Banner Advertise

Friday, April 4, 2014

[chottala.com] ১৯ শে এপ্রিল ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর বর্নাঢ্য বৈশাখী মেলা ‏



১৯ শে এপ্রিল ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর বর্নাঢ্য বৈশাখী মেলা ,
দু- দুটি বিমান টিকেট ফ্রি র‍্যেফেল ড্র " ঢাকা-ওয়াশিংটন-ঢাকা "
নন স্টপ এন্টারটেণমেন্ট,,




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] Fw: মার্কিন গোপন নথিতে- স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু !!!!!



On Friday, April 4, 2014 3:38 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
মার্কিন গোপন নথিতে- স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু
নিউইয়র্ক ॥ ১৯৭১ সালের ২৬ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা হিসেবেই নথিভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে। এতে উল্লেখ রয়েছে, ২৬ মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের গোপন নথিতে জানা যায়, ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখেই ওয়াশিংটনে স্পেশাল এ্যাকশন গ্রুপের এক জরুরী বৈঠক চলছিল। ওই বৈঠকে সিআইএর পক্ষ থেকে অংশ নিচ্ছিলেন রিচার্ড হেমস। সভাপতিত্ব করছিলেন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতার হওয়া নিয়ে দীর্ঘ আলোচনা ও তথ্য তুলে ধরা হয়। সেই বৈঠকেই রিচার্ড হেমস বলেন, অজ্ঞাত স্থান থেকে রেডিও বার্তায় বলা হয়েছে- শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন।
স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়া ওই বৈঠকের বিষয় ছিল 'পাকিস্তান'। স্পেশাল এ্যাকশন গ্রুপের চেয়ারম্যান হিসেবে বৈঠকের সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন অপর দুই কর্মকর্তা ইউ আলেক্সিস জনসন ও ক্রিস্টফার ভ্যান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন ডেভিড প্যাকার্ড ও জেমস এইচ নয়েস। সিআইএর প্রতিনিধিত্ব করেন রিচার্ড হেমস ও ডেভিড বি, জেসিএসের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল মেলভিন জায়েস ও ফ্রাঙ্ক ডব্লিউ রি, এনএসসির পক্ষে কর্নেল রিচার্ড টি কেনেডি, হ্যারল্ড এইচ সন্ডার, স্যাম হকিন্সন ও কিথ গাথরি।
বৈঠকে রিচার্ড হেমস বাংলাদেশ প্রসঙ্গে আপডেট জানাচ্ছিলেন। বিভিন্ন প্রশ্ন করে হেনরি কিসিঞ্জার জেনে নিচ্ছিলেন প্রয়োজনীয় তথ্য। পরে এই বৈঠকের কথপোকথন নোট আকারে পররাষ্ট্র দফতরের গোপন নথিতে স্থান পায়। গত ৩১ মার্চ ২০১৪ তারিখে পররাষ্ট্র দফতর এ সব গোপন নথি প্রকাশ করে। তাতেই নির্দিষ্ট তথ্য মেলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের সেই সময়ের অবস্থান সম্পর্কে।
স্পেশাল এ্যাকশন গ্রুপ ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা হিসেবেই চিহ্নিত করে। রিচার্ড হেমস তাঁর বর্ণনায় তদানীন্তন পূর্বপাকিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিসের পরিস্থিতি বৈঠকে অবহিত করছিলেন। রিচার্ডের বক্তব্যের প্রথম লাইনটি অবশ্য এখনও গোপনই রাখা হয়েছে। তবে ৩১ মার্চ যেটুকু বক্তব্য প্রকাশিত হয়েছে তাতে রিচার্ড হেমস বলছিলেন- কনস্যুলেট জেনারেলের এলাকা খুবই শান্ত। কিন্তু শহরের পুরনো অংশে (পুরনো ঢাকা) ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন জ্বলছে। কিছু গুলি বা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত কেবল দুইজন কনস্যুলেট কর্মকর্তা কনস্যুলেট ভবনে ঢুকতে পেরেছেন (হেমসের বক্তব্যের পরের লাইনটিও গোপন রাখা হয়েছে)। প্রকাশিত বক্তব্যে তিনি আরও বলেন, দুপুর ১টায় সামরিক শাসক কর্তৃপক্ষ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তাদের হেফাজতে নিয়েছে। গ্রেফতারের সময় তাঁর দুই সমর্থক নিহত হয়েছেন (এ পর্যায়ে মূল বক্তব্যের আরও দুটি লাইন অপ্রকাশিত রয়েছে)।
প্রকাশিত বক্তব্যের পরের অনুচ্ছেদে দেড় লাইন অপ্রকাশিত রেখে রিচার্ড হেমসের ভাষায় আরও বলা হয়- তারা বলছে শুক্রবার রাতে ইয়াহিয়া তাঁর ভাষণে মুজিবুর রহমানের ওপর বর্ণনা দিতে গিয়ে যে বিষ ছড়িয়েছেন, তার প্রশংসা করতে বক্তব্যটি শুনতে হবে। ইসলামাবাদ নিশ্চিত করেছে মুজিবুর রহমানকে সফলভাবে গ্রেফতার করা হয়েছে। তবে আলোচনা কী কারণে ভণ্ডুল হলো, তা অস্পষ্ট।
এ সময় কিসিঞ্জারের একটি বক্তব্য রয়েছে প্রকাশিত নথিতে। তিনি বলছিলেনÑ গতকালও তো অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল একটা চুক্তি হয়ে যেতে পারে। আর রিচার্ড হেমস এর উত্তরে আবার বললেন- ২৪ মার্চেও পরিস্থিতি একটি চুক্তির কাছাকাছি পর্যায়ে ছিল। হতে পারে মুজিবুর রহমানের পক্ষ থেকে অবিলম্বে সামরিক আইন তুলে নেয়ার দাবির কারণেই তা ভণ্ডুল হয়েছে।
হেমস আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন অজ্ঞাত স্থান থেকেÑ এমন একটি রেডিও বার্তা প্রচার করা হয়েছে। পূর্বপাকিস্তানে ২০ হাজার পশ্চিম পাকিস্তানী বিশ্বস্ত সেনা অবস্থান করছে। এ ছাড়া পূর্বপাকিস্তানের নিয়মিত ৫ হাজার এবং পূর্বপাকিস্তানের ১৩ হাজার আধাসামরিক সেনা রয়েছে, তবে তারা কতটা বিশ্বস্ত থাকবে সেটি সন্দেহজনক। ভারতের সংবাদপত্রগুলো রিপোর্ট করছে বিপুলসংখ্যক পাকিস্তানী সেনা জাহাজযোগে পৌঁছে গেছে, তবে আমরা তা নিশ্চিত করতে পারিনি।
২৬ মার্চ তারিখটির কথা উল্লেখ করে হেমস আরও বলেনÑ আজই সৈন্যবোঝাই ছয়টি সি-১৩০ করাচী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করছে। এই সেনাদের যেহেতু সিলন হয়ে যেতে হবে, সে কারণে তাদের পৌঁছতে দীর্ঘ সময় লেগে যাবে। হেমস আরও বলেন, সরিয়ে নেয়ার মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের ৭০০ এবং চট্টগ্রামে ৬০ অথবা ৭০ জন রয়েছেন। তবে সরিয়ে নেয়ার জন্য এখনও কোন অনুরোধ আসেনি।
(বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___