Banner Advertise

Saturday, March 29, 2014

[chottala.com] RE: The Truth



Who carried the letter to Peelkhana? 'Bhute? Bhute kilaleo manush ta biswas korbena. Bhoutik golpo baad dite hobe. How Mujib knew Subedar? Who was the most trusted lieutenant of Mujib? Definitely Tajuddin. To Tajuddin he (Mujib) said, "Ami Yahya'r kachhe traitor hote parbona" at 10:30 when Tajuddin approached with a tape recorder for a declaration. At 11PM he (Mujib) refused  ASM Rab to sign a declaration paper when he approached Mujib. Not only that he said, "Tora pala, ami amar bebostha kore rekhechhi". That bebostha was a call to US ambassador Farland, which by the way was also being helped by Junta personnel.
There are lots of books written by people like Musa Sadik. Most of the those books are zero plus zero equal to zero in contents and references. Mujib and Mujib 'patni" did not mention these. Mujib in his first ever interview at London did not mention anything on this subject. He can't make such big mistake of omitting declaration. Rathar, he said to Serajur Rahman, "Amra na shaiottoshashon cheyechilum?"; when indian ambassador Mr. Panth was saying your accelency out  of protocol. Something, which did not happen, did actually not happened. That is the fact. Kothai bolena, " ....... Kashi geleo...

Why 'begoon' is called begoon? there is no 'goon' i.e. 'upokarita'. Similarly, 'gyan' achhe jar takey amra boli 'biggyani'. similary, by the definition from the first, 'gyan' nai jar tara holen 'Bay-ggyani'. Almost all Mujib-psychophants fall in the latest catagory. Itihash o sotto ke ora manbena. Shudhu tai noy, ora khujbeona. Ei doshe doshi  oader biggo netri-o.

Shahadat Suhrawardy


Date: Fri, 28 Mar 2014 18:27:19 -0700
From: akabir60@yahoo.com
Subject: The Truth
To: americanbangladeshi@googlegroup.com; shahadathussaini@hotmail.com; shahdeeldar@gmail.com; bangladesh-progressives@googlegroups.com; borakhbash@gmail.com

শহীদ সুবেদার মেজর শওকত আলী ছিলেন পিলখানায় ইপিআরের সিগনাল কোরে কর্মরত। ১৯৭১ সালের ২৫ মার্চ সন্ধ্যার সময় ইস্ট পাকিস্তান রাইফেলস সিগনাল সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছিলো পাকিস্তানীরা। অপারেশন সার্চলাইট শুরু হওয়া মাত্র নির্বিচার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পিলখানা নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। সেই কালরাতে সোয়া বারোটার দিকে নাবিস্কো বিস্কিটের একটি টিন হাতে ধরা পড়েন শওকত আলী। সেই বিস্কিটের টিনটি ছিলো আসলে একটি ট্রান্সমিটার। তার কাছে আরো পাওয়া যায় বঙ্গবন্ধুর লিখিত একটি মেসেজ : This may be my last message, from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh where ever you might be and with what ever you have to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. [Message embodying declaration of Independence sent by Bangabandhu Sheikh Mujibur Rahman to Chittagong shortly after midnight of 25th March, i.e. early hours of 26th March 1971 for transmission throughout Bangladesh over ex-EPR transmitter; বঙ্গবন্ধু স্পিকস : বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের বহির্বিশ্ব প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত পুস্তিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তৃতীয় খন্ড, পৃ.১] সেটি ট্রান্সমিটরত অবস্থাতেই গ্রেপ্তার হয়ে যান শওকত। রাত সাড়ে এগারোটা থেকেই মৃত্যুকে অবজ্ঞা করে কাজটা করে যাচ্ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর ১১ নম্বর ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচার করা হয় শওকতকে। জেরা করে তথ্য আদায়ের জন্য বাঁচিয়ে রাখা কয়েকজন ইপিআর সদস্যের সঙ্গে তাকে এরপর নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর শরীরচর্চা কলেজের (পরে আলবদর সদরদপ্তর) টর্চার সেন্টারে। গ্রেপ্তারদের মধ্যে আরো ছিলেন সুবেদার মোল্লা ও সুবেদার জহুর মুন্সি। এ দুজন সপরিবারে পিলখানার বাইরে থাকতেন। তাদেরকে সন্দেহ করা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার সেই বার্তাটি গোপনে পিলখানায় আনার জন্য। এই অভিযোগে বর্বর নির্যাতনের শিকার হন তারা।
শওকতের স্ত্রী অধ্যাপিকা (বর্তমানে অবসরপ্রাপ্ত) ফিরোজা বেগম তার মেয়ে সেলিনা পারভীনকে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা) নিয়ে স্বামীর খোজ করতে গিয়ে জানতে পারেন দেশদ্রোহীতার অভিযোগে প্রাণদন্ড দেওয়া হয়েছে তাকে। সিগনাল কোরের কমান্ডার কর্ণেল আওয়ান সোজাসাপ্টা জানিয়ে দেন : আপনার স্বামীকে কিভাবে বাচাবো বলুন? তিনি ইপিআর কোয়ার্টার থেকে মুজিবের ঘোষণা ট্রান্সমিট করা অবস্থায় ট্রান্সমিটারসহ ধরা পড়েছেন। তার কাছে মুজিবের লিখিত মেসেজ পাওয়া গেছে। ফিরোজা বেগম এরপর তার দেবর মেজর সাখাওয়াত আলীর (তখন পাকিস্তানে বন্দী) দুই অবাঙালী বন্ধু মেজর এজাজ মাসুদ ও ক্যাপ্টেন আখতারের সঙ্গে ঢাকা সেনানিবাসে গিয়ে দেখা করেন। তাদের মুখেও শোনা যায় একই কথা।

অনেক পরে রাজশাহী ইপিআর সিগনাল কোরের সুবেদার নাসিম আলীর কাছ থেকে স্বামীর মৃত্যুর ঘটনা বিস্তারিত জানতে পারেন ফিরোজা। নাসিম তা জেনেছেন অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সুবেদার আইয়ুব আলীর কাছ থেকে। ২৮ এপ্রিল পাগলায় ২৫ জন ইপিআর সদস্যকে লাইন ধরে গুলি করা হয়, যার মধ্যে আইয়ুব আলীও ছিলেন। নদী থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী। পরে একই সাক্ষ্য দেন ইপিআর জিডি ব্রাঞ্চের স্টেনোগ্রাফার নুরুল ইসলাম ও ইপিআর সদস্য আবদুল মজিদ। ১৬ ডিসেম্বর মোহাম্মদপুর থেকে তাদের উদ্ধার করেছিলো মুক্তিবাহিনী। ইপিআরের অন্য সদস্যদের উপর নির্যাতন চালানোর সময় পাকিস্তানীরা টিটকিরি মেরে বলতো-...আর তেরা সুবেদার মেজর শওকত মুজিবকা ব্রিগেডিয়ার বন গ্যায়া...

জানা যায় শওকতের সামনেই সুবেদার আবদুল হাই ও সুবেদার জহুর মুন্সীর উপর লোমহর্ষক অত্যাচার চালানো হয়। দুজনকে পেরেক দিয়ে গাঁথা হয় দেয়ালে। সেই অবস্থাতেই মারা যান তারা। তাতেও মনোবল ভাঙ্গেনি শওকতের। কোনো তথ্যই তিনি প্রকাশ করেননি। জেরার সময় প্রতিটি নোখ তুলে ফেলা হয় তার। জ্বলন্ত সিগারেট আর তপ্ত লোহা দিয়ে ছ্যাকা দেওয়া হয় গোটা শরীরে। মাথার চুল টেনে ছেড়া হয়। এরপর লোহার শিক ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয় শওকতকে। তাতেও মৃত্যু হয়নি এই বীরের, এবং তিনি মুখ খোলেননি। ২৮ এপ্রিল রাতে অবশেষে মৃতপ্রায় সুবেদার মেজর শওকত আলীকে গুলি করে হত্যা করা হয়। আর লাশ ভাসিয়ে দেওয়া হয় নদীতে।
তথ্যসূত্র: জন্মযুদ্ধ ৭১
ছবি : মুসা সাদিক : বাংলাদেশ উইনস ফ্রিডম


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___