Banner Advertise

Friday, September 23, 2011

[chottala.com] Please see the Published article in Ittefaq on Saturday





Dear Sir or Mam:
Hope that you are fine.
However,if you can make time please see it.
Please send your valable comments.
Warm regards,
Mahboob
 
 
 

বাংলাদেশের অর্থনীতি কোন্ পথে

লেখক: প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী  |  শনি, ২৪ সেপ্টেম্বর ২০১১, ৯ আশ্বিন ১৪১৮

বাংলাদেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভাল ও মন্দের মিশেলে অবস্থান করছে। অর্থনীতির ইতিবাচক গতিপ্রবাহ গত দু'বছর নয় মাসে ঘটলেও কখনো কখনো দমকা হাওয়ার মত এলোমেলো ঝড়ো বাতাসে তা পর্যদুস্ত হয়ে পড়েছে। শেয়ার বাজারের সমস্যা এখনো সমাধান করা সম্ভব হয়ে উঠেনি। অবশ্য দ্রুত সমাধান  না করা গেলেও কিছু কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা যেমন বাজার ব্যবস্থা পর্যালোচনা না করে বিনিয়োগ করেছেন, পেনশনের সর্বস্ব শেয়ার বাজারে খাটিয়েছেন কিংবা মা বা স্ত্রীর গয়না এনে, জমি বিক্রি করে বিনিয়োগ করে চড়া দরে শেয়ার কিনে পথে বসেছেন তারা আসলে বিপর্যস্ত হয়ে পড়েছেন। শেয়ার বাজার কেলেংকারির পূর্বে কিন্তু কেউ তেমনভাবে মিডিয়াতে সাধারণভাবে লিখিত বা মৌখিকভাবে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করেনি। বরং প্রশংসার বন্যায় ভেসে গেছে। অর্থমন্ত্রী সে সময়ে আত্মতৃপ্ত হয়ে মন্তব্য করেছেন তার নির্দেশনার কারণেই এই অবস্থা। আমাদের পুঁজিবাজার মূলত শেয়ার ভিত্তিক। বন্ড মার্কেট এখনো গড়ে উঠেনি। এমনকি ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস মার্কেটও গড়ে ওঠেনি। ফলে বহুমুখী বিনিয়োগ সুবিধা না থাকায় সাধারণ বিনিয়োগকারীরা হুমকীর সম্মুখীন হচ্ছেন। আবার শেয়ার মার্কেটে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি শেয়ার ও ভাল কোম্পানীর শেয়ারসমূহ আসছে না। সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই তাদের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়ায় কিংবা আয় বৃদ্ধির উদ্দেশ্যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেছে। এমনকি যে সমস্ত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আছে সেগুলোও ঠিকমত পর্যালোচনা করে দেখেনি। এদের এই যে ভুল, তার জন্য এককভাবে সরকারকে দায়ী করা যায় না। কিন্তু যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরিত্রাণের উপায় দেখানোর দায়িত্ব সরকারের উপরেই বর্তায়।

ব্যাংকিং সেক্টরের অবস্থাও যে খুব সুখকর তা কিন্তু নয়। দেশে সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ক্রমাগত ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত মুনাফা প্রবণতা কিছু কিছু ব্যাংককে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে সতর্ক করে সঠিকভাবে পরিচালনা করার দিক-নির্দেশনা যদিও বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায় তবে তারা সেক্ষেত্রে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে বলা যাবে না। বাংলাদেশ ব্যাংক নীতি-নির্ধারক পর্যায়ে অভিজ্ঞ বাণিজ্যিক ব্যাংকার ও সামষ্টিক অর্থনীতিবিদ নেই। হ্যাঁ অর্থনীতিতে কিছুটা হলেও ভাল হয়েছে। যেমন মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধির হার হচ্ছে ৬.৭%। আবার সরকার চেষ্টা করেছে কর্মসংস্থান সৃষ্টি করতে। নারীর ক্ষমতায়ন করতে। একই সাথে গত প্রায় দু'বছর নয় মাসে গণতান্ত্রিক চর্চার প্রয়াস থাকায় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তির সাথে ব্যবসা করতে পারছে। এদিকে অটিজম নিয়ে সম্মেলন করা হলো। এটি একটি ভাল উদ্যোগ। যে পরিবারে প্রতিবন্ধী ছেলে-মেয়ে আছে, কেবল তারাই সমস্যাটির প্রকৃতি অনুধাবন করতে পারে। প্রতিবন্ধীরাও মানুষ, তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে আনা আমাদের নৈতিক কর্তব্য।

ভারত বৃহত্তর প্রতিবেশী দেশ। সে দেশের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে পারলে আমাদেরই লাভ। মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান ভোলার নয়। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম চায় বন্ধুত্ব যাতে সমানে সমানে হয় অর্থাত্ উইন-উইন সিচুয়েশন বিরাজ করে। একপক্ষ কেবলি দিয়ে যাবে, অন্যপক্ষ নিয়ে যাবে তা নয়। এমন কি পেরোটো ওপটিমালিটির বাস্তবায়নও করা সম্ভব নয় অর্থাত্ দু'পক্ষের মধ্যে ট্রানজেকশন হলে একপক্ষ লাভবান হবে অন্যপক্ষ অন্তত ক্ষতিগ্রস্ত হবে না। এই যে সমস্যা এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করার দায়িত্ব দু'পক্ষের সরকারের মধ্যেই কেবল পড়ে না বরং ব্যবসায়ী-আমলা এবং জনসাধারণের মানস গঠনে মধ্যে পড়ে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন জোরদার হলে যেন দু'পক্ষই লাভবান হয় তা বুঝতে হবে। ভারত বৈরিতা কিংবা পূজা নয়, বরং আমরা ক্ষুদ্র রাষ্ট্র হলেও সমঅধিকার ভিত্তিক কিংবা ন্যূনতম পক্ষে কিছুটা লাভবান হতে পারি তা কিন্তু সুনিশ্চিত করা দরকার। বর্তমানে ইন্টারনেটের জগতে এবং অবাধ তথ্য প্রবাহের জগতে সত্য সাময়িকভাবে ধামাচাপা দেখা যায় কিন্তু পুরোপুরি দেয়া যায় না। অবশ্যই সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফর এবং ভারতের প্রধানমন্ত্রীর মনমোহন সিং-এর বাংলাদেশ সফর শুভ সূচনা হতে পারে। কিন্তু এ সূচনাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। অবশ্যই ভারতের বিরুদ্ধাচরণকারী তাদের যে সমস্ত সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিচ্ছে তাদের ফিরিয়ে দেয়া যে বাংলাদেশ সরকারের দায়িত্ব। ঠিক তেমনি আমাদের দেশের যে সমস্ত সন্ত্রাসী ভারতে আশ্রয় নিচ্ছে তাদেরকে ফেরত দেয়া এবং সেখান থেকে বাংলাদেশে অবাধে সন্ত্রাস কার্যক্রম পরিচালনা করতে যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এ কারণেই মন-মানসিকতার পরিবর্তন আবশ্যক। আমাদের দেশে ৪৬টি পণ্য ভারতে শূন্য শুল্কে প্রবেশের অনুমতি দেয়া হলে ভারতীয় ব্যবসায়ীরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন-আসলে এটা ঠিক নয়।

এদিকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে যে ধরনের সমস্যার উদ্রেক হয়েছে, তা আসলে হোম ওয়ার্কের দুর্বলতাই প্রকট করে। শুষ্ক মৌসুমে কতটুকু পানি থাকে এবং চুক্তির পর ভারতের ইচ্ছা থাকলেও পানি পাব কিনা সেটি খতিয়ে দেখা দরকার ছিল। বরং সরকারের উচিত আধুনিক নদী ব্যবস্থাপনাগত কৌশলের উপর জোর দিয়ে ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে চুক্তি করা। এক্ষেত্রে নদীর অববাহিকা ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে প্রতি বছর নদীর ড্রেজিং করা এবং মেইনটেইন করা ও যাতে আমরা সমতার ভিত্তিতে পানি পাই সেজন্য সমখরচ ভিত্তিতে ব্যবস্থাপনার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। দেশের যারা নদী বিশেষজ্ঞ আছেন, তাদেরকে অবশ্যই এক্ষেত্রে কাজে লাগানো প্রয়োজন। বিরোধী দলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পার্লামেন্টে বক্তব্য পেশ করার ব্যবস্থা নেয়া উচিত। এদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও আমরা মোটামুটি নিশ্চুপ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি বছর বিপুল অংকের টাকা গচ্চা দিচ্ছে। এই যে বিশাল ঘাটতি তাতে সরকারের ভর্তুকি কিন্তু প্রকারান্তরে সাধারণ মানুষের জনকল্যাণকে বঞ্চিত করছে। কেননা সীমিত সামর্থ্যের দেশে আমাদের সরকারি খাতের ব্যয় কতটুকু কাজে আসবে যদি তা প্রকৃতপক্ষে জনকল্যাণে ব্যয়িত না হয়? আসলে সমস্যাটা হলো আমরা স্বপ্ন দেখতে ভালবাসি, সত্যের মুখোমুখি হতে ভয় পাই। সরকার গ্যাস পেট্রোলিয়াম অকটেন এবং ফার্নেস অয়েলের উপর ভর্তুকি হ্রাস করায় দাম বেড়েছে গ্যাস ও জ্বালানি তেলের। এর বিরূপ প্রভাব কিন্তু পড়বে অর্থনীতিতে। কেননা মূল্যস্ফীতি হবে। কিন্তু বিশাল ভর্তুকি বছরের পর বছর দিয়ে পেলে কোথা থেকে টাকার যোগান আসবে সেটা বোধগম্য নয়। এ কারণেই সরকারের উচিত জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকেরা যাতে করে অধিক মুনাফা করতে না পারে সেদিকে খেয়াল রাখা। বাস্তবতা হলো বিভিন্ন সরকারি এজেন্সীস ঢিলেঢালাভাবে কাজ করে থাকে। ফলে পরিবহন মালিকেরা ইচ্ছেমত দাম বাড়ায়, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থা নেয়া হয় না  এবং কোন সরকারই তাদেরকে ঘাঁটায় না। কেননা তারা সংঘবদ্ধ এবং দুর্নীতির বিশাল থাবা এই খাতে বিরাজ করছে। তাদের কারণেই অনেক সরকার ইতঃপূর্বে রেলপথের উন্নয়নকে এগিয়ে নিতে পারেনি।

বাংলাদেশের বর্তমান অবস্থা অবশ্য বিশ্ব অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি সত্যিকার অর্থে দেখি বিগত অর্থবছরে এবং চলতি অর্থবছরের প্রায় আড়াই মাসে আমদানিতব্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি বেড়ে চলেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণহীনতার জন্যই বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি আসলে রিয়েল এফেকটিভ এক্সচেঞ্জ রেইটকে সমন্বয় সাধন করা হচ্ছে না এবং যার ফলে টাকার অবমূল্যায়ন হচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রধান আগামী ২/৩ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতি আবার নাজুক পরিবেশের মধ্যে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। এদিকে আমাদের রপ্তানিমুখী পণ্য বহুধাবিভক্তকরণ করা দরকার এবং পণ্য রপ্তানির জন্য অতিরিক্ত পণ্য উত্পাদন করা ও বিশ্বে পণ্য বিপণনের ব্যবস্থা করা দরকার। এককালে পাটের পরেই চা ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে অধিকতর উপায়। বর্তমানে চা-এর উত্পাদন বিপর্যয়কর পর্যায়ে এসেছে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রিসার্চ এবং ডেভেলাপমেন্ট প্রোগ্রাম রীতিমত পালন না করায় এ অব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এদিকে দেশের চা উন্নয়ন বোর্ডের মূল দফতর চট্টগ্রামে। এটিকে সরকার চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে সরাতে চাইলে বাধা দেয়া হচ্ছে। অথচ দেশের বৃহত্তর স্বার্থে মৌলভীবাজারে চা উন্নয়ন বোর্ড স্থানান্তরিত হওয়া প্রয়োজন এ কারণে যে, চা উত্পাদন নিয়ে রীতিমত গবেষণা, বিপণন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের দফতরটি যেখানে মূলত চা উত্পাদন হয় সেখানেই হওয়া উচিত। আত্মীয়করণ, স্বজনপ্রীতি, জেলাকরণ, তোষামোদকারীদের হাত থেকে বর্তমান সরকারকে সতর্ক হওয়া উচিত।

এদিকে বিগত জোট সরকারের আমলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার সিদ্ধান্ত দেয়া হলেও কিছুই করা হয়নি। বর্তমান সরকারও বাণিজ্যিক রাজধানী হিসাবে চট্টগ্রামকে ঘোষণা করেছেন। কিন্তু সমস্যা হলো চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে হলে কেবল প্রতিষ্ঠান করলেই বা অর্থ ব্যয়ে সুন্দর করলেই হবে না, বরং চট্টগ্রাম নগরীকে ঢাকা নগরীর মত বহু অঞ্চলের মানুষের সমতাভিত্তিক নিজের নগরী হিসাবে যাতে বিবেচনা করতে পারে সেজন্য ভাবতে হবে। এ ব্যাপারে বন্ধু সাংবাদিক কুদ্দস আফ্রাদ জানালেন যে, আসলে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং সেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ নিজের নগরী মনে করে থাকতে পারবেন বলে আশা করা যায়। চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন এবং রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম যাতে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রভূমি হয়ে উঠতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। কেবল ভারত নয়, চীন থেকে আরম্ভ করে থাইল্যান্ড, মায়ানমারসহ কানেকটিং হাব হিসাবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের বিমানবন্দরকে আধুনিকায়ন করতে হবে এবং দু'রানওয়ে বিশিষ্ট করা দরকার। চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে চারলেন বিশিষ্ট রাস্তা তৈরির উদ্যোগ নেয়া দরকার। কেননা ঢাকার সাথে চট্টগ্রামের সড়কপথে যোগাযোগ অনুন্নত থাকায় পণ্য বহন ঠিক সময়মত হচ্ছে না এবং খরচও অনেক বেড়ে যাচ্ছে। এদিকে মধ্য বঙ্গোপসাগরে যে বন্দর নির্মাণ হবে তাতে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং কোন বিশেষ দেশ আনুকূল্য না পায়, বরং উন্নত দেশের কারিগরি সুযোগ-সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। দুর্নীতি আসলেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। প্রধানম

বাংলাদেশের অর্থনীতি কোন্ পথে

লেখক: প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী  |  শনি, ২৪ সেপ্টেম্বর ২০১১, ৯ আশ্বিন ১৪১৮

বাংলাদেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভাল ও মন্দের মিশেলে অবস্থান করছে। অর্থনীতির ইতিবাচক গতিপ্রবাহ গত দু'বছর নয় মাসে ঘটলেও কখনো কখনো দমকা হাওয়ার মত এলোমেলো ঝড়ো বাতাসে তা পর্যদুস্ত হয়ে পড়েছে। শেয়ার বাজারের সমস্যা এখনো সমাধান করা সম্ভব হয়ে উঠেনি। অবশ্য দ্রুত সমাধান  না করা গেলেও কিছু কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা যেমন বাজার ব্যবস্থা পর্যালোচনা না করে বিনিয়োগ করেছেন, পেনশনের সর্বস্ব শেয়ার বাজারে খাটিয়েছেন কিংবা মা বা স্ত্রীর গয়না এনে, জমি বিক্রি করে বিনিয়োগ করে চড়া দরে শেয়ার কিনে পথে বসেছেন তারা আসলে বিপর্যস্ত হয়ে পড়েছেন। শেয়ার বাজার কেলেংকারির পূর্বে কিন্তু কেউ তেমনভাবে মিডিয়াতে সাধারণভাবে লিখিত বা মৌখিকভাবে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করেনি। বরং প্রশংসার বন্যায় ভেসে গেছে। অর্থমন্ত্রী সে সময়ে আত্মতৃপ্ত হয়ে মন্তব্য করেছেন তার নির্দেশনার কারণেই এই অবস্থা। আমাদের পুঁজিবাজার মূলত শেয়ার ভিত্তিক। বন্ড মার্কেট এখনো গড়ে উঠেনি। এমনকি ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস মার্কেটও গড়ে ওঠেনি। ফলে বহুমুখী বিনিয়োগ সুবিধা না থাকায় সাধারণ বিনিয়োগকারীরা হুমকীর সম্মুখীন হচ্ছেন। আবার শেয়ার মার্কেটে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি শেয়ার ও ভাল কোম্পানীর শেয়ারসমূহ আসছে না। সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই তাদের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়ায় কিংবা আয় বৃদ্ধির উদ্দেশ্যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেছে। এমনকি যে সমস্ত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আছে সেগুলোও ঠিকমত পর্যালোচনা করে দেখেনি। এদের এই যে ভুল, তার জন্য এককভাবে সরকারকে দায়ী করা যায় না। কিন্তু যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরিত্রাণের উপায় দেখানোর দায়িত্ব সরকারের উপরেই বর্তায়।

ব্যাংকিং সেক্টরের অবস্থাও যে খুব সুখকর তা কিন্তু নয়। দেশে সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ক্রমাগত ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত মুনাফা প্রবণতা কিছু কিছু ব্যাংককে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে সতর্ক করে সঠিকভাবে পরিচালনা করার দিক-নির্দেশনা যদিও বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায় তবে তারা সেক্ষেত্রে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে বলা যাবে না। বাংলাদেশ ব্যাংক নীতি-নির্ধারক পর্যায়ে অভিজ্ঞ বাণিজ্যিক ব্যাংকার ও সামষ্টিক অর্থনীতিবিদ নেই। হ্যাঁ অর্থনীতিতে কিছুটা হলেও ভাল হয়েছে। যেমন মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধির হার হচ্ছে ৬.৭%। আবার সরকার চেষ্টা করেছে কর্মসংস্থান সৃষ্টি করতে। নারীর ক্ষমতায়ন করতে। একই সাথে গত প্রায় দু'বছর নয় মাসে গণতান্ত্রিক চর্চার প্রয়াস থাকায় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তির সাথে ব্যবসা করতে পারছে। এদিকে অটিজম নিয়ে সম্মেলন করা হলো। এটি একটি ভাল উদ্যোগ। যে পরিবারে প্রতিবন্ধী ছেলে-মেয়ে আছে, কেবল তারাই সমস্যাটির প্রকৃতি অনুধাবন করতে পারে। প্রতিবন্ধীরাও মানুষ, তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে আনা আমাদের নৈতিক কর্তব্য।

ভারত বৃহত্তর প্রতিবেশী দেশ। সে দেশের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে পারলে আমাদেরই লাভ। মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান ভোলার নয়। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম চায় বন্ধুত্ব যাতে সমানে সমানে হয় অর্থাত্ উইন-উইন সিচুয়েশন বিরাজ করে। একপক্ষ কেবলি দিয়ে যাবে, অন্যপক্ষ নিয়ে যাবে তা নয়। এমন কি পেরোটো ওপটিমালিটির বাস্তবায়নও করা সম্ভব নয় অর্থাত্ দু'পক্ষের মধ্যে ট্রানজেকশন হলে একপক্ষ লাভবান হবে অন্যপক্ষ অন্তত ক্ষতিগ্রস্ত হবে না। এই যে সমস্যা এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করার দায়িত্ব দু'পক্ষের সরকারের মধ্যেই কেবল পড়ে না বরং ব্যবসায়ী-আমলা এবং জনসাধারণের মানস গঠনে মধ্যে পড়ে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন জোরদার হলে যেন দু'পক্ষই লাভবান হয় তা বুঝতে হবে। ভারত বৈরিতা কিংবা পূজা নয়, বরং আমরা ক্ষুদ্র রাষ্ট্র হলেও সমঅধিকার ভিত্তিক কিংবা ন্যূনতম পক্ষে কিছুটা লাভবান হতে পারি তা কিন্তু সুনিশ্চিত করা দরকার। বর্তমানে ইন্টারনেটের জগতে এবং অবাধ তথ্য প্রবাহের জগতে সত্য সাময়িকভাবে ধামাচাপা দেখা যায় কিন্তু পুরোপুরি দেয়া যায় না। অবশ্যই সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফর এবং ভারতের প্রধানমন্ত্রীর মনমোহন সিং-এর বাংলাদেশ সফর শুভ সূচনা হতে পারে। কিন্তু এ সূচনাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। অবশ্যই ভারতের বিরুদ্ধাচরণকারী তাদের যে সমস্ত সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিচ্ছে তাদের ফিরিয়ে দেয়া যে বাংলাদেশ সরকারের দায়িত্ব। ঠিক তেমনি আমাদের দেশের যে সমস্ত সন্ত্রাসী ভারতে আশ্রয় নিচ্ছে তাদেরকে ফেরত দেয়া এবং সেখান থেকে বাংলাদেশে অবাধে সন্ত্রাস কার্যক্রম পরিচালনা করতে যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এ কারণেই মন-মানসিকতার পরিবর্তন আবশ্যক। আমাদের দেশে ৪৬টি পণ্য ভারতে শূন্য শুল্কে প্রবেশের অনুমতি দেয়া হলে ভারতীয় ব্যবসায়ীরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন-আসলে এটা ঠিক নয়।

এদিকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে যে ধরনের সমস্যার উদ্রেক হয়েছে, তা আসলে হোম ওয়ার্কের দুর্বলতাই প্রকট করে। শুষ্ক মৌসুমে কতটুকু পানি থাকে এবং চুক্তির পর ভারতের ইচ্ছা থাকলেও পানি পাব কিনা সেটি খতিয়ে দেখা দরকার ছিল। বরং সরকারের উচিত আধুনিক নদী ব্যবস্থাপনাগত কৌশলের উপর জোর দিয়ে ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে চুক্তি করা। এক্ষেত্রে নদীর অববাহিকা ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে প্রতি বছর নদীর ড্রেজিং করা এবং মেইনটেইন করা ও যাতে আমরা সমতার ভিত্তিতে পানি পাই সেজন্য সমখরচ ভিত্তিতে ব্যবস্থাপনার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। দেশের যারা নদী বিশেষজ্ঞ আছেন, তাদেরকে অবশ্যই এক্ষেত্রে কাজে লাগানো প্রয়োজন। বিরোধী দলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পার্লামেন্টে বক্তব্য পেশ করার ব্যবস্থা নেয়া উচিত। এদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও আমরা মোটামুটি নিশ্চুপ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি বছর বিপুল অংকের টাকা গচ্চা দিচ্ছে। এই যে বিশাল ঘাটতি তাতে সরকারের ভর্তুকি কিন্তু প্রকারান্তরে সাধারণ মানুষের জনকল্যাণকে বঞ্চিত করছে। কেননা সীমিত সামর্থ্যের দেশে আমাদের সরকারি খাতের ব্যয় কতটুকু কাজে আসবে যদি তা প্রকৃতপক্ষে জনকল্যাণে ব্যয়িত না হয়? আসলে সমস্যাটা হলো আমরা স্বপ্ন দেখতে ভালবাসি, সত্যের মুখোমুখি হতে ভয় পাই। সরকার গ্যাস পেট্রোলিয়াম অকটেন এবং ফার্নেস অয়েলের উপর ভর্তুকি হ্রাস করায় দাম বেড়েছে গ্যাস ও জ্বালানি তেলের। এর বিরূপ প্রভাব কিন্তু পড়বে অর্থনীতিতে। কেননা মূল্যস্ফীতি হবে। কিন্তু বিশাল ভর্তুকি বছরের পর বছর দিয়ে পেলে কোথা থেকে টাকার যোগান আসবে সেটা বোধগম্য নয়। এ কারণেই সরকারের উচিত জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকেরা যাতে করে অধিক মুনাফা করতে না পারে সেদিকে খেয়াল রাখা। বাস্তবতা হলো বিভিন্ন সরকারি এজেন্সীস ঢিলেঢালাভাবে কাজ করে থাকে। ফলে পরিবহন মালিকেরা ইচ্ছেমত দাম বাড়ায়, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থা নেয়া হয় না  এবং কোন সরকারই তাদেরকে ঘাঁটায় না। কেননা তারা সংঘবদ্ধ এবং দুর্নীতির বিশাল থাবা এই খাতে বিরাজ করছে। তাদের কারণেই অনেক সরকার ইতঃপূর্বে রেলপথের উন্নয়নকে এগিয়ে নিতে পারেনি।

বাংলাদেশের বর্তমান অবস্থা অবশ্য বিশ্ব অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি সত্যিকার অর্থে দেখি বিগত অর্থবছরে এবং চলতি অর্থবছরের প্রায় আড়াই মাসে আমদানিতব্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি বেড়ে চলেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণহীনতার জন্যই বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি আসলে রিয়েল এফেকটিভ এক্সচেঞ্জ রেইটকে সমন্বয় সাধন করা হচ্ছে না এবং যার ফলে টাকার অবমূল্যায়ন হচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রধান আগামী ২/৩ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতি আবার নাজুক পরিবেশের মধ্যে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। এদিকে আমাদের রপ্তানিমুখী পণ্য বহুধাবিভক্তকরণ করা দরকার এবং পণ্য রপ্তানির জন্য অতিরিক্ত পণ্য উত্পাদন করা ও বিশ্বে পণ্য বিপণনের ব্যবস্থা করা দরকার। এককালে পাটের পরেই চা ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে অধিকতর উপায়। বর্তমানে চা-এর উত্পাদন বিপর্যয়কর পর্যায়ে এসেছে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রিসার্চ এবং ডেভেলাপমেন্ট প্রোগ্রাম রীতিমত পালন না করায় এ অব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এদিকে দেশের চা উন্নয়ন বোর্ডের মূল দফতর চট্টগ্রামে। এটিকে সরকার চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে সরাতে চাইলে বাধা দেয়া হচ্ছে। অথচ দেশের বৃহত্তর স্বার্থে মৌলভীবাজারে চা উন্নয়ন বোর্ড স্থানান্তরিত হওয়া প্রয়োজন এ কারণে যে, চা উত্পাদন নিয়ে রীতিমত গবেষণা, বিপণন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের দফতরটি যেখানে মূলত চা উত্পাদন হয় সেখানেই হওয়া উচিত। আত্মীয়করণ, স্বজনপ্রীতি, জেলাকরণ, তোষামোদকারীদের হাত থেকে বর্তমান সরকারকে সতর্ক হওয়া উচিত।

এদিকে বিগত জোট সরকারের আমলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার সিদ্ধান্ত দেয়া হলেও কিছুই করা হয়নি। বর্তমান সরকারও বাণিজ্যিক রাজধানী হিসাবে চট্টগ্রামকে ঘোষণা করেছেন। কিন্তু সমস্যা হলো চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে হলে কেবল প্রতিষ্ঠান করলেই বা অর্থ ব্যয়ে সুন্দর করলেই হবে না, বরং চট্টগ্রাম নগরীকে ঢাকা নগরীর মত বহু অঞ্চলের মানুষের সমতাভিত্তিক নিজের নগরী হিসাবে যাতে বিবেচনা করতে পারে সেজন্য ভাবতে হবে। এ ব্যাপারে বন্ধু সাংবাদিক কুদ্দস আফ্রাদ জানালেন যে, আসলে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং সেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ নিজের নগরী মনে করে থাকতে পারবেন বলে আশা করা যায়। চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন এবং রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম যাতে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রভূমি হয়ে উঠতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। কেবল ভারত নয়, চীন থেকে আরম্ভ করে থাইল্যান্ড, মায়ানমারসহ কানেকটিং হাব হিসাবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের বিমানবন্দরকে আধুনিকায়ন করতে হবে এবং দু'রানওয়ে বিশিষ্ট করা দরকার। চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে চারলেন বিশিষ্ট রাস্তা তৈরির উদ্যোগ নেয়া দরকার। কেননা ঢাকার সাথে চট্টগ্রামের সড়কপথে যোগাযোগ অনুন্নত থাকায় পণ্য বহন ঠিক সময়মত হচ্ছে না এবং খরচও অনেক বেড়ে যাচ্ছে। এদিকে মধ্য বঙ্গোপসাগরে যে বন্দর নির্মাণ হবে তাতে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং কোন বিশেষ দেশ আনুকূল্য না পায়, বরং উন্নত দেশের কারিগরি সুযোগ-সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। দুর্নীতি আসলেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু মানুষ চিন্তা-চেতনায় তার ঘোষণার বাস্তব প্রতিফলন দেখতে ইচ্ছুক। পদ্মা সেতু নিয়ে যে ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। অর্থনীতিকে দুর্নীতিগ্রস্তদের কবল থেকে বাঁচাতে হবে। এই দুর্নীতির কারণেই কেবল সামাজিক কল্যাণ বিনষ্ট হচ্ছে না, বরং সুবিধাবাদীরা সব সরকারের সময়ে সুবিধা নিয়ে থাকেন। বিশ্ব অর্থনীতির যুগে ধীরে ধীরে তরুণ প্রজন্মের মানুষের মন-মানসিকতা পরিবর্তিত হচ্ছে এবং তারা দাস প্রথায় বিশ্বাস করে না। বরং স্বাধীন রাজ্যে সকলের সাথে সমতাভিত্তিক উন্নয়ন চায়।

সীমিত আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপে দিশেহারা। তারা আজ কোন কথার ফানুস নয়, সঠিক বাস্তবায়ন চায়। বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অনুত্পাদনশীল খাতে বিনিয়োগও মুখ্য কারণ।

[লেখক: অর্থনীতিবিদ]

 

 

 

ন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু মানুষ চিন্তা-চেতনায় তার ঘোষণার বাস্তব প্রতিফলন দেখতে ইচ্ছুক। পদ্মা সেতু নিয়ে যে ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। অর্থনীতিকে দুর্নীতিগ্রস্তদের কবল থেকে বাঁচাতে হবে। এই দুর্নীতির কারণেই কেবল সামাজিক কল্যাণ বিনষ্ট হচ্ছে না, বরং সুবিধাবাদীরা সব সরকারের সময়ে সুবিধা নিয়ে থাকেন। বিশ্ব অর্থনীতির যুগে ধীরে ধীরে তরুণ প্রজন্মের মানুষের মন-মানসিকতা পরিবর্তিত হচ্ছে এবং তারা দাস প্রথায় বিশ্বাস করে না। বরং স্বাধীন রাজ্যে সকলের সাথে সমতাভিত্তিক উন্নয়ন চায়।

সীমিত আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপে দিশেহারা। তারা আজ কোন কথার ফানুস নয়, সঠিক বাস্তবায়ন চায়। বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অনুত্পাদনশীল খাতে বিনিয়োগও মুখ্য কারণ।

[লেখক: অর্থনীতিবিদ]

 

 

 




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Obama: America's 'first Jewish president'?



The Tsuris

Barack Obama is the best thing Israel has going for it right now. Why is that so difficult for Netanyahu and his American Jewish allies to understand?

 

The last time Barack Obama and Benjamin Netanyahu shared each other's company, you could say that the encounter did not go well—if by "not well" you mean abysmally. This was on May 20, the day after Obama gave his big speech on the Arab Spring, in which he unleashed a tsunami of tsuris by endorsing the use of Israel's 1967 borders "with mutually agreed [land] swaps" as the basis for a two-state solution with the Palestinians. Obama and Netanyahu were seated in the Oval Office for what was supposed to be one of those photo ops devoted to roasting rhetorical chestnuts about the solidity of the U.S.-Israel alliance. Instead, while Obama watched silently, looking poleaxed, Netanyahu lectured him—for seven and a half minutes, on live television—about the folly, the sheer absurdity, of suggesting Israel ever return to what he called the "indefensible" 1967 lines.

Obama was furious with Netanyahu, who in choosing to ignore the crucial qualifier about land swaps had twisted Obama's words beyond recognition—the kind of mendacious misinterpretation that makes the presidential mental. The seniormost members of Obama's team felt much the same. Joe Biden, Hillary Clinton, Bob Gates, Bill Daley, the former Mideast-peace envoy George Mitchell: All were apoplectic with the prime minister, whose behavior over the past two years had already tried their patience. "The collective view here is that he is a small-minded, fairly craven politician," says an administration source deeply involved in its efforts to push the parties to the negotiating table. "And one who simply isn't serious about making peace."

But this week, when Barack and Bibi arrive in New York for the 66th session of the United Nations General Assembly, they will not be going toe-to-toe but standing arm-in-arm. For months, the Palestinian president, Mahmoud Abbas, has been threatening to mount a bid for statehood recognition at the U.N. The Obama administration has been scrambling furiously to fashion a compromise with Abbas to forestall that application—at this writing, to no avail—and has pledged to veto the bid should it come before the Security Council.

Dissed in District 9
In Anthony Weiner's old district, voters reveal the shape of Obama's Jewish problem.
 

For both Israel and the U.S., the timing could hardly be more miserable. With the Middle East apparently hurtling headlong into crisis, Israel finds itself increasingly isolated, beleaguered, and besieged: its embassy in Cairo invaded by Egyptian protesters, its relations with Turkey in tatters, its continued occupation of (and expansion of settlements within) the Palestinian territories the subject of wide international scorn. How wide? Wide enough that Abbas could credibly claim that 126 of the 193 U.N. member states support his statehood initiative. Yet despite the damage thwarting that bid might do to America's standing in the region, the Obamans have never wavered in going balls-out for Israel.

And not for the first time, either. Again and again, when Israel has been embroiled in international dustups—over its attack last year on a flotilla filled with activists headed from Turkey to Gaza, to cite but one example—the White House has had Israel's back. The security relationship between the countries, on everything from intelligence sharing to missile-­defense development to access to top-shelf weapons, has never been more robust. And when the Cairo embassy was seized and Netanyahu called to ask for Obama's help with rescuing the last six Israelis trapped inside the building, the president not only picked up the phone but leaned hard on the Egyptians to free those within. "It was a decisive moment," Netanyahu recalled after the six had been freed. "Fateful, I would even say."

All of which raises an interesting, perplexing, and suddenly quite pressing question: How, exactly, did Obama come to be portrayed, and perceived by many American Jews, as the most ardently anti-Israel president since Jimmy Carter?

This meme, of course, has been gathering steam for some time, peddled mainly by right-wing Likudophiles here and in the Holy Land. But last week, it took center stage in the special election in New York's Ninth Congressional District, maybe the most Jewish district in the nation and one held by Democrats since 1923. When the smoke cleared, the Republican had won—and Matt Drudge was up with a headline blaring REVENGE OF THE JEWS.

Obama's people deny up and down that the loss of a seat last occupied by Anthony Weiner portends, well, pretty much anything for 2012. But the truth is that they are worried, and worried they should be, for the signs of Obama's slippage among Jewish voters are unmistakable. Last week, a new Gallup poll found that his approval rating in that cohort had fallen to 55 percent—a whopping 28-point drop since his inauguration. And among the high-dollar Jewish donors who were essential to fueling the great Obama money machine last time around, stories of dismay and disaffection are legion. "There's no question," says one of the president's most prolific fund-raisers. "We have a big-time Jewish problem."

 

উগ্র ইহুদিবাদী ওবামা!

 

সাইফুল সামিন | তারিখ: ২৩-০৯-২০১১

পরিবর্তনের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি যে ভাষণ দিয়েছেন, তা অনেককেই অবাক করেছে। ওই ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে তাঁর অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। ইসরায়েলের জন্য ওবামার এই 'দরদ'কে অনেকেই উগ্র ইহুদিবাদের সঙ্গে তুলনা করছেন।
বিখ্যাত মার্কিন ম্যাগাজিন 'নিউইয়র্ক' তাদের চলতি সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে ওবামাকে আমেরিকার 'প্রথম ইহুদি প্রেসিডেন্ট' হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ওবামাকে সবচেয়ে কট্টর ইসরায়েল সমর্থক বলে চিহ্নিত করা হয়েছে।
জাতিসংঘে দেওয়া ভাষণে ওবামা প্রকাশ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের প্রস্তাবে অবশ্যই ভেটো দেবে। বিশ্লেষকদের মতে, এটি ওবামার উগ্র ইহুদিবাদী মনোভাবেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্র এমনকি ইসরায়েলের ইহুদিরাও এতটা উগ্র মনোভাব পোষণ করেন না। কিন্তু বাস্তবতা হলো, এদিক দিয়ে ওবামা তাঁর পূর্বসূরিদেরও অবাক করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জর্জ বুশ ছিলেন ইসরায়েলের গোড়া সমর্থক। কিন্তু এবার ওবামা তাঁকেও ছাড়িয়ে গেলেন।
বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে প্রকারান্তরে ওবামা সেখানকার জনগণের ওপর ইসরায়েলের চলমান আগ্রাসনকেই সমর্থন দিলেন। তাই প্রশ্ন ওঠে, যে ওবামা পরিবর্তনের পক্ষে কথা বলেন, শান্তিতে নোবেল পেলেন, তিনি কেন ফিলিস্তিনের জনগণের ওপর অবিচার চাপিয়ে দিচ্ছেন!
বিশ্লেষকদের জুতসই উত্তর—সামনে নির্বাচন, তাই ওবামা কোনোভাবেই ইসরায়েলকে ক্ষুব্ধ করতে চান না। তা ছাড়া শিকাগোতে ওবামার কর্মজীবন কেটেছে ইহুদিদেরই সংস্পর্শে। তাঁর দলের তহবিলের অধিকাংশ অর্থই জোগান দেয় ইহুদি লবিস্ট ও শিকাগোর বর্তমান মেয়র রাহেম ইমেনুয়েল। তিনি হোয়াইট হাউসে ওবামার চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে কোনো কোনো বিশ্লেষকের মতে, ওবামার ফিলিস্তিন বিরোধিতা কেবল অর্থের বিষয় নয়। এখানে মার্কিন রাজনীতিও জড়িত। অভ্যন্তরীণ বেশ কিছু বিতর্কিত বিষয়ে কংগ্রেসে ওবামার সমর্থন দরকার। সেসব ক্ষেত্রে ওবামা ব্যর্থ হলে, তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে। এমনকি মার্কিন রাজনীতিতে সক্রিয় ইসরায়েলি লবি তাঁর জীবনকে দুর্বিষহও করে তুলতে পারে।
বিশ্লেষকদের মতে, পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসে ওবামা এখন যেটা করছেন, তা প্রতারণা। তিনি ন্যায়বিচারের কথা বলেন, কিন্তু অন্যায় নীতির জন্য ফিলিস্তিনকে চাপ দিচ্ছেন। কথা বলছেন নিপীড়ক ইসরায়েলের পক্ষে। তিনি স্বাধীনতার কথা বলেন, কিন্তু এখন ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করছেন। এর সবকিছুই তিনি করছেন নিজের রাজনৈতিক স্বার্থে।
ইসরায়েলপন্থী ইহুদি লবিস্ট জে স্ট্রিটের মতে, 'আমেরিকান রাজনীতিবিদেরা তাঁদের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের জন্য সীমাহীন কাজ করতে পারেন।'
ইসরায়েলের জন্য নিজের স্বার্থে ওবামা না হয় একটু বেশিই করছেন! আল-জাজিরা টেলিভিশনের অনলাইন অবলম্বনে।

https://mail.google.com/mail/?no?checkbrows?er&shva=1#compose

 

 



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka



It seems some people from Bangladesh work for India and RAW.
They are active to secure Indian interest by any means. If anyone oppose them they brand them as Pakistani agents. 

The reality is that today Pakistan has nothing to gain from Bangladesh and we have nothing to gain from Pakistan, on the other hand India is sucking Bangladesh each and everyday and pay some agents to secure it's interest. 

These people only think for themselves and never care about Bangladesh. 

Shame on them!

On 23 Sep 2011, at 20:07, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:

 

Mr. Aslam,
                Simply you do not like any views from anyone.  You can call yourselves salves of Punjabis, not us. Please do not degrade Bangladeshi.
Why should you feel inferior to Punjabis ? Try to feel as a proud bangladeshi.
Thanks
M. Jubair 


 
 

To: syed.aslam3@gmail.com; chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: turkman@sbcglobal.net
Date: Thu, 22 Sep 2011 14:11:01 -0700
Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka

JI works for ISI of Pakistan and gets from it. It wants Bangladeshis to become Slaves of Punjabis again.


From: Syed_Aslam3 <syed.aslam3@gmail.com>

Mr. Mohammad Jubair
 
In your previous blog, you have said about "Insider police source"  
Obviously, you have a candid connection with that source...
 
Jamaate Islami has never disbanded or denounced it's killer gestapo wing
"Al-Bodor Bahini" that gives an indication that A-Bodor do exist as an
underground network.
 
BTW, Jamaat has changed the name of "Islami Chttro Sangha" to
"Islami Chattro Sibir". The reason was Islami Chttro Sangha's hands
were tainted with the bloods of innocent Bangalee people in it's
efforts to supress the emmergence of Independent Bangladesh in 197.
So, it needed to come out with a new cover .....
 
In your current post, you sound like <AmiKolaKhaini.JPG>.....
 
Hope, you know that :
                              " If it quacks like a duck and walks like a duck,  it's a duck"
it applies to the Jamaatis too.......
 
Also, bear in mind ""Denial ain't just a river in Egypt" ........

 
On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:


On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Bangladeshi police are recruted from Bangladeshi citizen. Yes , they are  Muslim, Hindu, Buddha, Christian, AL , BNP , JP and Jamaat. I am not sure if there are  underground network of any party in USA......not need to be.
You are labeling Jammatis to anyone who are not supporting your view.
 
Shame !!!!!!!
 


To: chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com Date: Wed, 21 Sep 2011 09:48:54 -0400
Subject: Re: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka


 
"Insider police source"  ??????
So, Jamaate Islami has infiltrated the police and the Jamaatis in USA have
direct connection with those infiltrators in BD police....!!!!!
Jamaat's Al-Bodor Bahini is still active as an underground network
[It works.....???] 
Related:
 
 
 
 
On Wed, Sep 21, 2011 at 12:15 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Insider police source says police created this havoc by using accessive force ( look at IDF against Palestanian).  It works..... 
 



To: khabor@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; chottala@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: Syed.Aslam3@gmail.com
Date: Tue, 20 Sep 2011 18:39:29 -0400
Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka


 
 
পুলিশের হিসাবে ক্ষতি একশ কোটি টাকা
 
 
Jamaat_causes_100_Core_Taka_damage.JPG
 


































__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka



Mister Mohammed Jubair
 
How do relate my posting with your slanderous gibats through your
innuendoes.....?
 
Just substantiate your false pretences with proper references.
Else, it will be proved that:
     is your speciality ! 
 
The people of Bangladesh drove Jamaate Islami's real boss Paki-military
Incorporated in 1971 ...... Bangladeshis are very proud of it.....
 
Jamaate Islami has never regretted for their henious bootleaking of
Punjabi Tikka-Yahia occupation regime. It has never  apologized to the
people of Bangladesh for their misdeeds of 1971 ......
 
In any case,   through your own post you revealed your connection
with "Insider police source"  , please elaborate !!!!!!!
 
FYI
১৯৭১ সালের ২৭শে ডিসেম্বর দৈনিক আজাদের একটা সংবাদ শিরোনাম:
সেখানে লেখা হয়েছিল:
পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার সাহায্যকারী দলগুলির মধ্যে জামাতে ইসলামীর ভূমিকা ছিল সবচেয়ে ঘৃণ্য ও জঘন্য। মওদুদী-গোলাম আযম-আবদুর রহীমের নেতৃত্বে পরিচালিত জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোর বিরোধিতাই করেনি- লক্ষ লক্ষ বাঙালীকে পাইকারীভাবে হত্যা করার কাজে সক্রিয় সহযোগিতাও করেছে।  বাংলাদেশের বুদ্ধিজীবীর যেভাবে হত্যা করা হয়েছে তার সাথে একমাত্র হিটলারের সহিংসতারই তুলনা চলে।
 Related:
 
 নিজামীর আল-বাদর বাহিনী একাত্তরের নৃশংসতা ইতিহাসে এক কালো অধ্যায়ের সৃষ্টি করেছে:
 
 
BTW, please state clearly & openly:
 
Do you condemn the henious anti-people and anti-Bangladeshi harmful,
illegal, and immoral actions perpetrated by Jamaate Islami and it's Al-Bodor Bahini in 1971 under the leadership of infamous Golam AzaM-Nizami_Mujahidi gang?
 
Thanks for your patience..
 
Syed Aslam
 


 
On Fri, Sep 23, 2011 at 3:07 PM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
Mr. Aslam,
                Simply you do not like any views from anyone.  You can call yourselves salves of Punjabis, not us. Please do not degrade Bangladeshi.
Why should you feel inferior to Punjabis ? Try to feel as a proud bangladeshi.
Thanks
M. Jubair 
 

To: syed.aslam3@gmail.com; chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: turkman@sbcglobal.net
Date: Thu, 22 Sep 2011 14:11:01 -0700

Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka

JI works for ISI of Pakistan and gets from it. It wants Bangladeshis to become Slaves of Punjabis again.


From: Syed_Aslam3 <syed.aslam3@gmail.com>

Mr. Mohammad Jubair
 
In your previous blog, you have said about "Insider police source"  
Obviously, you have a candid connection with that source...
 
Jamaate Islami has never disbanded or denounced it's killer gestapo wing
"Al-Bodor Bahini" that gives an indication that A-Bodor do exist as an
underground network.
 
BTW, Jamaat has changed the name of "Islami Chttro Sangha" to
"Islami Chattro Sibir". The reason was Islami Chttro Sangha's hands
were tainted with the bloods of innocent Bangalee people in it's
efforts to supress the emmergence of Independent Bangladesh in 197.
So, it needed to come out with a new cover .....
 
In your current post, you sound like AmiKolaKhaini.JPG.....
 
Hope, you know that :
                              " If it quacks like a duck and walks like a duck,  it's a duck"
it applies to the Jamaatis too.......
 
Also, bear in mind ""Denial ain't just a river in Egypt" ........

 
On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:


On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Bangladeshi police are recruted from Bangladeshi citizen. Yes , they are  Muslim, Hindu, Buddha, Christian, AL , BNP , JP and Jamaat. I am not sure if there are  underground network of any party in USA......not need to be.
You are labeling Jammatis to anyone who are not supporting your view.
 
Shame !!!!!!!
 


To: chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com Date: Wed, 21 Sep 2011 09:48:54 -0400
Subject: Re: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka


 
"Insider police source"  ??????
So, Jamaate Islami has infiltrated the police and the Jamaatis in USA have
direct connection with those infiltrators in BD police....!!!!!
Jamaat's Al-Bodor Bahini is still active as an underground network
[It works.....???] 
Related:
 
 
 
 
On Wed, Sep 21, 2011 at 12:15 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Insider police source says police created this havoc by using accessive force ( look at IDF against Palestanian).  It works..... 
 



To: khabor@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; chottala@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: Syed.Aslam3@gmail.com
Date: Tue, 20 Sep 2011 18:39:29 -0400
Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka


































__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

RE: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka



Mr. Aslam,
                Simply you do not like any views from anyone.  You can call yourselves salves of Punjabis, not us. Please do not degrade Bangladeshi.
Why should you feel inferior to Punjabis ? Try to feel as a proud bangladeshi.
Thanks
M. Jubair 


 
 

To: syed.aslam3@gmail.com; chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: turkman@sbcglobal.net
Date: Thu, 22 Sep 2011 14:11:01 -0700
Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka

JI works for ISI of Pakistan and gets from it. It wants Bangladeshis to become Slaves of Punjabis again.


From: Syed_Aslam3 <syed.aslam3@gmail.com>

Mr. Mohammad Jubair
 
In your previous blog, you have said about "Insider police source"  
Obviously, you have a candid connection with that source...
 
Jamaate Islami has never disbanded or denounced it's killer gestapo wing
"Al-Bodor Bahini" that gives an indication that A-Bodor do exist as an
underground network.
 
BTW, Jamaat has changed the name of "Islami Chttro Sangha" to
"Islami Chattro Sibir". The reason was Islami Chttro Sangha's hands
were tainted with the bloods of innocent Bangalee people in it's
efforts to supress the emmergence of Independent Bangladesh in 197.
So, it needed to come out with a new cover .....
 
In your current post, you sound like .....
 
Hope, you know that :
                              " If it quacks like a duck and walks like a duck,  it's a duck"
it applies to the Jamaatis too.......
 
Also, bear in mind ""Denial ain't just a river in Egypt" ........

 
On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:


On Thu, Sep 22, 2011 at 12:39 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Bangladeshi police are recruted from Bangladeshi citizen. Yes , they are  Muslim, Hindu, Buddha, Christian, AL , BNP , JP and Jamaat. I am not sure if there are  underground network of any party in USA......not need to be.
You are labeling Jammatis to anyone who are not supporting your view.
 
Shame !!!!!!!
 


To: chottala@yahoogroups.com; khabor@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com Date: Wed, 21 Sep 2011 09:48:54 -0400
Subject: Re: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka


 
"Insider police source"  ??????
So, Jamaate Islami has infiltrated the police and the Jamaatis in USA have
direct connection with those infiltrators in BD police....!!!!!
Jamaat's Al-Bodor Bahini is still active as an underground network
[It works.....???] 
Related:
 
 
 
 
On Wed, Sep 21, 2011 at 12:15 AM, Mohammed Jubair <mohammedjubair@hotmail.com> wrote:
 

Insider police source says police created this havoc by using accessive force ( look at IDF against Palestanian).  It works..... 
 



To: khabor@yahoogroups.com; notun_bangladesh@yahoogroups.com; chottala@yahoogroups.com; SonarBangladesh@yahoogroups.com
From: Syed.Aslam3@gmail.com
Date: Tue, 20 Sep 2011 18:39:29 -0400
Subject: [chottala.com] Jamaati Havoc causes damages worth 100 Core Taka

































__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] TOMORROW is the day for the BIGGEST BANGLADESHI Folk event in the Washington D.C. Metro area on 24 September (Saturday) at 6:30pm [1 Attachment]

[Attachment(s) from EKTARA included below]


Dear Community Members:
 
On behalf of EKTARA, we are also humbly requesting you to add an extra dimension to the festivities, if possible by wearing traditional folk attires (panjabi, sari, gamcha, etc.) to the festival.  These may (but not limited to) reflect the traditional "gerua" or yellow colors of Bangladeshi folk heritage.
 
Please be advised that our special presentation "MOHAJONER NAO" will start at the very beginning of our event.  So please be on time (Folk Festival will open at sharp 6:30PM) to experience the Folk legend Baul Somrat Shah Abdul Karim's mystical journey into the world of folk music through "MOHAJONER NAO"
 
 
নকশী কাঁথার মাঠ, সোনাই মাধব, হাসন রাজা  এবং আলিবাবা ও চল্লিশ চোর এর সফল মঞ্চায়নের পর
 একতারা presents

"EKTARA Folk Festival 2011"

a day full of Bangladeshi Folk music, dances, poetry, comedy skits and authentic Bangladeshi food

Featuring the most successful Geeti Nattyo currently playing in BANGLADESH

"Mohajoner Nao" Based on  life and songs of "Baul Somrat" Shah Abdul Karim (1916-2009) . "Mohajoner Nao" is based on the bard's mystical journey into the world of baul music which will be presented through LIVE MUSIC, CHOREOGRAPHY and Geeti Nattyo. It is written by renowned documentary film maker and media personality Shakoor Majid.

 

Saturday, 24 September at exactly 6:30 p.m.

West Springfield High School (auditorium)

6100 Rolling Road
Springfield, VA

 
On this day, we will present to you a repertoire of Bangladeshi folk music, dances and the history of the evolution of Bangladeshi folk genre.
 
Our heartfelt thank you to all of you for the continued support and encouragement you have given us.  We invite you all to "EKTARA Folk Festival 2011". 
 
http://www.youtube.com/watch?v=3gE2Idx0aYQ
 
 
Please see the attached flyer.
 
Warmest regards,
EKTARA
www.ektara.info
571-210-2227
 








Attachment(s) from EKTARA

1 of 1 Photo(s)


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___