Banner Advertise

Wednesday, October 9, 2013

[chottala.com] শুকুইয্যা কডে? - প্রতিপক্ষকে অশ্লীল বাক্যবাণে বিদ্ধ করা সালাউদ্দিন কাদের চৌধুরীর মজ্জাগত অভ্যাস। ............



নগর দর্পণ: চট্টগ্রাম

শুকুইয্যা কডে?

বিশ্বজিৎ চৌধুরী | আপডেট: ০০:০৩, অক্টোবর ১০, ২০১৩ প্রিন্ট সংস্করণ

প্রতিপক্ষকে অশ্লীল বাক্যবাণে বিদ্ধ করা সালাউদ্দিন কাদের চৌধুরীর মজ্জাগত অভ্যাস। প্রতিপক্ষ তো বটেই, নিজের দলেও যাঁরা তাঁর সঙ্গে সহমত পোষণ করেন না, তাঁদের ব্যঙ্গ-বিদ্রূপ বা তুচ্ছ-তাচ্ছিল্য করতে কখনো দ্বিতীয়বার চিন্তা করেননি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বিপক্ষ দলের নেতা-কর্মীরাই যে শুধু তাঁর এই স্বাতন্ত্র্যমণ্ডিত অশ্লীল বাক্যবাণের শিকার হয়েছেন তা কিন্তু নয়, খোদ তাঁর দলের প্রধান খালেদা জিয়া বা দলের অন্য সিনিয়র নেতারাও রেহাই পাননি এই আক্রমণ থেকে। অনেকের ধারণা, সাম্প্রদায়িক রাজনীতির দীক্ষা যেমন তিনি পেয়েছিলেন তাঁর বাবা প্রয়াত রাজনীতিক ফজলুল কাদের চৌধুরীর কাছ থেকে, তেমনি দম্ভ, ঔদ্ধত্য এবং প্রতিপক্ষের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যের ভাষাটাও শিখেছিলেন তাঁর কাছ থেকেই। ইতিহাস সেই সাক্ষ্যই দেয়।
১৯৬২ সালে দৈনিক ইত্তেফাক-এ সেকেন্ড লিড হিসেবে ছাপা হয়েছিল 'শুকুইয্যা কডে?' নামের কৌতূহলোদ্দীপক একটি প্রতিবেদন। প্রতিবেদনটি চট্টগ্রাম থেকে পাঠিয়েছিলেন ইত্তেফাক-এর তৎকালীন তরুণ সাংবাদিক (বর্তমানে কানাডাপ্রবাসী) মঈনুল আলম। প্রতিবেদনটি, বিশেষ করে এর শিরোনাম তখন পাঠকমহলে এতটাই সাড়া জাগিয়েছিল যে মুখে মুখে তো বটেই, অনেকের লেখায়ও এর উদ্ধৃতি পাওয়া যায়। প্রয়াত সাংবাদিক কে জি মুস্তাফা দৈনিক ইত্তেফাক-এ শহীদ সিরাজুদ্দীন হোসেনের স্মৃতিকথা লিখতে গিয়ে উল্লেখ করেছেন, 'তাঁর কতিপয় সংবাদ শিরোনাম অমরত্ব লাভ করেছে। যেমন, "শুক্কুইয্যা কডে?" অথবা "চিনিল কেমনে?" ধরনের হেডলাইনে জনমনে প্রতিক্রিয়া হয়েছে অসাধারণ।'
এই শিরোনাম ও প্রতিবেদনটির পশ্চাৎপট উল্লেখ করা বোধ করি এখানে প্রাসঙ্গিক। তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন এ অঞ্চলের খ্যাতিমান রাজনীতিক ফজলুল কাদের চৌধুরী। অথচ এর আগে তিনি বলেছিলেন, 'দারোয়ানের (আইয়ুব খান) কাজ পাহারা দেওয়া, আমি দারোয়ানের মন্ত্রী হই কী করে?' এই দৃঢ়তা দেখে তাঁকে সংবর্ধনাও দিয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ। মন্ত্রী হওয়ার খবরে তাই ক্ষোভে ফেটে পড়েছিল এ অঞ্চলের গণতন্ত্রকামী মানুষ।
মন্ত্রী হয়ে ফজলুল কাদের চৌধুরী যখন প্রথম চট্টগ্রামে এলেন, সকালে রেলস্টেশনে তাঁর সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়েছিল ছাত্র-জনতার বিক্ষোভের মুখে। ওই দিন বিকেলে লালদীঘির ময়দানে আবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলে পরিস্থিতি হয়েছিল আরও ভয়াবহ। প্রবল প্রতিবাদধ্বনির মধ্যেও ফজলুল কাদের বক্তৃতা দিতে শুরু করলে মঞ্চের দিকে জুতা-স্যান্ডেল নিক্ষেপ শুরু হয়। মঈনুল আলম তাঁর কলমের সৈনিক গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। উড়ে আসা জুতা মন্ত্রীর আশপাশের লোকজনের গায়ে এসে পড়তে লাগল। তিনি রাগে অন্ধ হয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গর্জন শুরু করেছিলেন, 'আয়ুব খাঁ আঁরে মন্ত্রী ন গরিব ত কারে গরিব? আঁরে ত দেইখতে ফাটানর বাইচ্চার মতো লাগে। আর বেওগ্গুন বাঙালি নেতা ত দেইখতে ম্যালেরিয়া রোগীর মতো...।' (আইয়ুব খাঁ আমাকে মন্ত্রী করবে না তো কাকে মন্ত্রী করবে? আমাকে তো দেখতে পাঠানের বাচ্চার মতো লাগে, অন্য বাঙালি নেতারা তো সব দেখতে ম্যালেরিয়া রোগীর মতো।) তিনি একপর্যায়ে সমাবেশের উদ্দেশে গালিগালাজ শুরু করেছিলেন, 'শুয়রের পোয়া অল...শুয়রের বাইচ্চার দাত উডিলে ফইল্যা বাপর ফোঁদৎ টেরাই গরে। তোরা বাফল্লয় বেয়াদবি গইত্য আইচ্ছস দে না?'('শুয়োরের বাচ্চারা...শুয়োরের বাচ্চার দাঁত উঠলে প্রথমে বাপের পাছায় কামড় দেয়। তোরা বাপের সঙ্গে বেয়াদবি করতে এসেছিস?') এ সময় বিক্ষোভ প্রচণ্ড আকার ধারণ করে, অবস্থা বেগতিক দেখে ফজলুল কাদেরের সমর্থকেরা সমাবেশ ছেড়ে পালাতে শুরু করে। তিনি তখন মাইকের সামনে গিয়ে হাঁক দিলেন, 'শুক্কুইয্যা কডে গেলি? ইনদি ছাআচো না...।' ('শুক্কুইয্যা কোথায় গেলি? এদিকে দেখ না।') কিন্তু কোথায় তখন শুকুইয্যা? পুলিশের লোকজন এসে কোনোক্রমে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন মন্ত্রীকে।
ফজলুল কাদেরের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে, আত্মম্ভরিতা, সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং 'শুকুইয্যানির্ভরতা' (মাস্তান) তাঁকে জনবিচ্ছিন্ন করেছিল। অথচ ১৯৬২ সালে আইয়ুব খান যখন নির্বাচন ঘোষণা করেন, তখন মুসলিম লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার এবং সেই সূত্রে পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতিও হয়েছিলেন।
বলেছি, সাকা চৌধুরী রাজনীতিতে এসে সব দিক থেকেই অনুসরণ করেছেন তাঁর বাবাকে। তিনি বেশ কবার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু সাধারণ মানুষের ওপর এতটুকু আস্থা বা শ্রদ্ধার মনোভাব থাকলে, একজন জনপ্রিয় নেতার যে মাস্তান বাহিনী গড়ে তোলার প্রয়োজন হয় না—এ কথা কখনো উপলব্ধি করেননি। নব্বইয়ের দশকে এনডিপি নামের একটি দল গঠন করেন সালাউদ্দিন, সেই দল থেকে সাংসদও নির্বাচিত হন। এ সময় তাঁর মদদেই গড়ে ওঠে বিরাট এক সন্ত্রাসী বাহিনী। তখন রাউজান, রাঙ্গুনিয়া এলাকায় তাঁর অনুগত ফজল হক, বিধান বড়ুয়া, জানে আলম, আবু তাহের, রমজান প্রমুখ সন্ত্রাসীর হাতে খুন, রাহাজানি, ডাকাতি, অপহরণসহ হেন কোনো অপকর্ম নেই, যা সংঘটিত হয়নি। একদিকে ব্যঙ্গভরে ভোটারদের ছাগলের সঙ্গে তুলনা করে তাঁদের মুখের সামনে কাঁঠালপাতা ধরে দিলেই চলে বলে মন্তব্য করেছেন, অন্যদিকে তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন সন্ত্রাসী। পরে জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগ দিয়েও একই রকম কার্যক্রম চালাতে থাকেন তিনি। প্রতিপক্ষ তো বটেই, তাঁর দলেরই নেতা আবদুল্লাহ আল নোমান, মোরশেদ খান প্রমুখের বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন নানা সময়। সাদেক হোসেন খোকার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেছিলেন, 'আগে কুকুর লেজ নাড়াত, এখন লেজ কুকুরকে নাড়ায়'। ১৯৯১ সালে আলমগীর নামের এক ছাত্রলীগ কর্মীর হত্যাকাণ্ডে যেমন প্রধান আসামি ছিলেন তিনি, তেমনি নিজ দলেই আবদুল্লাহ আল নোমানের সমর্থক হিসেবে পরিচিত নিটোলের হত্যাকাণ্ডের জন্যও অভিযোগের আঙুল উঠেছিল তাঁর বিরুদ্ধে।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকায় ফজলুল কাদের চৌধুরীর গুড হিলের বাসভবনে পাকিস্তানি সেনারা আশ্রয় নিয়েছিল এবং এই বাড়িতে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। প্রফেসর সালেহউদ্দিন, সাংবাদিক নিজামউদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্ট ম. সলিমুল্লাহর মতো অনেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে তুলে ধরেছেন ওই বাড়িতে ধরে নিয়ে গিয়ে তাঁদের ওপর অমানুষিক নির্যাতনের দুঃসহ স্মৃতি। অনেকেই অভিযোগ করেন, সেই নির্যাতনের নির্দেশদাতা হিসেবে ফজলুল কাদেরের সঙ্গে তাঁর ছেলে সালাউদ্দিনও ছিলেন। সালাউদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কুণ্ডেশ্বরী বিদ্যালয় ও ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা। পাকিস্তানি সেনারা ব্রাশফায়ার করে যাওয়ার পর সালাউদ্দিন আবার নিজের রিভলবার থেকে গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন বলে উল্লেখ করেছেন সাক্ষীরা। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ২৯ মার্চ থেকেই দেশে ছিলেন না তিনি। কিন্তু মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার পত্রিকান্তরে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের শেষ দিকে তিনিসহ মুক্তিযোদ্ধাদের একটি দল রহমতগঞ্জ এলাকায় হামলা করেছিলেন সালাউদ্দিনের ওপর, এতে তিনি (সালাউদ্দিন) আহত হয়েছিলেন, মারা গিয়েছিলেন তাঁর ড্রাইভার। এর পরই দেশ ছেড়েছিলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিনের ফাঁসির দণ্ড ঘোষণার পর চট্টগ্রামে বিএনপি এক দিন মুখরক্ষার হরতাল ডেকেছে বটে, কিন্তু এই কর্মসূচিতে নেতা-কর্মীদের সম্পৃক্ততা দেখা যায়নি। অন্যান্য হরতাল চলাকালে বিএনপির নাসিমন ভবন কার্যালয় ও এর আশপাশের এলাকা থাকে মুখর। কিন্তু গত ২ অক্টোবর হরতালের দিনে জনশূন্য ও তালাবদ্ধ দলীয় কার্যালয়ের ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। এমনকি রায়ের পর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ডাকা বিক্ষোভ সমাবেশের দিন ঢাকায় অবস্থান করেও এতে যোগ দেননি চট্টগ্রামের কোনো নেতা। আবদুল্লাহ আল নোমান, সৈয়দ ওয়াহিদুল আলম, গোলাম আকবর খোন্দকার দেখিয়েছেন অসুস্থতার অজুহাত, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ব্যস্ত ছিলেন পেশাগত কাজে।
ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবেও খ্যাতি ছিল তাঁর। কিন্তু বাবার মতোই দাম্ভিক চরিত্রের এই মানুষটি একদিকে বাক্যবাণে ঘায়েল করতে চেয়েছেন দলের ভেতর-বাইরের প্রতিপক্ষকে, অন্যদিকে বাবার মতোই 'শুকুইয্যানির্ভর' বাহুবলের রাজনীতি করে বজায় রাখতে চেয়েছেন নিজের প্রভাব-প্রতিপত্তি। দুঃসময়ে তাই দলের ভেতরও পেলেন না পাশে এসে দাঁড়ানোর মতো কাউকে।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
bishwabd@yahoo.com

http://www.prothom-alo.com/opinion/article/54355/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%87%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE_%E0%A6%95%E0%A6%A1%E0%A7%87


শুকুইয্যা কডে?

http://www.amadershomoybd.com/content/2013/10/10/middle0498.htm




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] খালেদাকে ক্ষমতায় বসানো হলেই নিরপেক্ষতা!



10 Oct 2013   11:34:50 AM   Thursday BdST

খালেদাকে ক্ষমতায় বসানো হলেই নিরপেক্ষতা!



মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন, কোপেনহেগেন থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদাকে ক্ষমতায় বসানো হলেই নিরপেক্ষতা!

তিনি কিছুই মানেন না, তার দাবি একটাই-ক্ষমতা চাই।  তিনি খুব বড় মাপের ওঝা, তিনি সাপকে বিশ্বাস করতে রাজী আছেন কিন্তু আওয়ামীলীগকে নয়! তিনি ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলায় রাজাকার নিয়ে বসবাসের স্বপ্ন দেখেন, তাই তিনি হাসিনামুক্ত বাংলাদেশ চান !

যারা আগামী নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না, ক্যান দুই নেত্রীর সংলাপ হচ্ছে না বলে মিডিয়ার ঝড় তুলছেন তারা কি মনে করেন, এই সমস্ত ধমকের পরে সংলাপ সম্ভব । যিনি নির্বাচনে হেরেই  বলেছিলেন, 'এই সরকারকে এক দিনের জন্যও শান্তিতে থাকতে দিবো না', তিনি সেই পথ পরিহার  করেননি বরং একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তার কথাতেই তিনি অনড় আছেন।   

তিনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চান কেন, শেখ হাসিনাকে তার এতো ভয় কেন! তিনি যদি সত্যি হাসিনামুক্ত বাংলাদেশ চান তাহলে তার বুঝতে হবে, সেটা বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়, জিন্নাহর দেশ পাকিস্তানে চলে যেতে হবে, যেখানে হাসিনা আতঙ্ক তার পিছু নিবে না। তার বুঝতে হবে, শেখ হাসিনা এখন আর একজন ব্যাক্তি নন, শেখ হাসিনা একটি আদর্শের নাম, একটি দর্শনের নাম, আধুনিক বাংলাদেশের পরিপূরক নাম হচ্ছে শেখ হাসিনা, যা কারো ইচ্ছায় বাদ দেয়া যাবে না।  

বিগত সাড়ে চার বছরে বেগম খালেদার বিভিন্ন সময়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডেই প্রমান করে তিনি নির্বাচন বা সংলাপ কোনটায়ই বিশ্বাস করেন না। তার মুল লক্ষ্য ছিলো পেছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায়, সেই লক্ষ্যে ব্যার্থ বিডিআর বিদ্রোহ, ক্ষুদ্রাংশের ব্যর্থ সেনা অদ্ভুথান, হেফাজতের মাধ্যমে সরকার উৎখাতের ব্যার্থ চেষ্টা প্রমানিত করা ।

সংলাপ কেন এবং কার সাথে, যিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তিনি কি তা বিশ্বাস করেন? তিনিতো সারাক্ষণ ষড়যন্ত্রের ছক আঁকতে থাকেন । তাছাড়া, যিনি হাসিনামুক্ত বাংলাদেশ চান, তার সাথে কিসের সংলাপ? শুধু তা কেন, এই দেশের অস্তিত্বকে যারা অস্বীকার করে, এই দেশে বসবাস করেও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারী ঘাতকদের লালন পালন এবং রক্ষার জন্য যিনি দেশে অরাজকতা করে, তার সাথে কিসের সংলাপ?  

৭৫এর ১৫ আগস্টে জাতির জনকের হত্যার পরে ঘুরে ফিরে এই ৭১এর পরাজিত শক্তির পছন্দের খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় বার বার মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগের উপর বার বার আঘাত হেনেছে। গত ৩৮ বছরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের আত্মহুতি দিতে হয়েছে বহুবার। আওয়ামীলীগ কাউকে আঘাত করেছে এমন ইতিহাস নেই । তারপরও সেই ঘাতকদের সাথে আমাদের বসতে হবে কেন। এখন সময় এসেছে, সংলাপ তো দূরের কথা! যারা স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দিবে, জোট গঠন করবে তাদের সাথে কোন আপোষ নয়, এমন মনোভাব পোষণের। এতে যদি ঘাতকদের বিদেশি প্রভুরা অসন্তুষ্ট হয় হউক কারন এই দেশ স্বাধীন করার জন্য আমাদের শ্রেষ্ঠ সন্তানরা রক্ত দিয়েছে, প্রভুরা নয়। খালেদা জিয়া ভালো করেই জানেন, বাংলাদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না, আওয়ামীলীগের কিছু ব্যার্থতা আছে তাই বলে বিএনপি জামাতের এমন কোন অর্জন নেই যে, দেশের মানুষ আবার বিএনপি জামাতের সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাইবে । দেশের মানুষ তারেক, হওয়া ভবন, খোয়াব ভবন, বাংলা ভাইদের জগতে ফিরে যেতে চায় না। দেশের মানুষ এখন মেলা, ঈদ,পুজা- পার্বনে জঙ্গিদের বোমা আতঙ্কে থাকতে চায় না । দিন বদল হয়েছে, এখন বর্বর খুনী-ঘাতকদের বিচার  হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে । অনেকেই পাঁচ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশকে মিলাতে পারছে না । ঢাকা এখন সার্থক মেগা সিটি । গ্রাম গঞ্জের চেহারা বদলে গেছে। আগে  বিদেশিরা আমাদের বন্যা, পানি আর মিস্কিন দেশর মানুষ বলে তাছিল্ল্য করতো, এখন আমরা গর্ব করে নিজের পরিচয় দিতে পারি। কিছুদিন আগে খোদ ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎ বাণী করেছেন যে, একদিন বাংলাদেশ আমেরিকার মতো হবে !

বিরোধীদলীয় নেত্রী যদি ঘাতকদের ছেড়ে সরকারকে সহযোগিতা করতেন, তাহলে দেশ আজ অনেকদুর এগিয়ে যেতো। অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে, গত ৪ বছর ৮ মাসে বেগম খালেদা মাত্র ৯ কার্য দিবস সংসদে উপস্থিত থেকেছেন অথচ বিরোধী দলীয় নেতা হিসাবে সরকার থেকে সব ধরনের ভাতা, এমনকি  বিদেশে চিকিৎসা ভাতাসহ সব  কিছু রাষ্ট্রের তহবিল থেকে নিয়েছেন । ওই ৯ দিনের একদিনও তিনি আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে জাতীয় সংসদে কোন কথা বলেননি । এখন শেষ সময়ে এসে দেশে অরাজকতা করে যদি কোন একটা কিছু ঘটানো যায় সেই লক্ষ্যেই তিনি এগোচ্ছেন কিন্তু তার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না । অন্তর্বর্তীকালীণ সরকারের প্রধান হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃতে যথাসময়ে  অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে । জননেত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষ ও বন্ধুপ্রতীম বিদেশী রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগীরাও সেই আস্থা রাখে, এবার জাতিসংঘ সফরে তেমনটিই মনে হয়েছে ।

খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত না হবেন যে, আগামীতে তিনি ক্ষমতায় যেতে পারছেন না, ততোক্ষণ পর্যন্ত তিনি নির্বাচনে আসবেন কিনা সন্দেহ আছে! এই কাজের জন্য তিনি দেশ বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ দিয়েছেন। মিডিয়ার পেছনে প্রচুর ইনভেস্ট করেছেন । রাতজাগা কিছু কুশীল সমাজের লোকদেরও ভাড়া করেছেন ।  
প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়াকে ক্ষমতায় বসানোর নিশ্চয়তাই কি একমাত্র নিরপেক্ষ নির্বাচনের যথাপোযুক্ত প্রমান ! তা করতে হলে বেগম খালেদার কথা মতো, ২০০১-এর সালসা মার্কা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে ডঃ ইউনুস-ড. কামালদের বসাতে হবে, জাতি কি সেই সুযোগ খালেদা–ইউনুস-কামালদের দেবে!  মোটেই না, কারন ন্যাড়া বেলতলা একবারই যায় ।।

লেখকঃ ডেনমার্ক প্রবাসী, সমাজ কর্মী ও সংগঠক । 
E-mail:linkonmollah1@gmail.com 

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=bb03cee883b443ddf7f7e11cda68590c&nttl=10102013230604


On Thursday, October 10, 2013 1:13 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 
আবার সিঙ্গাপুর !!

সিঙ্গাপুরে এর পূর্বে চিকিত্সা করতে যেয়ে খালেদা জিয়া সুস্থ হয়েছিলেন কিনা জানিনা , তবে দেশের পরিবেশকে  তিনি অসুস্থ করে তুলেছিলেন প্রতিবারই ! তাই এবার ও তার সফরকে ঘিরে সেই আশংকা করছেন সচেতন মহল ! দেশের পরিবেশকে নষ্ট করার কিছু আলামত দেশবাসী ইতিমধ্যেই অবলোকন করেছে ৷ তার পূর্বের সিঙ্গাপুর সফরের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসাবে দেশবাসী দেখেছিল   হেফাজতিদের আত্বপ্রকাশ এবং তান্ডবলীলা ! সেবার সিঙ্গাপুর থেকে এসে খালেদা জিয়া আলটিমেটাম দিয়েছিলেন সরকার পতনের আর এবার সিঙ্গাপুর যাওয়ার আগেই আলটিমেটাম দিয়ে গেলেন সরকার হটানোর !  হয়তো  সিঙ্গাপুর থেকে এসেই ২০০৬ এর ২৮শে অক্টোবরের মতো  এবারও  জামাত-হেফাজতিদের মাঠে নামিয়ে তিনি শ্লোগান দিবেন "বাঁচলে গাজী , মরলে শহীদ " ! খালেদা জিয়া ভাবছেন , আওয়ামী লীগ  যে ভাবে তার "আজিজ-মার্কা" নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিল , ঠিক সেই ভাবে তিনিও আন্দোলন করে , আর্মি মাঠে নামিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন ! কিন্তু একটি সফল গণ-আন্দোলন করতে যে ধরনের ইস্যু এবং রসদপত্র দরকার , দু:খের বিষয় ম্যাডামের তার কিছুই নেই ! আছে শুধু ফাঁকা আওয়াজ , গলাবাজি আর জামাত-শিবিরের উপর ভর করে ধংসাত্মক কার্যকলাপ ! এখানে উল্লেখযোগ্য যে ২০০৬ এর এই সময় আওয়ামী লীগের নেতৃত্তাধীন ১৪ দলের স্বর্বাত্মক আন্দোলনে "বিএনপি সরকার" ছিলো  কোনঠাসা , রাস্তা-ঘাট সব ছিলো ১৪ দলের দখলে ৷ কিন্তু এবার কি  তার  কোনো আলামত দেখতে পাচ্ছি ? মোটেই  না , দুরবিন দিয়ে ও রাস্তা-ঘাটে বিএনপির কোন কর্মীর আনাগোনা দেখা যাচ্ছেনা ! যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত-শিবির কর্মীদের পলায়নপর ঝটিকা মিছিল শুধু দেখা যাচ্ছে ! আর মাঝে মাঝে খালেদা জিয়া দেশজুড়ে যেই সব জনসভা করছেন তার ৬৫% জামাত-শিবিরের লোকদের মাধ্যমেই করে আসছেন ! আর তাইত বিএনপির সবশেষ সিলেটের জনসভায় দেখা গেল মঞ্চের সামনের পুরো অংশ শিবিরের দখলে , খালেদা জিয়াকে সেই দিন অনেকটা জামাতের ভারপ্রাপ্ত আমিরের মতই লাগছিল ! তার পরেও লজ্জা শরমের মাথা খেয়ে বিএনপির 'গলাবাজ' নেতারা অনবরত হুঙ্কার দিয়ে যাচ্ছেন সরকার পতনের ! পয়সা খরচ করে টক-শো আর প্রেস ক্লাবেই তাদের নিয়মিত দেখা যাচ্ছে  , আর 'গাছে কাঠাল , গোফে তেল' এর মত তারা দিবাস্বপ্ন দেখছেন ২৪ অক্টোবর এর পর জনগণ মাঠে নেমে  আওয়ামী লীগকে পথহারা , দেশছাড়া করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ! কিন্তু খালেদা জিয়ার বিদেশী প্রভুরা ঠিকই বুঝতে পেরেছে যে ''বিএনপির দৌড় পার্টির অফিস পর্যন্ত আর জামাতিদের দৌড় মোল্লাদের মত মসজিদ পর্যন্ত'' ! নাশকতার মাধ্যমে দেশের পরিবেশ অশান্ত করে বর্তমান সরকারের পতন ঘটানো ছাড়া বিএনপি-জামাতের সামনে আর কোনো পথ খোলা নেই ভেবেই প্রভুদের ডাকে খালেদা জিয়া আবার সিঙ্গাপুর গেলেন , এসেই শুরু করে দেবেন হত্যা-ধংসের তান্ডবলীলা ! কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম , বিপুল ভোটে নির্বাচিত  বর্তমান  সরকার , দেশপ্রেমিক জনসাধারনদের নিয়ে  প্রস্তুত আপনার আন্দোলনের দাঁত ভাঙ্গা জবাব দিতে ৷ তাই এখনো সময় আছে ষড়যন্ত্রের পথ পরিহার করে সুবোধ বালকের মত আগামী নির্বাচনে অংশগ্রহন করে দেশ আর  জনগনের সেবা করুন ৷

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,

ডা : মুহাম্মদ আলী মানিক ,
সহ-সভাপতি , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৷





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] আবার সিঙ্গাপুর !!



আবার সিঙ্গাপুর !!

সিঙ্গাপুরে এর পূর্বে চিকিত্সা করতে যেয়ে খালেদা জিয়া সুস্থ হয়েছিলেন কিনা জানিনা , তবে দেশের পরিবেশকে  তিনি অসুস্থ করে তুলেছিলেন প্রতিবারই ! তাই এবার ও তার সফরকে ঘিরে সেই আশংকা করছেন সচেতন মহল ! দেশের পরিবেশকে নষ্ট করার কিছু আলামত দেশবাসী ইতিমধ্যেই অবলোকন করেছে ৷ তার পূর্বের সিঙ্গাপুর সফরের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসাবে দেশবাসী দেখেছিল   হেফাজতিদের আত্বপ্রকাশ এবং তান্ডবলীলা ! সেবার সিঙ্গাপুর থেকে এসে খালেদা জিয়া আলটিমেটাম দিয়েছিলেন সরকার পতনের আর এবার সিঙ্গাপুর যাওয়ার আগেই আলটিমেটাম দিয়ে গেলেন সরকার হটানোর !  হয়তো  সিঙ্গাপুর থেকে এসেই ২০০৬ এর ২৮শে অক্টোবরের মতো  এবারও  জামাত-হেফাজতিদের মাঠে নামিয়ে তিনি শ্লোগান দিবেন "বাঁচলে গাজী , মরলে শহীদ " ! খালেদা জিয়া ভাবছেন , আওয়ামী লীগ  যে ভাবে তার "আজিজ-মার্কা" নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিল , ঠিক সেই ভাবে তিনিও আন্দোলন করে , আর্মি মাঠে নামিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন ! কিন্তু একটি সফল গণ-আন্দোলন করতে যে ধরনের ইস্যু এবং রসদপত্র দরকার , দু:খের বিষয় ম্যাডামের তার কিছুই নেই ! আছে শুধু ফাঁকা আওয়াজ , গলাবাজি আর জামাত-শিবিরের উপর ভর করে ধংসাত্মক কার্যকলাপ ! এখানে উল্লেখযোগ্য যে ২০০৬ এর এই সময় আওয়ামী লীগের নেতৃত্তাধীন ১৪ দলের স্বর্বাত্মক আন্দোলনে "বিএনপি সরকার" ছিলো  কোনঠাসা , রাস্তা-ঘাট সব ছিলো ১৪ দলের দখলে ৷ কিন্তু এবার কি  তার  কোনো আলামত দেখতে পাচ্ছি ? মোটেই  না , দুরবিন দিয়ে ও রাস্তা-ঘাটে বিএনপির কোন কর্মীর আনাগোনা দেখা যাচ্ছেনা ! যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত-শিবির কর্মীদের পলায়নপর ঝটিকা মিছিল শুধু দেখা যাচ্ছে ! আর মাঝে মাঝে খালেদা জিয়া দেশজুড়ে যেই সব জনসভা করছেন তার ৬৫% জামাত-শিবিরের লোকদের মাধ্যমেই করে আসছেন ! আর তাইত বিএনপির সবশেষ সিলেটের জনসভায় দেখা গেল মঞ্চের সামনের পুরো অংশ শিবিরের দখলে , খালেদা জিয়াকে সেই দিন অনেকটা জামাতের ভারপ্রাপ্ত আমিরের মতই লাগছিল ! তার পরেও লজ্জা শরমের মাথা খেয়ে বিএনপির 'গলাবাজ' নেতারা অনবরত হুঙ্কার দিয়ে যাচ্ছেন সরকার পতনের ! পয়সা খরচ করে টক-শো আর প্রেস ক্লাবেই তাদের নিয়মিত দেখা যাচ্ছে  , আর 'গাছে কাঠাল , গোফে তেল' এর মত তারা দিবাস্বপ্ন দেখছেন ২৪ অক্টোবর এর পর জনগণ মাঠে নেমে  আওয়ামী লীগকে পথহারা , দেশছাড়া করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ! কিন্তু খালেদা জিয়ার বিদেশী প্রভুরা ঠিকই বুঝতে পেরেছে যে ''বিএনপির দৌড় পার্টির অফিস পর্যন্ত আর জামাতিদের দৌড় মোল্লাদের মত মসজিদ পর্যন্ত'' ! নাশকতার মাধ্যমে দেশের পরিবেশ অশান্ত করে বর্তমান সরকারের পতন ঘটানো ছাড়া বিএনপি-জামাতের সামনে আর কোনো পথ খোলা নেই ভেবেই প্রভুদের ডাকে খালেদা জিয়া আবার সিঙ্গাপুর গেলেন , এসেই শুরু করে দেবেন হত্যা-ধংসের তান্ডবলীলা ! কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম , বিপুল ভোটে নির্বাচিত  বর্তমান  সরকার , দেশপ্রেমিক জনসাধারনদের নিয়ে  প্রস্তুত আপনার আন্দোলনের দাঁত ভাঙ্গা জবাব দিতে ৷ তাই এখনো সময় আছে ষড়যন্ত্রের পথ পরিহার করে সুবোধ বালকের মত আগামী নির্বাচনে অংশগ্রহন করে দেশ আর  জনগনের সেবা করুন ৷

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,

ডা : মুহাম্মদ আলী মানিক ,
সহ-সভাপতি , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৷


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Nuclear Power Plant



Zia ur Rahman started exporting young Bangladeshis to work in the airport lous all over the world. Cheap labour export is the only export of Bangladesh now either straight or working in Garment factories. This is eulogized as Janashakti. Now here we find Physics professors heading Nuclear Power plant and espousing the employment of Physics graduates. Do they have any idea that how many theoretical physics students get job or how many engineers are needed? Just a dream without any investigation is what these people from abroad are laying out. When all the countries are shrugging off nuclear power plants then Bangladesh dares in. What a travesty, they do not have any educational and scientific preparation. It will end up outsourcing the entire management and engineering to foreign consultants like Russians. Who will take care when Rooppur becomes Fukushima? What are the preparations to meet such eventualities? Bangladesh at this stage do not have PMP managers or Prince 2 quality enforcers even. 

But Bangladesh had the best possibility of wind power and solar power generation. Why are not those engineered? The motive is suspect. It is the same motive the present Indian government is along. There is someone behind. This eastern part of Indian Peninsula would become the worst possible espionage hub of the super powers. We are going back very fast to the same old bi-polar cold war days. And poor Bengalis on both sides of the border would be pawns in that game, because some professor somewhere likes to be praised in some western podium... These are two countries who take pride in ensuring disasters and mass murders to don a smile with the sly imperialists in the world....


On 9 October 2013 22:21, Turkman <turkman@sbcglobal.net> wrote:
 

Indian Students have been attending Russian Universities and Colleges for more than last two decades. Medium of Education has been English for them, not Russian though they also learn Russian. College Fees are not much but the problem is, BD had banned English in Schools. It has been hurting BD.
I was on a Business Trip to Moscow a few years ago and had met some Indian Medical Students there, going back home on Vacation.
--------------



--- In chottala@yahoogroups.com, nantoo banerjee <nan2benrg@...> wrote:
>
> Thanks for the nice mail, Prof. Rahman. Happy that Bangladesh is finally going in for nuclear power and I thank Russia for extending the co-operation. Wish Bangladesh and its students of nuclear physics a great success in adopting and mastering the technology. A prosperous Bangladesh is to the advantage and benefit of all its neighbours. Congratulations to Prime Minister Sheikh Hasinaji and all the progressive and positive thinking people of Bangladesh. God bless!
>
>
>
>
>
>
>
>
> ________________________________
> From: Prof. Lutfor Rahman <lutfor@...>

> To: chottala@yahoogroups.com
> Sent: Tuesday, 1 October 2013 6:27 PM
> Subject: [chottala.com] Nuclear Power Plant
>
>
>
>
>
>  
> The First Nuclear Power Plant                                          Prof.

> Lutfor Rahman
> The first Nuclear Power Plant in Bangladesh is going to be
> inaugurated on Wednesday, October 2, 2013 in Rooppur under the district of
> Pabna. This is the replication of a new technology after half a century. The
> initiative to set up the plant was taken in early 60s when the region was under
> the then government of Pakistan.
> At that time, Rajshahi University, the only university in
> the north Bengal had just started with some relevant subjects particularly
> Nuclear Physics. The message of establishment of Rooppur Nuclear Power Plant
> created great hope among the students of Physics departments (Nuclear Physics,
> Solid State Physics and Applied Physics) of Rajshahi University of getting jobs
> there. The students were also informed that the then Chairman (Professor Dr.
> Ahmed Hossain) of the Physics department of Rajshahi University is going to take
> the Chair of Director of the Rooppur Power project. Those students have come
> out from the university with M.Sc or Ph.D degrees in time and most of them have
> retired from their respective professions. Though it is a long gap â€" but

> ultimately going to happen and this information gives me (one student of 1965 -
> 69) much pleasure like others who were the students of Physics department at
> that time.  

> Things have changed, technology has developed a lot, risks
> have minimized but benefits have increased many times. The country is no more Pakistan
> it is the Independent Bangladesh that we have won through liberation war in
> 1971 taking active participation as freedom fighters. Now the responsibility is
> ours to shape our country the way we feel the best. Unfortunately, we are not
> yet empowered and skilled enough to set up a nuclear project like the Rooppur
> project using our own technology. As such we need to look for someone who can
> do the job according to our needs and expectation. We must have lots of
> questions regarding the costs and peoples safety to the foreign partner. They
> must satisfy us through their unique answers.
> As learnt from the national dailies, Prime Minister Sheikh
> Hasina would inaugurate the country’s first ever nuclear power plant. There

> will be two units of the Rooppur NPP, each of 1,000 MW capacities. The Russian
> delegates including the director general of Russia’s state-owned nuclear power

> operator, Rosatom, is attending the programme. Other delegates include high

> government officials, nuclear energy experts, nuclear educationists and others.
> Some citizens of Bangladesh have raised complex questions
> about safety of the people living around the project areas. As citizen of an
> independent country everybody has got the right to raise questions.  This is the high time for us to ask questions

> to the delegates. Complexities or doubts in mind must be removed through face
> to face discussion or dialogue at the project area.                                                                                  

> Dr. Lutfor
> Rahman, Professor of CSE at StamfordUniversity, former VC of science-technology
> university and freedom fighter,   Email: lutfor@...  Mobile:  01713-081768  
>




__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Nuclear Power Plant



Many Indian student study in Hindi..most of their classes to..for that matter..it is such an issue in West Bengal that they fear Bangla be replaced by Hindi in West Bengal India..


On Wednesday, October 9, 2013 7:25 PM, Turkman <turkman@sbcglobal.net> wrote:
 
Indian Students have been attending Russian Universities and Colleges for more than last two decades. Medium of Education has been English for them, not Russian though they also learn Russian. College Fees are not much but the problem is, BD had banned English in Schools. It has been hurting BD.
I was on a Business Trip to Moscow a few years ago and had met some Indian Medical Students there, going back home on Vacation.
--------------

--- In chottala@yahoogroups.com, nantoo banerjee <nan2benrg@...> wrote:
>
> Thanks for the nice mail, Prof. Rahman. Happy that Bangladesh is finally going in for nuclear power and I thank Russia for extending the co-operation. Wish Bangladesh and its students of nuclear physics a great success in adopting and mastering the technology. A prosperous Bangladesh is to the advantage and benefit of all its neighbours. Congratulations to Prime Minister Sheikh Hasinaji and all the progressive and positive thinking people of Bangladesh. God bless!
>
>
>
>
>
>
>
>
> ________________________________
> From: Prof. Lutfor Rahman <lutfor@...>
> To: chottala@yahoogroups.com
> Sent: Tuesday, 1 October 2013 6:27 PM
> Subject: [chottala.com] Nuclear Power Plant
>
>
>
>
>
>  
> The First Nuclear Power Plant                                          Prof.
> Lutfor Rahman
> The first Nuclear Power Plant in Bangladesh is going to be
> inaugurated on Wednesday, October 2, 2013 in Rooppur under the district of
> Pabna. This is the replication of a new technology after half a century. The
> initiative to set up the plant was taken in early 60s when the region was under
> the then government of Pakistan.
> At that time, Rajshahi University, the only university in
> the north Bengal had just started with some relevant subjects particularly
> Nuclear Physics. The message of establishment of Rooppur Nuclear Power Plant
> created great hope among the students of Physics departments (Nuclear Physics,
> Solid State Physics and Applied Physics) of Rajshahi University of getting jobs
> there. The students were also informed that the then Chairman (Professor Dr.
> Ahmed Hossain) of the Physics department of Rajshahi University is going to take
> the Chair of Director of the Rooppur Power project. Those students have come
> out from the university with M.Sc or Ph.D degrees in time and most of them have
> retired from their respective professions. Though it is a long gap â€" but
> ultimately going to happen and this information gives me (one student of 1965 -
> 69) much pleasure like others who were the students of Physics department at
> that time.  
> Things have changed, technology has developed a lot, risks
> have minimized but benefits have increased many times. The country is no more Pakistan
> it is the Independent Bangladesh that we have won through liberation war in
> 1971 taking active participation as freedom fighters. Now the responsibility is
> ours to shape our country the way we feel the best. Unfortunately, we are not
> yet empowered and skilled enough to set up a nuclear project like the Rooppur
> project using our own technology. As such we need to look for someone who can
> do the job according to our needs and expectation. We must have lots of
> questions regarding the costs and peoples safety to the foreign partner. They
> must satisfy us through their unique answers.
> As learnt from the national dailies, Prime Minister Sheikh
> Hasina would inaugurate the country’s first ever nuclear power plant. There
> will be two units of the Rooppur NPP, each of 1,000 MW capacities. The Russian
> delegates including the director general of Russia’s state-owned nuclear power
> operator, Rosatom, is attending the programme. Other delegates include high

> government officials, nuclear energy experts, nuclear educationists and others.
> Some citizens of Bangladesh have raised complex questions
> about safety of the people living around the project areas. As citizen of an
> independent country everybody has got the right to raise questions.  This is the high time for us to ask questions
> to the delegates. Complexities or doubts in mind must be removed through face
> to face discussion or dialogue at the project area.                                                                                  
> Dr. Lutfor
> Rahman, Professor of CSE at StamfordUniversity, former VC of science-technology
> university and freedom fighter,   Email: lutfor@...  Mobile:  01713-081768  
>





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] My memorable moments with Hon. PM on her birthday .



Its a pleasure to share with u all my memorable moments with Hon. PM on her birthday .


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] ICCP Eid Jamaat at 9:30 am on 10/15/13 at Bradley Blvd, Bethesda



Dear Community Members, 
    Salaam.  Eid Al-Adha prayer, InshAllah, will be held at 9:30 am on Tuesday, 10/15/13, at  Bradley Hills Presbyterian Church, 6001 Bradley Blvd, Bethesda, MD 20817. Takbirat starts at 9:30, followed by prayer in congregation and khutba.  Please bring your prayer rug for more comfort. Light refreshments will be served. 
—  Please park responsibly, so our hosts are not inconvenienced and we leave a positive impression. Please follow the directions of the volunteers.  Please come with your family and friends. 
— Zakat - is obligatory on your eligible assets. 
  - Donate for ICCP development work--it's charity in perpetuity (Sadaqa al-Jariah); you may do it online iccpmd.com support/donate or call Sultan Chowdhury 240-476-1351. 
— Zabiha Meat - ICCP will arrange collection of Zabiha meat from your qurbani here for distribution among deserving families.  Please pack in 2-3 pounds packages and freeze.  

Eid Murbarak to All, and May Allah Bless -
Sultan Chowdhury
Islamic Community Center of Potomac, Inc. - a 501(c)(3) certified organization and your donations are Tax Deductible to the extent allowed by law. http://www.iccpmd.com/ 


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Nuclear Power Plant

Indian Students have been attending Russian Universities and Colleges for more than last two decades. Medium of Education has been English for them, not Russian though they also learn Russian. College Fees are not much but the problem is, BD had banned English in Schools. It has been hurting BD.
I was on a Business Trip to Moscow a few years ago and had met some Indian Medical Students there, going back home on Vacation.
--------------


--- In chottala@yahoogroups.com, nantoo banerjee <nan2benrg@...> wrote:
>
> Thanks for the nice mail, Prof. Rahman. Happy that Bangladesh is finally going in for nuclear power and I thank Russia for extending the co-operation. Wish Bangladesh and its students of nuclear physics a great success in adopting and mastering the technology. A prosperous Bangladesh is to the advantage and benefit of all its neighbours. Congratulations to Prime Minister Sheikh Hasinaji and all the progressive and positive thinking people of Bangladesh. God bless!
>
>
>
>
>
>
>
>
> ________________________________
> From: Prof. Lutfor Rahman <lutfor@...>
> To: chottala@yahoogroups.com
> Sent: Tuesday, 1 October 2013 6:27 PM
> Subject: [chottala.com] Nuclear Power Plant
>
>
>
>
>
>  
> The First Nuclear Power Plant                                          Prof.
> Lutfor Rahman
> The first Nuclear Power Plant in Bangladesh is going to be
> inaugurated on Wednesday, October 2, 2013 in Rooppur under the district of
> Pabna. This is the replication of a new technology after half a century. The
> initiative to set up the plant was taken in early 60s when the region was under
> the then government of Pakistan.
> At that time, Rajshahi University, the only university in
> the north Bengal had just started with some relevant subjects particularly
> Nuclear Physics. The message of establishment of Rooppur Nuclear Power Plant
> created great hope among the students of Physics departments (Nuclear Physics,
> Solid State Physics and Applied Physics) of Rajshahi University of getting jobs
> there. The students were also informed that the then Chairman (Professor Dr.
> Ahmed Hossain) of the Physics department of Rajshahi University is going to take
> the Chair of Director of the Rooppur Power project. Those students have come
> out from the university with M.Sc or Ph.D degrees in time and most of them have
> retired from their respective professions. Though it is a long gap â€" but
> ultimately going to happen and this information gives me (one student of 1965 -
> 69) much pleasure like others who were the students of Physics department at
> that time.  
> Things have changed, technology has developed a lot, risks
> have minimized but benefits have increased many times. The country is no more Pakistan
> it is the Independent Bangladesh that we have won through liberation war in
> 1971 taking active participation as freedom fighters. Now the responsibility is
> ours to shape our country the way we feel the best. Unfortunately, we are not
> yet empowered and skilled enough to set up a nuclear project like the Rooppur
> project using our own technology. As such we need to look for someone who can
> do the job according to our needs and expectation. We must have lots of
> questions regarding the costs and peoples safety to the foreign partner. They
> must satisfy us through their unique answers.
> As learnt from the national dailies, Prime Minister Sheikh
> Hasina would inaugurate the country’s first ever nuclear power plant. There
> will be two units of the Rooppur NPP, each of 1,000 MW capacities. The Russian
> delegates including the director general of Russia’s state-owned nuclear power
> operator, Rosatom, is attending the programme. Other delegates include high

> government officials, nuclear energy experts, nuclear educationists and others.
> Some citizens of Bangladesh have raised complex questions
> about safety of the people living around the project areas. As citizen of an
> independent country everybody has got the right to raise questions.  This is the high time for us to ask questions
> to the delegates. Complexities or doubts in mind must be removed through face
> to face discussion or dialogue at the project area.                                                                                  
> Dr. Lutfor
> Rahman, Professor of CSE at StamfordUniversity, former VC of science-technology
> university and freedom fighter,   Email: lutfor@...  Mobile:  01713-081768  
>






------------------------------------

[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/chottala/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/chottala/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
chottala-digest@yahoogroups.com
chottala-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
chottala-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

RE: [chottala.com] War Crimes Trial is but a tool of political killing and travesty of justice



Q: If this is how justice is delivered by the judiciary, where should we go?
A: Go to Pakistan.
Bloody idiot, if War Crimes Trial is but a tool of political killing and travesty of justice then when Pakistani fathers  and you killed 3 million people - were the victims tried and killed through a judicial process. War criminals do not deserve a trial. Sheikh Hasina has done you a favour.

 

From: nistabdhota@yahoo.com.au
To: chottala@yahoogroups.com
Date: Tue, 8 Oct 2013 04:44:17 -0700
Subject: [chottala.com] War Crimes Trial is but a tool of political killing and travesty of justice

 

Read David Bergmans article: http://www.newagebd.com/detail.php?date=2013-10-07&nid=68309; http://bangladeshwarcrimes.blogspot.com/. Sole witness in Molla death penalty case gave contradictory accounts. Judiciary is now being used not for justice but for judicial murder. As an ordinary citizen of the country, I don't find a place for the peace of my heart. We hard-earned our independence. We now have a judiciary that is the symbol of justice and the last resort for justice. If this is how justice is delivered by the judiciary, where should we go? They could have better shot Qader Molla dead in an open place instead of spending lot of money, time and energy through this judicial process. Then I could still keep my trust and confidence in legal system, judicial process and the judiciary itself.



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Nuclear Power Plant



Dear sir

Thanks for your impressive message. Have nice time.

with best regards

Prof. Lutfor rahman


On Tue, Oct 8, 2013 at 11:42 AM, nantoo banerjee <nan2benrg@yahoo.co.in> wrote:
 

Thanks for the nice mail, Prof. Rahman. Happy that Bangladesh is finally going in for nuclear power and I thank Russia for extending the co-operation. Wish Bangladesh and its students of nuclear physics a great success in adopting and mastering the technology. A prosperous Bangladesh is to the advantage and benefit of all its neighbours. Congratulations to Prime Minister Sheikh Hasinaji and all the progressive and positive thinking people of Bangladesh. God bless!



From: Prof. Lutfor Rahman <lutfor@agni.com>
To: chottala@yahoogroups.com
Sent: Tuesday, 1 October 2013 6:27 PM
Subject: [chottala.com] Nuclear Power Plant

 
The First Nuclear Power Plant                                          Prof. Lutfor Rahman
The first Nuclear Power Plant in Bangladesh is going to be inaugurated on Wednesday, October 2, 2013 in Rooppur under the district of Pabna. This is the replication of a new technology after half a century. The initiative to set up the plant was taken in early 60s when the region was under the then government of Pakistan.
At that time, Rajshahi University, the only university in the north Bengal had just started with some relevant subjects particularly Nuclear Physics. The message of establishment of Rooppur Nuclear Power Plant created great hope among the students of Physics departments (Nuclear Physics, Solid State Physics and Applied Physics) of Rajshahi University of getting jobs there. The students were also informed that the then Chairman (Professor Dr. Ahmed Hossain) of the Physics department of Rajshahi University is going to take the Chair of Director of the Rooppur Power project. Those students have come out from the university with M.Sc or Ph.D degrees in time and most of them have retired from their respective professions. Though it is a long gap – but ultimately going to happen and this information gives me (one student of 1965 - 69) much pleasure like others who were the students of Physics department at that time.  
Things have changed, technology has developed a lot, risks have minimized but benefits have increased many times. The country is no more Pakistan it is the Independent Bangladesh that we have won through liberation war in 1971 taking active participation as freedom fighters. Now the responsibility is ours to shape our country the way we feel the best. Unfortunately, we are not yet empowered and skilled enough to set up a nuclear project like the Rooppur project using our own technology. As such we need to look for someone who can do the job according to our needs and expectation. We must have lots of questions regarding the costs and peoples safety to the foreign partner. They must satisfy us through their unique answers.
As learnt from the national dailies, Prime Minister Sheikh Hasina would inaugurate the country's first ever nuclear power plant. There will be two units of the Rooppur NPP, each of 1,000 MW capacities. The Russian delegates including the director general of Russia's state-owned nuclear power operator, Rosatom, is attending the programme. Other delegates include high government officials, nuclear energy experts, nuclear educationists and others.
Some citizens of Bangladesh have raised complex questions about safety of the people living around the project areas. As citizen of an independent country everybody has got the right to raise questions.  This is the high time for us to ask questions to the delegates. Complexities or doubts in mind must be removed through face to face discussion or dialogue at the project area.                                                                                  
Dr. Lutfor Rahman, Professor of CSE at StamfordUniversity, former VC of science-technology university and freedom fighter,   Email: lutfor@agni.com  Mobile:  01713-081768  





__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___