Banner Advertise

Wednesday, February 20, 2013

[chottala.com] নিজামী-মুজাহিদের বাড়ি 'দেশসেবার' পুরস্কারে!



নিজামী-মুজাহিদের বাড়ি 'দেশসেবার' পুরস্কারে!

বনানীতে নিজামীর বাড়ি, (ডানে) উত্তরায় মুজাহিদের বাড়ি।

†W¯‹ wi‡cvU© : 

দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে প্লট দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মুজাহিদকে উত্তরায় আর মতিউর রহমান নিজামীকে বনানীতে প্লট দেওয়া হয়। দুজনেরই প্লটের আয়তন পাঁচ কাঠা। 
রাজউকের নথি ঘেঁটে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদে ২০০৫ সালের ২৫ অক্টোবর রাজউকের ১৬২তম বোর্ড সভায় তাঁদের নামে প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের ১৬ মার্চ দুজনকেই বরাদ্দপত্র বুঝিয়ে দেয় রাজউক। 
রাজউক জানিয়েছে, ভূমি বরাদ্দ বিধিমালার ১৯৬৯ (সংশোধিত) ১৩/ক ধারাবলে তাঁদের প্লট দেওয়া হয়। এ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তি, যাঁর রাজধানীতে থাকার জায়গা নেই, তাঁকেই প্লট বরাদ্দ দেওয়া যেতে পারে। এ ছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এ ধারায় রাজউকের প্লট পাওয়ার যোগ্য। 
জানা গেছে, প্লট পাওয়ার সময় মতিউর রহমান নিজামী চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন বোর্ড সভায় তাঁর প্লট পাওয়ার যুক্তি হিসেবে মন্ত্রিত্বের বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে কথা বলার জন্য ইকবাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই সময় প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা রাজউকের বর্তমান প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সরকারের উপরমহল থেকে তাঁদের প্লট দিতে বলা হয়েছিল। আমাদের প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না। 
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা কালের কণ্ঠকে বলেন, 'যে ধারায় তাঁদের প্লট দেওয়া হয়েছে, তাতে ধারাটির অপব্যবহার হয়েছে। কিন্তু এখন আমরা স্বপ্রণোদিত হয়ে সেই প্লট বাতিলও করতে পারছি না। সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলে বাতিল করতে পারব। এর আগেও এভাবে বরাদ্দ দেওয়া প্লট বাতিলের নজির আছে এবং সেটা সরকারই করেছে। এবারও সরকার সিদ্ধান্ত দিলে আমরা বাতিল করতে প্রস্তুত।' 
রাজউক চেয়ারম্যান জানান, দেশের গুণী ও বিশিষ্ট ব্যক্তি যাঁদের ঢাকায় বাসস্থান নেই তাঁদের জন্য এই ধারাটি করা হয়েছিল। এই ধারা অনুসরণ করে সরকারি নির্দেশে রাজউক দেশের বিশিষ্ট ব্যক্তিকে প্লট দিয়ে থাকে। আবার এটা বাতিল করতেও সরকারের নির্দেশনা দরকার। 
জানা গেছে, ২০০৫ সালের মাঝামাঝি নিজামী ও মুজাহিদ প্লট পাওয়ার জন্য রাজউকে আবেদন করেন। আবেদনে তাঁরা উল্লেখ করেন, ঢাকায় বসবাসের মতো কোনো জমি তাঁদের নেই। নিজস্ব অর্থে থাকার মতো একটি ঘর তৈরির মতো আর্থিক অবস্থাও তাঁদের নেই। দেশের জন্য কাজ করতে গিয়ে তাঁদের এমন আর্থিক দৈন্যদশার সৃষ্টি হয়েছে। মাথা গোঁজার একটু ঠাঁই নির্মাণের জন্য তাঁদের প্লট বরাদ্দ দেওয়া হোক। এর মধ্যে নিজামী উল্লেখ করেন, ৪০ বছর ধরে ঢাকায় বসবাস করলেও তাঁর থাকার জায়গা নেই। 
এর পরই অতি দ্রুততায় রাজউক ওই আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয়ও তড়িঘড়ি সম্মতি দিলে প্লট বরাদ্দ দেওয়া হয়। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেওয়া হয় উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটটি। মতিউর রহমান নিজামীকে দেওয়া হয় বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর প্লট। 
গতকাল মতিউর রহমান নিজামীর প্লটে গিয়ে দেখা যায়, বনানী লেকের পাড়ে অবস্থিত ওই প্লটে আলিসান সাততলা একটি ভবন গড়ে উঠেছে। ঘিয়েরঙা বাড়িটির নাম দেওয়া হয়েছে 'মিশন নাহার'। সাততলায় রয়েছে একটি চিলেকোঠা।
স্থানীয়রা জানান, প্লটটি মিশন ডেভেলপারকে বাড়ি তৈরির জন্য দেন নিজামী। বিনিময়ে অর্ধেক ফ্লোর স্পেস পান তিনি। প্রতিটি তলায় রয়েছে ১৮১০ বর্গফুটের দুটি করে ফ্ল্যাট। নিচতলা গাড়ি পার্কিংয়ের গ্যারেজের জন্য খালি রাখা হয়েছে। ভবনের সঙ্গে লাগোয়া রয়েছে কয়েকটি ফুলের গাছ। এর পাশেই একটি টুলেট টাঙানো। 
ভবনের ম্যানেজার আবদুল হালিম কালের কণ্ঠকে বলেন, নিজামী সাহেবের পরিবার ছয়তলায় থাকেন। তাঁর ছেলে হাইকোর্টের আইনজীবী, তিনিই বর্তমানে আছেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সুযোগ দেননি। কালের কণ্ঠর পরিচয় পাওয়ার পর কথা বলতেও তিনি অস্বীকৃতি জানান। স্থানীয়রা জানান, এখানে প্রতিটি ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য কম করে হলেও দুই কোটি টাকা।
অন্যদিকে উত্তরায় মুজাহিদের বরাদ্দ পাওয়া প্লটে গিয়ে দেখা যায়, সেখানেও ছয়তলা ভবন হয়েছে। নাম দেওয়া হয়েছে 'মিশন তামান্না'। এ ক্ষেত্রেও ফ্লোর স্পেস ভাগাভাগির শর্তে একই ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন মুজাহিদ। ডেভেলপার প্রতিষ্ঠান মিশন ডেভেলপারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, নিচতলায় গাড়ি পার্কিংসহ অন্য পাঁচটি ফ্লোরে রয়েছে দুটি করে মোট ১০টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১৪৬২ বর্গফুট। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন মুজাহিদ সাহেব আর পাঁচটি মিশন ডেভেলপার।
ভবনের এক নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলে যাওয়ার আগ পর্যন্ত মুজাহিদ ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন। বর্তমানে তাঁর পরিবারের অন্য সদস্যরা আছেন। তাঁদের সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি মেলেনি। জানা গেছে, প্রতিটি ফ্ল্যাটের মূল্য হবে অন্তত এক কোটি টাকা।  Kv‡ji KÉ 


Kv‡ji KÉ 


Related:

wU‡bi Ni GLb †mLv‡b 8 Zjv feb, †mLv‡b 21Uv d¬¨vU


†W¯‹ wi‡cvU© t 15 eQi Av‡MI gMevRv‡ii KvwR Mwj‡Z wQj GKUv wU‡bi Ni| GLb †mLv‡b 8 Zvjv feb, †mLv‡b 21 Uv d¬¨vU| evwoi evwm›`v GK mg‡q iscy‡ii GKwU K‡j‡Ri c«fvlK wQ‡jb, hw`I †j‡Lb Aa¨vcK| Zvi †NvwlZ †Kv‡bv †ckv †bB| A_P Zvi bv‡g GLb 8 Zjv evwo|

wZwb wb‡R‡K mr †jvK e‡j `vwe K‡ib| Zvi `j mr †jv‡Ki kvmb Pvb| Bmjvg ewnf©~Z Rxeb Zv‡`i Rb¨ bq e‡j e³…Zv wee…wZ †`b| GB †jvKUvi bvg †Mvjvg Avhg| ejv nq Aa¨vcK †Mvjvg Avhg whwb GLb 71 G gvbeZvwe‡ivax Aciv‡ai Awf‡hv‡M wePvivaxb|

GB 8 Zjv evwo evbv‡Z M…nwbg©vY FY w`‡q‡Q Bmjvgx e¨vsK| †gvU A‡_©i 80 kZvskB w`‡q‡Q Rvgvqv‡Zi GB e¨vsKwU| Avi evwK 20 kZvsk A_© †Mvjvg Avhg wb‡Ri| e¨vsK mvaviYZ M«vn‡Ki Av‡qi Drm wnmve K‡i FY †`q| hvi †NvwlZ †Kv‡bv Avq †bB Zv‡K wK K‡i 80 kZvsk FY w`j Bmjvgx e¨vsK?

mKj RvgvqvZ †bZv-Kg©x‡`i ejwQ AvcbvivI hvb Bmjvgx e¨vs‡Ki Kv‡Q| 80 kZvsk ch©š— FY †`qv Zviv| †`‡Lb Avcbv‡`i †`q wKbv|

1942 mv‡j Rvgv‡Z Bmjvgx wn‡›`i gRwj‡m myivi ˆeV‡K Avgxi gI`y`xi wei"‡×B Bmjvg cwicwš' wejvwm Rxeb hvc‡bi Rb¨ AvbyôvwbK Awf‡hvM Avbv n‡qwQj| Avevi 1945 mv‡j Bmjvg cwicwš' wejvmx Rxeb hvc‡bi Awf‡hv‡M Rvgvqv‡Zi 750 Rb m`‡m¨i g‡a¨ 4k R‡biB m`m¨c` evwZj Kiv n‡qwQj| hw`I ejv nq Giv mevB wQj gI`y`x we‡ivax|

21 d¨v‡Ui 8 Zjvq _vKv wejvmx Rxeb wKbv †mUv †`‡ki m‡PZb gvby‡li Dc‡iB †Q‡o †`Iqv nj|

GLv‡b g‡b Ki‡Z cvwi wbRvwg I gyRvwn‡`i K_v| Zv‡`i †NvwlZ †Kv‡bv †ckv bvB| A_P wbRvgxi bv‡g DV‡Q ebvbx‡Z d¨vU| gyRvwn‡`i d¬vU ‰Zix n‡q‡Q DËivq| `yBRbB GB Rwg †c‡q‡Qb weGbwc miKv‡ii KvQ †_‡K Zv‡`i ivó«xq we‡kl Ae`v‡bi R‡b¨| ejvB evûj¨ weGbwc‡K ¶gZvq †h‡Z mnvqZv Kiv Ges ¶gZvq_vKvi mgq weGbwci mKj KyKxwZ©‡K †g‡b †bIqvi Nyl wnmv‡eB wQ‡jv GB `yB LÛ g~j¨evb Rwg|

MZ Pvi `jxq †RvU ¶gZvq _vKvKvjxb Rvgvqv‡Zi mv‡eK Ggwci bv‡g wK wK wejvkeûj Mvwo Avbv n‡q‡Q ZviI GKwU wnmve †`Iqv †h‡Z cv‡i|

weGgWweø­D Kvi I Rxc: Rvgvqv‡Z Bmjvgxi †gvnv¤§` AvwRRyi ingvb †PŠayix (w`bvRcyi-6) I gydZx gvIjvbv Ave`ym mvËvi AvK›` (ev‡MinvU-4)|

gvwm©wWR †eÄ: Rvgvqv‡Z Bmjv‡gi wgqv †Mvjvg ciIqvi (Lyjbv-5)

U‡qvUv j¨vÛ µymvi wb‡q‡Qb: Rvgvqv‡Z Bmjvgxi gwZDi ingvb wbRvgx (cvebv-1), Ave`ym myenvb (cvebv-5), †`‡jvqvi †nv‡mb mvC`x (wc‡ivRcyi-1) I Ave`yj AvwRR (MvBevÜv-1)

wgUmywemy cv‡R‡iv wf-6 wb‡q‡Qb: Rvgvqv‡Z Bmjvgxi c«qvZ †gvt Ave`yjøvn Avj Kvwd (w`bvRcyi-1) I Avey mvC` †gvt kvnv`vZ ûmvBb (h‡kvi-2)|

56 BbwdwbwU Mvwo wb‡q‡Qb: Rvgvqv‡Z Bmjvgxi wgRvbyi ingvb †PŠayix (bxjdvgvix-3)|

fj‡fv- dwi` DwÏb †PŠayix|

(2)

j¶¨bxqv †h wbe©vPb Kwgk‡b †`Iqvv wbe©vPbx g‡bvbqvb c‡Î GB Zv‡`i Kv‡ivB D‡jøL‡hvM¨ †ckvi mv‡_ †Kvb mZ¨Zvi ms‡køl wQ‡jv bv Giv †mLv‡b wbwe©Pv‡i wg_¨vPvi K‡i‡Q| bZyb wbe©vPbx AvB‡bi myev‡` Avgiv Avg RbZv ivR‰bwZK †bZv‡`i wewfbœ Z_¨ Rvb‡Z cviwQ| e¨w³MZ fv‡e AvIqvvgxjxM Avi weGbwci †bZv‡`i wel‡q †Zgb GKUv AvM«n cvBwb| Kvib Giv KLbB e‡jbv Giv mr‡jvK ev mr‡jv‡Ki kvmb Kv‡qg Ki‡e| Ab¨w`‡K evsjv‡`k RvgvZx Bmjvgx bvgK GKUv `j weMZ wZb `kK a‡i †`k mr‡jv‡Ki kvm‡bi K_v e‡j Avm‡Q| ÔGB mr‡jvK‡`iÕ wel‡q †LvuR Lei wb‡Z wM‡q †ek wKQy gRvi Z_¨ †c‡qwQ hv‡Z †`Lv hv‡"Q Giv Avw_©K wel‡q me‡P‡q Am"Q Rxebhvcb K‡i| njdbvgvqv wg_¨Pvi K‡i wewfbœ †ckvi cwiPqv w`‡jI Giv n‡jv †cBW ivRbxwZK †bZv| `j †_‡K gvwmK †eZb Avi Ab¨vb¨ myweav cvqv| `j †Kv_v UvKv cvqv †mBUv nqv‡Zv fwel¨‡Z wbe©vPb Kwgkb Rvb‡Z PvB‡e| ¶gZvqv wM‡q wb‡R‡`i `‡j g¨vby‡d‡÷v fy‡j wb‡R‡`i wejvm Rxeb wbwðZ K‡i‡Q| D`vnib wnmv‡e `jxqv c«avb gwZDi ingvb wbRvgxi wbe©vPb Kwgk‡bi †`Iqvv Avqv e¨‡qi wnmve weeibxi w`‡K bRi †`Iqvv hvK|

gwZDi ingvb wbRvgxi †ckv n‡jv †jLK|

(hw`I ivRbxwZK wnmv‡e Rvgvqvv‡Zi Znwej †_‡K gvwmK †eZb cvqv  wKš' Zv ejvi g‡Zv mrmvnm †bB)

evwl©K Avq : 1.2 jvL UvKv|

m¤úwËi cwigvb 47 jvL UvKv| (1.2 jvL UvKv †eZ‡b †Kvb LiP bv K‡i GB m¤úwËi gvwjK n‡Z n‡j jvM‡e c«vqv 40 eQi A_©r Pwjøk eQi Zvi Avqv m¤ú~b© Rgv K‡i ivL‡Z n‡e  bv †L‡q †`‡q!)

Mvoxi `vg  40 j¶ UvKv| (hv †Kbvi R‡b¨ Zv‡K 33 eQi bv †L‡q evox fvov bv w`‡q mg¯— UvKv Rgv‡Z n‡e)

wbe©vPbx e¨q 15 jvL UvKv| hvi g‡a¨ 1.2 jvL wb‡Ri c‡KU †_‡K LiP Kiv n‡e| GLv‡b wbe©vP‡bi ci GK eQi bv †L‡q _vKvi welqv fve‡Z n‡e Kvib Zvi GK eQ‡ii Avqv 1.2 jvL|

GLv‡b ebvbx‡Z wbg©vbvaxb evoxi K_v D‡jøL Kiv nqvwb|

(3)

Avgv‡`i mgq GKUv c«wZ‡e`‡b evsjv‡`‡k 1/11 miKv‡ii mgqv Pjgvb `~b©xwZ we‡ivax Awfhv‡b gvgjv I Awf‡hv‡Mi wfwˇZ wewfbœ ivR‰bwZK `‡ji `jMZ Ae&¯'v‡bi GKUv ZyjbvgyjK Z_¨ c«Kvk K‡iwQ‡jv| c«wZ‡e`b Abymv‡i msm` m`m¨ (hviv ¶gZv Ace¨envi K‡i‡Q) `jMZ Ae¯'vb n‡jv:

1) Rvgvqvv‡Z Bmjvgx  58.82%

2) weGbwc  29.82%

3) AvIqvvgxjxM  14.29%

mnR fv‡e ej‡Z †M‡j ejv hvqv Rvgv‡Zi A‡a©‡Ki †ekx, weGbwci GK Z…Zxqvvsk Avi AvIqvvgx jx‡Mi 6 R‡bi GKRb `~b©xwZ‡Z RwoZ wQj|

we¯—vwiZ Awf‡hv‡Mi weei‡b †`Lv hvqv -

1) Rvgv‡Z msm` m`m¨ wQj  17 Rb|

2) `~b©xwZ `gb Kwgk‡b GB hveZ 2 Rb gš¿x mn 10 R‡bi wei"‡× gvgjv n‡q‡Q|

3) 4 Rb `yb©xwZi Awf‡hv‡M KvivMv‡i i‡q‡Q :  Wv. ˆmqv` Avãyjøvn †gv. Zv‡ni, MvRx bRi"j Bmjvg, wgRvbyi ingvb I kvnRvnvb †PŠayix|

4) cjvZK 4 Rb dwi` DwÏb †PŠayix, Avãym myenvb I wgqvv †Mvjvg ciIqvvi|

5)Wv. Zv‡n‡ii wei"‡× wewfbœ c«K‡íi A_© AvZœmv‡Zi Awf‡hv‡M gvgjv n‡q‡Q|

6) MvRx bRi"j Bmjv‡gi bvg i‡q‡Q wPswo †Ni, 25 weNv m¤úwËmn A‡Xj m¤úwË AR©b Ges wUAvi-Gi †cŠ‡b 2 †KvwU UvKv AvZ¥mv‡Zi Awf‡hvM i‡q‡Q|

7) wgRvbyi ingvb †PŠayixi evwo †_‡K Ges gvIjvbv Ave`ym myenv‡bi e¨w³MZ wK¬wbK Avj-Avgvbv †_‡K Îv‡Yi wUb D×vi Kiv n‡q‡Q|

8) kvnRvnvb †PŠayixi wei"‡× nZ¨vmn 4wU gvgjv i‡q‡Q|

9) wgqvv †Mvjvg ciIqvv‡ii wei"‡× Avwmd RyU wg‡ji AvWvB †KvwU UvKv AvZœmv‡Zi Awf‡hv‡M Lyjbvi LvbRvnvb Avjx _vbvqv gvgjv i‡q‡Q|

10) gvIjvbv Avãyj AvwR‡Ri wei"‡× Îv‡Yi wUb AvZ¥mv‡Zi Awf‡hvM i‡q‡Q|

11) `‡ji c«avb KvÛvix I mv‡eK gš¿x gvIjvbv gwZDi ingvb wbRvgxi wei"‡× M¨vU‡Kv `yb©xwZ gvgjvqv `y`K MZ †iveevi Awf‡hvMcÎ `v‡qi K‡i‡Q|

12) `‡ji Aci †bZv I mv‡eK gš¿x Avjx Avnmvb gyn¤§v` gyRvwn` Pvu`vevwRi Awf‡hv‡M gvgjv n‡q‡Q|

13) gvIjvbv dwi` Dwχbi wei"‡× 25 jvL UvKv Pvu`vevwRi Awf‡hv‡M KvbvBNvU _vbvqv gvgjv n‡q‡Q|

GB n‡jv Ômr‡jvK‡`i mvgvb¨ ¶gZvi my‡hvM †c‡q †h wPÎ ‰Zix K‡i‡Q Zvi bgybv| RvgvqvvZmn mevB 1/11 Gi `~b©xwZi gvgjv¸‡jv †_‡K i¶v †c‡q hvqv ZrKvjxb `~b©xwZ `gb Kwgk‡bi GKUv fy‡ji Kvi‡b| Zv‡`i A‡b‡KB †M«dZvi K‡i †R‡j AvU‡K †i‡L m¤ú‡` wnmve w`‡Z ejv n‡qwQ‡jv| Zv‡`i A‡b‡KB m¤ú‡`i wnmve w`‡qwQ‡jv wKš' cieZ©x‡Z nvB‡Kv‡Ui© GKUv i"‡ji Kvi‡b gvgjv¸‡jv evwZj n‡qhvqv|

a‡gi© K_v e‡j mvavib ag©c«vb RbZv‡K weåvš— K‡i hw` GB `jwU †Kvb w`b evsjv‡`‡ki ivó« ¶gZvq cy‡ivcywi Avmxb n‡Z cv‡i Z‡e Zv‡`i kvm‡bi c«K…Z iƒc wK n‡Z cv‡i Zvi wK †Kvb GKUv Abygvb K‡i cviwQ| GB‡`k

¯'vbxq mgq t 0101 NÈv , 11 †deªæqvwi 2013 


http://www.amadershomoy2.com/content/2013/02/11/middle0315.htm











__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] British PM regrets "deeply shameful" colonial Indian massacre By Andrew Osborn | Reuters



British PM regrets "deeply shameful" colonial Indian massacre

AMRITSAR, India (Reuters) - David Cameron on Wednesday became the first serving British prime minister to voice regret about one of the bloodiest episodes in colonial India, a massacre of unarmed civilians in the city of Amritsar in 1919.

The killings, known in India as the Jallianwala Bagh massacre, were described by Mahatma Gandhi, the father of the Indian independence movement, as having shaken the foundations of the British Empire. A group of soldiers opened fire on an unarmed crowd without warning in the northern Indian city after a period of unrest, killing hundreds in cold blood.

Cameron's visit and expression of regret for what happened stopped short of an apology - but made it clear he considers the episode a stain on Britain's past.

Dressed in a dark suit, Cameron laid a wreath at a memorial to the massacre, a terracotta-colored stone obelisk. He then stood in front of the monument in silence for a few moments.

"This is a deeply shameful event in British history, one that Winston Churchill rightly described at the time as 'monstrous'," Cameron wrote in a visitor book, referring to the former British leader.

The gesture, coming on the third and final day of a visit to India aimed at drumming up trade and investment, is seen as an attempt to improve relations with Britain's former colonial possession and to court around 1.5 million British voters of Indian origin ahead of a 2015 election.

Before his visit, Cameron said there were ties of history between the two countries, "both the good and the bad".

"In Amritsar, I want to take the opportunity to pay my respects at Jallianwala Bagh," he had said ahead of the visit. Cameron also visited Amritsar's Golden Temple, Sikhism's holiest shrine.

The British report into the Amritsar massacre at the time said 379 people had been killed and 1,200 wounded. But a separate inquiry commissioned by the Indian pro-independence movement said around 1,000 people had been killed in the city in Punjab.

Brigadier-General Reginald Dyer, the man who gave the order to fire, explained his decision by saying he felt it was necessary to "teach a moral lesson to the Punjab".

Some in Britain hailed him "as the man who saved India", but others condemned him. India became independent in 1947.

Many historians consider the massacre a turning point that undermined British rule of India. It was, they say, one of the moments that caused Gandhi and the pro-independence Indian National Congress movement to lose trust in the British, inspiring them to embark on a path of civil disobedience.

"MONSTROUS EVENT"

Other British politicians and dignitaries - though no serving prime minister - have expressed regret about the incident before.

In 1920, Winston Churchill, then the Secretary of State for War, called the Amritsar massacre "a monstrous event", saying it was "not the British way of doing business".

On a visit to Amritsar in 1997, Queen Elizabeth called it a distressing episode, but said history could not be rewritten. However, her husband, Prince Philip, courted controversy during the visit when he questioned the higher Indian death toll.

Before he became prime minister, Tony Blair also visited, saying the memorial at Amritsar was a reminder of "the worst aspects of colonialism".

In recent years, British leaders have begun to apologize for some of the excesses of the empire.

Visiting Pakistan in 2011, Cameron angered traditionalists at home saying Britain had caused many of the world's problems, including the Kashmir conflict between India and Pakistan.

When in office, Blair apologized for the 19th century Irish potato famine and for Britain's involvement in the slave trade, while Gordon Brown, his successor, apologized for the fact that British children were shipped to Australia and other Commonwealth countries between the 1920s and 1960s.

India's colonial history remains a sensitive subject for many Indians, particularly nationalists who want Britain to recognize and apologize for its excesses.

Sunil Kapoor, 36, whose great-grandfather was killed in the massacre, said he was pleased Cameron had come but said he would have liked a formal apology - feelings echoed by some Indians on Twitter.

"We have been waiting for justice from the British and Indian government for 94 years," said Kapoor. "If they think it's shameful, why shouldn't they apologize?." He said he was disappointed that Cameron had not met some of the descendants of those killed who had come to talk to him.

Cameron has said the two countries enjoy a "special relationship", a term usually reserved for Britain's relations with the United States.

For now, Britain's economy is the sixth largest in the world and India's the 10th. But India is forecast to overtake its old colonial master in the decades ahead and London wants to share in that economic success.

(Editing by Matthias Williams and Sanjeev Miglani)


http://news.yahoo.com/british-pm-regrets-deeply-shameful-colonial-indian-massacre-075752903.html





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] Ghulam Azam incited genocide in '71



hursday, February 21, 2013
Front Page

Ghulam Azam incited genocide in '71

Argues prosecution at war crimes tribunal

War crimes accused Jamaat-e-Islami former chief Ghulam Azam incited his men for committing genocide during the Liberation War in 1971, the prosecution yesterday told the International Crimes Tribunal-1.

The war crimes accused also made plans at different times as to how the auxiliary forces of the Pakistani army would operate their mission against freedom fighters in the nine-month war.

Prosecutor Sultan Mahmud Simon said these on the fourth day of closing arguments in the war crimes case against Ghulam Azam.

The prosecution's arguments were based on newspaper reports, documents and statements allegedly made by Ghulam Azam in 1971.

Ghulam Azam, ameer of East Pakistan Jamaat-e-Islami during the Liberation War, is facing five charges -- of conspiracy, planning, incitement, complicity, torture and murder -- of crimes against humanity.

Before placing his argument on incitement, Simon explained how the killing led by the auxiliary forces, like Peace Committee, Al-Badr, Al-Shams and Razakars, were genocide as per the Geneva Convention, 1948.

According to article 2 of the Geneva Convention, 1948, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial or religious group, such as: (a) Killing members of the group; (b) Causing serious bodily or mental harm to members of the group; (c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; (d) Imposing measures intended to prevent births within the group; (e) Forcibly transferring children of the group to another group.

Simon said, "The incidents [killing of people] took place during the Liberation War in 1971 are genocide and he [Ghulam Azam] had direct involvement in these. It is not possible for him in anyway to avert the liabilities of it [genocide] as he had affiliation with politics and the army."

Ghulam Azam along with Jamaat's publicity secretary Moulana Nuruzzaman and another Jamaat leader Gholam Sarwar made a joint statement on April 7, 1971.

The statement reads: "India is interfering in the internal affairs of East Pakistan. Wherever patriotic Pakistanis see Indian agents or anti-Pakistan elements and infiltrators they will destroy them."

The prosecutor explained that Ghulam Azam referred activists of auxiliary forces as patriotic Pakistanis while freedom fighters as Indian agents or anti-Pakistan elements and infiltrators.

The Daily Azad ran the statement on its April 8, 1971, issues.

Ghulam Azam gave an inciting speech before the nation at Dhaka centre of Radio Pakistan on April 10, 1971. Three dailies, Azad, Purbadesh and Pakistan, ran stories on it the following day.

In the speech Ghulam Azam threatened the leaders of India and said India had always been involved in conspiracies to destroy Pakistan.

He also said by sending in "shoshostro onuprobeshkari (armed infiltrators)", India had in fact challenged the patriotism of East Pakistanis.

Simon said Ghulam Azam made such statement directly to incite people. "He did this on specific intention to incite people to commit genocide to destroy Hindu communities in part or as a whole," he added.

On April 22, 1971, he called upon the activists of the Peace Committee to prevent anti-state elements (freedom fighters). He also directed his men to carry the national flag (of Pakistan) and aid the Pakistani army.

Daily Purbadesh published the news.

While placing arguments on the second charge (planning), Simon said Ghulam Azam along with like-minded leaders met then governor of East Pakistan Tikka Khan at the latter's house in Dhaka on April 4, 1971, where they proposed forming "Nagorik Committee" in order to support Pakistani occupation forces.

The committee was later formed with the name "peace committee".

Saying Ghulam Azam was aware of the March 25th mass killing, Simon argued that Ghulam Azam and the like-minded leaders had already planned to form the peace committee even before proposing the idea to Tikka Khan.

The peace committee was formed on April 9, 1971, and among the 125 members of the central peace committee, Ghulam Azam was third in rank, Simon said.

The peace committee led their operations in upazila and thana levels according to the direction of the central peace committee, said Simon adding that formation of such committees was the evidence of proper planning.

Showing East Pakistan Police Abstract of Intelligence Report, Simon said Ghulam Azam joined in a meeting with AQM Shafiqul Islam and Khwaja Khairuddin at a house on Elephant Road in Dhaka on May 4, 1971.

The report refers to Ghulam Azam's direct participation in planning against the Liberation War said the prosecution claiming that it had successfully proved charge-2.

The proceeding of the case was adjourned until February 24.

NIZAMI'S CASE
Defence counsel for war crimes accused Jamaat ameer Motiur Rahman Nizami yesterday crossed-examined freedom fighter Zahir Uddin Jalal, who testified against him on December 18 last year.

The defence counsel asked Jalal several questions on his operations and training.

In his testimony, Jalal had said Nizami asked a Pakistani army officer to have him killed along with martyred freedom fighter Rumi, son of Shaheed Janani Jahanara Imam, and musician Altaf Mahmud when they were detained at a camp during the Liberation War.

Rumi and Altaf never returned home while the witness was lucky to have escaped death as a Pakistan government official rescued him.

The proceeding of the case was adjourned until March 6. On that day, the defence would continue cross-examination of Jalal, who was popularly known then as Bichchhu Jalal.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=269900


যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ

শান্তি কমিটির প্রধান তিন নেতার একজন ছিলেন গোলাম আযম

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২১-০২-২০১৩  




গোলাম আযম ৪ এপ্রিল টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন'

 প্রাইম রিপোর্ট »জাতীয়
a
A








http://www.primenewsbd.com/2013/02/20/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%AE-%E0%A7%AA-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95/

আলবদর বাহিনী প্রধানত জামায়াতের কর্মী দ্বারাই গঠিত হয়েছিল

ইসলামী ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির'

নামে যাত্রা শুরু করে:  

 

শান্তি কমিটি আলবদর রাজাকারের সিংহভাগই ছিল জামায়াতী ....
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2012-09-26&ni=110463
বুদ্ধিজীবীদের হত্যা করেছে 'জামায়াতি দুর্বৃত্তরাই'

মিজানুর রহমান খান, ওয়াশিংটন ডিসি থেকে | তারিখ: ১৪-১২-২০১২

রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযম:

http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Bank&pub_no=794&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=16-02-2012









__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ : শান্তি কমিটির প্রধান তিন নেতার একজন ছিলেন গোলাম আযম



যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ

শান্তি কমিটির প্রধান তিন নেতার একজন ছিলেন গোলাম আযম

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২১-০২-২০১৩

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও দুটি অভিযোগের বিষয়ে গতকাল বুধবার যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বলেছে, শান্তি কমিটির প্রধান তিন নেতার একজন ছিলেন গোলাম আযম। শান্তি কমিটি সারা দেশে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।
গোলাম আযমের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হলো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পরিকল্পনার। এই অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ৪ এপ্রিল গোলাম আযমসহ পাকিস্তানপন্থী অন্য নেতারা জেনারেল টিক্কা খানের সঙ্গে পরিকল্পনা করে নাগরিক কমিটি গঠনের উদ্যোগ নেন। পরিকল্পনা অনুসারে ৯ এপ্রিল গোলাম আযম ও অন্য নেতারা কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করেন। খাজা খয়েরউদ্দিনকে এই কমিটির আহ্বায়ক করা হয়। কেন্দ্রীয় শান্তি কমিটির অধীনে বিভিন্ন শহর, ইউনিয়ন পরিষদ ও মহল্লায় শান্তি কমিটির শাখা করার পরিকল্পনা করতে আরেকটি বৈঠক হয়। ৪ মে এলিফ্যান্ট রোডে এ কে এম শফিকুল ইসলামের বাসভবনে ওই বৈঠক হয়। এতে গোলাম আযম, খাজা খয়েরউদ্দিন, আবদুল জব্বার খদ্দর প্রমুখ উপস্থিত ছিলেন। তৎকালীন পাকিস্তান সরকারের কাছে গোয়েন্দা সংস্থার পাঠানো একটি প্রতিবেদনে এসব উল্লেখ আছে। শান্তি কমিটি পরে সারা দেশে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে। সংগঠনটির প্রধান তিন নেতার একজন ছিলেন গোলাম আযম। এ জন্য এসব অপরাধের পরিকল্পনার দায় তাঁর ওপর বর্তায়।
এই মামলার তৃতীয় অভিযোগ হলো মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীগুলোকে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে উসকানি দেওয়া। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ৭ এপ্রিল পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম দলীয় নেতাদের সঙ্গে যৌথ বিবৃতিতে 'ভারতীয় অনুপ্রবেশকারীদের' ধ্বংস করার জন্য 'দেশপ্রেমিক জনগণকে' আহ্বান জানান। এখানে 'দেশপ্রেমিক' বলতে জামায়াত, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস, আলমুজাহিদ বাহিনীর সদস্যদের বোঝানো হয়েছে, যাঁরা কোনো না কোনোভাবে গোলাম আযমের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে ছিলেন। 'ভারতীয় অনুপ্রবেশকারী' বলতে তিনি হিন্দু, আওয়ামী লীগের সমর্থক ও দেশের স্বাধীনতাকামী মানুষকে বুঝিয়েছেন। এই বিবৃতি পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীগুলোকে মানবতাবিরোধী অপরাধ করতে উসকানি দিয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ১০ এপ্রিল রেডিও পাকিস্তানে উসকানিমূলক ভাষণে গোলাম আযম বলেন, 'সশস্ত্র অনুপ্রবেশকারীদের' পাঠিয়ে ভারত পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। 'পূর্ব পাকিস্তানের মুসলমানদের' কাছ থেকে 'অনুপ্রবেশকারীরা' কোনো সাহায্য পাবে না। এখানেও 'পূর্ব পাকিস্তানের মুসলমান' বলতে গোলাম আযম পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীগুলোকে বুঝিয়েছেন। ২৩ এপ্রিল আজাদ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গোলাম আযম মুক্তিযোদ্ধাদের 'রাষ্ট্রবিরোধী' উল্লেখ করেন। ১৭ মে এক সভায় তিনি 'রাষ্ট্রবিরোধী কার্যকলাপ' দমনে পাকিস্তানি সেনাবাহিনীর হস্তক্ষেপ চান।
দুপুরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
এদিকে গোলাম আযমের তিনটি আবেদনের বিষয়ে আদেশের জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রথম দুটি হলো গোলাম আযমের জামিনের আবেদন এবং আসামিপক্ষের দুই বিদেশি সাক্ষীর বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন। তৃতীয়টি আদেশের অনুলিপি পাওয়ার আবেদন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম প্রথম দুটি আবেদনের শুনানিতে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে গোলাম আযমের সুচিকিৎসা হচ্ছে না। এ ছাড়া তাঁর সার্বক্ষণিক পারিবারিক সেবা প্রয়োজন, যা কারাকক্ষে সম্ভব নয়। এ জন্য তাঁকে জামিন দেওয়া হোক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামিপক্ষের বিদেশি দুই সাক্ষী উইলিয়াম শাবাজ ও জ্যাক ডেভারেলের সাক্ষ্য নেওয়া হোক, না হলে লিখিত আকারে দেওয়া তাঁদের বক্তব্য সাক্ষ্য হিসেবে নেওয়া হোক।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম আবেদন দুটির বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।




গোলাম আযম ৪ এপ্রিল টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন'

 প্রাইম রিপোর্ট »জাতীয়
a
A








http://www.primenewsbd.com/2013/02/20/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%AE-%E0%A7%AA-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95/

আলবদর বাহিনী প্রধানত জামায়াতের কর্মী দ্বারাই গঠিত হয়েছিল

ইসলামী ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির'

নামে যাত্রা শুরু করে:  

 

শান্তি কমিটি আলবদর রাজাকারের সিংহভাগই ছিল জামায়াতী ....
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2012-09-26&ni=110463
বুদ্ধিজীবীদের হত্যা করেছে 'জামায়াতি দুর্বৃত্তরাই'

মিজানুর রহমান খান, ওয়াশিংটন ডিসি থেকে | তারিখ: ১৪-১২-২০১২

রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযম:

http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Bank&pub_no=794&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=16-02-2012








__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___