Banner Advertise

Monday, April 22, 2013

[chottala.com] Re: শাহবাগী মেয়েদের কি অবস্থা হয় - Jamaat's BestFriend continues with his baseless slanders & gibbats against women

 
 
Situations created in Bangladesh
 That needs to open
Nation wide Quality knowledge education schools
a)    For teaching "QUALITY KNOWLEDGE Political EDUCATION COURSES" nation wide to all politicians for educating them to learn  to know for understanding the meaning of politics, the meaning of lawful democracy and the duty of politicians, also to know to learn of making rules of law for lawfully ruling country, to learn of making good policy for doing good works for  people's welfare.
b)   For teaching "QUALITY KNOWLEDGE Professional EDUCATION COURSES" nationwide to all professional people for educating them as professional skilled to do their respective job skilled fully and perfectly.
c)    For  teaching  "QUALITY  common KNOWLEDGE  EDUCATION COURSES" nation wide to  all people for educating them as common  knowledge educated  people  to know judging right or wrong before doing their works or casting their votes.
a)    For teaching "QUALITY KNOWLEDGE child care EDUCATION COURSES" nation wide to all children to educate them as quality future citizens of Bangladesh.
 
Bangladesh education department  
Also needs to be reformed
For knowing   education courses of quality that are needed to teach the students
For educating them as quality skilled educated to build Bangladesh
As "Quality Nation"
 In making quality knowledge good policy and executing timely that quality policy...
Such
Primary education courses nation wide of all children age 5 to 13 years should be 8 years
And education curriculum of primary schools and madras will be same course consists of 10 subjects.
The education aim of primary level makes to prepare the children
a)    to know how to read and learn
b)   to know what need to read and what need to learn
c)    to learn reading and presenting any

These 10 core subjects are:
1)    Bengali Language
2)    English  Language
3)    Mathematics
4)    Science
5)    Technology
6)    Social Science
7)    Art
8)    Health education
9)    Physical education
10) Religion education
Aim of secondary level education curriculum will be to provide
a)    professional education and
b)   Preparatory education of higher study.
Time schedule of secondary and higher secondary courses will be 2 +2 = 4 years.
Subjects:
i)             Preparatory education  for higher study in medical engineering science  literature, religion and other subjects
ii)            Professional education diploma in working subjects such as nursing, agriculture, home economy, business, carpenter, construction, builders, industrial, fishing, art,   religions, politics and other works subjects.
University education: 5 years and higher study 5 years.

Judges of Judicial need to judge on judging lawfully the difference of right and wrong not depending on others.


From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: notun_bangladesh@yahoogroups.com; Khobor <khabor@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Tuesday, 23 April 2013 4:45 AM
Subject: Re: শাহবাগী মেয়েদের কি অবস্থা হয় - Jamaat's BestFriend continues with his baseless slanders & gibbats against women

Jamaate Islami's BestFriend continues with his baseless slanders & gibats against women ....: Gibat (Slander) is undoubtedly Haram in Islam .. 
গীবত একটি মারাত্মক কবীরা গুনাহ্‌ । 
গীবত নিঃসন্দেহে হারাম।  গীবত শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে কুৎসা রটনা করা ! এ প্রসঙ্গে মহান আল্লাহ সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতে বলেন,
وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ
'আর তোমরা কেউ কারো গীবত করো না, তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে ? একে তোমরা অবশ্যই ঘৃণা করবে।, (সূরা হুজুরাত:১২) 
কুরআন হাদীসের আলোকে গীবত ও চুগলখোরীর পরিণাম ভয়াবহ !
In Sura Noor Ayet 4:

And those who accuse chaste women, and produce not four witnesses, flog them with eighty stripes, and reject their testimony forever, they indeed are the Fasiqoon (liars, disobedient to Allah).
Also recall Sura Noor Ayet 26 in this connection:

Evil words are for evil men, and evil men are to evil words. And good words are for good men, and good men are [an object] of good words. Those [good people] are declared innocent of what the slanderers say. For them is forgiveness and noble provision. 
Related:

লেখকের ক্ষমা প্রার্থনা: 

আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গল্পটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো গল্পগ্রন্থে এটি অন্তর্ভুক্ত করা হবে না। - হাসনাত আবদুল হাই [ref: http://www.prothom-alo.com/detail/date/2013-04-14/news/344991]

Sura Noor Ayet 5:



2013/4/21 A Ahmed <bestfriend20878@yahoo.com>
 
Mr. Akhtar Udduza:

Thanks for exposing yourself finally as an actor and supporter of Bangladesh Awami League (BAL) which makes innocent girls and women to Prostitutes. Otherwise you would work hard and disseminate article on শাহবাগী মেয়েদের কি অবস্থা হয় to everywhere to stop BAL's heinous activities to protect dignities of the girls and women of Bangladesh.

Thanks.


--- On Sun, 4/21/13, akhtarudduza <akhtarudduza@gmail.com> wrote:

From: akhtarudduza <akhtarudduza@gmail.com>
Subject: Re: শাহবাগী মেয়েদের কি অবস্থা হয়
To: "A Ahmed" <bestfriend20878@yahoo.com>
Cc: khondkar.saleque@gmail.com, "notun_bangladesh@yahoogroups.com" <notun_bangladesh@yahoogroups.com>, "Bangla Zindabad" <Bangladesh-Zindabad@yahoogroups.com>, "dahuk dahuk" <dahuk@yahoogroups.com>, "Ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>, "bangla-vision@yahoogroups.com" <bangla-vision@yahoogroups.com>
Date: Sunday, April 21, 2013, 3:39 AM

mr anis, you are imposing your personal opinion, it exposes you only

On 21/04/2013, A Ahmed <bestfriend20878@yahoo.com> wrote:
Mr. Akhtar udduza:
Aren't you ashamed of making your sisters, daughters and mothers as
Prostitutes by the ruling Bangladesh Awami Leaders, workers and supporter?
Are you a supporter or actor of such kind of BAL's heinous activities?
If not, then spread the following Article "টিভি ক্যামেরার সামনেমেয়েটি" to
stop the heinous activities to honor your sisters, daughters and mothers
Bangladesh.
Thanks.
Thanks,

> --- On Sat, 4/20/13, akhtarudduza <akhtarudduza@gmail.com> wrote:
>
> From: akhtarudduza <akhtarudduza@gmail.com>
> Subject: Re: শাহবাগী মেয়েদের কি অবস্থা হয়
> To: "A Ahmed" <bestfriend20878@yahoo.com>
> Cc: khondkar.saleque@gmail.com, "notun_bangladesh@yahoogroups.com"
> <notun_bangladesh@yahoogroups.com>, "Bangla Zindabad"
> <Bangladesh-Zindabad@yahoogroups.com>, "dahuk dahuk"
> <dahuk@yahoogroups.com>, "Ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>,
 "bangla-vision@yahoogroups.com" <bangla-vision@yahoogroups.com>
Date: Saturday, April 20, 2013, 5:03 AM

dear mr anis, please respect women; because they are your
mother,sister,daughter
>
> On 19/04/2013, A Ahmed <bestfriend20878@yahoo.com> wrote:
>> পাঠকবৃন্দঃ
>> যতোই পড়িবেন ততোই জানিবেন। সত্য তথ্য জানিবেন এবং সবাইকে জানাইবেন। নিচের
>> বর্নিত কাহিনী টিভি ক্যামেরার সামনে মেয়েটি পড়িলে জানিবেন
>> কিভাবে বাংলাদেশের
>> ক্যানসার বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্র লীগ সহজ সরল মেয়েদের বেশ্যা
>> বানাইতেছে।
>> সবাই পড়িয়া প্রতিবাদ করিলে তবেই সহজ সরল মেয়েরা (আপনার এবং আমাদের বোন ও
>> মায়েরা) বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্র লীগ হইতে রেহাই পাইবে। পঠক,
>>  আপনারা সকলের কাছে নিচের কাহিনীটি পাঠান যাহাতে সবাই পড়িতে এবং প্রতিবাদ
>> করিতে
>> পারে। আসুন সকলে এই মহৎ কাজটি করি।
>> ধন্যবাদ   --- On Thu, 4/18/13, Khondkar Saleque
>> <khondkar.saleque@gmail.com>
>> wrote:
>>
>> From: Khondkar Saleque <khondkar.saleque@gmail.com>
>> Subject: Re: শাহবাগী মেয়েদের কি অবস্থা হয়
>> To: "A Ahmed" <bestfriend20878@yahoo.com>
>> Cc: "notun_bangladesh@yahoogroups.com"
>> <notun_bangladesh@yahoogroups.com>,
>> "Bangla Zindabad" <Bangladesh-Zindabad@yahoogroups.com>, "dahuk dahuk"
>> <dahuk@yahoogroups.com>, "Ovimot@yahoogroups.com"
>> <ovimot@yahoogroups.com>,
>> "bangla-vision@yahoogroups.com" <bangla-vision@yahoogroups.com>
>> Date: Thursday, April 18, 2013, 11:36 AM
>>
>> You bastard you do not have mother or sister?SS
>>
>> 2013/4/18 A Ahmed <bestfriend20878@yahoo.com>
>>
>>
>> দয়া করে পড়ুন এবং জানুণ শাহবাগী মেয়েদের কি অবস্থা হয়...টিভি ক্যামেরার
>> সামনে
>> মেয়েটি
>> হাসনাত আবদুল হাই | তারিখ: ১৩-০৪-২০১৩
>> মেয়েটি অনেকক্ষণ ধরে তার পেছনে পেছনে ঘুরছে, সেই অনুষ্ঠান শেষে হলঘর থেকে
>> বেরিয়ে আসার পর থেকে যখন তার চারদিকে ভক্ত ও তদবিরবাজদের ভিড়। এত
>> ছেলেমেয়ের
>> মাঝখানে সাদামাটা প্রায় ময়লা কাপড়ে উসর-ধূসর চুল মাথায় বিদ্ঘুটে রঙের
>>  সালোয়ার-কামিজ পরা মেয়েটির প্রতি তার চোখ পড়ার কথা না, তবু পড়ল। এতে
>> তিনি
>> বিস্মিত হলেন এবং কিছুটা বিরক্তও। অনেকেই তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।
>> কেননা, তিনি শুধু একজন সেলিব্রিটি নন, ইংরেজিতে যাকে বলে ফেভার। তা অন্যের
>> প্রতি দেখানোর মতো তার যথেষ্ট ক্ষমতাও আছে। সেলিব্রিটির পেছনে, ছেলেমেয়েরা
>> ঘোরে মুগ্ধতার জন্য অথবা কিছু পাওয়ার আশায়। সংসারে সবারই কিছু না কিছু
>>  চাওয়ার আছে। জীবন যতই জটিল হচ্ছে, চাওয়ার তালিকা বেড়েই যাচ্ছে। চারদিকে
>> প্রতিযোগিতার দৌড় জীবনকে আরও জটিল করে তুলছে।মেয়েটি নাছোড়বান্দা, তিনি
>> যতই
>> তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, সে ঘুরে এসে দাঁড়ায় সামনে, প্রথম সারিতে না
>> হলেও দ্বিতীয় কি তৃতীয় সারিতে। দেখতে সে সুশ্রী
>>  নয়, তবে তার চোখে-মুখে তীক্ষ একটা ভাব আছে, নতুন ছুরির মতো। তার চোখের
>> নিচে
>> ক্লান্তির কালো দাগ, মুখে একধরনের রুক্ষতা। আগে সেখানে যে কমনীয়তা ছিল তা
>> মুছে
>> ফেলেছে। ঠোঁট দুটি চকচক করছে, যেন গ্লিসারিন মাখানো। আসলে সে ঘন ঘন জিভ
>> দিয়ে
>> শুকনো ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। গলার নিচে কণ্ঠি বের হয়ে এসেছে, ওপরের দিকে
>> গলার
>> মধ্যে কয়েকটি ভাঁজ, সেখানে ঘামের পানি জমে আছে রুপার চিকন হারের মতো।
>>  শুকনো খড়ের মতো চুল উড়ছে বাতাসে। প্রায় ময়লা সবুজ ওড়না লাল কামিজে
>> জড়ানো
>> শরীরের ওপরে একটা স্তন ঢেকে রেখেছে, বুকের অন্য পাশে ওড়না কামিজের কাপড়ের
>> ওপর
>> ছড়িয়ে রাখা, প্রায় সমতল দুই দিকেই, হঠাৎ দেখে ছেলে কি মেয়ে বোঝা যায়
>> না।
>> মেয়েটি বাংলাদেশের পতাকার রং দিয়েই সালোয়ার-কামিজ বানিয়েছে অথবা সেই রকম
>> তৈরি করা কাপড় কিনেছে। আজকাল অনেকেই এভাবে কাপড় পরে, কিছুটা
>>  দেশপ্রেম দেখাতে, কিছুটা ফ্যাশন স্টেটমেন্টের জন্য। মেয়েটা দেখতে সুশ্রী
>> না
>> হলেও বয়সের জন্য একধরনের আকর্ষণ আছে তার শরীরে। অগোছালো বেশবাস সেই আকর্ষণে
>> একটা বন্যতার ভাব সৃষ্টি করেছে, যেন সে যেখানে খুশি লাফিয়ে পড়তে পারে।
>> দেখেই
>> মনে হয় খুবই বেপরোয়া আর অ্যাগ্রেসিভ।
>>
>> বুঝলেন স্যার, ওরা আমার সঙ্গে পলিটিকস করছে। সামনের সারিতে থাকতে দিচ্ছে না।
>> অথচ এই কদিন আমি সামনের
>>  সারিতে দাঁড়িয়ে থেকে স্লোগান দিয়েছি। আমার গলার স্বর এত উঁচু যে
>> মাইক্রোফোনের বলতে গেলে দরকার হয় না। এক মাইল দূর থেকেই শুনে বুঝতে পারবেন
>> এটা
>> আমার গলার স্বর। মিটিংয়ের জন্য স্লোগানের দরকার, স্লোগানই মিটিং জমিয়ে
>> তোলে।
>> আপনি নিশ্চয়ই জানেন। অভিজ্ঞ লোক আপনি। আমি কয়েক দিন মিটিং জমিয়ে রেখেছি
>> শুধু
>> আমার গলার জোরে স্লোগান দিয়ে দিয়ে। কাগজে আমার নাম এসেছে। টেলিভিশনে
>>  আমাকে প্রায়ই দেখিয়েছে। পাবনা থেকে দেখে আমার ছোট বোন ফোনে বলেছে, আপু
>> তোকে
>> দেখা গিয়েছে। কয়েকবার। তুই খুব মাতিয়ে রেখেছিস। আমার মাও প্রশংসা করেছেন
>> দেখে। কেন করবেন না? নিজের মেয়ের খ্যাতিতে কোন মা গর্ব অনুভব করে না? বাবা?
>> না, তিনি কিছু বলেননি। বেতো রুগি, বিছানায় শুয়ে থাকেন সব সময়। শুনেছি,
>> ছোট
>> বোনকে বলেছেন, ও ঢাকা গেল পড়াশোনা করতে। এখন মিছিল-মিটিং আর মানববন্ধন করে
>>  সময় নষ্ট করছে। ওর পড়াশোনার কী হবে? জমির ভাই তো পড়ার কথা বলেই ওকে
>> নিয়ে
>> গেলেন ঢাকায়। এখন এসব কী হচ্ছে? ওর ভবিষ্যৎ আমার চোখের সামনে নষ্ট হয়ে
>> যাচ্ছে।
>> জমির ভাই, মানে আমার বাবার অনাত্মীয় জমির সাহেবকে জানেন স্যার? আমরা তাকে
>> চাচা
>> বলি। তিনি একজন রাজনৈতিক নেতা, মফস্বল শহর পাবনা থেকে শুরু করেছিলেন
>> রাজনীতি,
>> আস্তে আস্তে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঢাকায় পৌঁছেছেন।
>>  বাবার সঙ্গে জানাশোনা অনেক দিন থেকে। আগে প্রায় প্রতিদিন আসতেন, ঢাকায়
>> আসার
>> পর যান মাঝেমধ্যে। একদিন আমাদের বাসায় এসে বললেন, তোমার বড় মেয়েটা বেশ
>> চটপটে
>> আছে। ওকে ঢাকায় পাঠাও। মফস্বলে থেকে কত দূর আর যেতে পারবে? এখানে কি-ই বা
>> সুযোগ রয়েছে? এখন সবই তো ঢাকায়।
>>
>> ঢাকায় গিয়ে কী করবে সীমা? ওর তো গ্র্যাজুয়েশনও হয়নি। বাবা বলেছিলেন।
>> শুনে জমির চাচা উত্তর দিয়েছিলেন, কেন?
>>  ঢাকাতেই গ্র্যাজুয়েশন করবে। সেই ব্যবস্থা করে দেব আমি। কলেজ
>> ম্যানেজমেন্টের
>> সঙ্গে জানাশোনা আছে। বললেই অ্যাডমিশন হয়ে যাবে। হোস্টেলেও জায়গা পেতে
>> অসুবিধা
>> হবে না। সবই তো রাজনৈতিক দলের কন্ট্রোলে, যখন যারা ক্ষমতায় থাকে, তাদের।
>> এখন
>> আমরা আছি, সব সিদ্ধান্ত আমরাই নিই। কে অ্যাডমিশন পাবে, কার জন্য সিট খালি
>> করাতে
>> হবে—এ সবই আমাদের আওতায়। বুঝলেন না, একটা সিস্টেম তৈরি হয়ে
>>  গিয়েছে। বেশ সুন্দর চলছে। কেউ বাদ সাধছে না, কোনো হট্টগোল নেই। সবাই পাবে
>> এই
>> সুযোগ, পালা করে। বেশ গণতান্ত্রিক এই ব্যবস্থা। তা ছাড়া দলের কেউ না হলেও
>> এসব
>> সুযোগ পাওয়া যায়। একটু খরচ করতে হয় আর কি। সে যাই হোক, আপনার মেয়েটার
>> দায়িত্ব আমি নিলাম। ও ঢাকায় যাবে, কলেজে ভর্তি হবে, হোস্টেলে থাকবে।
>> পড়াশোনা
>> করবে। মাঝেমধ্যে আমাদের পার্টি অফিসে এসে এটা-ওটা নিয়ে কাজ করে সাহায্য
>>  করবে।
>> কী কাজ করবে? কী নিয়ে সাহায্য করতে হবে সীমাকে? বাবার স্বরে উদ্বেগ ও
>> ব্যাকুলতা।
>> তেমন কিছু না। ধরেন নেতার জন্য বক্তৃতা লেখা, প্যামফ্লেট তৈরি, প্রচার
>> পুস্তিকা
>> লেখা, ব্যানারের স্লোগান—এই সব আরকি। বড় ধরনের কোনো কাজ না, জটিলও না। খুব
>> বেশি সময় দিতে হবে না তাকে। পড়াশোনার কোনো ক্ষতি হবে না।
>>
>> বাবা শুনে আমার দিকে তাকিয়েছেন। মাথা নেড়ে বলেছেন, ও অমন কাজ আগে কখনো
>>  করেনি। পারবে না। তা ছাড়া ওই সব নিয়ে থাকলে পড়াশোনা লাটে উঠবে।
>> জমির চাচা আশ্বাস দিয়ে বললেন, কাজগুলো সব সোজা। লেখালেখি, তা-ও বাংলায়।
>> ছোট
>> ছোট আকারে। তাতে সময় বেশি লাগবে না। আর পড়াশোনার সময় তো সে এসব কাজ করবে
>> না,
>> অবসরে করবে। সন্ধ্যার পর। কখনো রাতে।
>>
>> সন্ধ্যার পর, রাতে? বাবা খুব চিন্তিত হয়ে তাকিয়েছেন জমির চাচার দিকে।
>> বলেছেন
>> মাথা দুলিয়ে কাঁপা গলায়, শুনেছি,
>>  সন্ধ্যার পর ঢাকার রাস্তাঘাট নিরাপদ না। গুন্ডা-বদমাশ ঘুরে বেড়ায়।
>> ইভটিজার
>> পিছু নেয়।
>> আরে না। ওসব বাড়িয়ে বলে লোকে। ঢাকা রাজধানী, সেখানে আইনশৃঙ্খলা থাকবে না
>> তো
>> থাকবে কোথায়? অন্য সব মেয়ে থাকছে না ঢাকায়? কাজ করছে না, ঘোরাঘুরি করছে
>> না?
>> মজার ব্যাপার কি জানেন?
>>
>> কী? বাবার চোখে একরাশ কৌতূহল এবং পুরোনো প্রশ্ন।
>> ঢাকায় মফস্বলের মেয়েরাই বেশি ফ্রি, বেশি দুরন্ত, বেশ সাহসী।
>>  ওরা কাউকে পরোয়া করে না। সব পার্টিতেই তারা আছে। টেলিভিশনে দেখেন না,
>> মিছিলের
>> সময় সামনে থেকে কেমন হাত তুলে জোরে জোরে স্লোগান দেয়। মফস্বলের মেয়েরাই
>> ঢাকায় আন্দোলন জমিয়ে রাখে। বলতে গেলে ওরাই আসল কর্মী দল। ছেলেগুলো
>> ফাঁকিবাজ।
>> তারা মেয়েদের দিয়েই সব কাজ করিয়ে নিতে চায়। শুধু বাহবা আর টাকা নেওয়ার
>> সময় সামনে থাকে। সব কাজের ক্রেডিট নেয়। জমির চাচা অনেকক্ষণ কথা বলে
>>  থামেন।
>> স্যার, কিছুই জানা ছিল না আমার, মফস্বলের মানুষ, তা-ও আবার মেয়ে। অল্প
>> সময়ে
>> অনেক কিছু শিখলাম। হয়তো আরও শেখার আছে। মেয়েদের সারা জীবনটাই জানার।
>> ছাত্রী
>> হয়েই থাকতে হয় সবকিছু জানার জন্য। অ্যাপ্রেন্টিস বলে না? আমরা হলাম তাই।
>> কিন্তু আমি আর পারছি না স্যার। আমার একটা চাকরি দরকার। ভদ্রলোকের,
>> ভদ্রমেয়ের
>> মতো চাকরি। আপনি দিতে পারেন। আপনার তো সেই সুযোগ রয়েছে। আমার
>>  বেশি কিছু দেওয়ার নেই, সবই তো দেখতে পাচ্ছেন। প্রায় দেউলে হয়ে গিয়েছে
>> শরীর
>> আর মন। দেওয়ার মতো কিছু হয়তো একসময় ছিল, এখন তেমন কিছু নেই। মিথ্যে বলব
>> কেন।
>> আপনি অভিজ্ঞ লোক। সেলিব্রিটি।
>> তিনি বিরক্ত হয়ে বলেন, তোমার একটা দোষ আছে। তুমি বেশি কথা বল।
>>
>> মেয়েটি শুনে মিইয়ে যায়। তারপর বলে, জমির চাচা কোথায়? আছেন, তিনি তার
>> জায়গাতেই আছেন, দলের কাজ করছেন উঠে-পড়ে, দলে আরও কিছুটা
>>  ওপরে উঠতে পেরেছেন। অনেক ফন্দিফিকির জানেন তিনি। কী করে ডিঙিয়ে যেতে হয়,
>> ওপরের মানুষকে তুষ্ট করতে হয়, সব জানা আছে তার। তিনি আরও ওপরে উঠবেন।
>> আমি? না, আমার পক্ষে ওপরে ওঠা সম্ভব হবে না। যেটুকু উঠেছি, ওই পর্যন্ত।
>> মানববন্ধন করি, মিছিলে যাই, মঞ্চ তৈরি করে তার ওপরে উঠে গলা ফাটিয়ে স্লোগান
>> দিই। টেলিভিশনে দেখায়। কাগজে নাম ছাপা হয়। পাবনা থেকে ছোট বোন প্রশংসা করে
>> ফোনে জানায়।
>>  মা-ও খুশি, তার মেয়েকে টেলিভিশনে দেখা যাচ্ছে, সবাই তার কথা বলছে। মা
>> আমাকে
>> নিয়ে গর্ব করেন বলে শুনেছি।
>> পড়াশোনা? হ্যাঁ, জমির চাচা তাঁর কথা রেখেছিলেন। কলেজে অ্যাডমিশন হয়েছে।
>> হোস্টেলে শেয়ারে সিট পেয়েছি, মানে দুজনে একসঙ্গে থাকতে হয়। ক্লাস বেশি
>> হয়
>> না, প্রায়ই বন্ধ থাকে। আমরাও ফুরসত পাই না। হরতাল, মিটিং, মিছিল। মঞ্চে উঠে
>> স্লোগান দেওয়া। এতে অনেক সময় চলে যায়। তবে
>>  কলেজে নামটা আছে খাতায়। হোস্টেলে সিটটা আছে এখনো। কেউ আপত্তি করে না, কেন
>> করবে? প্রায় সবাই তো আমার মতো অবস্থার। কারও অনুগ্রহে অ্যাডমিশন আর সিট
>> পাওয়া। সন্ধ্যার পর পড়াশোনা? না, সেটা প্রায় কারোরই হয় না। সবাই কিছু না
>> কিছু নিয়ে ব্যস্ত, টাকার ধান্দায় ঘোরে। আমি পার্টি অফিসে যাই। কখনো একা,
>> কখনো
>> ছাত্রনেতাদের সঙ্গে। জমির ভাইয়ের অফিসে বসে বক্তৃতা লিখি, কখনো লিফলেট।
>>  কম্পিউটারে প্রিন্ট আউট বের করে দেখাই। তিনি প্রুফ দেখে দেন। আবার টাইপ
>> করি।
>> এসব কাজ ছেলেরা করতে চায় না। তারা মারধর, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর—এসব
>> নিয়ে ব্যস্ত থাকে। কাজ শেষ হলে আড্ডা দেয়, ড্রিংক করে একসঙ্গে বসে।
>> ড্রিংক? না, না। চা-টা না। অ্যালকোহল। হুইসকি। বিয়ার। আমাকেও খেতে হয়েছে
>> পাল্লায় পড়ে। ওদের সঙ্গে থাকতে হলে তাদের সমর্থন পাওয়ার জন্য নানাভাবে
>> সঙ্গ
>>  দিতে হয়। এড়ানোর উপায় নেই। ওরা নেতাদের কাছে নালিশ করলে আমাদের ভাতা
>> বন্ধ।
>> দেড় হাজার টাকা ভাতা পাই আমি অফিস থেকে, তাই দিয়ে কলেজে পড়া, হোস্টেলে
>> থাকা।
>> খুব মূল্যবান সেই ভাতা। বোকামি করে হারাতে পারি না। তাহলে যে পথে বসব।
>>
>> জমির ভাইকে বলোনি কেন এসব? কী যে বলেন! তিনি কি ধোয়া তুলসি পাতা? তিনিও
>> ড্রিংক
>> করেন। রাতে কাজ শেষ হয়ে গেলে অফিসে বসেই করেন। আমাকেও খেতে হয়েছে তার
>>  সঙ্গে। আদর করে জড়ানো গলায় বলেছেন, খাও, খাও। ভালো জিনিস। স্বাস্থ্য ভালো
>> থাকে। এনার্জি বাড়ায়। এত পরিশ্রম করার পর দরকার আছে এটার। সাহেবরা তো
>> খারাপ
>> জিনিস তৈরি করেনি। অল্প অল্প খাও, তাহলে বেসামাল হবে না। একটু সামলে চলতে
>> হবে,
>> হাজার হোক এটা পার্টি অফিস। বেসামাল হতে চাও তো আমার বাসায় এসো। তোমার
>> ভাবি?
>> আরে সে থাকলে তো! কেউ নেই, বাসা খালি। মারা গিয়েছে? না, মারা যাবে কেন?
>>  মেয়েরা অত তাড়াতাড়ি মরে না। এই ঝগড়া করে চলে গেল আরকি। বলল, রাজনৈতিক
>> নেতার সঙ্গে ঘর করা পোষাবে না তার। কয়েক বছর একসঙ্গে থাকার পর এই কথা বলা।
>> এত
>> দিন যখন সহ্য করতে পেরেছে, তখন বাকিটাও পারত। কোনো মানে হয় হঠাৎ করে এসব
>> কথা
>> বলার? যারা দেশের জন্য খাটছে দিন-রাত, তাদের কিছু খামখেয়ালি, নিয়ম ভেঙে
>> চলা—এসব সহ্য করতে না পারলে চলবে কেন? শুনল না মেয়ে মানুষটা। চলে গেল। যাক
>> গে।
>> বেশ
>>  আছি। হাত-পা ঝাড়া। চাকর আছে, রাঁধুনি আছে বাসায়। খাওয়া-দাওয়ার অসুবিধা
>> হচ্ছে না, ঘুমোবার সময় বেশ ঘুমোচ্ছি। হ্যাঁ, তোমার যখন খুশি যেতে পারো।
>> ওদের
>> বললেই তোমাকে খেতে দেবে। দোকানে দোকানে সব সময় খাওয়া ভালো না লাগারই কথা।
>> সেই
>> তো বিরিয়ানি, নয়তো পরোটা-গোশত। কত দিনের পুরোনো কে জানে। স্বাদ বদলের জন্য
>> এসো আমার বাড়ি মাঝে মাঝে। যখন খুশি। আমি বলে রাখব। জমির চাচা বললেও আমি
>>  সঙ্গে সঙ্গে তার বাসায় যাইনি। আমার মনে বেশ সন্দেহ জমেছিল। আস্তে আস্তে
>> লোকটার চেহারা খুলে যাচ্ছিল আমার সামনে।
>> জমির চাচা নিজেই একদিন নিয়ে গেলেন তার বাসায়। প্রায় জোর করেই ড্রিংক
>> করালেন
>> ড্রয়িংরুমে বসে। সেদিন বেশিই খাওয়া হয়ে গিয়েছিল, তারই চাপে। ড্রিংকের পর
>> পোলাও-কোর্মা খাওয়া হলো। খুব ফুর্তি লাগছিল। অমন মজা করে খাইনি অনেক দিন।
>> তিনি
>> যখন অনেক রাতে বললেন, দেরি
>>  হয়ে গিয়েছে। এখন হোস্টেলে যাওয়া ঠিক হবে না। থেকে যাও এখানে।
>> তাঁকে বেশি করে বলতে হলো না। থেকে গেলাম প্রায় স্বেচ্ছায়। সেই শুরু। তারপর
>> বেশ কয়েক দিন হয়েছে অমন, একসঙ্গে ড্রিংক করা, খাওয়া আর ঘুমানো। দলের
>> ছেলেরা
>> তো বোকা না, টের পেয়ে গিয়েছে। ঠাট্টা করেছে, মিসট্রেস বলে। গায়ে মাখিনি।
>> এমন
>> ভাব করেছি, যেন শুনতেই পাইনি। ওরা ঠাট্টা করা বন্ধ করেনি।
>>
>> জমির চাচাকে কেন
>>  বলিনি ওদের কথা? এই জন্য বলিনি যে জমির চাচা ওদের কিছু বলবেন না। তাদের
>> নিয়ে
>> কাজ করতে হয় তাকে।
>> তিনি রাস্তার দিকে তাকিয়ে আছেন, অনেক জায়গাজুড়ে মঞ্চ। রাস্তায়, ফুটপাতে
>> মানুষের ভিড়। অল্প বয়সের ছেলেমেয়েই বেশি। স্লোগান উঠছে থেকে থেকে, কোলাহল
>> বাড়ছে। তিনি সীমার দিকে তাকিয়ে বললেন, তুমি মঞ্চে যাবে না আজ? স্লোগান
>> দিতে?
>>
>> না। ছাত্রনেতারা পলিটিকস করছে আমার সঙ্গে। বলছে,
>>  তাদের খাদ্য হতে হবে। শুধু জমির চাচার একার খাদ্য হলে চলবে না। রাতের বেলা
>> মঞ্চের আশপাশে তাদের সঙ্গেও শুতে হবে। তাহলেই হাতে মাইক্রোফোন দেবে, নচেৎ
>> নয়।
>> শুনে তিনি অবিশ্বাসের চোখে তার দিকে তাকান। রাস্তার স্লোগান ক্রমেই জোরালো
>> হয়।
>> তিনি সীমা নামের মেয়েটিকে বলেন, মাইক্রোফোন ওরা কন্ট্রোল করে? ওরাই ঠিক করে
>> কে
>> কখন স্লোগান দেবে?
>>
>> তা নয় তো কী? ওরাই তো মঞ্চের নেতা। ওদের কথা
>>  যারা মানবে না, তারা হাতে মাইক্রোফোন পাবে না। গলা যত সুন্দরই হোক। আমার
>> মতো
>> ভরাট গলা হলেও চান্স পাবে না। মেয়েটি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, শুনবেন
>> স্যার? একটা স্লোগান দেব? আমার ভরাট গলায়?
>> না, না। দরকার নেই। এমনিতেই বুঝতে পারছি তোমার গলা বেশ ভরাট। রেডিও, টিভি
>> অ্যানাউন্সারদের মতো, নিউজ রিডারের মতো।
>>
>> মেয়েটি খুব খুশি হয় শুনে। হাসিমুখে বলে, সত্যি বলছেন স্যার? টিভি
>>  অ্যানাউন্সার, নিউজ রিডারের মতো? বলতে বলতে মেয়েটির চোখ ভিজে এল। ধরা
>> গলায়
>> বলল, আমার মতো অধঃপতিত মেয়ের ভাগ্যে কি তা হবে কখনো? হতে পারত যদি খারাপ
>> হয়ে
>> না যেতাম। ভালো পথে চলতাম। ভালো লোকের সঙ্গে মিশতাম। কিন্তু তা কী করে
>> সম্ভব?
>> আমার মতো অবস্থার একটা মেয়ে ভালো পথে কী করে চলবে? ভালো মানুষের সঙ্গ সে
>> কোথায় পাবে? হাজার চেষ্টা করলেও তা হবে না। পাবনা থেকে ঢাকা অনেক দূরের পথ।
>> আমি
>>  তো জানি পথের বাধাগুলো কোথায় কোথায় দাঁড়িয়ে। না, অত বড় কিছুর কথা
>> ভাবতে
>> পারি না আমি এখন। ছোটখাটো একটা চাকরি পেলেই বর্তে যাব। যেকোনো কাজ, যা
>> ভদ্রভাবে
>> চলতে দেবে, সুন্দরভাবে থাকতে দেবে। আচ্ছা স্যার, আপনার টেলিভিশন চ্যানেলে
>> লেখাটেখার কোনো কাজ নেই? আমি খুব ভালো বাংলা লিখি। কবি শামসুর রাহমানের ওপর
>> লেখা আমার কয়েকটা প্রবন্ধ আছে। অনেকে প্রশংসা করেছিল। আরও কয়েকটা লিখে
>>  একটা বই বের করব ভেবেছিলাম। কিন্তু সময় হলো না। ইচ্ছেটা এখনো আছে।
>> জমির চাচাকে বলব? তিনি উড়িয়ে দেবেন কথাটা। বলবেন, কবি-টবিদের ওপরে বই লিখে
>> কী
>> হবে? তার চেয়ে আমাদের দলের ওপর লেখো। দলের নেতাদের ওপর লেখো। তারপর একটু
>> থেমে
>> বলেছেন, তোমার অসুবিধা কোথায়? এই সব কথা তোমার মাথায় ঢোকে কেন? মাসে তিন
>> হাজার টাকা পাচ্ছ। সেই টাকায় কলেজের ফি, হোস্টেলের খরচ দিচ্ছ। এই বয়সে এর
>> চেয়ে
>>  ভালো চাকরি আর কী হতে পারে? তাও আবার পার্টটাইম। পরীক্ষায় পাস করার পর
>> বেশি
>> বেতনে চাকরি পেয়ে যাবে, তখন তুমি শুধু শামসুর রাহমান কেন, সব কবিদের নিয়ে
>> লিখবে। এখন তোমাকে আমার অফিসের কাজের জন্য বেশি দরকার। ছাত্রনেতারা
>> হাসি-ঠাট্টা
>> করে? তা একসঙ্গে করলে বন্ধুরা অমন করবেই, গায়ে না মাখালেই হলো অথবা হেসে
>> উড়িয়ে দেবে। আর শোনো, আমাকে না বলে ছাত্রনেতাদের সম্পর্কে কিছুই বলতে যাবে
>>  না। ওরা রেগে গেলে সবকিছু করতে পারে। দল ভেঙে অন্য কোথাও যাওয়ারও চেষ্টা
>> কোরো
>> না। দলের ছেলেরা সেটা সহ্য করবে না। ওরা সাংঘাতিক কিছু করে ফেলবে। দলের
>> ছেলেমেয়েদের দলে রাখা তাদের জন্য একটা প্রেসটিজের ব্যাপার। ইচ্ছে করলেই
>> কাউকে
>> চলে যেতে দেওয়া যায় না। ঢোকা সহজ, বেরোনো কঠিন। বুঝলে? মাথা ঠিক রেখে কাজ
>> করো। সমস্যা হলেই আমার কাছে চলে আসবে, খোলাখুলি সব বলবে।
>>
>> জমির সাহেব মঞ্চের
>>  ছেলেদের বলছেন না কেন তোমাকে মাইক্রোফোন দেওয়ার জন্য? তিনি মেয়েটিকে
>> জিজ্ঞাসা করেন।
>> বলছেন না এই জন্য যে তিনি তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না। তা ছাড়া
>> ব্যাপারটা নাটকের মতো। পেছন থেকে প্রম্পটার যা বলছে, তাই নিয়ে স্লোগান
>> হচ্ছে,
>> সে অনুযায়ী সবকিছু চলছে। বাইরে থেকে কিছু বোঝা যায় না। জমির চাচা মঞ্চের
>> পেছন
>> থেকে সামনে আসতে যাবেন কেন? তিনি এবং তার বন্ধুরা টাকা
>>  দিয়ে যাচ্ছেন, খাওয়ার প্যাকেট পাঠাচ্ছেন। মঞ্চ চালু থাকছে, মিছিল বের
>> হচ্ছে।
>> ব্যস, এতেই তারা সন্তুষ্ট। একটা মেয়ের জন্য তিনি কিংবা তার সহকর্মীরা
>> ছাত্রনেতাদের খেপাতে যাবেন কেন? নিজের দুর্বলতা থাকলে এমনই হয়। না, জমির
>> চাচাকে বলে কিছু হবে না। সে আমার জানা আছে। হাতে মাইক্রোফোন পাওয়ার একটাই
>> উপায়। ছাত্রনেতাদের কথা শুনতে হবে। সোজা কথায়, তাদের খাদ্য হতে হবে। হ্যাঁ
>>  স্যার, আমার মতো মেয়েরা সবাই খাদ্য। তারা মেনে নিয়েছে, ইচ্ছায় এবং
>> অনিচ্ছায়। কী করবে? বাবার এত টাকা নেই যে তার খরচে ঢাকায় থাকবে। চাচা নেই,
>> মামা নেই যে সাহায্য করতে পারেন। একমাত্র জমির চাচারা আছেন। তারা আগ
>> বাড়িয়ে
>> সাহায্য করতে আসেন। বড় মিষ্টি তাদের ব্যবহার। প্রায় অপত্যস্নেহে তাঁরা
>> সঙ্গে
>> নিয়ে ঘোরেন।
>>
>> মেয়েটি প্রসঙ্গ বদলায়। বলে, আপনাকে টেলিভিশনে দেখেছি,
>>  টকশোতে আপনার কথা শুনেছি। আপনাকে অন্য রকম মনে হয়েছে। মানে অন্য পুরুষদের
>> মতো
>> না। আমার ভুলও হতে পারে। কিন্তু সত্যিই আপনাকে দেখে আমার এমন মনে হয়েছে। তা
>> স্যার, পারবেন আমার জন্য কিছু করতে? বড় কিছু না। মঞ্চের আড়ালেই থাকব,
>> লেখালেখি কিছু থাকলে করে দেব। টেলিভিশনেও লেখার কাজ নিশ্চয়ই আছে?
>>
>> এই বইটা থেকে পড়ব? কতটুকু? এক প্যারা? বেশ পড়ছি। বলে মেয়েটি পড়তে থাকে
>> এক
>> মনে। পড়া
>>  শেষ হলে সে তাকে বলে, ক্যামন হলো স্যার? স্লোগান দিয়ে দিয়ে গলাটা ভেঙে
>> গিয়েছে। নরমাল হলে আর একটু ভালো হতো। তা লেখালেখির কাজের জন্য তো গলার
>> স্বরের
>> দরকার নেই। আমার লেখা প্রবন্ধগুলো আপনাকে দেব। কবি শামসুর রাহমানের ওপর লেখা
>> প্রবন্ধ। আমার খুব প্রিয় কবি ছিলেন। 'স্বাধীনতা তুমি' কবিতাটি পড়লেই আমার
>> গায়ের রোমকূপ দাঁড়িয়ে যায়। আমি প্রবন্ধগুলো আপনার অফিসে গিয়ে দিয়ে
>>  আসব। আপনার কাছে পৌঁছাবে কি না কে জানে। কত রকমের সিকিউরিটি আপনাদের অফিসে।
>> তবু আমি দিয়ে আসব।
>> তিনি পকেট থেকে মোবাইল বের করে চোখের সামনে নিয়ে একটা নম্বরে টিপ দিলেন।
>> তারপর
>> ওপাশে কণ্ঠস্বর শোনা যেতেই তিনি বললেন, একটা মেয়ে যাবে অফিসে। নাম সীমা। ওর
>> একটা অডিশন নেবে। হ্যাঁ, সে একটা কিছু পড়ে যাবে, যা তোমরা তাকে দেবে। শোনার
>> পর
>> নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর আমাকে তোমাদের
>>  মত দেবে। হ্যাঁ, আমিও শুনব তার রেকর্ড করা অডিশন।
>> স্যার, আমি টেলিভিশনে অডিশন দেব? সত্যি বলছেন? না, না ঠাট্টা করবেন না আমার
>> সঙ্গে। আমি এর মধ্যেই জীবনে অনেক কষ্ট পেয়েছি। আর বাড়াতে চাই নে কষ্টের
>> বোঝা।
>> স্যার, চাকরি না দেন, আমার সঙ্গে ঠাট্টা করবেন না। আমি মফস্বলের সামান্য
>> একজন
>> মেয়ে, তার ওপর আবার অধঃপতিত। পড়ে গেলে নাকি ওঠা কঠিন। আমি একটু দেখতে চাই,
>> পড়ে গেলেও ওঠা যায় কি না,
>>  তার জন্য ছোট একটা সুযোগ দেন শুধু।
>> তিনি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি খুব বেশি কথা বল।
>> শাহবাগ চত্বর লোকে লোকারণ্য। সব বয়সের মানুষ নর-নারীতে ভরে গিয়েছে সব
>> রাস্তা,
>> ফুটপাত। সবাই ব্যগ্র হয়ে তাকিয়ে আছে দক্ষিণের দিকে, যেখানে জাতীয় জাদুঘর,
>> পাবলিক লাইব্রেরি আর তারপর আর্ট ইনস্টিটিউট। হকাররা ভিড়ের মধ্যে নানা ধরনের
>> জিনিস বিক্রি করছে। খেলনা, খাবার জিনিস—সবই। লাল
>>  আর সাদা হাওয়াই মিঠাইয়ের পেজা তুলার মতো ফাঁপানো শরীর প্লাস্টিকের ভেতর
>> থেকে
>> বেরিয়ে আসতে চাইছে। বাবার কাঁধে চড়ে একটা শিশু হাওয়াই মিঠাই খাচ্ছে,
>> কাঁধে
>> চড়েই কেউ বাতাসে খেলনা নাড়ছে। বাঁশি বাজাচ্ছে এক হকার, গলায় ঝোলানো
>> ঝোলায়
>> বিক্রির বাঁশি। শুকনো মিষ্টি বিক্রি করছে ঠেলাওয়ালা। বাতাসে ভাজা-পোড়ার
>> গন্ধ।
>> শিশুপার্কের সামনে এক চিলতে জায়গায় ফকির আলমগীর তাঁর দল
>>  নিয়ে লালনসংগীত গাইছেন ফিউশন সুরে।
>> একটু পরে আর্ট ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হলো। সঙ্গে সঙ্গে
>> ভিড়ের
>> মধ্যে ঢেউয়ের মতো একটা চঞ্চলতা আছড়ে পড়ল। পেপিয়ার-ম্যাশে তৈরি মস্ত বড়
>> বাঘ, প্যাঁচা, ময়ূর মাথার ওপরে তুলে এগিয়ে আসছে শোভাযাত্রার ছেলেমেয়েরা।
>> উত্তেজনায় ফেটে পড়ছে যেন, চঞ্চল হয়ে উঠেছে ভিড়ের মানুষ। গরমে ঘামছে
>> সবাই,
>> লাল হয়ে এসেছে মুখ। ধুলো উড়ছে,
>>  বাতাসে রোদের ঝাঁজ।
>> মেয়েটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে বলছে, 'নতুন
>> বর্ষকে
>> স্বাগত জানিয়ে এগিয়ে আসছে মঙ্গল শোভাযাত্রা। এতক্ষণ যারা অধীর প্রতীক্ষায়
>> ছিল, হাজার হাজার সেই সব নর-নারী শিশু-কিশোরের প্রতীক্ষা শেষ হলো। গান শোনা
>> যাচ্ছে, এসো হে বৈশাখ, এসো এসো।' বলতে বলতে মেয়েটির স্বর ক্রমেই উঁচু হলো।
>> এত
>> কোলাহল, গানের চড়া সুর, তার ভেতরে মেয়েটির
>>  কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। সে পরেছে লাল পেড়ে সাদা সুতির একটা শাড়ি।
>> তার
>> এক হাতে ছোট গাঁদা ফুলের মালা বালার মতো জড়িয়ে।
>>
>>
>>
>>
>
>
> --
> ----------  ---    Please ignore or spam if feel unwanted  -------------
>
> -----------------ভালো না লাগলে আমার ঠিকানাটি spam করে দিন -------
>
> *আমার তথ্যসহ ফাইল দেখতে এখানে মাউস ক্লিক করুন CLICK HERE TO SEE MY PUBLIC
> FILES* <http://sites.google.com/site/akhtarudduza>
>
>
> thanks and best regards
> Engr Akhtarudduza
>


--
----------  ---    Please ignore or spam if feel unwanted  -------------

-----------------ভালো না লাগলে আমার ঠিকানাটি spam করে দিন -------

*আমার তথ্যসহ ফাইল দেখতে এখানে মাউস ক্লিক করুন CLICK HERE TO SEE MY PUBLIC
FILES* <http://sites.google.com/site/akhtarudduza>


thanks and best regards
Engr Akhtarudduza



[chottala.com] Re: [Ovimot] Re: We want Dr. Muhammad Yunus as the next President of B angladesh ( R e: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(& #2489;া& #2478;িদ 70;ল নির& #2474;ে& #2453;্ষ &# 2472;ন, সং 453;ট 476;াড়ব ;ে: মোশ ;ার ;রফ) Dr. MUsha rraf Hossain)



Now that Hasina government nominated their party collegue Abdul Hamid as next President of BD. There is no hope for Dr. MOhammad Yunus
now. We should abandon the plan for Dr. Yunus President but still plan for him to become next chief of care taker government to conduct  free and fair election.

---------- Original Message ----------
From: "Dr. Em Pannah" <epannah@yahoo.com>
To: "Bangladesh-Zindabad@yahoogroups.com" <Bangladesh-Zindabad@yahoogroups.com>,  "baaiwdc_comm@yahoogroups.com" <baaiwdc_comm@yahoogroups.com>,  "ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>,  "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>
Cc: "akramulqader@gmail.com" <akramulqader@gmail.com>,  "anis.ahmed@netzero.net" <anis.ahmed@netzero.net>,  "aahmed@voanews.com" <aahmed@voanews.com>,  "friendsnfamilys@yahoogroups.com" <friendsnfamilys@yahoogroups.com>,  "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>,  "nazrulic@gmail.com" <nazrulic@gmail.com>,  "muhanazm@yahoo.com" <muhanazm@yahoo.com>,  "mohammedjubair@hotmail.com" <mohammedjubair@hotmail.com>,  "syed.aslam3@gmail.com" <syed.aslam3@gmail.com>,  "malamgir1@aol.com" <malamgir1@aol.com>,  "baainews@yahoogroups.com" <baainews@yahoogroups.com>,  "teambccdi@yahoo.com" <teambccdi@yahoo.com>,  "aabeag@yahoogroups.com" <aabeag@yahoogroups.com>,  "dhroopad@yahoogroups.com" <dhroopad@yahoogroups.com>,  "duafi@yahoogroups.com" <duafi@yahoogroups.com>,  "news4bangla@gmail.com" <news4bangla@gmail.com>,  "ektaracore@yahoogroups.com" <ektaracore@yahoogroups.com>,  "chottala@yahoogroups.com" <chottala@yahoogroups.com>,  "buetian_wdc@yahoogroups.com" <buetian_wdc@yahoogroups.com>,  "dc.drishtipat@gmail.com" <dc.drishtipat@gmail.com>,  "info@yunuscentre.org" <info@yunuscentre.org>, Em Pannah <epannah@yahoo.com>
Subject: [Ovimot] Re: We want Dr. Muhammad Yunus as the next President of Bangladesh ( R e: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(&#2489;&#2494;& #2478;&#2495;&#2470;  70;&#2482; &#2472;&#2495;&#2480;&#2474;&#2503;& #2453;&#2509;&#2487; &# 2472;&#2472;, &#2488;&#2434;&#2453;&#2463; &#2 476;&#2494;&#2524;&#2476; ;&#2503;: &#2478;&#2507;&#2486;&#2494;&#2480 ;&#2480;&#2475;) Dr. MUsha rraf Hossain)
Date: Sun, 21 Apr 2013 11:21:21 -0700 (PDT)

 

Dear Mr. Anwar,

Please use whatever influence you have to motivate the general people of Bangladesh, irrespective of their political and religious believes, to demand for Dr. Muhammad Yunus as the next president of Bangladesh. It will happen if everybody wants it. I expect that Dr. Muhammad Yunus will agree to it if everybody in Bangladesh wants him in that position - it will then become his obligation to serve the nation.
 
With best regards,
Em

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dr. Em Pannah
Doctor of Management (Cybersecurity, Privacy, and Identity Theft), MS, MSc., CISSP, CAP, CISM, NSA-IAM, NSA-IEM, Foundations of Cybersecurity
Cybersecurity Professional, Textbook Writer/Publisher, and Adjunct Assistant Professor in USA
Primary email: epannah@yahoo.com | Secondary email: em.pannah@faculty.umuc.edu
Primary phone: (443) 690-3955 | Secondary phone: (301) 358-9232
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 


From: Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
To: Bangladesh-Zindabad@yahoogroups.com; baaiwdc_comm@yahoogroups.com; ovimot@yahoogroups.com; epannah@yahoo.com; khabor@yahoogroups.com
Cc: Bangladesh-Zindabad@yahoogroups.com; ovimot@yahoogroups.com; akramulqader@gmail.com; anis.ahmed@netzero.net; aahmed@voanews.com; friendsnfamilys@yahoogroups.com; alapon@yahoogroups.com; nazrulic@gmail.com; muhanazm@yahoo.com; baaiwdc_comm@yahoogroups.com; mohammedjubair@hotmail.com; khabor@yahoogroups.com; syed.aslam3@gmail.com; malamgir1@aol.com; baainews@yahoogroups.com; teambccdi@yahoo.com; aabeag@yahoogroups.com; dhroopad@yahoogroups.com; duafi@yahoogroups.com; news4bangla@gmail.com; ektaracore@yahoogroups.com; chottala@yahoogroups.com; buetian_wdc@yahoogroups.com; dc.drishtipat@gmail.com
Sent: Sunday, April 21, 2013 2:03 PM
Subject: Re: We want Dr. Muhammad Yunus as the next President of Bangladesh ( R e: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(&#2489;&#2494;& #2478;&#2495;&#2470; 70;&#2482; &#2472;&#2495;&#2480;&#2474;&#2503;& #2453;&#2509;&#2487; &# 2472;&#2472;, &#2488;&#2434;&#2453;&#2463; &#2 476;&#2494;&#2524;&#2476; ;&#2503;: &#2478;&#2507;&#2486;&#2494;&#2480 ;&#2480;&#2475;) Dr. MUsha rraf Hossain)

 
Dr. Pannah,
 
I agree about Dr. Yunus's Presidency. The problem is will Hasina agree ?
She's the one who hates Dr. Yunus most.
Can she sacrifice Abdul Hamid and propose Dr. Yunus's name as President ?
BNP and other major parties won't disagree Dr. Yunus's President even the Worlds most powerful
democracy the United States of America and western World will appreciate it very much.
Your proposal was most timely and practical. If Dr. Yunus doesn't  agree to become a candidate, than Abdul Hamid could be second best choice.
If she(Hasina) does agree on Dr.Yunus's Presidency ,Bangladesh will be on right track  at least for the next 5 years who even can assure
free and fair election the most important problem facing the nation right now.
Thanks again.
 


---------- Original Message ----------
From: "Dr. Em Pannah" <epannah@yahoo.com>
To: "Bangladesh-Zindabad@yahoogroups.com" <Bangladesh-Zindabad@yahoogroups.com>,  "ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>
Cc: "akramulqader@gmail.com" <akramulqader@gmail.com>,  "anis.ahmed@netzero.net" <anis.ahmed@netzero.net>,  "aahmed@voanews.com" <aahmed@voanews.com>,  "friendsnfamilys@yahoogroups.com" <friendsnfamilys@yahoogroups.com>,  "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>,  "nazrulic@gmail.com" <nazrulic@gmail.com>,  "muhanazm@yahoo.com" <muhanazm@yahoo.com>,  "baaiwdc_comm@yahoogroups.com" <baaiwdc_comm@yahoogroups.com>,  "mohammedjubair@hotmail.com" <mohammedjubair@hotmail.com>,  "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>,  "syed.aslam3@gmail.com" <syed.aslam3@gmail.com>,  "malamgir1@aol.com" <malamgir1@aol.com>,  "baainews@yahoogroups.com" <baainews@yahoogroups.com>,  "teambccdi@yahoo.com" <teambccdi@yahoo.com>,  "aabeag@yahoogroups.com" <aabeag@yahoogroups.com>,  "dhroopad@yahoogroups.com" <dhroopad@yahoogroups.com>,  "duafi@yahoogroups.com" <duafi@yahoogroups.com>,  "news4bangla@gmail.com" <news4bangla@gmail.com>,  "ektaracore@yahoogroups.com" <ektaracore@yahoogroups.com>,  "chottala@yahoogroups.com" <chottala@yahoogroups.com>,  "buetian_wdc@yahoogroups.com" <buetian_wdc@yahoogroups.com>,  "dc.drishtipat@gmail.com" <dc.drishtipat@gmail.com>
Subject: We want Dr. Muhammad Yunus as the next President of Bangladesh ( Re: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(&#2489;&#2494;&#2478;&#2495;&#2470; &#24 70;&#2482; &#2472;&#2495;&#2480;&#2474;&#2503;&#2453;&#2509;&#2487; &# 2472;&#2472;, &#2488;&#2434;&#2453;&#2463; &#2476;&#2494;&#2524;&#2476 ;&#2503;: &#2478;&#2507;&#2486;&#2494;&#2480;&#2480;&#2475;) Dr. MUsha rraf Hossain)
Date: Sun, 21 Apr 2013 10:46:16 -0700 (PDT)

 
Dear Readers,
 
It is my request to all of you to please strongly demand and raise your voice to have Dr. Muhammad Yunus (the best of the bests - the pride of Bangladesh - one of the most honorable and known persons in the world now) as our next President of Bangladesh. All Bangladeshi people, no matter whatever their political or religious preferences are, need to let the world know that Bangladeshi people have the courage of honoring their national hero.
 
With best regards,
Muktijodha Em
arat Hossain Pannah
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dr. Em Pannah
Doctor of Management (Cybersecurity, Privacy, and Identity Theft), MS, MSc., CISSP, CAP, CISM, NSA-IAM, NSA-IEM, Foundations of Cybersecurity
Cybersecurity Professional, Textbook Writer/Publisher, and Adjunct Assistant Professor in USA
Primary email: epannah@yahoo.com | Secondary email: em.pannah@faculty.umuc.edu
Primary phone: (443) 690-3955 | Secondary phone: (301) 358-9232
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 


From: Dr. Em Pannah <epannah@yahoo.com>
To: "Bangladesh-Zindabad@yahoogroups.com" <Bangladesh-Zindabad@yahoogroups.com>; "ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>
Cc: "akramulqader@gmail.com" <akramulqader@gmail.com>; "anis.ahmed@netzero.net" <anis.ahmed@netzero.net>; "aahmed@voanews.com" <aahmed@voanews.com>; "friendsnfamilys@yahoogroups.com" <friendsnfamilys@yahoogroups.com>; "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>; "nazrulic@gmail.com" <nazrulic@gmail.com>; "muhanazm@yahoo.com" <muhanazm@yahoo.com>; "baaiwdc_comm@yahoogroups.com" <baaiwdc_comm@yahoogroups.com>; "mohammedjubair@hotmail.com" <mohammedjubair@hotmail.com>; "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>; "syed.aslam3@gmail.com" <syed.aslam3@gmail.com>; "malamgir1@aol.com" <malamgir1@aol.com>; "baainews@yahoogroups.com" <baainews@yahoogroups.com>; "teambccdi@yahoo.com" <teambccdi@yahoo.com>; "aabeag@yahoogroups.com" <aabeag@yahoogroups.com>; "dhroopad@yahoogroups.com" <dhroopad@yahoogroups.com>; "duafi@yahoogroups.com" <duafi@yahoogroups.com>; "news4bangla@gmail.com" <news4bangla@gmail.com>; "ektaracore@yahoogroups.com" <ektaracore@yahoogroups.com>; "chottala@yahoogroups.com" <chottala@yahoogroups.com>; "buetian_wdc@yahoogroups.com" <buetian_wdc@yahoogroups.com>; "dc.drishtipat@gmail.com" <dc.drishtipat@gmail.com>
Sent: Sunday, April 21, 2013 1:33 PM
Subject: Re: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(&#2489;&#2494;&#2478;&#2495;&#2470; &#24 70;&#2482; &#2472;&#2495;&#2480;&#2474;&#2503;&#2453;&#2509;&#2487; &# 2472;&#2472;, &#2488;&#2434;&#2453;&#2463; &#2476;&#2494;&#2524;&#2476 ;&#2503;: &#2478;&#2507;&#2486;&#2494;&#2480;&#2480;&#2475;) Dr. MUsha rraf Hossain

Dear Readers,
 
Please demand with me and raise your voice to have Dr. Muhammad Yunus (the best of the bests - the pride of Bangladesh) as our next President of Bangladesh. Please let the world know that we honor our national hero.
 
With best regards,
Muktijodha Em
arat Hossain Pannah
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dr. Em Pannah
Doctor of Management (Cybersecurity, Privacy, and Identity Theft), MS, MSc., CISSP, CAP, CISM, NSA-IAM, NSA-IEM, Foundations of Cybersecurity
Cybersecurity Professional, Textbook Writer/Publisher, and Adjunct Assistant Professor in USA
Primary email: epannah@yahoo.com | Secondary email: em.pannah@faculty.umuc.edu
Primary phone: (443) 690-3955 | Secondary phone: (301) 358-9232
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 


From: Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
To: ovimot@yahoogroups.com
Cc: akramulqader@gmail.com; anis.ahmed@netzero.net; aahmed@voanews.com; Bangladesh-Zindabad@yahoogroups.com; anis.ahmed@netzero.net; ovimot@yahoogroups.com; friendsnfamilys@yahoogroups.com; alapon@yahoogroups.com; nazrulic@gmail.com; muhanazm@yahoo.com; akramulqader@gmail.com; baaiwdc_comm@yahoogroups.com; mohammedjubair@hotmail.com; friendsnfamilys@yahoogroups.com; nazrulic@gmail.com; khabor@yahoogroups.com; syed.aslam3@gmail.com; ovimot@yahoogroups.com; malamgir1@aol.com; alapon@yahoogroups.com; baainews@yahoogroups.com; teambccdi@yahoo.com; aabeag@yahoogroups.com; dhroopad@yahoogroups.com; duafi@yahoogroups.com; news4bangla@gmail.com; ektaracore@yahoogroups.com; chottala@yahoogroups.com; buetian_wdc@yahoogroups.com; dc.drishtipat@gmail.com
Sent: Sunday, April 21, 2013 1:10 PM
Subject: [Bangladesh-Zindabad] Hamid isn't a neutral pertson(&#2489;&#2494;&#2478;&#2495;&#2470; &#24 70;&#2482; &#2472;&#2495;&#2480;&#2474;&#2503;&#2453;&#2509;&#2487; &# 2472;&#2472;, &#2488;&#2434;&#2453;&#2463; &#2476;&#2494;&#2524;&#2476 ;&#2503;: &#2478;&#2507;&#2486;&#2494;&#2480;&#2480;&#2475;) Dr. MUsha rraf Hossain

 
হামিদ দল নিরপেক্ষ নন, সংকট বাড়বে: মোশাররফ
২১ এপ্রিল,২০১৩
 
 
 
 
 
 
 
 
 
আরেফিন শাকিল
আরটিএনএন

ঢাকা: রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আবদুল হামিন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘স্পিকার হিসেবে আবদুল হামিদ নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। তিনি আসলে দল নিরপেক্ষ ব্যক্তি নন।’

আরটিএনএন- কে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ‘আবদুল হামিদের মতো দলীয় ব্যক্তির পক্ষে চলমান সংকট সমাধান করা সম্ভব নয়। তিনি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সমাধান করতে পারবেন, এ নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে।’

তবে তার দল বিএনপি প্রত্যাশা করেছিল, সংবিধানের নিয়ম অনুযায়ী দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দলীয় নয় বরং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অনেক ব্যক্তি বাংলাদেশে ছিলেন। তাদের নির্বাচিত করা হলে দেশ উপকৃত হতো।

মোশাররফ হোসেন আরও বলেন, ‘সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই আমরা রাষ্ট্রপতি নির্বাচন চাই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই সংবিধানের প্রতি সব সময় শ্রদ্ধাশীল।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দল নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, একথা আগেও বলেছি। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি অনেক ভূমিকা রাখতে পারতেন।’

অতীতের উদাহরণ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, ‘১৯৯৬ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার বিচারপতি শাহাবুউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিলেন। আর ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিলেন, যারা কেউই দলীয় লোক ছিলেন না।’

গত ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুবরণ করেন। এরপর থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ।
 


 


____________________________________________________________
How to Sleep Like a Rock
Obey this one natural trick to fall asleep and stay asleep all night.
peaklife.com




 


____________________________________________________________
How to Sleep Like a Rock
Obey this one natural trick to fall asleep and stay asleep all night.
peaklife.com


 



__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___