Banner Advertise

Wednesday, March 19, 2014

[chottala.com] লাখো কণ্ঠে সোনার বাংলা, সবার আমন্ত্রন



বিশ্বব্যাপী "লাখো কন্ঠে জাতীয় সঙ্গীতে রেকর্ড": ওয়াশিংটনের অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত আকরামুল কাদের

March 19, 2014 1:30 pmViews: 7

গত মার্চ ২, ২০১৪ তারিখে এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য "লাখো কন্ঠে সোনার বাংলা" শীর্ষক আয়োজনের কার্যক্রম শুরু করা হয়। আয়োজনটিতে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে এই দিন সৃষ্টি হবে নতুন এক আনুষ্ঠানিক বিশ্বরেকর্ড। জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহন করবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের সদস্যরা, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পোশাক শিল্প কর্মী সহ সমাজের সর্ব¯তরের প্রতিনিধিরা। জাতীয় সঙ্গীতের প্রমিত পরিবেশন নিশ্চিত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জাতীয় শিল্পকলা একাডেমি প্র¯তুতকৃত, গীত জাতীয় সঙ্গীতের একটি অডিও সিডি পৌছে দেওয়া হয়েছে।

19032014_008_LAKH_KONTHE

"লাখো কন্ঠে সোনার বাংলা" শীর্ষক আয়োজনের কার্যক্রম দেশের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাঙালিরাও জাতীয় সঙ্গীত পরিবেশনার আয়োজন সম্পন্ন করেছে নিজ নিজ দেশে নিজ নিজ সময়ানুসারে। যুক্তরাষ্ট্র কানাডা, লন্ডন, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা এই ঐতিহাসিক আয়োজনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আর এই আয়োজনে পিছিয়ে নেই ওয়াশিংটন প্রবাসী বাঙালিরা। ওয়াশিংটনে এই উদ্যোগ গ্রহন করেছে বৃহত্তর ওয়াশিংটনের সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন "ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি"। দেশের সারাবিশ্বের প্রবাসী বাঙালীদের সাথে এই ঐতিহাসিক মুহুর্তটির সাথে শরীক হবার জন্য ওয়াশিংটনেও আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির কর্মকর্তা আবু রুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীত গাইবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত আকরামুল কাদের ও মিসেস রিফাত সুলতানা কাদের। এছাড়াও দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ সপরিবারে উপস্থিত থাকবেন।

ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান কমফোর্ট ইন হোটেল (ল্যান্ডমার্ক) ৬২৫৪ ডিউক ষ্ট্রীট, আলেকজান্দ্রীয়া, ভার্জিনিয়া ২২৩১২ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৮ ঘটিকার সময়। "লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত" শীর্ষক আয়োজনের এই কার্যক্রম অনুষ্ঠানে প্রবাসী সবাইকে সপরিবারে দেশীয় পতাকা ও লাল সবুজ ড্রেস পতাকা, ফেষ্টুন নিয়ে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির আবু রুমি, আক্তার হোসাইন, নুরুল আমীন নুরু ও শাহজাহান মাহমুদ। যোগাযোগ: আবু রুমি ৭০৩-৮৬১-১৬০৬, আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯। বিজ্ঞপ্তি।



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] ২৫ বছর আগে হাসিনাকে হত্যার চেষ্টা : যুক্তরাষ্ট্র থেকে নাজমুলকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা হয়েছে



বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪, ৬ চৈত্র ১৪২০
যুক্তরাষ্ট্র থেকে নাজমুলকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা হয়েছে
২৫ বছর আগে হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল
বিশেষ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র থেকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা হয়েছে বঙ্গবন্ধুর ৩২নং ধানমণ্ডির বাড়িতে গুলিবর্ষণ, গ্রেনেড ও বোমা হামলার আসামি নাজমুল মাকসুদ মুরাদকে। দীর্ঘ প্রায় ২৫ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য নাজমুল মাকসুদ মুরাদসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল বেবিট্যাক্সিযোগে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালিয়ে 'ফারুক রশীদ জিন্দাবাদ' সেøাগান দিয়ে চলে যায়। ধানম-ি থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। এই মামলায় সিআইডির আবেদনের প্রেক্ষিতে রেড নোটিস ইস্যু করে ইন্টারপোল। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ ২০১২ সালের ২ ফেব্রুয়ারি আমেরিকার আটলান্টা শহর থেকে গ্রেফতার করে মুরাদকে। তাকে বুধবার সিআইডির কাছে হস্তান্তর করেছে ইন্টারপোল। বুধবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কাহার আকন্দ বলেছেন, বঙ্গবন্ধুর ৩২নং ধানম-ির বাড়িতে হামলা ছাড়াও দুইটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি মুরাদ। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন সে। ২০১১ সালে তার বিরুদ্ধে রেড নোটিস ইস্যু করে ইন্টারপোল। সিআইডি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা চায়। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি আমেরিকার আটলান্টা শহর থেকে মুরাদকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। বুধবার সিআইডির কাছে হস্তান্তর করে তারা। নাজমুল মাকসুদ মুরাদ বঙ্গবন্ধুর বাড়িতে হামলার অন্যতম আসামি। ১৯৮৯ সালের ১১ আগস্ট ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল বেবিট্যাক্সিতে করে বঙ্গবন্ধুর ধানম-ির বাড়িতে গুলিবর্ষণ, গ্রেনেড ও বোমা হামলা চালায়। তখন কর্তব্যরত হাবিলদার জহিরুল হক ও কনস্টেবল জাকির হোসেন পাল্টা গুলি চালালে হামলাকারী সন্ত্রাসীরা 'কর্নেল ফারুক জিন্দাবাদ' সেøাগান দিতে দিতে পালিয়ে যায়। 
ধানম-ি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-২৪। মামলার তদন্ত শেষে সিআইডির তৎকালীন পুলিশ সুপার খালেকুজ্জামান ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। নাজমুল মাকসুদ মুরাদ ওই মামলার অন্যতম আসামি। বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রে পলাতক মুরাদকে আটক ও ধরতে ইন্টারপোল রেড নোটিস জারি করেছিল। এফবিআই ও যুক্তরাষ্ট্র পুলিশের সহযোগিতায় গ্রেফতার করার পর বুধবার তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরও দুইটি হত্যা মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
আসামিরা কে কোথায় : বঙ্গবন্ধুর ৩২নং বাড়িতে হামলার মামলার ব্যাপারে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোঃ জহিরুল ইসলাম ধানম-ি থানায় মামলা করেন। ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটিতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ফ্রিডম পার্টির নেতা ও বঙ্গবন্ধুর খুনী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ ও মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা এবং নাজমুল মাকসুদ মুরাদসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। গত ২৭ অগাস্ট সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়েছে।
কারাগারে আটক আছে মামলার চার আসামি। তারা হচ্ছে- গোলাম সারোয়ার, সোহেল, জর্জ, মোঃ শাজাহান বালু।
জামিনে রয়েছেন হুমায়ুন কবির (১), মিজানুর রহমান, খন্দকার আমিরুল ইসলাম কাজল ও গাজী ইমাম হোসেন।
পলাতক আছেন পাঁচ আসামি। তারা হচ্ছেন, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, মোঃ হুমায়ুন কবীর (২), জাফর আহম্মদ, নাজমুল মাকসুদ মুরাদ, রেজাউল ইসলাম খান পলাতক।
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি সৈয়দ ফারুক রশীদ ও বজলুল হুদাকে। ফাঁসির দ- কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে।
প্রায় পাঁচ বছর আগে মামলাটির বিচারের জন্য অভিযোগ গঠন হয়েছে। আসামিদের জবানবন্দী গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে না পাওয়ায় মামলাটির বিচার কাজ বর্তমানে আটকে আছেন। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।
সিআইডির একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশে আত্মগোপনকারী একজন আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোন আসামিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু হত্যা মামলায় দ-প্রাপ্ত আসামিদের ফেরত পাঠানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিআইডি কর্মকর্তা।
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪, ৬ চৈত্র ১৪২০


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] দুর্নীতির মামলায় খালেদা-তারেকের বিচার শুরু



দুর্নীতির মামলায় খালেদা-তারেকের বিচার শুরু

আদালত প্রতিবেদক | আপডেট: ১৭:০৬, মার্চ ১৯, ২০১৪

বিএনপির চেয়ারপারসন আজ বুধবার আদালতে হাজির হন। ছবি: ফোকাস বাংলাবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়া ও অন্য পাঁচ আসামির বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। দুই মামলাতেই আগামী ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। এর মধ্য দিয়ে এই দুটি মামলার বিচার শুরু হলো।
আজ মামলা দুটির অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। বেলা একটার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হন। এর আগেই আসামিপক্ষ থেকে শুনানির পরবর্তী তারিখ ধার্য করার জন্য আবেদন করা হয়। বিচারক এই আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করে দিলে আদালতকক্ষে আসামিপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। এ পর্যায়ে বিচারক আজকেই অভিযোগ গঠনবিষয়ক আদেশ দেওয়া হবে বলে এজলাস ত্যাগ করেন।
বিচারকাজ চলাকালে খালেদা জিয়াকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয়।
বেলা দুইটার দিকে বিএনপিপন্থী চারজন আইনজীবী মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে করা আবেদন নিয়ে বিচারকের খাসকামড়ায় যান। এরপর সেখান থেকে বের হয়ে এসে সোয়া দুইটার দিকে আবারও বিচারকের কাছ যান তাঁরা। এ সময় তাঁরা সকালে সময় চেয়ে করা আবেদনটি খারিজ করে আদালত যে আদেশ দিয়েছেন, তা পুনর্বিবেচনার জন্য আবার সময় চেয়ে আবেদন জানান। এর কিছুক্ষণের মধ্যেই তাঁরা সেখান থেকে বের হয়ে আদালতের এজলাসকক্ষে গিয়ে খালেদা জিয়াকে জানান, এই আদালতের প্রতি তাঁদের আস্থা নেই।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আদেশের জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আদালত।
পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
আজ আদালতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন, আবদুল্লাহ আবু, রিজাউর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
২০০৮ সালের ৩ জুলাই দুদক এই মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলার অন্য আসামিরা হলেন কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। তাঁদের মধ্যে প্রথম দুজন জামিনে আছেন। অন্য দুজন শুরু থেকেই পলাতক।
এই মামলার আসামি তারেক রহমান বর্তমানে লন্ডনে আছেন। তাঁকেও এই মামলায় পলাতক দেখানো হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ এই মামলা করেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অন্য আসামিরা হলেন জিয়াউল ইসলাম মুন্না, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। হারিছ চৌধুরী পলাতক।

 http://www.prothom-alo.com/bangladesh/article/172327/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81


নিম্ন আদালতে অনাস্থা, হাইকোর্টে যাচ্ছেন খালেদা
খালেদার সময় আবেদন নাকচ, আদালতে হট্টগোল
  1. 7 hours ago - সময় চেয়ে করা আবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি নিয়ে আপিল বিভাগে লিভ টু আপিল এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট বিভাগে এ ... বিভিন্ন কারণে এ পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১ বার চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেছিলেন খালেদা জিয়া ...

  2. 6 hours ago - জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বেলা একটায় আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন  ১৯ দলীয় জোট নেত্রী বেগম ... এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ পর্যন্ত ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়
  3. ১১ বার চার্জ শুনানি জন্য সময়ের আবেদন করেছিলেন ..
  4. দুর্নীতির ২ মামলায় খালেদার বিচার শুরু


  5. Md. Jaidul Kabir  4 hours ago

    প্রথমে হাজিরা না দিয়ে বারবার সময় নিয়েছে। অবশেষ হাজিরা দিয়ে আবারো সময় চায় ভালইত !!! যদি তিনি সৎ হয়ে থাকেন তাহলে মামলা মোকাবেলা করতে সমস্যা কোথায় ? অযথা সময় নষ্ট।







__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___