Banner Advertise

Monday, March 31, 2014

[chottala.com] OUTSTANDING JEW





 

Letter: [Taking Issue with New Trend]

[From Shaikh Mohommed, London, England.]

Example of Outstanding Jew: Harold Pinter Says Blair is Criminal

Re: MALCOLM X KNEW  (Safar 3, 1426/March 14, 2005 #21) "one proof that all the civil rights posturing of so many Jews wasn't sincere."


My comment:  

There is a time and place for everything.  Old stories should be referred to only if they are relevant.  However, in this case, I feel that we should move on.   Hence, I offer no criticism on Malcolm X's comment.  

We should now focus on real problem facing the world.   One may ask what are the problems and the answers may vary from person to person.  

According to me, the root of all problems facing us is American Government's behaviour towards us all.  To put it bluntly, Washington has given to all and sundry that its objective is to control the resources of the whole world.

People throughout the world have taken up this challenge and in their own way are tackling up this issue i.e. attacking not only Bush but also his stooges.  Your readers already know who the stooges are in the Muslim world.

In passing let me bring to your readers' attention the behaviour of a prominent British Jew.  He is Harold Pinter.  I am not of course referring to other Jews like Noam Chomsky, or that Israeli General who resigned when asked to attack Lebanon.

Harold Pinter has put his whole life in fighting against tyranny by American Government and America's stooges and allies.

Please read on the following news item appearing in a London newspaper. If any of your readers are interested in finding more about Harold Pinter, they can visit http://www.haroldpinter.org/home/index.shtml

"Harold Pinter announced today that he has decided to abandon his career as a playwright in order to concentrate exclusively on politics. The 74-year-old dramatist has spent the bulk of his time in recent years as a passionate campaigner against the prime minister and the conflict in Iraq.

In an outstanding writing career that has spanned four decades, Pinter has produced some of modern ....and his announcement today will come as a blow to the many people in the theatre world who regard him as Britain's greatest living playwright. Pinter explained his decision in an interview with Mark Lawson, due to be aired on Radio 4's Front Row at 7.15pm this evening. 

"I've written 29 plays. Isn't that enough?" he asked. ....My energies are going in different directions - over the last few years I've made a number of political speeches at various locations and ceremonies ... I'm using a lot of energy more specifically about political states of affairs, which I think are very, very worrying as things stand." Last November Pinter was among a group of celebrity campaigners who called for the prime minister's impeachment.

  - Pinter takes final bow The Guardian February 28, 2005.  

Addressing the million march for peace , Playwright Harold Pinter claimed US barbarism would destroy the world and called on Tony Blair to resign. To cheers, he said: "It's a country run by a bunch of criminals with Tony Blair as a hired Christian thug." Daily Mirror 17 February 2003

One of Pinter's best quote which I like is "The crimes of the U.S. throughout the world have been systematic, constant, clinical, remorseless, and fully documented but nobody talks about them."

Shaikh Mohommad  shaikh@europe.com

------------------------------------------


 

 






New Trend Magazine. www.newtrendmag.org Biggest Islamic web site in the USA. Phone: 410-435-5000. Email: butshikan@msn.com Subscription for printed edition: $10 for 3 months. Mail check to: New Trend, P.O. Box 356, Kingsville, MD 21087. Disclaimer: Views expressed are not necessarily shared by the editors. New Trend does not endorse violence of any kind. Information on news or views related to violence are for analysis and understanding, not for endorsement. New Trend is against racism, classism, gender superiority, Zionism and Imperialism. The Qur'an and the authentic Hadith are our foundation. All views are welcome but only a selection can be published owing to high volume of mail. Anyone criticized in New Trend has the right of reply up to 300 words.
--------------------------------------------------------
Rabi' al-Thani 12, 1426/May 21, 2005             #38
---------------------------------------------------------

Jamaat al-Muslimeen News:

P.O. Box 10881

Baltimore, MD 21234



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Saturday, March 29, 2014

[chottala.com] RE: The Truth



Who carried the letter to Peelkhana? 'Bhute? Bhute kilaleo manush ta biswas korbena. Bhoutik golpo baad dite hobe. How Mujib knew Subedar? Who was the most trusted lieutenant of Mujib? Definitely Tajuddin. To Tajuddin he (Mujib) said, "Ami Yahya'r kachhe traitor hote parbona" at 10:30 when Tajuddin approached with a tape recorder for a declaration. At 11PM he (Mujib) refused  ASM Rab to sign a declaration paper when he approached Mujib. Not only that he said, "Tora pala, ami amar bebostha kore rekhechhi". That bebostha was a call to US ambassador Farland, which by the way was also being helped by Junta personnel.
There are lots of books written by people like Musa Sadik. Most of the those books are zero plus zero equal to zero in contents and references. Mujib and Mujib 'patni" did not mention these. Mujib in his first ever interview at London did not mention anything on this subject. He can't make such big mistake of omitting declaration. Rathar, he said to Serajur Rahman, "Amra na shaiottoshashon cheyechilum?"; when indian ambassador Mr. Panth was saying your accelency out  of protocol. Something, which did not happen, did actually not happened. That is the fact. Kothai bolena, " ....... Kashi geleo...

Why 'begoon' is called begoon? there is no 'goon' i.e. 'upokarita'. Similarly, 'gyan' achhe jar takey amra boli 'biggyani'. similary, by the definition from the first, 'gyan' nai jar tara holen 'Bay-ggyani'. Almost all Mujib-psychophants fall in the latest catagory. Itihash o sotto ke ora manbena. Shudhu tai noy, ora khujbeona. Ei doshe doshi  oader biggo netri-o.

Shahadat Suhrawardy


Date: Fri, 28 Mar 2014 18:27:19 -0700
From: akabir60@yahoo.com
Subject: The Truth
To: americanbangladeshi@googlegroup.com; shahadathussaini@hotmail.com; shahdeeldar@gmail.com; bangladesh-progressives@googlegroups.com; borakhbash@gmail.com

শহীদ সুবেদার মেজর শওকত আলী ছিলেন পিলখানায় ইপিআরের সিগনাল কোরে কর্মরত। ১৯৭১ সালের ২৫ মার্চ সন্ধ্যার সময় ইস্ট পাকিস্তান রাইফেলস সিগনাল সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছিলো পাকিস্তানীরা। অপারেশন সার্চলাইট শুরু হওয়া মাত্র নির্বিচার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পিলখানা নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। সেই কালরাতে সোয়া বারোটার দিকে নাবিস্কো বিস্কিটের একটি টিন হাতে ধরা পড়েন শওকত আলী। সেই বিস্কিটের টিনটি ছিলো আসলে একটি ট্রান্সমিটার। তার কাছে আরো পাওয়া যায় বঙ্গবন্ধুর লিখিত একটি মেসেজ : This may be my last message, from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh where ever you might be and with what ever you have to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. [Message embodying declaration of Independence sent by Bangabandhu Sheikh Mujibur Rahman to Chittagong shortly after midnight of 25th March, i.e. early hours of 26th March 1971 for transmission throughout Bangladesh over ex-EPR transmitter; বঙ্গবন্ধু স্পিকস : বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের বহির্বিশ্ব প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত পুস্তিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তৃতীয় খন্ড, পৃ.১] সেটি ট্রান্সমিটরত অবস্থাতেই গ্রেপ্তার হয়ে যান শওকত। রাত সাড়ে এগারোটা থেকেই মৃত্যুকে অবজ্ঞা করে কাজটা করে যাচ্ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর ১১ নম্বর ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচার করা হয় শওকতকে। জেরা করে তথ্য আদায়ের জন্য বাঁচিয়ে রাখা কয়েকজন ইপিআর সদস্যের সঙ্গে তাকে এরপর নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর শরীরচর্চা কলেজের (পরে আলবদর সদরদপ্তর) টর্চার সেন্টারে। গ্রেপ্তারদের মধ্যে আরো ছিলেন সুবেদার মোল্লা ও সুবেদার জহুর মুন্সি। এ দুজন সপরিবারে পিলখানার বাইরে থাকতেন। তাদেরকে সন্দেহ করা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার সেই বার্তাটি গোপনে পিলখানায় আনার জন্য। এই অভিযোগে বর্বর নির্যাতনের শিকার হন তারা।
শওকতের স্ত্রী অধ্যাপিকা (বর্তমানে অবসরপ্রাপ্ত) ফিরোজা বেগম তার মেয়ে সেলিনা পারভীনকে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা) নিয়ে স্বামীর খোজ করতে গিয়ে জানতে পারেন দেশদ্রোহীতার অভিযোগে প্রাণদন্ড দেওয়া হয়েছে তাকে। সিগনাল কোরের কমান্ডার কর্ণেল আওয়ান সোজাসাপ্টা জানিয়ে দেন : আপনার স্বামীকে কিভাবে বাচাবো বলুন? তিনি ইপিআর কোয়ার্টার থেকে মুজিবের ঘোষণা ট্রান্সমিট করা অবস্থায় ট্রান্সমিটারসহ ধরা পড়েছেন। তার কাছে মুজিবের লিখিত মেসেজ পাওয়া গেছে। ফিরোজা বেগম এরপর তার দেবর মেজর সাখাওয়াত আলীর (তখন পাকিস্তানে বন্দী) দুই অবাঙালী বন্ধু মেজর এজাজ মাসুদ ও ক্যাপ্টেন আখতারের সঙ্গে ঢাকা সেনানিবাসে গিয়ে দেখা করেন। তাদের মুখেও শোনা যায় একই কথা।

অনেক পরে রাজশাহী ইপিআর সিগনাল কোরের সুবেদার নাসিম আলীর কাছ থেকে স্বামীর মৃত্যুর ঘটনা বিস্তারিত জানতে পারেন ফিরোজা। নাসিম তা জেনেছেন অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সুবেদার আইয়ুব আলীর কাছ থেকে। ২৮ এপ্রিল পাগলায় ২৫ জন ইপিআর সদস্যকে লাইন ধরে গুলি করা হয়, যার মধ্যে আইয়ুব আলীও ছিলেন। নদী থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী। পরে একই সাক্ষ্য দেন ইপিআর জিডি ব্রাঞ্চের স্টেনোগ্রাফার নুরুল ইসলাম ও ইপিআর সদস্য আবদুল মজিদ। ১৬ ডিসেম্বর মোহাম্মদপুর থেকে তাদের উদ্ধার করেছিলো মুক্তিবাহিনী। ইপিআরের অন্য সদস্যদের উপর নির্যাতন চালানোর সময় পাকিস্তানীরা টিটকিরি মেরে বলতো-...আর তেরা সুবেদার মেজর শওকত মুজিবকা ব্রিগেডিয়ার বন গ্যায়া...

জানা যায় শওকতের সামনেই সুবেদার আবদুল হাই ও সুবেদার জহুর মুন্সীর উপর লোমহর্ষক অত্যাচার চালানো হয়। দুজনকে পেরেক দিয়ে গাঁথা হয় দেয়ালে। সেই অবস্থাতেই মারা যান তারা। তাতেও মনোবল ভাঙ্গেনি শওকতের। কোনো তথ্যই তিনি প্রকাশ করেননি। জেরার সময় প্রতিটি নোখ তুলে ফেলা হয় তার। জ্বলন্ত সিগারেট আর তপ্ত লোহা দিয়ে ছ্যাকা দেওয়া হয় গোটা শরীরে। মাথার চুল টেনে ছেড়া হয়। এরপর লোহার শিক ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয় শওকতকে। তাতেও মৃত্যু হয়নি এই বীরের, এবং তিনি মুখ খোলেননি। ২৮ এপ্রিল রাতে অবশেষে মৃতপ্রায় সুবেদার মেজর শওকত আলীকে গুলি করে হত্যা করা হয়। আর লাশ ভাসিয়ে দেওয়া হয় নদীতে।
তথ্যসূত্র: জন্মযুদ্ধ ৭১
ছবি : মুসা সাদিক : বাংলাদেশ উইনস ফ্রিডম


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Friday, March 28, 2014

[chottala.com] ‘স্বাধীনতার ঘোষক না হয় মেনে নিলাম, কিন্তু রাষ্ট্রপতি নয়' সুরঞ্জিত ’



মানতেই হবে. এটাই যে সত্য. ধীরে ধীরে সবই মানবেন.

Shahadat Suhrawardy

ভিডিও >> 'স্বাধীনতার ঘোষক না হয় মেনে নিলাম, কিন্তু রাষ্ট্রপতি নয়': সুরঞ্জিত



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Thursday, March 27, 2014

[chottala.com] Mujib's confusion on Bangladeshi deaths



Mujib's confusion on Bangladeshi deaths

Ian Jack (21 May) mentions the controversy about death figures in Bangladesh's liberation war. On 8 January 1972 I was the first Bangladeshi to meet independence leader Sheikh Mujibur Rahman after his release from Pakistan. He was brought from Heathrow to Claridge's by the Indian high commissioner Apa Bhai Panth, and I arrived there almost immediately.

Mujib was puzzled to be addressed as "your excellency" by Mr Panth. He was surprised, almost shocked, when I explained to him that Bangladesh had been liberated and he was elected president in his absence. Apparently he arrived in London under the impression that East Pakistanis had been granted the full regional autonomy for which he had been campaigning. During the day I and others gave him the full picture of the war. I explained that no accurate figure of the casualties was available but our estimate, based on information from various sources, was that up to "three lakh" (300,000) died in the conflict.
To my surprise and horror he told David Frost later that "three millions of my people" were killed by the Pakistanis. Whether he mistranslated "lakh" as "million" or his confused state of mind was responsible I don't know, but many Bangladeshis still believe a figure of three million is unrealistic and incredible.
Serajur Rahman
Retired deputy head, BBC Bengali Service


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Wednesday, March 26, 2014

[chottala.com] বাংলাদেশের স্বাধীনতার বর্তমান শ্রেণী-চরিত্র




বুধবার, ২৬ মার্চ ২০১৪, ১২ চৈত্র ১৪২০
বাংলাদেশের স্বাধীনতার বর্তমান শ্রেণী-চরিত্র
আবদুল গাফ্ফার চৌধুরী
প্রত্যেক দেশের স্বাধীনতাযুদ্ধ যতই জাতীয় পর্যায়ে উন্নীত হোক, তার একটি শ্রেণী চরিত্র থাকে। ইংল্যান্ডে আটশ' বছর আগে রাজার হাত থেকে প্রজাদের স্বাধীনতা ও অধিকার উদ্ধারের জন্য যুদ্ধ হয়েছিল এবং প্রজাদের অধিকার স্বীকার করে রাজা ম্যাগনা কার্টা নামে একটি সনদে সই দিতে বাধ্য হয়েছিলেন। সেই যুদ্ধেরও নেতৃত্ব ছিল মূলত তখনকার সামন্ত শ্রেণী তথা ব্যরন, লর্ড, এমনকি মাঝারি ভূস্বামীদের হাতে। ইংল্যান্ডের রাজা ক্ষমতা ছেড়ে দিয়েছেন কিন্তু রাজতন্ত্র টিকে গেছে। এখনও ব্রিটেনে হাউস অব লর্ডস হাউস অব কমন্সের মাথায় ছড়ি ঘোরায়। এই হাউসটি বাতিলের প্রচেষ্টা এখনও সফল হয়নি।
ফরাসী বিপ্লবেও সাধারণ মানুষ এসে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের নামে যুক্ত হয়েছিল। তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠাও করেছিল। বেশি দিন টেকেনি। বিপ্লবে নেতৃত্ব ছিল রাজতন্ত্রের সভাসদ এবং সামরিক ও অসামরিক আমলাতন্ত্রের হাতে তারা ক্ষমতা কুক্ষিগত করেন। এমনকি নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করে নিজেকে সম্রাট বলে ঘোষণারও সুযোগ পান। ফ্রান্স এখনও একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত বুর্জোয়া শ্রেণীর হাতে।
আমেরিকার স্বাধীনতার যুদ্ধ মূলত ট্যাক্স-বিপ্লব বা করদাতাদের বিপ্লব। আমেরিকায় বসতিস্থাপনকারী সাদাদের ওপর (বেশির ভাগ ইংরেজ) বৈষম্যমূলকভাবে ইংল্যান্ডের সরকার করারোপ করায় তারা বিদ্রোহী হন এবং এই বিদ্রোহ স্বাধীনতার যুদ্ধে পরিণত হয়। এই স্বাধীনতার অন্যতম স্থপতি আব্রাহাম লিঙ্কন অবশ্য বলেছিলেন, তাঁরা আমেরিকায় জনগণের জন্য, জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান। তাতে তাঁরা সফল হননি।
কিছুকালের মধ্যে এই উঠতি ব্যবসায়ী শ্রেণীর হাতে রাষ্ট্রক্ষমতা চলে যায়। তৈরি হয় ওয়ালস্ট্রিট। অনেক দিন আগে হিউম্যানিস্ট আন্দোলনের প্রবর্তক এম এন রায় একটি চটি বই লিখেছিলেন, নাম 'হু রুল ইন আমেরিকা?' তাঁর মতে, হোয়াইট হাউস নয়, আমেরিকা শাসন করে ওয়ালস্ট্রিট। এই ওয়ালস্ট্রিট থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ব্যবসায়ীদের মনোপলি, কার্টেল, মাল্টি ন্যাশনাল ইত্যাদি, যা এখন কর্পোরেট, কার্টেলের ভূজবন্ধনে গ্লোবাল ক্যাপিটালিজমে পরিণত হয়েছে। এখন আমেরিকার সবচাইতে বড় শিল্প ওয়ার ইন্ডাস্ট্রি। যুদ্ধাস্ত্র বিক্রির মুনাফার ওপর মার্কিন অর্থনীতি নির্ভর করে, নির্ভর করে এই যুদ্ধাস্ত্র বিক্রির বাজার রক্ষার ওপর। আমেরিকাকে তাই যুদ্ধাস্ত্র বিক্রির জন্য পৃথিবীর সর্বত্র যুদ্ধ বাধিয়ে রাখতে হয় এবং তার সম্প্রসারণ ঘটাতে হয়।
অধিক উদাহরণ দিতে যাব না। ঘরের কথায় ফিরে আসি। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে ঢাকার অন্য একটি দৈনিকে আমি একটি নিবন্ধন লিখেছি। শিরোনাম 'বাংলাদেশের স্বাধীনতার চরিত্র ও চেহারা।' আমি এই নিবন্ধে আমাদের স্বাধীনতার যুদ্ধের সামগ্রিক আদর্শ ও দর্শন কী ছিল, যা তার চেহারায় প্রতিফলিত হতে না হতেই প্রতিবিপ্লবের ধাক্কায় ক্রমাগত পরিবর্তিত ও বিকৃত হয়েছেÑ সে সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু এই যুদ্ধের নেতৃত্ব কোন্ শ্রেণীর হাতে ছিল সে সম্পর্কে আলোচনায় যেতে পারিনি। ফলে আলোচনাটি ওই নিবন্ধে অসমাপ্ত রয়েছে।
আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি চমৎকার আদর্শ ও দর্শন ছিল। সেই আদর্শ ও দর্শন ছিল সেকুলারিজম ও সোশ্যালিজম। এই যুদ্ধে সাধারণ মানুষের ব্যাপক সম্পৃক্ততা ঘটেছিল। এটাকে প্রকৃত অর্থেই জনযুদ্ধ বলা চলে। কিন্তু নেতৃত্ব ছিল একটি উঠতি ধনী মধ্যবিত্ত শ্রেণীর হাতে, যাদের বলা চলে 'চিলড্রেন অব আইয়ুব ইরা' বা 'পাকিস্তানের শেষ আমলের আইয়ুব যুগের সন্তান।' আইয়ুব আমলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্যের ক্ষোভ দূর করার জন্য যে ছিটেফোটা ব্যবসা-বাণিজ্যের সুযোগ দেয়া হয়, তাতে একটি আরবান নব্য ধনী শ্রেণী এবং গ্রামপর্যায়েও উন্নয়ন পরিকল্পনার অর্থ হাতসাফাই করে একটি ভিলেজ নিউ রিচক্লাস গড়ে ওঠে। এরাই আইয়ুব আমলের শেষদিকে আওয়ামী লীগের ছয় দফা আন্দোলনে এবং পরবর্তী ধাপে স্বাধীনতা যুদ্ধের সমর্থন জানায়।
এদের লক্ষ্য ছিল, শেখ মুজিবের স্বাধীনতার আন্দোলনের ফলে পাকিস্তানের অবাঙালী বৃহৎ পুঁজির একচেটিয়া আধিপত্য থেকে মুক্ত হয়ে তারা স্বাধীন বাংলাদেশে নিজস্ব পুঁজির প্রতিযোগিতাবিহীন বাজার পাবে এবং আদমজী, বাওয়ানি, ইস্পাহানীদের তারাই স্থলাভিষিক্ত হবে। ফলে এই শ্রেণীটি যুদ্ধে আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়ায় এবং নেতৃত্বদানের ক্ষেত্রেও বড় ভূমিকা নেয়। এ জন্যই আমরা দেখতে পাই, তখনকার বাংলাদেশের নতুন এলিট ক্লাসের শীর্ষ নেতা রেহমান সোবহান, ড. নূরুল ইসলাম, ড. মোশাররফ হোসেন, এমনকি ড. কামাল হোসেনও মুখে হার্ভার্ড সোশ্যালিজমের বুলি আউড়ে শেখ মুজিবের ছয় দফা আন্দোলনে সমর্থন দিয়েছেন, স্বাধীনতার যুদ্ধে সমর্থন দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু মুজিবনগর সরকারের সঙ্গে সতর্ক ব্যবধান রক্ষা করে চলেছেন।
স্বাধীনতাযুদ্ধ শেষ হওয়ার পর এঁরাই দ্রুত দেশে ফিরে বঙ্গবন্ধুকে চারপাশ থেকে ঘিরে ফেলেন এবং প্রকৃত সমাজতন্ত্রের বদলে তাদের 'হার্ভার্ড সোশ্যালিজম' প্রতিষ্ঠার দ্বারা দেশের আর্থসামাজিক ব্যবস্থায় নব্য ধনী শ্রেণীর কর্তৃত্ব শক্ত করার চেষ্টা চালান। দেশকে শুধু স্বাধীন করা নয়, একটি শোষণমুক্ত অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর অনমনীয় মনোভাবকে তাঁরা প্রভাবিত করতে পারেননি এবং বঙ্গবন্ধুও বাঙালী নব্য ধনীদের আশা পূরণ করতে চাননি।
ফলে শুরু হয় বঙ্গবন্ধু-বিরোধী চক্রান্ত। বঙ্গবন্ধু হত্যার পর এ সম্পর্কে লিখিত এক প্রবন্ধে রেহমান সোবহান স্বীকার করেন, বাংলাদেশের নব্য ধনীরা বঙ্গবন্ধুকে 'ক্লাস-ট্রেইটর' বা তাদের শ্রেণী স্বার্থের বিশ্বাস হন্তা বলে বিবেচনা করতে শুরু করে। অর্থাৎ তাঁরা আশা করেছিলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ও তাঁর সরকার নব্য ধনীদের স্বার্থরক্ষা করে তাদের সহায়তায় রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি তা না করে নব্য ধনীদের শ্রেণী স্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর কয়েকটি বড় পদক্ষেপ দেশের নব্য ধনী, পুরনো ঔপনিবেশিক কাঠামোর আমলাতন্ত্র এবং নতুন গড়ে ওঠা মিলিটারি ব্যুরোক্রেসির একটা উচ্চাভিলাষী ও পাকিস্তানীমনা অংশকে আতঙ্কিত করে তোলে। এই সিদ্ধান্ত হলো, বাকশাল পদ্ধতি ও নির্বাচিত জেলা গবর্নর প্রথা প্রবর্তন দ্বারা ক্ষমতার বিকেন্দ্রিকরণ ও ঔপনিবেশিক আমলাতন্ত্রের কাঠামো ভেঙ্গে ফেলার ব্যবস্থা করা। রাষ্ট্রীয়করণ নীতি ও কমান্ড অর্থনীতি প্রবর্তনের ফলে বৃহৎ পুঁজি বিকাশের পথ রুদ্ধ হওয়া। শ্রেণী স্বার্থভিত্তিক বহু দলের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধের আদর্শে বিশ্বাসী ও সেই যুদ্ধে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে মোর্চা গঠন এবং রাষ্ট্রক্ষমতায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। অভ্যন্তরীণ শত্রু নিপাতের জন্য রক্ষীবাহিনী গঠন, যার ফলে মিলিটারি ব্যুরোক্রেসির একটা অংশের মধ্যে ভয় ঢোকে অথবা ভয় ঢোকানো হয় যে, সামরিক বাহিনীর স্থলাভিষিক্ত করার জন্য রক্ষীবাহিনী গঠন করা হয়েছে। এটা ছিল নির্জলা মিথ্যা প্রচারণা।
শেষ রাতের বর্বর হত্যাকা- দ্বারা এবং আওয়ামী লীগের ডানপন্থী প্রতিক্রিয়াশীল অংশটিকে সামনে খাড়া করে ক্ষমতা দখলের পরও নব্য ধনী শ্রেণী এবং মাত্র গড়ে ওঠা মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতা ধরে রাখা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তাদের পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের পোষকতা ছিল; তবু তারা একাত্তরের পরাজিত শক্তিÑ সাম্প্রদায়িক ও পাকিস্তানীমনা মৌলবাদীদের এবং বামপন্থীদের মধ্য থেকে চীন সমর্থক অংশকে (চীন তখন বাংলাদেশ-বিরোধী ভূমিকায় ছিল) রাজনীতিতে পুনর্বাসিত করে তাদের ক্ষমতার সহায়ক শক্তি হিসেবে গ্রহণ করে। ফলে মস্ক এ্যান্ড মিলিটারির সহায়তায় বাংলাদেশের স্বাধীনতার শ্রেণী চরিত্রটি বদলে যায়। আর্থসামাজিক রাজনীতির ক্ষেত্রে অবাঙালী পাকিস্তানীদের শাসন ও শোষণের পরিবর্তে নব্য বিকশিত বাঙালী নব্য ধনী শ্রেণীর শাসন ও শোষণ প্রতিষ্ঠা লাভ করে।
এই শাসন-শোষণের ধারাবাহিকতা এখনও চলছে। আওয়ামী লীগ দীর্ঘকাল পর ক্ষমতায় এসেও সেই ধারা পরিবর্তন করতে পারছে না। কারণ, আওয়ামী লীগের শ্রেণী চরিত্রও ইতোমধ্যে সময়ের বিবর্তনে পরিবর্তিত হয়েছে। লুটেরা নব্য ধনী শ্রেণীর একটা বড় অংশ দলটির মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। সিভিল এ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির একটা অংশও এসে প্রভাব বিস্তার করেছে। দলের মধ্যে মৌলবাদীদের সঙ্গে আপোসকামী একটি অংশও আছে। সব মিলিয়ে দলের মধ্যে অসাম্প্রদায়িকতা ও সেক্যুলারিজমের কথা বলার জন্য নেত্রী হিসেবে শেখ হাসিনার একক ব্যক্তিত্ব মাত্র কাজ করছে। তিনি চারদিক থেকে পরিবৃত। পিতার মতোই তিনি সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গী মৌলবাদের বিরুদ্ধে দৃঢ়চিত্ত। কিন্তু তাঁর সহায়ক শক্তি প্রতিপক্ষের তুলনায় দুর্বল।
লক্ষ্য করার বিষয়, বঙ্গবন্ধু যখন বাংলাদেশে নব্য ধনীদের শ্রেণী কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাকে (গণতন্ত্রের মুখোশে) ব্যর্থ করার জন্য বাকশাল পদ্ধতি প্রবর্তনে এগোতেই এলিট ক্লাসের হার্ভার্ড সোশ্যালিস্টরা তাঁকে পরিত্যাগ করেছিলেন, এমনকি পরে অক্সফোর্ডে ও হার্ভার্ডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন; বর্তমানেও তারা হাসিনা ও তাঁর সরকারের বিরোধিতায় তেমনি এককাট্টা হয়েছেন। তবে এবার দেশ ছাড়েননি। দেশে বসেই সেন্টার ফর পলিসি ডায়ালগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সুজন, হিউম্যান রাইটস সংস্থা ইত্যাদি নামে বিদেশী অর্থপুষ্ট এবং তাদের উদ্দেশ্য পূরণের জন্য গঠিত অসংখ্য সংস্থা গড়ে তুলে গণতন্ত্র ও মানবাধিকারের নামে শোরগোল তুলে বর্তমান সরকারের বিরোধিতায় ব্যস্ত। উদ্দেশ্য, রাষ্ট্র ব্যবস্থায় ও রাজনীতিতে নব্য ধনী শ্রেণীর স্বার্থ ও আধিপত্য রক্ষা। সে জন্য জঙ্গী মৌলবাদের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কেও তারা নীরব। তাদের সব সরব প্রতিবাদ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে।
যে সেকুলার ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই লক্ষ্যটি এখন হারিয়ে গেছে। দেশটির নামের সঙ্গে গণপ্রজাতন্ত্র কথাটি এখনও যুক্ত আছে, কিন্তু দেশটিতে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্রহীন পেটিবুর্জোয়াতন্ত্র; সন্ত্রাস ও দুর্নীতি যে তন্ত্রের মূলভিত্তি। বাংলাদেশের স্বাধীনতার শ্রেণী চরিত্র এখন নব্য ধনী শ্রেণীর কর্তৃত্বপরায়ণ চরিত্র। উন্নত বুর্জোয়া রাষ্ট্রে আইনের শাসনও দেশটিতে প্রায় অনুপস্থিত অথবা অস্বীকৃত। একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার এবং দ-দানও তাই বার বার বাধাগ্রস্ত হচ্ছে। আইনকেও তার যথাযথ পথে চলতে বাধা দেয়া হচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতার এই শ্রেণী চরিত্র বদলাতে হলে শেখ হাসিনা একা কত লড়বেন? বঙ্গবন্ধুর মতো তাঁকেও হত্যার চেষ্টা কম হয়নি। তাঁর উচিত তাঁর দলের শ্রেণী-চরিত্র বদল করা। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করা। অন্যান্য ছোট-বড় এমন গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, যাদের মধ্যে লুটেরা শ্রেণীর কর্তৃত্ব এখনও বিস্তার লাভ করেনি। সুশীল সমাজের যে প্রগতিশীল অংশ এখনও কায়েমী স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়নি, তাদের সংঘবদ্ধ করা। সর্বোপরি দুর্নীতি, সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাকে তৃণমূল পর্যায়ের সকল মানুষকে উজ্জীবিত করা। এই ডাকে যে মানুষ উজ্জীবিত হয় তার প্রমাণ ভারতে পাওয়া গেছে। উপযুক্ত নেতৃত্ব পেলে বাংলাদেশের মানুষও নতুন মুক্তির ডাকে সাড়া দেবে। এই কাজটি দুঃসাধ্য, কিন্তু অসাধ্য নয়। এই মুহূর্তে এই দুঃসাধ্য কাজটি একমাত্র হাসিনা-নেতৃত্বের পক্ষেই করা সম্ভব। তিনি এই অসাধ্য সাধনে নামলে বঙ্গবন্ধুর মতো নব্য ধনীদের দ্বারা হয়ত 'ক্লাস ট্রেইটর' বলে গালি খাবেন, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করে যেতে পারবেন।
লন্ডন মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪ ॥
প্রকাশ:  বুধবার, ২৬ মার্চ ২০১৪, ১২ চৈত্র ১৪২০
Inline image 1
Also Read:
বাংলাদেশের স্বাধীনতার চরিত্র ও চেহারা





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Tuesday, March 25, 2014

[chottala.com] আ স ম রব





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

Sunday, March 23, 2014

[chottala.com] America’s interventions in Bangladesh’s politics hurt the interests of India and regional peace



"None is in doubt that the US is keen on a regime change in Dhaka and wants the BNP to replace the Awami League in power. Mozena has made no secret of that so far. Many suspect the US may find Khaleda Zia willing to offer the US a base in the Bay of Bengal, which Hasina never will. Neither will India."  Subir Bhaumik

 

For more on the historical animosity between India and the United States over Bangladesh read The India Doctrine –

 

https://www.academia.edu/5690262/The_India_Doctrine_1947-2007_

 

America's interventions in Bangladesh's politics hurt the interests of India and regional peace

 

Subir Bhaumik

 

Economic Times - 24 March, 2014

 

In Bangladesh, the US is back to rattling the present government headed by Sheikh Hasina. Subdued for a while after India, China and Russia joined hands to support the re-elected Sheikh Hasina government, the US is reminding Dhaka it is not business as usual after the January 5 polls. 


US ambassador in Dhaka Dan Mozena has met Opposition BNP chief Khaleda Zia several times and told the media that the US supports the Bangladesh people in their quest for democracy. 

Mozena insisted on an immediate dialogue on "how to hold elections fairly" to be followed by fresh polls that are "credible and inclusive". Hasina's foreign policy adviser Gowher Rizvi has described these calls for fresh elections as destabilising the situation that the January 5 polls help stabilise. Mozena's fusillade coincided with a Senate foreign relations hearing on Bangladesh, on the day Mozena met Khaleda Zia. It was titled Prospects for Democratic Reconciliation and Workers' Rights in Bangladesh. 

 

Senior US labour department officials told the committee that Bangladesh has not done enough to improve labour rights and safety standards — so Washington should hold back on resuming the Generalised System of Preferences for 5,000 Bangladesh products that was cancelled in June last year after 1,100 ready-made garment factory workers died in the illfated Rana Plaza collapse. 

 

Eric Biel, the acting associate deputy undersecretary at the US labour department, admitted that there were indications of progress in some areas of the US action plan for the Bangladesh garment industry — but much more needed to be done, specially in allowing workers to form unions. 


Senator Robert Menendez, who heads the Senate committee, said only around 100 unions have registered so far with only 40,000 workers in its fold, of the total three million garment industry workers in the country. He said factory owners, like government, needed to appreciate that "it was difficult to sell clothing if it's on the blood of the workers". And Menendez was quick to warn, "Any progress we make on labour issues is taking place in a very tenuous political environment." 

 

Hurting the Poor Millions

 

The Senate hearing took to task the Hasina government for ousting Nobel laureate Muhammad Yunus as managing director of the Grameen Bank. One senator described it as a "crass political move to punish him in some way and sadly to punish millions of people who depend on that bank to survive". US assistant secretary of state for south and central Asia Nisha Biswal echoed that sentiment saying Yunus' ouster was a matter of "deep shame". 

 

Around the same time, the US-based IRI released findings of its public opinion poll in Bangladesh, that suggested most Bangladeshis were unsure of their future on account of "lack of political stability". In the latest survey, 59% said the country was headed in the wrong direction, compared to only 35% who reported they felt the country was headed in the right direction. 

 

In particular, a majority are also pessimistic about the economy, with 60% saying they believed it would get worse in the year ahead. The numbers were even higher concerning the issue of violence, as 71% said they believed it would worsen in the upcoming year. 

 

This survey was funded by the United States Agency for International Development and the UK's Department for International Development. So, though the US State Department says it will work with the Hasina-led government and not cut back on development assistance, it is clear Washington will push Dhaka very hard for fresh elections. 

 

None is in doubt that the US is keen on a regime change in Dhaka and wants the BNP to replace the Awami League in power. Mozena has made no secret of that so far. Many suspect the US may find Khaleda Zia willing to offer the US a base in the Bay of Bengal, which Hasina never will. Neither will India. 

 

Surrounded!

 

When the US pushes for fresh elections in Bangladesh and plays the Generalised System of Preferences card to threaten its exports, it is likely to find support from the EU and the Commonwealth. 

The pressure will increase if the BNP, which boycotted the parliament elections, does well in the Upa-zilla polls that are now taking place in several phases. 

 

Dhaka Dialling Delhi

 

This is when India is busy with its parliament elections. If it ends in a fractured mandate and there's a weak government in Delhi, India will be uncertain about facing US pressures in the neighbourhood. 

West Bengal chief minister Mamata Banerjee's hostility towards the present regime in Dhaka makes the scene more complicated and raises questions on Delhi's policy towards the Hasina government if Banerjee were to become an important factor in a ruling coalition that may be clubbed together after the polls. Hasina has gone out of her way to address India's security and connectivity concerns in the east during her last five years in power. Leaving her to face the inevitable US wrath would do India no good. 

 

http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/americas-interventions-in-bangladeshs-politics-hurt-the-interests-of-india-and-regional-peace/articleshow/32574138.cms?curpg=2





 

 



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___

[chottala.com] এইখানে এক নদী ছিল...



এইখানে এক নদী ছিল...



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___
Newer Posts Older Posts Home