Banner Advertise

Monday, February 13, 2012

[chottala.com] সরকারকে লু&# 2482;া ও ল্যাংড়া বানিয়ে ছাড়÷ 6; : Khaleda Zia



 

বারোই মার্চের পর তাদের বিদায় করে দেব :খালেদা

লেখক: চাঁদপুর থেকে আনোয়ার আলদীন/গোলাম কিবরিয়া জীবন  |  মঙ্গল, ১৪ ফেব্রুয়ারী ২০১২, ২ ফাল্গুন ১৪১৮
Details
++        সরকারকে লুলা ও ল্যাংড়া বানিয়ে ছাড়ব
++        আগামী নির্বাচনে জয়লাভের ষড়যন্ত্র করছে সরকার
++        নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না
চাঁদপুরের বিশাল জনসভায় দাঁড়িয়ে বিএনপি চেয়ার-পারসন বেগম খালেদা জিয়া সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানিয়ে বলেছেন, এই ব্যর্থ সরকারের যদি বোধোদয় না হয় তাহলে যা করার আমরা করবো। ১২ মার্চের পর গণভিত্তিক শান্তিপূর্ণ কর্মসূচি দেব, ঢাকায় সবাইকে অবস্থান করতে হবে। আমিও আপনাদের সঙ্গে থাকবো। তাদেরকে বিদায় করে দেব।  বেগম জিয়া বলেন, এই ব্যর্থ সরকার খুঁড়িয়ে চলতে পারে। আমরা তাদেরকে ফেলতে চাই না। দেখি তারা খুঁড়িয়ে কতদূর যেতে পারে। সরকারকে লুলা ও ল্যাংড়া বানিয়ে ছেড়ে দিতে চাই। 
খালেদা জিয়া বলেন, আগামীতে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আপনাদের যদি তত্ত্বাবধায়ক নামটি পছন্দ না হয় তাহলে অন্য যে কোনো নামে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন আমাদের আপত্তি থাকবে না। গতকাল সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক। অন্যান্যের মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খালেদা জিয়া চারটা ৫০ মিনিটে বক্তৃতা শুরু করে ৫টা ২৫ মিনিটে বক্তব্য শেষ করেন।
বেগম জিয়া ঢাকা থেকে বেলা সোয়া এগারোটায় রওয়ানা করে বিকাল পৌনে চার টায় চাঁদপুর পৌঁছান।  আধা ঘন্টা চাঁদপুর সার্কিট হাউসে বিশ্রাম নিয়েই তিনি সোয়া চারটায় মঞ্চে ওঠেন। এসময় স্টেডিয়ামের সমাবেশে যোগ দেয়া হাজার হাজার মানুষ স্লোগান দিতে দিতে তাকে বরণ করে নেয়।
খালেদা জিয়া বলেন, ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচিতে মানুষের ঢল নামবে ইনশাল্লাহ। মন্ত্রীরা আবোল-তাবোল বকতে শুরু করেছে। তারা নাকি ঢাকা দখল করবে। আমরা দখল করতে চাই না। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। তারা যদি দখল করতে চায় তাহলে দেখা যাক! তবে আমি সাবধান করে দিতে চাই ওই দিন পাল্টা কোনো কর্মসূচি দেবেন না। দিলে তার দায়িত্ব আপনাদের নিতে হবে।
খালেদা জিয়া বলেন, ২৯ জানুয়ারি গণমিছিলে দুই জন ছাত্রনেতাকে সরকারের নির্দেশে পুলিশ গুলি করে নৃশংসভাবে হত্যা করে। তিন বছরে তারা কিছুই দিতে পারেনি। প্রতিনিয়ত লাশ উপহার দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে আইন-শৃঙ্খলা নাকি ভালো। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিলো অনেক আগেই পদত্যাগ করা।
তিনি বলেন, এই সরকার হত্যাকারীদের শাস্তি দেয়ার পর আবার মাফ করে দেয়। এদেশে গণতন্ত্র আইনের শাসন নেই। তারা মানুষ হত্যা ও সন্ত্রাসের রাজনীতি করে। আওয়ামী লীগের অতীত কলঙ্কময়। তারা কখনোই গণতন্ত্রের চর্চা করেনি। তারা বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। চারটি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিলো। বিচার বিভাগের স্বাধীনতা তাদের নিজেদের হাতে কুক্ষিগত করেছিলো।
লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী ঘর থেকে মানুষ তুলে নিয়ে হত্যা করতো। সেই ধারাবাহিকতায় এখনো প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে। গত তিন বছরে তারা ১২ হাজার মানুষ হত্যা করেছে। দুদিন আগে ঘরে ঢুকে দুই জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘরেও এখন মানুষ নিরাপদ নয়। সেই হত্যাকারীদের এখনো পুলিশ ধরতে পারেনি। নিরীহ কাউকে ধরে বলবে এইতো ধরেছি।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার গলাবাজি আর মানুষ খুন ছাড়া কিছু পারে না। দেশে কোনো উন্নয়ন নেই। চাল, ডাল, লবণ, তেল, ডিমের দাম বেশি। তারা কথা দিয়েছিলো ঘরে ঘরে চাকরি দেবে। দিয়েছে? দেয়নি।
বিদেশে এখন লোক যেতে পারছে না। মধ্যপ্রাচ্য থেকে মানুষ শূন্যহাতে ফেরত আসছে। সরকার এখন বন্ধুহীন হয়ে পড়েছে। বন্ধুহীন কখন হয়—যখন সরকার দুর্বল হয় ও অন্ধভাবে কোনো দেশের আনুগত্য করে।
চাঁদপুরের জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জেলার মন্ত্রীকে জিজ্ঞাসা করুন না, কেনো সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করছে। ফেলানী আপনাদের বোন, আমাদের মেয়ে তাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। একজনকে কাপড় খুলে পিটিয়েছে। পাথর ছুঁড়ে মানুষ হত্যা করছে। তারা বলে, হত্যা আরো করবে। কিন্তু এর কোনো প্রতিবাদ হয় না।
তিনি বলেন, এই হত্যা বন্ধ করতে হবে। তা না হলে আমাদের সীমান্ত রক্ষী যারা আছে তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে।
যুবকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, যুবকদের কাজ নেই। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে কিছু করবে কিন্তু ব্যাংকে টাকা নেই। সব টাকা সরকার ঋণ নিয়ে গেছে। সরকার চাকরি দিতে পারে না। ব্যাংক দেউলিয়ার পথে। তিন বছরে নতুন কোনো শিল্প কলকারখানা বেড়ে ওঠেনি। বেকারত্ব বেড়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শেয়ার বাজার লুট হয়। আমাদের সময় এমন হয়নি। ৯৬ সালে আওয়ামী লীগ শেয়ার বাজার লুট করেছিলো। এবারো হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ৩৩ লাখ বিনিয়োগকারীর দেড় কোটি পরিবার আজ নিঃস্ব। এর জন্য তারা প্রতিবাদও করতে পারবে না। প্রতিবাদ করলে জেলে নেয়া হয়। নির্যাতন করা হয়। অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, এই সরকারের আমলে দেশের মানুষ কিছু পায়নি। পেয়েছে শুধু লাশ আর লাশ। সরকারের উদ্দেশে বলেন, আপনারা আর কত লাশ চান। আর কত রক্ত চান। আর কত মায়ের বুক খালি করতে চান। কত বোনকে বিধবা করতে চান। কত শিশুকে পিতৃহারা করতে চান? আপনাদের কি খুনের পিপাসা মেটেনি।
বেগম জিয়া চাঁদপুরে নিহতদের আলোকচিত্র দেখিয়ে বলেন, তারা শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি। এই ছবিতে দেখেন কিভাবে উলঙ্গ করে টেনে নিয়ে যাচ্ছে। সীমান্তে যেভাবে উলঙ্গ করে পিটিয়েছে পুলিশও তাই করছে। এরা কি বাংলাদেশের পুলিশ? আগে কখনো এরকম দেখিনি। 
পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। কিন্তু বাড়াবাড়ি করবেন না। গুলি করে হত্যা করে অতীতে আন্দোলন দমন করা যায়নি। এখনো যাবে না। বরং আরো বেগবান হয়। আমি চাঁদপুরবাসীকে কথা দিলাম হত্যাকারীদের বিচার করবো। এখন না হলেও একদিন বিচার হবেই ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। তাই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। তবুও তারা বাধা দেয়। জনগণ হরতাল করে আমাদের পিকেটিং করার দরকার হয় না। হত্যা করে ভয় দেখিয়ে কর্মসূচি দমন করা যায়নি। আগামীতেও যাবে না।
তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ রোডমার্চে মানুষের ঢল দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভীতু হয়ে গেছে। গণমিছিলে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য ২৯ জানুয়ারি তারা পাল্টা কর্মসূচি দিয়েছিলো। আমরা একদিন পিছিয়ে ৩০ জানুয়ারি কর্মসূচি দিয়েছিলাম। সেই গণমিছিলে জনজোয়ারের সৃষ্টি হয়েছিলো।
আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ষড়যন্ত্র করছে সরকার এমন অভিযোগ এনে তিনি বলেন, আগামীতে ফখরুদ্দিন-মইন উদ্দিন নেই তাদের আবার ক্ষমতায় বসাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোর্টের দোহাই দিয়ে উঠিয়ে দিয়েছে। কোর্ট বলেছে, আরো দুইটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তারা একথা না শুনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে।
তিনি বলেন, সরকার চায় নিজেরা প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি থেকে নির্বাচন করবে। তবে তা নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ছিনতাই করে এনে গণভবনে বসে ফল ঘোষণা করেছিলো।
খালেদা জিয়া বলেন, সরকার বিজয় নিশ্চিত করতে ইভিএম দিয়ে নির্বাচন করতে চায়। এই মেশিন আমেরিকা, জার্মানীসহ বিশ্বের বড় দেশ বাতিল করেছে। তারা বলেছে, এই মেশিন দিয়ে কারচুপি করা যায়। আপনি ভোট দেবেন ধানের শীষে যাবে নৌকায়। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। ইভিএম-এ কোনো নির্বাচন হবে না। হাতের টিপ সই দিয়ে আগের মতোই ভোট দেবে মানুষ।
খালেদা জিয়া বলেন, দ্রুত টাকা বানানোর জন্য তারা কুইক রেন্টাল প্ল্যান্ট বানিয়েছে। বিদ্যুত্ সমস্যার কোনো সমাধান করতে পারেনি। কাড়ি কাড়ি টাকা কামিয়েছে। সামনে গরম আসছে কেমন লোডশেডিং হয় বুঝতে পারবেন।
তিনি বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশের মানুষ সুখে থাকতে পারবে। দেশকে অর্থনৈতিভাবে সুখি সমৃদ্ধশালী করে গড়ে তুলবো।
চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত স্টেডিয়ামের বিশাল জনসভায় প্রধান অতিথি খালেদা জিয়া ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মো. শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, এম ইলিয়াস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, হারুন অর রশীদ এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি, রাশেদা বেগম হীরা এমপি, সাবেক এমপি জিএম ফজলুল হক, যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সেক্রেটারি শিরিন সুলতানা, তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের, শ্রমিক দলের আমীর হোসেন, সফিকুর রহমান কিরন, জামায়াতের চাঁদপুর জেলা আমীর মাওলানা আহমদ উল্লাহ, বিএনপি’র জেলা সেক্রেটারি শেখ ফরিদ আহমেদ মানিক, সফিকুর রহমান ভুঁইয়া, বিল্লাল হোসেন মিয়াজী, আনোয়ারুল করিম, আবদুল হামিদ মাস্টার, জহির উদ্দিন বাবর প্রমুখ।
অভিনব প্রতিবাদ
চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে কয়েক কিলোমিটার জুড়ে কয়েদীর পোশাক গায়ে দিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। পোশাকে ডিজিটাল হাসিনার উপহার, সারা কচুয়া কারাগার কয়েদী নম্বর... উত্কীর্ণ ছিলো।
এ সময় কয়েক হাজার মানুষ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে। তাদের সঙ্গে ছিলেন আ ন ম এহসানুল হক মিলন।
জগতপুর বাজারটি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের নির্বাচনী এলাকা।
 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] The so called Coup was invented by RAW ?



 

What is wrong with government in the Bangladesh?
 
Sunday February 12 2012 18:14:39 PM BDT
 
by Salah Uddin Shoaib Choudhury
 
 
 
Should begin this write up with two of the most significant incidents, where, for sure, political and diplomatic bankruptcy of the ruling Bangladesh Awami League has been completely exposed. At the same time, for some reason, policymakers in New Delhi are continuing to give an impression to people that the current government in Bangladesh is their own planted one.

Bangladesh high commissioner in New Delhi, Tariq Karim invited a few reporters from Indian media on February 7, 2012 and said, "Bangladesh may have foiled a coup by army officers aligned with the fundamentalist outfit Hizb ut Tahrir, but is worried about the entrenched presence of men and officers with radical religious views in armed forces. The coup, plotted to derail the trial of "war criminals" [those who had sided with Pakistani Army in the 1971 liberation war] and put a spanner in Sheikh Hasina-led government's efforts to strengthen ties with India, has alerted the authorities to a festering danger in its cantonments."

He explained, "As Bangladesh moves closer to election, the possibility of agent-provocateurs deliberately triggering incidents along the border cannot be ruled out."

Hasina's pro-India stance has dented her popularity at home. "Imagine if the present dispensation is replaced by a non-secular Islamist regime. Our borders are porous figure out the risks involved," said Karim.

If we will closely scrutinize the entire statement of the Bangladeshi envoy in New Delhi, it will be proved that, he has tried in his own way to frighten India about the consequence, if Awami League is out of power and he even reminds the Indian policymakers stating "Our borders are porous figure out the risks involved". It means, the envoy wants India to make sure, Sheikh Hasina's government continues in power as long as possible, not for the sake of Bangladesh's interest but for the sake of interest of India. Because, the envoy has categorically mentioned that Sheikh Hasina's pro-India stance has dented her popularity at home. So, in this case, how the envoy suggests continuation or re-electing of an unpopular party? Either through election manipulation or through undue Indian intervention! We all know, by now, comprehensive preparations have already been made with the technical support from an Indian IT firm to manufacture Electronic Voting Machine, which can be easily hacked and results manipulated.

On January 28, 2012, India Today magazine carried an article titled 'Dhaka Conspiracy', where it said, "In late December last year, a secret letter went from New Delhi to Dhaka. It was delivered directly to Sheikh Hasina, the prime minister of Bangladesh. It warned her that Islamist radicals embedded within the Bangladesh Army were planning a coup. Hasina had reason to fear coups."

In the same article India Today further said, "Along with the letter, India had worked out a contingency plan to evacuate the prime minister, her cabinet and key figures of her Awami League party in the event of a coup. There was a military plan as well. Indian helicopter gunships would be launched from two airbases in West Bengal and Tripura into Dhaka to provide air cover for the operation. Landing zones and evacuation sites were identified in and around the capital for the air corridor."

The India Today also commented on New Delhi's "help" during the February 25-26 massacre in 2009, where at least 73 army officers were brutally murdered. The newspaper said, "Hasina has been under threat since she swept to power in early 2009. More than 1,000 paramilitary border guards of Bangladesh Rifles, now renamed Border Guards Bangladesh, revolted against the military's hegemony over their institution. It was symptomatic of the unrest in the armed forces. India helped even then. Sources in the prime minister's office said that as soon as the mutiny broke out, India kept its special forces 50 Parachute Independent Brigade on standby to fly into Dhaka in case of an emergency. New Delhi's support for Hasina is clear. In her third stint as prime minister, Bangladesh has ceased to become a safe haven for militant groups operating in India."

In this article, India Today has raised several serious issues, which not only goes against the sovereignty of Bangladesh but also evidently proves that, the current government of Bangladesh Awami League is under constant directive and dictation as well as protection of New Delhi. The article has raised the following points:

1.It said, "Islamist radicals embedded within the Bangladesh Army", which once again shows to the world that, it is prime time for the global community especially the United Nations to actively consider if they would continue allowing members of Bangladesh Armed Forces in the United Nations Peacekeeping Forces [UNPF], as there might have already been "Islamist Agents" of Bangladesh Army mixing with the remaining members of UNPF. In that case, for sure, members of armed forces from Hizbut Tahrir's prime enemy United States, Israel and Arab countries are at huge risk.

2.The article confessed that the 'coup' was first invented by the Indian intelligence and according the Bangladesh government was briefed through a 'secret letter'. The article also comments "Hasina has reason to fear coups", where natural question may come in anyone's mind if New Delhi is cashing this 'fear' of Bangladeshi Prime Minister and continuing their actions against Bangladesh Army?

3.The article says, "India had worked out a contingency plan to evacuate the prime minister, her cabinet and key figures of her Awami League party in the event of a coup." What does this mean? Does it mean, that the Bangladeshi law enforcing agencies and the patriotic armed forces are ineligible in ensuring protection to Prime Minister and her cabinet members? Are they [the PM and her cabinet] enemies of the people?

4.The article said, "There was a military plan as well. Indian helicopter gunships would be launched from two airbases in West Bengal and Tripura into Dhaka to provide air cover for the operation. Landing zones and evacuation sites were identified in and around the capital for the air corridor." Does this mean, India was conspiring to launch an occupation attempt in Bangladesh and finally turn Bangladesh into another state of India and then plant their own government here?

5.It said, "New Delhi's support for Hasina is clear. In her third stint as prime minister, Bangladesh has ceased to become a safe haven for militant groups operating in India." Third stint? Everyone knows this is the second term for Sheikh Hasina to be the Prime Minister, and how calm the Indian newspaper considers it to be third term. Is that the ultimate game plan of New Delhi in keeping this government for the next term, if not eternally?

6.The India Today article said, "Bangladesh Rifles, now renamed Border Guards Bangladesh, revolted against the military's hegemony over their institution." Hegemony? Well, this clearly indicates that, India was behind the Bangladesh Riffle's massacre and it might have given instigation to the killers in taking revenge by murdering officers of Bangladesh Armed Forces and by humiliating their family members to stop "military's hegemony".

Neither Bangladesh mission in New Delhi nor the Ministry of Foreign Affairs in Dhaka reacted to any such comments or newspaper reports. It certainly shows that policymakers inside the ruling party were extremely delighted seeing such statements both from the Bangladeshi high commissioner as well as the Indian news magazine. And for sure, such silent endorsement to these extremely objectionable comments exhibit the political and diplomatic bankruptcy of the current government and their tendency of being delighted of getting labeled as Indian agents.

The current government has also seriously hurt the sentiment of the language movement and visibly showed total dishonor to the martyrs of this movement by hiring Indian artists such as Bappi Lahiri, Shan, Bipasa Basu, Malaika Arora Khan etc as well as their band of half nude Indian galls in singing Hindi songs and dancing with erotic moves openly in public with LIVE coverage of a local television channel. The entire show surely was a huge insult to the Bangladeshi people and their language movement. Critics say, while Pakistani leader Jinnah failed to enforce Urdu as the state language of the people of the then East Pakistan, now New Delhi's masters of the ruling party have been clearly successful in injecting Hindi right during the sacred month of language movement. I am sure, now those so-called social elites and cultural activists will not utter even a single word, simply because of the reason that, the show was participated by their "loving dolls" from India. Should any such event take place when Bangladesh Nationalist Party was in power, those activists as well as leaders of Bangladesh Awami League would have declared statement war against the government

Salah Uddin Shoaib Choudhury
E Mail : ediblitz@yahoo.com
 
weeklyblitz.net


 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[chottala.com] তিনি যে ‘অ্য 94;কসিডেন্টল 95;’ মন্ত্রী(A Must Read Art icle from Bangla news24.com)



তিনি যে ‘অ্যাকসিডেন্টলি’ মন্ত্রী

 

ফজলুল বারী, কন্ট্রিবিউটিং এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সড়ক দুর্ঘটনা আর দুর্ঘটনাজনিত মৃত্যু নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে কেউ কী অবাক হয়েছেন? আমি হইনি। কারণ সৈয়দ আশরাফুল ‘অ্যাক্সিডেন্টলি’ আওয়ামী লীগের মতো দেশের গুরুত্বপূর্ণ, অন্যতম প্রধান দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী হয়ে গেছেন! এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার ইচ্ছা অথবা দয়ায়। কোনোরকম সাফল্য ছাড়াই এখনও যে তিনি পদ দুটিতে টিকে আছেন, সেটিও উল্লেখিত একই কারণে সম্ভব হচ্ছে। কোনো একজন দায়িত্বশীল মানুষ অথবা দায়িত্বশীল সরকারি দলের মুখপাত্র কী পার্লামেন্টে দাঁড়িয়ে অবলীলায় ‘সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদ জানানোর কিছু নেই। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের করার কিছু নেই’ জাতীয় ঢালাও, কাণ্ডজ্ঞানহীন কথা বলতে পারেন?

যে দেশে বছরে তেত্রিশ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, আহত-পঙ্গু হন শতগুন বেশি, রাস্তা-ঘাটের সমস্যা, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালকসহ নানা কারণ যেখানে এসব দুর্ঘটনার কারণ, সেখানে সরকারি দলের দায়িত্বশীল কেউ এভাবে কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলতে পারেন? না এমন বক্তব্য দেওয়া সৈয়দ আশরাফুলের মতো ব্যক্তি বা মন্ত্রীর পক্ষেই শুধু স্বাভাবিক?

সরকারি মন্ত্রীদের এমন ঢালাও কথাবার্তা শুনলে বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সেই ‘আল্লাহ’র মাল আল্লাহ নিয়া গেছেন’ বক্তব্যটি মনে পড়ে যায়! আমরা সবাই সেই বক্তব্যের প্রতিবাদ করেছি। শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারাসহ দেশের সচেতন সব মানুষ এর প্রতিবাদ করেছেন। আলতাফ হোসেনের সেই বক্তব্যের সঙ্গে সৈয়দ আশরাফুলের বক্তব্যের গুণগত কোনো পার্থক্য আছে কী? যদি তা না থাকবে তাহলে পার্লামেন্টে এক তারানা হালিম ছাড়া আর কেউ এর প্রতিবাদ করলেন না কেন? এর জবাব শেখ হাসিনাকে দিতে হবে। আওয়ামী লীগকে দিতে হবে। নতুবা সাহস থাকলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা আওয়াজ দিয়ে বলুন, সৈয়দ আশরাফুল যা বলেছেন, তা ঠিক আছে। সৈয়দ আশরাফুলের বক্তব্য সরকার ও আওয়ামী লীগের বক্তব্য। সৈয়দ আশরাফুল যেহেতু সরকারি দলের অফিসিয়াল স্পোকসম্যান, এটা নিয়ে তারা আর কথা না বললে পাবলিকের কাছে বিষয়টা তাই দাঁড়াবে! এর পরিণতি কোন পর্যন্ত পৌঁছবে সে খেয়াল কী সরকারি দলের আছে? আগামীতে কি ভোটের জন্য আর পাবলিকের কাছে যাওয়া লাগবে না?
 
দেশের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে তা সরকারি দলের নেতাদের শারীরিক ভাষা দেখে বোঝার উপায় নেই! অনেক সংকটের মধ্যে নতুন আরেক সংকট দেখা দিয়েছে শেয়ারবাজারে নিঃস্ব বিনিয়োগকারীরা এখন আত্মহননের পথে যাওয়া শুরু করেছেন। ঢাকার পর চট্টগ্রামে আত্মহত্যা করেছেন নিরুপায় আরেকজন! কিন্তু সরকার এসব নিয়ে মূক ও বধির! কারোরই কোনো বক্তব্য অথবা মাথা ব্যথা নেই! অবশ্য শেয়ারবাজারে বিপর্যয় শুরুর পর এ নিয়ে সরকারের ‘কুচ পরোয়া নেহি’ নীতির জানান দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। শেয়ারবাজারে লগ্নি করা ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাপয়সা একদল লুটে নিয়ে গেল, আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলে দিলেন, ‘এ নিয়ে সরকার উদ্বিগ্ন-চিন্তিত নয়। এতে করে দেশের অর্থনীতির কিছু  যাবে আসবে না।’ সত্যি তাই হলো! সরকার একটি তদন্ত কমিটি করলো। লুটেরাদের চিহ্নিত করে রিপোর্ট দিলো তদন্ত কমিটি। পত্রপত্রিকায় তাদের ছবিসহ রিপোর্ট ছাপা হলো। কিন্তু সরকার কিছু করলো না! এ নিয়ে সন্দেহের বিষয়গুলো আগে লোকজন আড়ালে-আবডালে বলতেন। এখন বলেন প্রকাশ্যে। আর দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির এখন কি অবস্থা, তা ব্যাখ্যা করে বলতে বলতে কোনো পন্ডিতের দরকার নেই। অর্থমন্ত্রী কত বেদিশা হয়ে গেলে অর্থনৈতিক নাজুক অবস্থার জন্য দেশের মিডিয়া আর সুশীল সমাজকে দায়ী করেন! তিনি অর্থমন্ত্রী, আর দেশের অর্থনীতি খারাপ করে দিয়েছেন সুশীল সমাজ আর মিডিয়ার লোকজন? এমন মন্ত্রীর জন্য ‘বেদিশা’ শব্দটি কী বেশি কম হয়ে গেল?
আর আওয়ামী লীগের পার্ট টাইম সাধারণ সম্পাদক আর সরকারের পার্ট টাইম স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামতো (যেহেতু তিনি পারিবারিক কারণে প্রায় দেশের বাইরে থাকেন), মাঝে মাঝেই এমন ‘বেদিশা’, ‘কুচ পরোয়া নেহি’ জাতীয় কথা  বলেন। সীমান্তে বিএসএফের মানুষ মারা-অপহরণ করে নিয়ে যাওয়া এসব এখন প্রায় নৈমত্তিক বিষয়। ভারতের সঙ্গে দোস্তালির সম্পর্ক নিয়েও সরকার এর কোনো সুরাহা নিয়ে আসতে পারেনি। এ নিয়ে কখনো সিরিয়াসলি চেষ্টা করেছে, এমন প্রমাণও নেই। অতঃপর সব কল্পনাকে হার মানিয়ে দেশের এক নাগরিককে সীমান্তে ল্যাংটা করে পিটালো বিএসএফ। এ নিয়ে ভারতীয় মিডিয়া হৈচৈ করলো। ভারত সরকারকে এ ব্যাপারে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বললো সে দেশের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। আর আমাদের সৈয়দ আশরাফুল বলে দিলেন, ‘সীমান্তের বিষয় নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়!’

এসব ‘কুচ পরোয়া নেহি’ বক্তব্যের জবাবে কী বলা যায়? সহজ উত্তর মনে হয় একটাই আছে, তা হলো— বহুল বলা সেই কথাটাই, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা ইতিহাস ভালো নয়। এটি স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে খালেদা জিয়ার সরকারের সময়েও দেশের মানুষ দেখেছে। এখন তা দেখছে, শেখ হাসিনার সরকার! বলা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা স্বেচ্ছাচারিতার জন্ম দেয়। যা নানাভাবে এখন সরকারি দলের শারীরিক ভাষায় স্পষ্ট। স্বেচ্ছাচারী না হলে কেউ সৈয়দ আশরাফুলের মতো এভাবে কথা বলতে পারেন না। পরিবহন শ্রমিক নেতা, সরকারের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছে দেশের মানুষের জীবন গরু-ছাগলের চেয়ে কম দামী। নিজের শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ম বর্হিভূতভাবে লাইসেন্স দাবি করে বিপুল সমালোচনার মুখে অতঃপর তার মুখে লাগাম দেয়ানো হয়েছে। আর লাগামটি সৈয়দ আশরাফুলের মতো দায়িত্বশীল মন্ত্রী, সরকারি দলের মুখপাত্রের মুখ থেকে চলে গেল? আমার তো মনে হয়, এভাবে কথা বলা তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে যাওয়া মাহবুবুল আলম হানিফের পক্ষেও সম্ভব না।
 
সৈয়দ আশরাফুল যে কথাগুলো বলেন, ‘তা একটু অন্যভাবে দায়িত্বশীলভাবেও বলা যায়। মানুষকে আঘাত, তুচ্ছ-তাচ্ছিল্য না করে  কথা বলা একটি শিল্প। রাজনীতিবিদদের এ শিল্পটি জানতে হয় বেশি। আওয়ামী লীগের অনেক নেতাই এই শিল্পটি জানেন। অথবা আওয়ামী লীগে এমন কথা শিল্পীর সংখ্যা বেশি। সৈয়দ আশরাফুল সে শিল্পটি জানেন না। কারণ সেই যে তিনি ‘অ্যাক্সিডেন্টলি আওয়ামী লীগের মতো দেশের গুরুত্বপূর্ণ, অন্যতম প্রধান দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের স্থানীয় সরকারমন্ত্রী হয়ে গেছেন!’ জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, সাজেদা চৌধুরী বা আব্দুল জলিলদেরও যেভাবে অনেক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, কাঠখড় পুড়িয়ে আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক হতে হয়েছে, সৈয়দ আশরাফুলকে তেমন কিছুই করতে হয়নি। অতএব ‘অ্যাক্সিডেন্টলি’ পদটি পেয়ে যাওয়াতে তিনি যেন দল-পদ কোনো কিছুর সঙ্গেই সুবিচার করতে পারছেন না। অনেক কারণের সঙ্গে তার কারণেও দিনে দিনে পেছাচ্ছে সরকারি দলটি। শুধুই  হারাচ্ছে জনপ্রিয়তা! ২০০৮ সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর দেশে যত নির্বাচন হয়েছে, এর একটিতে প্রমাণ নেই যে সরকারি দলের জনপ্রিয়তা বেড়েছে। সরকারের তিন বছর শেষ। হারানো জনপ্রিয়তা আর কবে কীভাবে উদ্ধার হবে? ধারাবাহিক এই পতনে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারলে এ দলের এবং দেশের অনেক সমস্যা হবে। কিন্তু সৈয়দ আশরাফুলের তো কোনো সমস্যা হবে না। কারণ তার একইসঙ্গে ব্রিটিশ নাগরিকত্ব অথবা রেসিডেন্সি আছে। পরবর্তী ফ্লাইট ধরেই লন্ডন চলে যেতে পারবেন। আওয়ামী লীগের নেতাদের এসব বিষয়ে কথা বলার সাহস নেই। কারণ তারা শেখ হাসিনাকে বাঘের চেয়ে বেশি ভয় পান। অতএব তাদের কিছু বলে লাভ নেই। শেখ হাসিনার কাছেই কথাটি বলি। দীর্ঘ উদাহরণের দরকার নেই। শেখ হাসিনার কী মনে হয়, সৈয়দ আশরাফুলের সাম্প্রতিক দুই বক্তব্য, ‘সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়’ এবং ‘সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদ জানানোর কিছু নেই। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের করার কিছু নেই’, জাতীয় বক্তব্য নিয়ে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ভোটের মাঠে দাঁড়ানো সম্ভব?
 
ফজলুল বারী: সিডনি প্রবাসী সাংবাদিক  
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___