৯৭৫ এ বঙ্গবন্ধু ১৮টি রাজনৈতিক দলের সম্মতিতে গঠন করেছিলেন যুগোপযোগী "বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ " , তাই '৭৫ পট পরিবর্তনের পর সেই ১৮টি দলের কর্মকান্ডের মাথ্যমে দেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকার কথা ৷ অথচ সামরিক শাসক জিয়া '৭৫ এর নভেম্বরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পর দীর্ঘ ৪ বছর পর দেশে তথাকথিত বহু দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে ! এই ৪ বছর জিয়া ভয় , ক্ষমতা আর টাকার লোভ দেখিয়ে বিভিন্ন দল ভেঙ্গে , "দল ছুটদের " নিয়ে সামরিক ছাওনিতে গঠন করে "বিএনপি" ! আর দলের প্রতিকটিও হাইজ্যাক করা হয় ভাসানী ন্যাপ থেকে ! ক্যান্টনমেনটে বন্দুকের নলে দল গঠন করে জিয়া তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের লেবাসে আসলে "এক দলীয় স্বৈরশাসন" প্রতিষ্ঠার স্বপ্নে মগ্ন ছিলেন ৷ তার অকাল জীবনাবসান না হলে মিসর-লিবিয়া-সিরিয়ার মত বাংলাদেশকেও এক দলীয় স্বৈরশাসকের যাতাকলে নিস্পেসিত হতে হতো ! তাই বিএনপি ও তার মিত্রদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার গলাবাজি একটা মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছু নয় !

Dr. Manik.


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী




Shahdat about time you take responsibility for some of your deed and Hassina Gosh issue..well JIN TAO your superior got an eye on her after she is single and available and then their is Rezaul..did not know hint is Hassina was once married to this Rezaul Amin Chy..it she and him disagreed bitterly over her invoking this Sharia issue..it is seems it is between Hassina and her Husband and their allies..did not know how high they were connected...

From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
To: chottala@yahoogroups.com
Cc: Salim Afsar <salimafsar@gmail.com>; "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>; syed margoob <smargoob@yahoo.com>; "smahmood0@msn.com" <smahmood0@msn.com>; "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>; Syed Asif <syedasif007@yahoo.com>; rehana rahman <rehana.rahman@comcast.net>; Akram Bhuyian <abhuiya@comcast.net>; "apurba01@gmail.com" <apurba01@gmail.com>; enayet ullah <maenayetullah@gmail.com>; mahmud rahman <mahmudur@hotmail.com>; a rahman <aarahman@msn.com>; Apu Ashab <apuashab@gmail.com>; Tareque Ahmed <tarequea@hotmail.com>; Zainul Abedin <zainul321@yahoo.com>; Nakib Uddin <md.uddin@comcast.net>; Abdul Hamid <sahamid@gmail.com>; firoz rahman <firozur@gmail.com>; khan boston <khanboston@gmail.com>; Mir Ahmed <mirahmadf@hotmail.com>; Fazlul Karim <azadkk@gmail.com>; nrgis nasrin <nnasrin11@gmail.com>; shahriyar alam <alamshahriar@yahoo.com>; Nazda Alam <alamnazdak@comcast.net>; Mohammed Alam <jalamb.desh@gmail.com>; shahin khan <shahinkhan58@hotmail.com>; Mohamed Habibullah <zarfzahra@yahoo.com>; Zarf Yahoo <zarf200@yahoo.com>; a habib <habibma@yahoo.com>; Munir <munir1062@yahoo.com>; Munir Ahmed <munirr54@yahoo.com>; Quazi Nuru <quazinuru@yahoo.com>; Ojana Pothik <pothik2302@yahoo.com>; zubair rana <ranakohi@gmail.com>; kalim ullah <kullah@camsys.com>; Tanvir Nowaz <tanvirnowaz@yahoo.com>; Rokeya <rokeya_mahmood1@yahoo.com>; Abdul Momen <abdul_momen@hotmail.com>; Mukul City <mukulcity@gmail.com>; Khondoker Ahmed <khandokerb@yahoo.com>; alema karim <alemakarim@gmail.com>; Mohammad Aleem <aleem53@yahoo.com>; omtajul haq <omtajul@yahoo.com>; Kazi Jalal <drkazijalal@hotmail.com>; sajed kamal <arskamal@verizon.net>; Tareque Ahmed <tareque7@gmail.com>; "prof.yunus@gmail.com" <prof.yunus@gmail.com>; shafiqul 76 <shafiqul76@gmail.com>; "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>; Sayeda Haq <sayedahaq@yahoo.com>; sharif ahmed <banglaway@hotmail.com>; rakhal Bondhu <rakhalbandho@gmail.com>; kazi belal <kbelal@sbcglobal.net>; Mizan Mizan <mizanur6813@yahoo.com>; Sohrab Khan <sohrabkhan16@yahoo.com>; "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>; Iqbal Hassan <ihassan@sbcglobal.net>; Haris Awal <hawal.gnrl@gmail.com>; Kazi Muazzem <kazi4986@yahoo.com>; Rashed Haq <rashed54@gmail.com>; "drmohsinali@yahoo.com" <drmohsinali@yahoo.com>
Sent: Wednesday, September 11, 2013 11:23 AM
Subject: [chottala.com] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

 
Mr. Mustafa:
Please try to be 'Golam' of your bibek. BALder tolerance and coexistence are thin like baloons; balst in no time. To be a supporter of a party is not wrong, even if the party is wrong manyways but to be a 'Golam' of a party/person is ridiculopus. Karim bhai told truth. Actually, in Bangladesh "Sob dosh Hasina Gosh"er. Once agai please refrain from personal attack. Attack political person or ideoly as much as you want, but do do it again.
 
Shahadat Suhrawardy
 

Date: Wed, 11 Sep 2013 06:36:26 -0700
From: bazlul@yahoo.com
Subject: Re: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী
To: Gholam.Mostofa@smec.com; rezaulkarim617@gmail.com; mgani69@gmail.com
CC: salimafsar@gmail.com; nuruzzaman.syed@gmail.com; smargoob@yahoo.com; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; syedasif007@yahoo.com; rehana.rahman@comcast.net; abhuiya@comcast.net; apurba01@gmail.com; maenayetullah@gmail.com; mahmudur@hotmail.com; aarahman@msn.com; apuashab@gmail.com; tarequea@hotmail.com; zainul321@yahoo.com; md.uddin@comcast.net; sahamid@gmail.com; firozur@gmail.com; khanboston@gmail.com; mirahmadf@hotmail.com; azadkk@gmail.com; nnasrin11@gmail.com; shahadathussaini@hotmail.com; alamshahriar@yahoo.com; alamnazdak@comcast.net; jalamb.desh@gmail.com; shahinkhan58@hotmail.com; zarfzahra@yahoo.com; zarf200@yahoo.com; habibma@yahoo.com; munir1062@yahoo.com; munirr54@yahoo.com; quazinuru@yahoo.com; pothik2302@yahoo.com; ranakohi@gmail.com; kullah@camsys.com; tanvirnowaz@yahoo.com; rokeya_mahmood1@yahoo.com; abdul_momen@hotmail.com; mukulcity@gmail.com; khandokerb@yahoo.com; alemakarim@gmail.com; aleem53@yahoo.com; omtajul@yahoo.com; drkazijalal@hotmail.com; arskamal@verizon.net; tareque7@gmail.com; prof.yunus@gmail.com; shafiqul76@gmail.com; anis.ahmed@netzero.com; sayedahaq@yahoo.com; banglaway@hotmail.com; rakhalbandho@gmail.com; kbelal@sbcglobal.net; mizanur6813@yahoo.com; sohrabkhan16@yahoo.com; darulkabab@gmail.com; ihassan@sbcglobal.net; hawal.gnrl@gmail.com; kazi4986@yahoo.com; rashed54@gmail.com; drmohsinali@yahoo.com

Golam Mostafa,
 
Who the hell are you?
 
Rezaul Karim Bhai is our respected elder brother in our community in Boston area. He is well liked by everyone regardless of religious belief, political affiliation.
 
Insulting Karim Bhai is tantamount to insulting the whole Bangladeshi community in Boston area.
 
Shaheen 

From: "Mostofa, Gholam" <Gholam.Mostofa@smec.com>
To: Rezaul Karim <rezaulkarim617@gmail.com>; Mohammad Gani <mgani69@gmail.com>
Cc: Salim Afsar <salimafsar@gmail.com>; "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>; Syed Margoob <smargoob@yahoo.com>; "smahmood0@msn.com" <smahmood0@msn.com>; "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>; Syed Asif <syedasif007@yahoo.com>; Shilpy <rehana.rahman@comcast.net>; Akram Bhuiya <abhuiya@comcast.net>; Mahbubur Rahman <apurba01@gmail.com>; Mohammad Enayetullah <maenayetullah@gmail.com>; mahmud rahman <mahmudur@hotmail.com>; Ayubur Rahman <aarahman@msn.com>; Apu Ashab <apuashab@gmail.com>; Ruban Ruban <tarequea@hotmail.com>; zainul abedin <zainul321@yahoo.com>; Bazlul Wahab <bazlul@yahoo.com>; "md.uddin@comcast.net" <md.uddin@comcast.net>; Shaikh Hamid <sahamid@gmail.com>; Firozur Rahman <firozur@gmail.com>; Firoze Khan <khanboston@gmail.com>; mirahmadf <mirahmadf@hotmail.com>; Mir Karim <azadkk@gmail.com>; nnasrin11 <nnasrin11@gmail.com>; Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>; shahriyar alam <alamshahriar@yahoo.com>; Nazda <alamnazdak@comcast.net>; Mohammed Alam <jalamb.desh@gmail.com>; Shahinkhan Khan <shahinkhan58@hotmail.com>; m. habibullah <zarfzahra@yahoo.com>; Seheli H <zarf200@yahoo.com>; a habib <habibma@yahoo.com>; Munir Chowdhury <munir1062@yahoo.com>; "munirr54@yahoo.com" <munirr54@yahoo.com>; Kazi Nuru <quazinuru@yahoo.com>; Ojana pothik <pothik2302@yahoo.com>; Abul Zubair <ranakohi@gmail.com>; Kazi Ullah <kullah@camsys.com>; Tanvir Nowaz <tanvirnowaz@yahoo.com>; Rokeya <rokeya_mahmood1@yahoo.com>; abdul momen <abdul_momen@hotmail.com>; Zahirul Bhuiyan <mukulcity@gmail.com>; Balayet Khandoker <khandokerb@yahoo.com>; alema karim <alemakarim@gmail.com>; Aleem Bhai <aleem53@yahoo.com>; Omtajul Haque <omtajul@yahoo.com>; "drkazijalal@hotmail.com" <drkazijalal@hotmail.com>; Sajed Kamal <arskamal@verizon.net>; Tareque Ahmed <tareque7@gmail.com>; "prof.yunus@gmail.com" <prof.yunus@gmail.com>; Shafiqul Islam <shafiqul76@gmail.com>; "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>; Milli <sayedahaq@yahoo.com>; Sharif Ahmed <banglaway@hotmail.com>; Rakhal Bandho <rakhalbandho@gmail.com>; Kazi Belal Shahjahan <kbelal@sbcglobal.net>; Mizanur Rahman <mizanur6813@yahoo.com>; Sohrab Khan <sohrabkhan16@yahoo.com>; "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>; Iqbal Hassan <ihassan@sbcglobal.net>; Haris Awal <hawal.gnrl@gmail.com>; "Kazi <Masum>" <kazi4986@yahoo.com>; Rashed Ahmed <rashed54@gmail.com>; Dr. M. Mohsin Ali <drmohsinali@yahoo.com>
Sent: Wednesday, September 11, 2013 1:32 AM
Subject: RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

কে এই শালা রাজাকারের বাচ্চা রেজাউল করিম।
 
From: Rezaul Karim [mailto:rezaulkarim617@gmail.com]
Sent: Wednesday, September 11, 2013 8:40 AM
To: Mohammad Gani
Cc: Salim Afsar; nuruzzaman.syed@gmail.com; Syed Margoob; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; Syed Asif; Shilpy; Akram Bhuiya; Mahbubur Rahman; Mohammad Enayetullah; mahmud rahman; Ayubur Rahman; Apu Ashab; Ruban Ruban; zainul abedin; Bazlul Wahab; md.uddin@comcast.net; Shaikh Hamid; Firozur Rahman; Firoze Khan; mirahmadf; Mir Karim; nnasrin11; Shahadat Hussaini; shahriyar alam; Nazda; Mohammed Alam; Shahinkhan Khan; m.habibullah; Seheli H; a habib; Munir Chowdhury; munirr54@yahoo.com; Kazi Nuru; Ojana pothik; Abul Zubair; Kazi Ullah; Tanvir Nowaz; Rokeya; abdul momen; Zahirul Bhuiyan; Balayet Khandoker; alema karim; Aleem Bhai; Omtajul Haque; drkazijalal@hotmail.com; Sajed Kamal; Tareque Ahmed; prof.yunus@gmail.com; Shafiqul Islam; anis.ahmed@netzero.com; Milli; Sharif Ahmed; Rakhal Bandho; Kazi Belal Shahjahan; Mizanur Rahman; Sohrab Khan; darulkabab@gmail.com; Iqbal Hassan; Haris Awal; Kazi <Masum>; Rashed Ahmed; Dr. M. Mohsin Ali; Mostofa, Gholam
Subject: Re:
সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী
 
ভূতের মুখে রাম রাম, আর কি !
 
 জয় তু হাসিনা
এইবার পার পাবিনা।
 
Hasina-  'You can fool some for all time, all for some time, but not all for all time."
Your time is over. 
 
 
2013/9/6 Mohammad Gani <mgani69@gmail.com>
06September2013
Forwarded by:
Mohammad Gani
Baltimore/Cambridge
****************

My comment: Re-defining Islam, 
আওয়ামী জঙ্গী   or fooling her own nation ??????????
                         What a superior jerk number ONE!



************************************************************************************************************************
 
       সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে
         
আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী


ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, তাঁর সরকার শান্তির ধর্ম ইসলাম প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মসজিদ নির্মাণ করবে।আজ সকালে উত্তরার আশকোনায় এ বছরের হজ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, 'পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাতেও এই ধরনের মসজিদ নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে এবং একইভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমও সংস্কার করা হচ্ছে।'শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে এবং মিনার নির্মাণে পদক্ষেপ গ্রহণ করে এবং এ ব্যাপারে সৌদি বাদশাহকে সহায়তা করার অনুরোধ জানায়।
09062013_006_SHEIKH_HASINA
তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি বাদশাহ জাতীয় মসজিদ সংস্কারে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসেন। যার ফলে একটি সেরা ও সুন্দর মসজিদ হিসেবে বর্তমানে বায়তুল মোকাররম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।জাতীয় মসজিদ সংস্কারে আর্থিক সহায়তার জন্য সৌদি বাদশাহ ও সে দেশের সরকারকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে জেলা সদর ও উপজেলা সদরে উন্নত মসজিদ নির্মাণেও সৌদি সরকারের আর্থিক সহায়তা কামনা করেন।শেখ হাসিনা বলেন, 'তারা সাহায্যের হাত বাড়ালে প্রতিটি জেলা ও উপজেলা সদরে আমাদের উন্নত মসজিদ নির্মাণ সহজ হবে।' তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে।
 
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার মতই অনার্স কোর্স চালুসহ মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধন করেছি।প্রধানমন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষা লাভ করতে পারে সে লক্ষ্যে আমরা মাদরাসা শিক্ষার উন্নয়নে মনোযোগ দিয়েছি।শেখ হাসিনা বাংলাদেশী শ্রমিকদের আকামা প্রদান ও অবৈধ শ্রমিকদের বৈধকরণের পদক্ষেপ গ্রহণে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।ইসলামের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের সেরা ধর্ম ইসলাম প্রচার ও সম্প্রসারণে কাজ করা আমাদের দায়িত্ব এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা এ দায়িত্ব পালন করেছি।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইসলামের শিক্ষা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। সূরা আল-কাফিরুনের 'লাকুম দিনুকুম অলইয়াদিন' আয়াতের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (স.) আমাদের এই শিক্ষা দিয়েছেন যে, জনসাধারণ তাদের নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করবে।তিনি বলেন, আমরা চাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক।ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল-নাসের আবদুল্লাহ আল-বুশারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল স্বাগত বক্তৃতা করেন।
 
Source link: http://www.khabor.com/?p=8195


************************************************************


 
 
 

_____________________________________________________________________
This e-mail has been scanned for viruses by Symantec.Cloud.

_____________________________________________________________________
This e-mail has been scanned for viruses by Symantec.Cloud.






__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___