Banner Advertise

Wednesday, April 30, 2014

[chottala.com] BCCDI -BANGLA SCHOOL বৈশাখী মেলা অনুষ্ঠিত



বিসিসিডিআই'র বর্ষবরণের বর্নাঢ্য অনুষ্ঠানপ্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪
২৬শে এপ্রিল শনিবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক(বিসিসিডিআই)/বাংলা স্কুলের আয়োজনে বাংলার রমনা বটমূল খ্যাত মেশন ডিষ্ট্রিক পার্কে সবাই মেতে উঠল   উচ্ছ্বাস আর উৎসবের রংগের ছটায়। আমেরিকার বসন্তের রিমঝিম রোদ্দুরের এক বর্ণিল পরিবেশে রূপ এবং লাবন্যময় রমনীয় মোহনীয় বাংগালী রমনীদের রংগীন শাড়ী, কপালে লাল টিপ আর ঘোপায়-বেনীতে সুশোভিত ফুলের অপরূপ সজ্জা, সাথে প্রানবন্ত পুরুষদের রংঙ্গীন পাঞ্জাবীর  বাহারে বর্ষ বরণে মেতে উঠল গ্রেটার ওয়াশিংটনের অজস্র বাংগালী।  নর নারী, যুবক যুবতি, কিশোর কিশোরী সবাই বাঙালী সাজে সজ্জিত, বন্ধুদের সাথে আড্ডা, নববর্ষের শুভেচ্ছা বিনিময়, একটা আনন্দ বেষ্টিত পরিবেশ।
 
"এসো হে বৈশাখ এসো এসো" নব বর্ষের আবাহনী  গানের সুরে সুরে ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়ার প্রানবন্ত উপস্থাপনায়  বাংলা নববর্ষকে স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  এরপর  পার্কের উন্মুক্ত মঞ্চে বৈচিত্রময়  সাংষ্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন স্টলে পান্তা ইলিশ, রকমারী ভর্তা, ডালের চর্চরী দিয়ে  বৈশাখী ভোজের আয়োজন।  সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন রমনার বটমূলে বসেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছি।
 
অনুষ্ঠানের উদ্বোধন করেন  যুক্তরাষ্ট্রে  বাংলাদেশের উপরাষ্ট্রদূত জনাব মুহিত চৌধুরী।  বিসিসিডিআই এর এই জমজমাট বর্ষ বরণ অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বাংলা স্কুলের পরিবেশনা। নাসের চৌধুরীর পরিচালনায় সংগীত এবং বনানী চৌধুরীর কোরিওগ্রাফীতে বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীরা ভরিয়ে দেয় মন। এরপর  অনুষ্ঠানের মঞ্চ রাংগিয়ে  তোলে ভার্জিনিয়ার নৃত্য সংগঠন সৃষ্টি নৃত্যাঙ্গনের অপরূপ পরিবেশনা।
 
রোজমেরি মিতু গোনজালভেজ এর করিওগ্রাফীতে সৃষ্টি নৃত্যাঙ্গন অনুষ্ঠানের  নৃত্য  বর্ষ বরণের আনন্দ  উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় বহুগুন। সৃষ্টির পক্ষে নৃত্য পরিবেশন করে ইভানা
সুবর্ণা , অতসী এবং সম্প্রীতি। এ ছাড়া ম্যারীল্যান্ড থেকে আগত ছোট সোনামনি-মনীষা, সেন্ডরা, রীতি, এঞ্জেলিনা আর পিটারদের সমবেত নৃত্য দর্শকদের মন রাংগিয়ে দেয়। নৃত্যটি কোরিওগ্রাফীতে শিল্পী রোজারিও। আরো নৃত্য পরিবেশন করে  ছিল মুর্ছনা বড়ুয়া, জেরিন কস্তা, পূর্ণী, অ্যানি প্রমুখ।  । অনুষ্ঠানের মাঝামাঝিতে শামীম চৌধুরী, সঞ্জয় বড়ুয়া, মিজানুর ভুইয়া প্রমুখের নেতৃত্বে বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের বৈশাখী শোভা যাত্রাটি ছিল বর্নাঢ্য। 
 
দলগত পরিবেশনায় ছিল একতারা। একতারার পক্ষে গান করেন কালাচান সরকার এবং শেখ মাওলা মিলন। দ্বৈত নৃত্যে সামারা এবং পারিশা। বড়দের পরিবেশনার মধ্যে সংগীত পরিবেশনা করেন  রুমানা সুমি চৌধুরী, শিখা আহমেদ,  রুমা ভৌমিক, পান্না মোসাদি, দিনার জাহাঙ্গির, উৎপল বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, মুক্তা বড়ুয়া  অনুষ্ঠানের শেষ আকর্ষন ছিল গ্রেটার ওয়াশিংটনের বাংলা ব্যান্ড গ্রুপ- আরিচা ঘাট। আরিচা ঘাটের ভোকালিষ্ট মীরু জংগী শেষ বিকেলে দর্শক শ্রোতাদের মাঝে দিয়ে যায় দোলা।
তবলাতে ছিলেন আশিষ  বড়ুয়া এবং শব্দ নিয়ন্ত্রনে  শিশির।  সংগঠনের সভাপতি  শামীম চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সর্বশেষ আপডেট ( বুধবার, ৩০ এপ্রিল ২০১৪ )
 
News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - জ্বলন্ত ঢাকা – ফুটন্ত কড়াই
 





__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___