Banner Advertise

Thursday, April 24, 2014

[chottala.com] BCCDI BANGLA SCHOOL BOISHAKHI MELA SAT APR 26,2014



BCCDI-Bangla School cordially invites you ,your family to join the celebration of ''BOISHAKHI MELA'' Welcoming Bangla new year 1421 on Saturday,April 26,2014 at Mason District Park 6621 Columbia Pike,Annandale ,VA-22003 11:00 A.M to 5:00 P.M
Please join us for this wonderful cultural even,with performances by local Washington star artist's  and the talented Bangla School Students .

 






__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] পোশাক খাতে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে॥ যুক্তরাষ্ট্র



পোশাক খাতে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে॥ যুক্তরাষ্ট্র
     রানা প্লাজা ভবন ধসের পরে পোশাক খাতে বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। তবে কয়েকটি ক্ষেত্রে অনেক কাজ করার এখনও বাকি রয়েছে। রানা প্লাজা ধসের এক বছর পূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে মার্কিন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছে, রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তা প্রয়োজন। 
২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের এক বছর পূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ, বাণিজ্য প্রতিনিধি দফতর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও শ্রম বিভাগ থেকে যৌথভাবে এক বিবৃতি দেয়া হয়। এই চারটি সংস্থাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আওতাধীন। 
মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, সাভারের রানা প্লাজায় ভবন ধসের পর গত এক বছরে ট্রেড ইউনিয়নের নিবন্ধন দেয়াসহ শ্রমিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। এই সময়ে প্রায় ১৪০টি শ্রমিক সংগঠনের নিবন্ধন দেয়া হয়েছে। তবে কারখানা পরিদর্শনের ফলাফল সংবলিত একটি ডাটাবেস উন্নয়ন এখনও অনেক কাজ করার বাকি আছে। 
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে রানা প্লাজা ভবন ধসের এক বছর পালিত হচ্ছে। এই রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার এক শ' জন মানুষ নিহত হয়েছিলেন। এতে আহত হন আরও কয়েক হাজার। পোশাক শিল্পের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে এক শ' বছর আগে ট্রায়াঙ্গেল শার্টওয়েস্টের বিপর্যয়ের মতোই রানা প্লাজা এবং ২০১২ সালের নবেম্বরে তাজরীন ফ্যাক্টরির আগুন, শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার, পোশাক শিল্প মালিক ও পণ্যের ক্রেতাসহ বাংলাদেশে সব অংশীদারের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব বহন করতে হবে। একই সঙ্গে পোশাক শিল্পের সকল শ্রমিকের নিজেদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছর কতিপয় গুরুত্বপূর্ণ করণীয় দিকের বিষয়ে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। উদাহরণস্বরূপ- এই সময়ের মধ্যে বাংলাদেশ ১৪০টি ইউনিয়নকে নিবন্ধন দিয়েছে, ইতোপূর্বে নিবন্ধন বাতিল করা একটি প্রধান শ্রমিক অধিকার সংগঠনের নিবন্ধন পুনর্বহাল করেছে, পোশাক কারখানা পরিদর্শনের লক্ষ্যে উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে এবং আইএলওকে সঙ্গে নিয়ে প্রাথমিক পরিদর্শন ও মনিটরিং শুরু করেছে। এসবই ইতিবাচক অগ্রগতি।
অপরদিকে বিবৃতিতে বলা হয়, তবে পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। বাংলাদেশের মৌলিক শ্রম আইন ও রফতানি প্রক্রিয়াকরণ আইনের অধীনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের পরিদর্শক নিয়োগ এবং পরিদর্শনের ফলাফল জনগণের সহজলভ্য একটি ডাটাবেসে প্রকাশ করতে হবে। শ্রমিকদের সংগঠিত হওয়ার সময় ভয়ভীতি দূর করতে বাংলাদেশ সরকারকে ভূমিকা পালন করতে হবে। এসব ইস্যুর নিষ্পত্তি হলে নিরাপদ কর্মপরিবেশ, অপেক্ষাকৃত ভাল বেতন এবং বাংলাদেশের সম্ভাবনার অনেক বেশি কাজে লাগানো নিশ্চিত হবে।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি
রানা প্লাজা দুর্ঘটনার এক বছর পূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস (এইচআরডাব্লিউ) এক প্রতিবেদনে বলেছে, রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তা প্রয়োজন। সংস্থার পক্ষ থেকে 'বাংলাদেশ রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তা প্রয়োজন' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার এক বছর পার হলেও ক্ষতের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সাভারে রানা প্লাজা ধসে প্রাণে বেঁচে যাওয়া পোশাক শিল্পের শ্রমিকরা। তারা অনেকেই এখন আয়ের সুযোগ হারিয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তার প্রয়োজন। 
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া ইতিহাসের মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১১২৯ জন পোশাক শ্রমিক। প্রায় আড়াই হাজার পোশাক শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। রানা প্লাজা দুর্ঘটনায় নানাভাবে ক্ষতিগ্রস্তরা এখন দুর্গতি ও চরম দারিদ্র্যের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।
এক বছর পরেও বহু আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের সহযোগিতার হাত না বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের ডেপুটি পরিচালক ফিল রবার্টসন বলছেন, বিদেশী ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উচিত আহত ও নিহত পোশাক শ্রমিক পরিবারগুলোকে সহযোগিতা করা। আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখনও আর্থিক সহযোগিতায় যথাযথ অবদান রাখেনি। আইএলওর তত্ত্বাবধানে গঠিত রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের লক্ষ্য হচ্ছে চার কোটি ডলার সংগ্রহ করা। কিন্তু এ পর্যন্ত মাত্র দেড় কোটি ডলারের তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই সংগ্রহ আরও বাড়াতে উদ্যোগ নেয়া প্রয়োজন। 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রানা প্লাজা ধসের পরে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগ নেয়। তারা ইতোমধ্যেই ৮ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড গঠন করতে সক্ষম হয়েছে। তবে যেসব ক্রেতা প্রতিষ্ঠান এখন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার মালিকদের সঙ্গে এখন আর ব্যবসা করছে না, সেসব প্রতিষ্ঠানের এই তহবিল গঠনে সহায়তা দেয়া উচিত।



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] RE: Must Read --- heart broken with the the true story of how coward was our Jaatir PITA-- bongo bondhu.



Mr. or Ms. I do not know who you are but you smell like Shah Deeldar. May be you and the Deeldar are two faces of the same coin. 
You misconstrue the argument. Argument was not about strategy. Argument is about facts. Mujib said "I will be termed as traitor, I can not announce declaration of independence". We all are talking about dishonesty on the part of Awami psychophants, who contend that Sheikh in fact did announce independence just before his arrest (they not only say untrue, but they made it through Court a stupid judgement, because they can not trust on their own fabricated version). The fabrication of stories on declaration is in fact a punishable offense. If the strategy was to save people.  Lets stick to it, period.
In Dhaka, that day (26th of March) at least 6000 people were brutally killed by the Butcher Tikka which included many babies. Once again, I emphasize on the word babies. 
You are right that "I tends to believe without the revolt by army, police and EPR on set of liberation war
it didn't any chance of success". To galvanize freedom fighting, a declaration was needed and that declaration came from an unknown but brave Major. That has to be recognized, wheather he claims that or not. That's all. There were many political majors present at that time including Tajuddin Ahmed but they all became minor in front of that unknown Major.

Shahadat Suhrawardy


Date: Thu, 24 Apr 2014 18:02:42 -0700
From: bongobhumi@yahoo.com
Subject: Re: Must Read --- heart broken with the the true story of how coward was our Jaatir PITA-- bongo bondhu.
To: shahadathussaini@hotmail.com; shahdeeldar@gmail.com; apurba01@gmail.com
CC: abhuiya@comcast.net; alamnazdak@comcast.net; americanbangladeshi@googlegroups.com; apuashab@gmail.com; neawamileague@gmail.com; tareque7@gmail.com; bangladeshiamericans@googlegroups.com; bangladesh-progressives@googlegroups.com; bdpana@yahoogroups.com; mukulcity@gmail.com; banglapress@gmail.com; nabdc@googlegroups.com; newenglandeidesh@gmail.com; munir1062@yahoo.com; anis.ahmed@netzero.com; dasrabin_1978@yahoo.com; du_biochemists@yahoogroups.com; meh@husainy.net; bane.ec.2014and2015@gmail.com; syed@alum.mit.edu; banglamilton@yahoo.com; khanboston@gmail.com; golardho@yahoo.com; mgani69@gmail.com; nislam@gmail.com; iftear@gmail.com; iqbalyousuf1@yahoo.com; shafiqul76@gmail.com; jamalehfl@gmail.com; kazi4986@yahoo.com; rezaulkarim617@gmail.com; khandokerb@yahoo.com; bishawdipta@yahoo.com; mahmudur@hotmail.com; md.uddin@comcast.net; quazinuru@yahoo.com; osmangani@gmail.com; info@isnorthshore.org; quamrul.hassan01@gmail.com; aarahman@msn.com; bazlul@yahoo.com; khyrulwara@hotmail.com; asifuli@yahoo.com; munirr54@yahoo.com; munirboston@gmail.com; mukto-mona@yahoogroups.com; sayedahaq@yahoo.com; saokot_nccbl@yahoo.com; chottala@yahoogroups.com; alochona@yahoogroups.com; munir1062@yahoo.com

 If leaving people defenseless and surrendering was part of the strategy for liberation war,
then those who are trying to defend or not finding faulting with the ground realities of
unfettered access for massacre should answer the question if "glory of leaders are more
important than lives the population, that includes toddler, and babies". Even Tajuddinn
strategy is in question, did he had any plan to defend the population, just signing declaration
would not had provided even any semblance of defense for population they were professing
to fight for. He was a honest man so are many of us and that should not absolves him of
responsibilities for putting unarmed civilian at fore font of the liberation. He is no less
incompetent for the role than Mujib was; I will call spade a spade when that is in the
conversation.


Now, I tends to believe without the revolt by army, police and EPR on set of liberation war
it didn't any chance of success but life of tens of thousand babies were guaranteed to perish
under most cruel circumstances. Trying to glamorize or avoid criticizing the politician is very
irresponsible on part of any true educated when this appropriate.

India got involved only when the revolt galvanize the liberation war and the gave the fight
the critical mass Indra need to side openly with mukti B, Bdeshi should be grateful to mukti
mukti bahini and indian soldier who lost their lives in that war. Judging population and
army by one standard and judging leaders of favorite political party with another standard
is not acceptable.

  The book by Ms Taj is a very welcome development and commend courage. 
On Thursday, April 24, 2014 10:43 AM, Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com> wrote:
What Sharmin said that is the truth, and only truth on Sheikh Mujib on the declaration part. We had been telling all along same thing. But the Cowards do not adhere to the facts.
The people who are fabricating and fabricated on telegram, telex, Boldha Garden, EPR, are all belong to devil's family. Sheikh knew, when he came back from Pakistan, with a Pakistani passport, that his sychophants has fabricated some ediotic stuffs that does not make any sense and relevancy with he was thinking of at that time. Therefore, Sheikh is a co'hort of the same idiotic propaganda his psycophants had been doing. He will be responsible for this in the History of Bangladesh for all time to come. That is the reason, he will not get as honor as he should get in annals of Bangladesh history (true). 1972-1975 actions will also get into considerations. 
 
Shahadat Suhrawardy 

Date: Thu, 24 Apr 2014 11:51:17 -0400
Subject: Re: Must Read --- heart broken with the the true story of how coward was our Jaatir PITA-- bongo bondhu.
From: shahdeeldar@gmail.com
To: apurba01@gmail.com
CC: abhuiya@comcast.net; alamnazdak@comcast.net; americanbangladeshi@googlegroups.com; apuashab@gmail.com; neawamileague@gmail.com; tareque7@gmail.com; bangladeshiamericans@googlegroups.com; bangladesh-progressives@googlegroups.com; BDPANA@yahoogroups.com; mukulcity@gmail.com; banglapress@gmail.com; nabdc@googlegroups.com; newenglandeidesh@gmail.com; munir1062@yahoo.com; anis.ahmed@netzero.com; dasrabin_1978@yahoo.com; du_biochemists@yahoogroups.com; meh@husainy.net; bane.ec.2014and2015@gmail.com; syed@alum.mit.edu; banglamilton@yahoo.com; khanboston@gmail.com; golardho@yahoo.com; mgani69@gmail.com; shahadathussaini@hotmail.com; nislam@gmail.com; iftear@gmail.com; iqbalyousuf1@yahoo.com; shafiqul76@gmail.com; jamalehfl@gmail.com; kazi4986@yahoo.com; rezaulkarim617@gmail.com; khandokerb@yahoo.com; bishawdipta@yahoo.com; mahmudur@hotmail.com; md.uddin@comcast.net; quazinuru@yahoo.com; osmangani@gmail.com; info@isnorthshore.org; quamrul.hassan01@gmail.com; aarahman@msn.com; bazlul@yahoo.com; khyrulwara@hotmail.com; asifuli@yahoo.com; munirr54@yahoo.com; munirboston@gmail.com; mukto-mona@yahoogroups.com; bongobhumi@yahoo.com

No doubt Sharmeen Ahmed is an eloquent speaker with many great democratic thoughts. However, Bangladesh has never been an American Jeffersonian country if we do a quick reality check in regards to our educational quality or our no-love for democracy ( I mean it). The killings and cheating have been with us since the get go. Democracy is not some magic pill that can be force fed to our people and we reach for some nirvana status of a true Jeffersonian democracy. The points raised by Ms. Ahmed are very valid but who are our true democrats? People, who did not hesitate to kill their opponents when it suited them? At this point, our choice is no better than choosing between two devils, who are equally corrupt, dictatorial and murderous.

It is totally pointless to criticize Mujib for not signing the declaration of independence paper because it would not have changed any ground reality of that time. If anybody thinks he or she was braver than Mujib in their little hiding holes in 1971, I say, we had enough of such scoundrels and we need no more. A mere declaration would not have made Pakistanis and Razakars to lay down their weapons and head for their homeland. The war was fought and own by Muktis and Indian army.  And, that is our reality.

I do have profound respect for Taj. Tragically, he was born in a wrong country and that is why his murderers are still at large. Forces like Sharmeen need to be heard. We need more such good people.
-SD




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] A Question about Pakistan Army



My question is simple.  Do we take notice of the powerful or the weak.  In the history of Pakistan, it is the Army which over-throws Governments and an Army general rules the country like a private estate.  Should we ignore this fact and run after Geo and Daily Jang?  Also the issues raised about the destruction of Balochistan by the Pakistan Army is important.  The latest news is that Pakistan has started its military operations and has bombed the terrorists.  When the bombs fall from the sky, it is the innocent as well who are killed and their houses destroyed.  Morever, not a single US Drone was shot down by the Army.  One drone entered Iran, it was immediately shot down.  In Pakistan, it is not.  USA and Pakistan Army are hand in hand creating destructions in the country.  I salute Nawaz Sharif and Hamid Mir for standing to Pakistan Army and ISI.  Pakistan Zindabad.

__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] বাকশাল গঠনে সায় ছিল না তাজউদ্দীনের



বাকশাল গঠনে সায় ছিল না তাজউদ্দীনের



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

RE: [chottala.com] Fwd: ঘি




 

From: abid.bahar@gmail.com
To: chottala@yahoogroups.com
Date: Tue, 22 Apr 2014 20:41:04 -0400
Subject: [chottala.com] Fwd: ঘি

 
What brilliant description Munir!

I am proud of you.

 

Shahadat



---------- Forwarded message ----------
From: 'Munir Chowdhury <munir1062@yahoo.com>' via Bangladeshi-Americans Living in New England <bangladeshiamericans@googlegroups.com>
Date: 2014-04-21 16:23 GMT-04:00
Subject: ঘি
To: Google gp US <bangladeshiamericans@googlegroups.com>


পাকিস্তানের সংসদে বাংলাদেশ কে নিয়ে বিল পাশ হবার কারণে বাংলাদেশী চেতনা বিক্রেতাদের পুচ্ছ দেশে কামরাঙা মরিচের ঝাল লেগে গেলো আর বি জে পি নেতা বাংলাদেশের ভূখণ্ড দাবী কররা পরেও চেতনা বিক্রেতাদের পুচ্ছ দেশে  কাঁচা মরিচের ঝালটিও  কেন লাগলো না সেটা বোধগম্য নয় । ক্ষমতায় যাবার এবং ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকার যে মিষ্টি গুড়টি ভারত  মরিচের মাথায় মেখে দিয়েছে সেটাই কি সেই ঝালের তীব্রতা  কে অনুভব না করার কারন ? ভিমরুলের চাক থেকে দয়া করে হাতটি সরিয়ে নিন। ৩০-৩৫ জন গৃহপালিত মন্ত্রী প্রতিমন্ত্রী , ৩০০ জন গায়ের জোরের সাংসদ আর উচ্ছিষ্ট খাওয়া গোটা শতেক বুদ্ধিজীবী , আমলা আর দালালের কণ্ঠস্বর মানেই গোটা বাংলাদেশের কণ্ঠস্বর নয়।
 
 নদ নদীর পানির প্রবাহ আটকে দিয়ে গোটা দেশ কে মরুকরণ করবেন, রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দিয়ে দেশের স্থিতিশীলতা কে বিনষ্ট করবেন , দেশের রপ্তানি বাণিজ্যের লাল বাতি জ্বালিয়ে সকল ব্যবসা নিজেদের ঘরে তুলবেন আর ১৭ কোটি বাংলাদেশী সব কিছু হারিয়ে সেটা দেখবে আর আঙুল চুষবে সেটা হবে না । এই অবস্থা চলতে থাকলে ৩ কোটি মুসলমান নয় ১৩ কোটি মুসলমান বাংলাদেশ  ছেড়ে ভারতে গিয়ে আস্তানা গাড়বে । বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার কে বাগে আনতে যে সব ছলচাতুরী করছেন সেটাই তখন আপনাদের কাল হয়ে দাঁড়াবে । আম ছালা দুটি হারাবেন। ভিক্ষা চাইনা মা কুত্তা সামলা রকমের পরিস্থিতি হবার আগেই এসব বন্ধ করেন । শান্তি প্রিয় এই গোটা অঞ্চল কে আরেকটি মধ্যপ্রাচ্য বানাবেন না । আমাদের কে আমাদের মত করে বাচতে দিন । 
 
গুমের রহস্যের কুল কিনারা করতে পারছে না গোপালগঙ্গের পুলিশ  । বাংলাদেশের কোথায় হেলিকপ্টার দিনের মধ্যে ১০-১২ বার উঠা নামা করে সেটা নিশ্চয় পুলিশের অজানা নয়। সেখানে আবু বকর সিদিকি নিয়ে গিয়ে মাগরিবের আজান টা শোনান । সব রহস্য খোলাসা হয়ে যাবে।  গুম অপহরণ এ সব নাটক বন্ধ করেন ।  রাজাকারের মেয়ের জামাইকে অপহরণ করে ৩৫ ঘণ্টা আটকে রাখতেই আপনাদের কাপড় ভিজে গেছে । মুরগী গরু খাওয়াইয়ে হাতে রিক্সা ভাঁড়া ধরিয়ে দিয়ে জান ছুটিয়েছেন । রাজাকারের মেয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আঙ্গুল বাঁকা করে কেমন করে ঘি তুলতে হয় । জনগণ কে বাধ্য করবেন না আঙ্গুল বাঁকা করতে । এরা আঙ্গুল বাঁকা করলে পরিস্থিতি খুব খারাপের দিকে যায় । ৬৯, ৭১ ,৭৫, ৯০ এই সব কিছুই আঙ্গুল বাঁকানোর ফসল। 
 


--
--
* Disclaimer: You received this message because you had subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England". Any posting to this group is solely the opinion of the author of the messages to BangladeshiAmericans@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to BangladeshiAmericans@googlegroups.com.
To unsubscribe from this group, send email to BangladeshiAmericans-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/BangladeshiAmericans?hl=en ].

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladeshiamericans+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] BANGLA SCHOOL BOISHAKHI MELA - SAT APR 26 201



BCCDI Bangla School cordially invites you and your family to join the joyous celebration event "BOISHAKHI MELA" welcoming BANGLA NEW YEAR 1421 and enjoy our magnificent all day colorful cultural event performed by Washingtonian Star artists, Best of the best Bangla School-Music and Dance Academy young stars, Acclaimed cultural team "EKTARA", celebrated Bangladeshi American band group "ARICHA GHAT" and very large number of international Guest Artists from International Youth Fellowship of Korea . This will be the show of the year which you do not want to miss. Please join us: 
 

Date: Saturday, April 26, 2014
Time: 11:00 AM to 5:00 PM
Venue: Mason District Park, 6621 Columbia Pike, Annandale, VA 22003


To SPONSOR the most colorful event of the year or if you are interested on setting-up a stall to sell your product or display, please contact us @ 202-709-1936 or Send Us An Email to teambccdi@yahoo.com

 
Our Sincere Appreciation to our Individual SPONSORS!
 
Mr.Faizul and Mrs. Inara K. Islam
Mr. Wahed and Mrs. Arzina Hossaini
Mr. M.S. Alam
Mr. Enam Haque
Dr. Arifur Rahman
Mr. Shah Habibur Rahman
Mr. Mizanur Rahman Bhuyan

 








__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

RE: [chottala.com] ষোলোআনা বাঙালি



Bhalo Laglo thanks

 

 

Aziz M Mohsin
Ship Planner, Operations
International Ports Services Co. Ltd.
Dammam Container Terminal (DCT)
P.O. Box 28088, Dammam-31437

Saudi Arabia
Tel: +966 13 8076847
Mobile: +966536601420
Fax: +966138076767
Email: amohsin@ips.com.sa
Web: www.ips.com.sa
(A member of Hutchison Port Holdings Group www.hph.com)
 Please consider the environment before printing this email message.

From: chottala@yahoogroups.com [mailto:chottala@yahoogroups.com] On Behalf Of Shahadat Hussaini
Sent: 24 April 2014 02:30
To: chottala@yahoogroups.com
Subject: [chottala.com]
ষোলোআনা বাঙালি

 

 

যে দেশের স্বপ্ন দেখেছি

ষোলোআনা বাঙালি

এরশাদ মজুমদার
১৯ এপ্রিল ২০১৪, শনিবার, ১০:১৪

দেখো এরশাদ, আমার স্বপ্নের কথা তোমাকে বহুবার বলেছি। আমার স্বপ্নটা হলো দেশের মানুষকে নিয়ে। আমি একটা সুখী মানুষের দেশ দেখতে চাই। স্কুলজীবন থেকেই স্বপ্ন দেখে আসছি। আমি একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার কোনো অভাব ছিল না এবং এখনো নেই পাকিস্তান টিকে থাকলে আমার ব্যক্তিগত কোনো অসুবিধা ছিল না। তবুও মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলাম? ভেবেছিলাম, পাকিস্তান থেকে মুক্তি পেলে দেশের সাধারণ মানুষ এক কথায় যাদের গরিব বলা হয়, তারা সুখে থাকবে। রাষ্ট্র বা দেশ স্বাধীন হলেও মানুষ পরাধীন বা অধিকারহারা থাকতে পারে। আমার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যে ধারায় বা নীতি পদ্ধতিতে দেশ বা রাষ্ট্র চলছে তাতে জীবনে বাংলাদেশের মানুষকে সুখী দেখতে পাবো না। তুমি তো নামজাদা ইকোনমিক রিপোর্টার ছিলে। পূর্ব-পশ্চিমের সামগ্রিক বৈষম্য বা ডিসপ্যারিটি নিয়ে কম লেখনি। অবজারভার আর পূর্বদেশের ইকোনমিক রিপোর্ট পড়েই বঙ্গবন্ধু বক্তৃতা দিতেন। হাটে মাঠে মানুষকে সে তথ্য পরিবেশন করতেন। ইউনিভার্সিটিতে থাকতে পূর্বদেশে তোমার রিপোর্ট নিয়মিত পড়তাম। সচেতন ছাত্রদের সে রিপোর্ট দেখাতাম। পাকিস্তানের সাথে থেকে অধিকারহারা ছিলাম বলেই তো আমরা স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা এনেছি। কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পার হতে চলেছে। দেশে এখন কোটি কোটি লোক বেকার, সবার ঘরে শিা প্রবেশ করেনি, সবাই চিকিৎসা পায় না, সবার নেই আশ্রয়। ইতোমধ্যেই কয়েক হাজার লোক লুটপাট করে ধনী হয়ে গেছে। তারা এখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এই তো সেদিন ভিয়েতনাম আমেরিকার কাছ থেকে মুক্তি পেয়েছে। তার আগে দুই যুগ আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে। আজ তারা বাংলাদেশের চেয়েও ধনী। সেখানে আদর্শবান ত্যাগী নেতা আছেন। তাদের প্রধানতম আদর্শ হচ্ছে, দেশের মানুষের কল্যাণ। আজ আমেরিকা তাদের প্রধান বন্ধু। আশেপাশের সব দেশ এগিয়ে গেছে। আমি তো এমন বাংলাদেশ চাইনি। পাকিস্তান আমলে অবাঙালিরা শোষণ করত, এখন ভারতীয় অবাঙালি আর দেশীয় বাঙালিরা শোষণ করছে। মাত্র ৪৪ বছরে কেমন করে একটা বিজনেস গ্রুপ ৪৪ হাজার কোটি টাকার মালিক হয়ে যায়? কিছু লোক তো রাজনীতিকদের সহযোগিতায় ব্যাংকে আমানত রাখা জনগণের টাকা সরাসরি মেরে দিয়েছে।
আশি, তুমি তো অর্থনীতির কথা বলছ। আমি দেখছি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভাষার অবস্থা। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। কিন্তু দেশটি মাত্র শতকরা দশ ভাগ লোকের চিন্তাধারা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। তারা বলছে, সব কিছুতেই 'বাঙালিয়ানা' আনতে হবে। যদি প্রশ্ন করো কি ভাবে বাঙালিয়ানা আনতে হবে? তখন আমতা আমতা করতে থাকে। তারা বলে, পয়লা বৈশাখ, ভাষা দিবস, বসন্ত উৎসব, হোলি বা দোল খেলা, পান্তা, ইলিশ, শুঁটকি খাওয়া বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্য। যারা এসব করে তারা কারা? তারা মাত্র কয়েক হাজার ছাত্র বা রাজধানীর কিছু লোক। দেশের বৃহত্তর জনগোষ্ঠী কি এসব করে? করবে না কেন? আস্তে আস্তে সবই করবে। বাঙালি হওয়ার জন্যই তো পাকিস্তান থেকে বেরিয়েছি। তারা বলে ধর্ম একেবারেই ব্যক্তিগত ব্যাপার, এর সাথে সমাজ বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
তখন আমার মনে পড়ে গেল ভারতের এক মন্ত্রীর কথা। তিনি নাকি বাংলাদেশের হিতাকাক্সী। এক সময় তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন। তিনি আমার কাছে জানতে চাইলেন, তোমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছ বাঙালি হওয়ার জন্য, এখন মুসলমান হতে চাও কেন? তোমরা মুসলমান হিসেবে তো পাকিস্তানের সাথেই ছিলে। যদি মুসলমান থাকতে চাও, তাহলে আলাদা হওয়ার কী দরকার ছিল। বললাম, আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, তখন এমন কোনো কথা শুনিনি। Ñকেন? তোমাদের সেøাগান তো ছিল 'জয় বাংলা'
দেখুন দাদা, ১৯৪৭ সালে আপনারা স্বাধীন অখণ্ড বাংলাদেশ চাননি। তাই আমরা বাধ্য হয়ে পাকিস্তানের সাথে গেছি। বাংলার প্রতি আপনাদের যদি দরদ থাকত তাহলে সাতচল্লিশে ভাগ করতেন না। ১৯০৫ সালে আপনারা বঙ্গভঙ্গ রোধ করার করার জন্য কী না করেছেন। এমনকি দাঙ্গাও করেছেন। এখন আবার বলছেন সাতচল্লিশের ভারত বিভাগ ভুল ছিল। আপনাদের কবিতায়, সাহিত্যে, নোবেল, নাটকে এখন আর পশ্চিম বাংলা বলেন না। বলেন বাংলাদেশ। আপনারা ভারতীয় বাঙালি। এই বাঙালিরা অবাঙালি দিল্লি দ্বারা শোষিত নির্যাতিত হচ্ছে। কই, আপনারা তো অখণ্ড বাংলাদেশের দাবিকে সামনে নিয়ে আসছেন না, বরং উল্টো বাংলাদেশের তরুণ সমাজের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনাদের ল্য কী?
আমরা চাই, তোমরা ষোলোয়ানা বাঙালি হিসেবে বিকশিত হও। Ñদেখুন দাদা, আমরা বাঙালিও , আবার মুসলমানও। শুধু বাঙালি নই। দুটোই আমাদের আইডেন্টিটি। ভৌগোলিক কারণে আমরা বাঙালি, আর ধর্মীয় কারণে আমরা মুসলমান। আমাদের বিশ্ব পরিচয় বাংলাদেশী। আর আপনাদের পরিচয় ভারতীয়। আমার পাসপোর্টে লেখা থাকে বাংলাদেশী। আপনার পাসপোর্টে লেখা থাকে ইন্ডিয়ান। হিন্দু বা মুসলমান কিছুই লেখা  থাকে নাÑ আমি তো শুনেছি তুমি বাম চিন্তাধারার লোক ছিলে। বললাম ঠিকই শুনেছেন। ইসলাম একটি প্রগতিশীল চিন্তাধারার ধর্মীয় বিশ্বাস। মওলানা ভাসানী ছিলেন আমার রাজনৈতিক ধর্মীয় গুরু। আমি গণমানুষের মুক্তিতে বিশ্বাস করি, নিছক রাষ্ট্র বা দেশের মুক্তি নয়। মানুষের মুক্তির জন্য দেশের মুক্তি হলো, প্রথম ধাপ। বাংলাদেশের ভূখণ্ড মুক্তিলাভ করেছে, কিন্তু মানুষের মুক্তি আসেনি; মানুষ রাষ্ট্রের দাস হয়ে গেছে। সংবিধান বলে মানুষ নাকি 'সার্বভৌম' আমি দেখি মানুষ রাষ্ট্রের দাস।  দাদা, আপনাদের দেশের বামপন্থীরা মন্দিরে যায়, আবার কমিউনিস্টও থাকে। হিন্দু কমিউনিস্টদের কথা জানতে হলে কমরেড মুজফফর সাহেবের জীবনী পড়ুন। মুসলমান কমিউনিস্টরা মসজিদে গেলেই আপনাদের আপত্তি। আপনারা বলেন, ভারত সেকুলার দেশ। অথচ ভারতে সারা বছর সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। বাংলাদেশে কোনো দাঙ্গা হয় না, যা হয় তা রাজনীতি। দাঙ্গা রাজনীতির একটা অংশ। বহুকাল ধরে চলে আসছে।
ভারতের ওই মন্ত্রী আমাকে বলেছিলেন, দেখো এরশাদ আমরা তোমাদের স্বাধীন করেছি বিনা স্বার্থে নয়। এতে নিশ্চয়ই ভারতের স্বার্থ আছে। ভারতের সহযোগিতা না পেলে তোমরা কোনো দিনও স্বাধীন হতে পারতে না। কাশ্মির আর ভারতের পূর্বাঞ্চলের অবস্থা দেখছ না? আর তোমরা মাসেই স্বাধীন হয়ে গেলে। এখন স্বাধীন দেশের নাগরিক হয়েছ, জাতিসঙ্ঘের সদস্য হয়েছ, জাতীয় পতাকা ওড়াচ্ছ, জাতীয় সঙ্গীত গাইছ। এসব কার অবদান? এখন ভারতের অবদান ভুলে গেলে চলবে কেন? ভারতের স্বার্থের প্রতি বুড়ো আঙুল দেখালে তো চলবে না। ভুলে গেলে চলবে না, ভারত একটি শক্তিশালী দেশ। তোমরা তার প্রতিবেশী। আমাদের অনুরোধকে অবহেলা করে চীন আমেরিকার কথা শুনবে আর পাকিস্তানের সাথে আবার গাঁটছড়া বাঁধবে, তা কখনো হবে না। পতাকা, জাতীয় সঙ্গীত, ভৌগোলিক এলাকা থাকলেই কোনো দেশ সার্বভৌম হয় না। তোমাদের দেশের কিছু নেতা বা দল বাস্তবতা মানতে চায় না। আমাদের অমান্য করলে কোনো দলই দেশে রাজনীতি করতে পারবে না। তুমি কি ভুলে গেছ, শেখ মুজিব ভারতের অনুরোধকে অবহেলা করে ওআইসি শীর্ষ সম্মেলনে পাকিস্তান গিয়েছিলেন। আওয়ামী লীগ বহু বছর মতার বাইরে ছিল। এখন বারবার মতায় আসতে শুরু করেছে। জিয়া সাহেবকেও মর্মান্তিকভাবে মতা থেকে বিদায় নিতে হয়েছে। এক-এগারোর সরকার মতায় এসে খালেদা জিয়ার রাজনীতিকে তছনছ করে দিয়েছে। অথচ সেই সেনাপতিকে খালেদা জিয়াই নিয়োগ দিয়েছিলেন নিজের আত্মীয় বলে। ফল কী হয়েছে, তা বাংলাদেশের মানুষ দেখেছে। নামমাত্র নির্বাচন করেও মতায় থাকা যায়, তা এখন বাংলাদেশের মানুষ দেখছে। সবাই বিরুদ্ধে থেকেও শেখ হাসিনার মতায় আবার আসাটাকে কেউ রোধ করতে পারেনি। ভারতের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে কেউ মতায় থাকতে পারবে না।

সাথে আমার এক সিনিয়র সাংবাদিক বন্ধুও ছিলেন মন্ত্রীর সামনে। তিনি হঠাৎ ভারতীয় মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলে ফেললেন, কিছু সাংবাদিক আছে যারা দেশের স্বার্থে রাজনীতির বাস্তবতা বুঝতে চায় না।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে বিশ্বের কোনো ছোট দেশই সার্বভৌম নয়। ভারতের মন্ত্রী বললেন, দেখো এরশাদ তোমার লেখা কলাম আমাদের লোকেরা নিয়মিত পড়ে। তোমার কথা আমার পছন্দ। এসব হলো নীতি আর আদর্শের কথা, বাস্তবতা নয়। বাংলাদেশ কখনই স্বাধীন পররাষ্ট্র বা সামরিক নীতি অনুসরণ করতে পারবে না। বিশ্ব ভূ-রাজনীতির কারণে এটা সম্ভব নয়।
'দিন আগে আমার এক সিনিয়র সাংবাদিক বন্ধু জাতীয় প্রেস কাবে দেখা হতেই বললেন, আপনাদের বিএনপির খবর কী? আমি বেশ কিছুণ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকলাম। উত্তরে বললাম, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের বিএনপি! এই দল মতায় এলে আপনি চাকরি পান, আর দল হলো আমার। আমি তো জীবনেও কোনো সরকারের  চাকরি বা তাঁবেদারি করিনি। উত্তরে বন্ধু বললেন, আরে না, ঠাট্টা করলাম। সিরিয়াসলি নিচ্ছেন কেন? তবুও বললাম আপনারাই তো জেনারেল মইনকে পরামর্শ দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের একজন স্টাফের সাথে 'দিন আগে কথা হচ্ছিল। তিনি বললেন, দেখুন, আমি চাকরি করি। কোনো রাজনৈতিক দল করি না। আমি জানতে চাইলাম, আপনি তো বিএনপির মঞ্চেও ভাষণ দেন। তিনি উত্তর দিলেন, মেহমান হিসেবে উপস্থিত থাকি। ধরনের বহু লোক বিএনপি চেয়ারপারসনের চার দিকে বেষ্টন করে আছেন।
আওয়ামী লীগে আমার বহু বন্ধু আছে। তারা বলেন, এটা বঙ্গবন্ধুর দল, তাই দলে আছি। ছাত্রলীগে ছিলাম এখন আওয়ামী লীগে আছি। এটা একটা ধারাবাহিকতা। আওয়ামী রাজনীতির গভীরে কখনো যাইনি। এর আদর্শ বা দর্শন কী তা নিয়ে খুব একটা ভাবিনি। ভাবার প্রয়োজনও করিনি। যখন বলি, দেশের ৯৯ ভাগ হিন্দু আওয়ামী লীগকে সমর্থন করে কেন? উত্তরে তারা বলেন, তারা হয়তো মনে করে আওয়ামী লীগ ভারতপন্থী। হিন্দুদের সাথে ভারতের কী সম্পর্ক? পাকিস্তান আমলে না হয় ভারতপন্থী ছিল, এখনো কেন? দেশে তো তারা কম সুবিধা পান না। সংখ্যার দিক থেকে যা সুবিধা পাওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি, প্রায় বিশ ভাগ সুবিধা ভোগ করছেন। ভারতের মুসলমানেরা পঁচিশ ভাগ হয়েও মাত্র এক ভাগ সুবিধা পায়। বিষয়টা কি আপনারা কখনো চিন্তা করেছেন? ওভাবে চিন্তা করলে আমরা দলে থাকতে পারব না। আমাদের জ্ঞান গম্যি সাধনা সবই হলো আওয়ামী বিরোধী রাজনীতি দর্শনকে বিনাশ করা। আমরা মনে করি, আমরা স্বাধীনতা এনেছি, আমরাই দেশ চালাব। আমরাই একমাত্র দেশপ্রেমিক দল। আমরাই স্বাধীনতার সপরে দল, বাকিরা সবাই স্বাধীনতাবিরোধী। এটাই আমাদের ধ্যান-ধারণা। এর বাইরে আমরা চিন্তা করি না। আমাদের নেতা-নেত্রী যে ভাষায় কথা বলেন আমরা সে ভাষাতেই কথা বলি। আমাদের নেত্রী দূরদর্শী, তিনি জানেন ভারতের সাথে দ্বিমত করে মতায় থাকা যাবে না। তিনি মনে করেনÑ এটা ভারতের পে থাকা নয়, বরং সমঝোতার মধ্য দিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নেয়া। তিনি জানেন, তা না হলে নেপালের অবস্থা হবে, যেমন হয়েছে বঙ্গবন্ধুর অবস্থা। অমন জনপ্রিয় নেতা দেশে আর জন্মগ্রহণ করবেন না।
দেখো, আমি দেশের পে কথা বলি বলে আমাকে বিএনপি বা জামায়াতপন্থী বলা হয়। আমি নাকি স্বাধীনতার সপরে শক্তি নই। এখন শুধু মুক্তিযুদ্ধে অংশ নিলেই চলবে না, 'মুক্তিযুদ্ধের চেতনা' থাকতে হবে। তারা জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল বলে। খালেদা জিয়াকে পাকিস্তান পাঠিয়ে দেয়ার কথা বলে। লন্ডনে তারেক জিয়া কী বলেছে তা নিয়ে এখন আওয়ামী নেতাদের ঘুম নেই। রাত-দিন খিস্তি খেউর করে চলেছে। সব দেখে শুনে মনে হচ্ছে, রাজনীতি থেকে সভ্যতা ভব্যতা চির বিদায় নিতে চলেছে।
এত গেল রাজনীতি সংস্কৃতির অবস্থা। 'দিন আগে বাঙালির ধর্মচিন্তা নামে একটি বইয়ের আলোচনা বৈঠকে গিয়েছিলাম। বইয়ের প্রকাশক সাইদ বারী আমার খুবই প্রিয় মানুষ। বইটি সম্পাদনা করেছেন ডক্টর আবদুল হাই। তিনিও বিনীত ভদ্রলোক। আলোচনায় অনেক জ্ঞানী মানুষ ছিলেন। আমি শিক জ্ঞানীদের ঢঙে কথা বলতে পারি না। আমার সে রকম প্রশিণ নেই। বইটির ভূমিকা আমার ভালো লেগেছে। আলোচকদের বক্তব্যও ভালো ছিল। বইটিতে যেসব লেখা সঙ্কলিত হয়েছে, তার বেশির ভাগেরই ধর্মহীনতার দিকে ঝোঁক রয়েছে। সঙ্কলক বা সম্পাদক বলেছেন, ধর্মের পে তেমন ভালো লেখা পাননি। আমি মনে করি, ধর্ম না মানা বা ধর্মহীন থাকা কোনো অপরাধ নয়। এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলাটা ন্যায়সঙ্গত বলে মনে করি না। ধর্মের বিরুদ্ধে কথা বলা মানে ধর্মচর্চা করা পে থেকে বা বিপে থেকে। একজন ধার্মিকেরও উচিত হবে না অধার্মিকের বিরুদ্ধে কথা বলা। যারা ধর্ম মানেন না তাদের সংখ্যা জগতে অতি নগণ্য। আবার এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে গালমন্দ করাও উচিত নয়। সব ধর্মই এক আল্লাহ/খোদা/ ঈশ্বর/ভগবান/গড/ ইলাতে বিশ্বাস করেন। ঈশ্বর নিরাকার কথাও সবাই স্বীকার করেন। তিনি সর্ব অবস্থায় সর্বত্র বিরাজমান। শুধু ধর্ম কর্ম সম্পাদনের সময় বিভিন্ন জন ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, 'যত মত তত পথ। কিন্তু ল্য এক।' সবাই স্বীকার করেন মানুষই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। বইয়ের নামকরণ নিয়ে সবাই আপত্তি করেছেন। ভারতীয় বাংলায় বাঙালি বলতে হিন্দু ধর্মাবলম্বীকেই বোঝায়। আর বাংলাদেশের নাগরিকদের অফিসিয়াল স্বীকৃতি হলো বাংলাদেশী। এখানে ৯০ ভাগ মানুষ মুসলমান। বাকি ১০ ভাগ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্যান্য। বাংলাদেশের সংস্কৃতিতে ভৌগোলিক এবং ৯০ ভাগ মানুষের ধর্মীয় আচারের প্রভাব রয়েছে। শুধু বাঙালি বলা হলেও ভারতীয় বাঙালির সাথে চিন্তাচেতনায় বিশাল ব্যবধান রয়েছে। সম্প্রতি সেকুলারিজম শব্দটা আমাদের ওপর চাপিয়ে দেয়ার একটা প্রচেষ্টা দৃশ্যমান হয়ে উঠেছে। বাংলাদেশে সেকুলারিজমের অর্থ ভিন্ন খাতে প্রবাহিত করার কুচেষ্টা চলছে। এটা এক ধরনের ভণ্ডামি। সেকুলার শব্দের অর্থ ধর্মহীনতা। যিনি বা যারা ধর্মীয় শিা দীায় বিশ্বাস করেন না। পরকালেও বিশ্বাস করেন না। জগৎই তাদের কাছে প্রধান। কথাটি তারা প্রকাশ্যে সরাসরি বলতে চান না। আরেক গ্রুপ বেরিয়েছে যারা বলে, ধর্মীয় ইসলাম আর রাজনৈতিক ইসলাম এক নয়। এরাও আসলে ইসলামবিরোধী একটা গ্রুপ। আরো এক গ্রুপ আছে, যারা বলেন ধর্ম ব্যক্তিগত ঘরের ব্যাপার। একে বাইরে আনা যাবে না। হয়তো এক দিন শুনব এমনকি মসজিদও রাখা যাবে না। এমনকি জুমার নামাজও পড়া যাবে না। যদি পড়া হয়, তাহলে খুতবা কী হবে তা ঠিক করে দেবে সরকার।
ভারতও চায় বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ধর্মহীন রাষ্ট্রে পরিণত হোক। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম হবে একেবারেই ব্যক্তিগত ব্যাপার। তাই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি জীবনযাত্রাকে ধর্মমুক্ত বা ধর্মহীন রাখার একটা চেষ্টা চলছে।
কবি, ঐতিহ্য গবেষক
www.humannewspaper.wordpress.com

The message represents the personal views and opinion of the individual sender and under no circumstances represents those of International Ports Services Co. Ltd. ("IPS") or its Group Companies. The shareholders, directors and management of IPS and any of its Group Companies accept no responsibility and accordingly shall have no liability to any party whatsoever with respect to the contents of this message.
This message (including any attachments) is intended only for the use of the addressee(s) named above. It may contain information that is PRIVILEGED and CONFIDENTIAL and should not be read, copied or otherwise used by any other person.
If you are not the intended recipient, you are hereby notified that any use, retention, disclosure, copying, printing, forwarding or dissemination of this communication is strictly prohibited. If you have received this communication in error, please erase all copies of the message and its attachments and notify us immediately.




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___