Banner Advertise

Thursday, February 28, 2013

[chottala.com] PLAINTIFF ON SAYDEE'S TRIALVERDICT : আমাকে কিনতে চেয়েছে : ভয়ভীতিও দেখানো হয়েছে ..



বাদীর প্রতিক্রিয়া : আমাকে কিনতে চেয়েছে : ভয়ভীতিও দেখানো হয়েছে 
প্রতিনিধি, পিরোজপুর
সাক্ষীদের কেনার জন্যে ঘরে ঘরে গিয়েছে জামায়াতের লোকজন। অর্থের লোভ দিয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাও পর্যাপ্ত নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদার একথা বলেছেন।
তিনি বলেন, 'অনেক হুমকি এসেছে, এখনও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিদেশ থেকেও ফোনে হুমকি আসছে। তবে আমি বিচলিত হয়নি।' সাঈদীর ফাঁসির রায়ে মাহবুবুল আলম খুশি হয়েছেন। 
তিনি বলেন, '১০০ বার ফাঁসি দিলেও তার অপরাধের শাস্তি হবে না।' তবে কাদের মোল্লার রায়ে হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনালের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শাহবাগের গণজাগরণের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, 'সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত শাহবাগ যেন ছেড়ে না যায় তরুণরা।' মুক্তিযুদ্ধে স্বচক্ষে সাঈদীর অপকর্ম দেখেছেন বলেই নিজের দায়িত্ব থেকে মামলা করেছেন বলে জানান তিনি। জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুল আলম বলেন, তিনি '৭১-এ সুন্দরবন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংবাদ দিতেন। তিনি নিজে দেখেছেন পারেরহাটে সাঈদীর নেতৃত্বে বন্দরে লুটপাট হতো। এছাড়াও যুদ্ধের সময় পারেরহাটের মদন সাহার ঘর লুটপাট করে বড়লোক হয়েছেন সাঈদী।
মাহবুবুল আলম হাওলাদার বলেন, সাঈদীর নেতৃত্বে সশস্ত্র দল উমেদপুর গ্রামের হিন্দুপাড়ার ২৫টি ঘরে আগুন ধরিয়ে দেয়। সাঈদীর ইন্ধনে বিসাবালী নামে একজনকে নারকেল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, সাঈদী আমাদের বাড়িতেও পাকিস্তানি সেনাদের নিয়ে যায়। সেখানে বড় ভাই আবদুল মজিদ হাওলাদারকে ধরে নির্যাতন করা হয়। এরপর সাঈদী নগদ টাকা লুট ও মূল্যবান জিনিস নিয়ে যান। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া সাঈদীর নেতৃত্বে শান্তি কমিটির একটি দল পাকিস্তানি সেনাদের নিয়ে পারেরহাট বাজারের আওয়ামী লীগ, হিন্দু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িঘর ও দোকান চিনিয়ে দেয়। এসব দোকান ও বাড়িতে লুটপাট করা হয়। সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল পারেরহাট বাজারের ১৪ জন হিন্দুকে ধরে দড়ি দিয়ে বেঁধে পাকিস্তানি সেনাদের কাছে নিয়ে যায়। পরে তাদের গুলি করে লাশ নদীতে ফেলে দেয়া হয়। সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের রাজাকার দল পারেরহাট বন্দরের গৌরাঙ্গ সাহার বাড়ি থেকে তার তিন বোন মহামায়া, অন্ন রানী ও কমলা রানীকে ধরে পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিনদিন ধরে ধর্ষণ করে পরে তাদের ছেড়ে দেয়া হয়। সাঈদী প্রভাব খাটিয়ে পারেরহাটসহ অন্য গ্রামের ১০০-১৫০ জন হিন্দুকে ইসলাম ধর্মে রূপান্তর করেন। তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করেন।
মামলার বাদী আরও বলেন, সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী ইন্দুরকানি গ্রামের তালুকদার বাড়িতে আক্রমণ চালায়। ৮৫ জন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে মালামাল কেড়ে নেয়া হয়। ১০-১২ জন বাদ দিয়ে বাকিদের কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, 'মামলা দায়েরের পর জামায়াতের লোকজন আমাকে কিনতে চেয়েছিল, কিন্তু আমি টাকার কাছে আদর্শ বিক্রি করিনি।' মাহবুবুল আলম হাওলাদারের চার ছেলেমেয়ে। পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তার নিরাপত্তায় বাড়ির সামনে পুলিশের পাহারা রয়েছে।
মাহবুবুল আলম হাওলাদার বলেন, একাত্তরে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, লাখ লাখ নিরীহ মানুষ হত্যাকারীদের বিচারের জন্য বিগত দিনে কোন সুযোগ ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব অপরাধের বিচার চেয়ে আমি পিরোজপুরের আদালতে মামলা করি। মামলার রায়ে সাঈদীকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় আমি মহান সৃষ্টিকর্তার কাছে শোকরানা আদায় করছি।
উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর প্রথম অভিযোগ দাখিল করেছিলেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার। পরবর্তী সময়ে ২০১০ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি স্থানান্তর করা হয়। এ অভিযোগের ভিত্তিতে সাঈদীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই মাহবুবুল আলম হাওলাদার ২০১১ সালের ৭ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে পিরোজপুরে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


2013/2/28 Abid Bahar <abid.bahar@gmail.com>

VERDICT ON SAYDEE: WAS HE A TRUE WAR CRIMINAL?

1. আমার স্বামী হরলাল মালাকারকে সাঈদী সাহেব হত্যা করে নাইঃ ঊষা রানী

Usha Rani Malaka
http://www.youtube.com/watch?v=DaCBP0XlYnA&feature=youtu.be

সাঈদী সাহেবের বিরুদ্ধে অন্যতম অভিযোগ মদন সাহা হত্যা। তার স্ত্রী ঊষা রানী মালাকার সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় লিখিত জবানবন্দী লিখে তার নামে জমা দেয় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

অথচ তিনি নিজেই স্বীকার করলেন, তার স্বামী হরলাল মালাকারকে মদন সাহা লেখা হয়েছে। তাকে হত্যাকরী রাজ্জাক মোল্লাকে যুদ্ধের পরেই মেরে ফেলে মুক্তিযোদ্ধারা।তার স্বামী হত্যার সাথে মাওলানা সাঈদীর কোন সম্পর্ক নেই।

সাক্ষী নিজেই বলার পর কিভাবে চলে এই বিচার। আমি আর সহ্য করতে পারছি না। আপনারা আর চুপ করে ঘরে বসে থাকবেন না। গর্জে উঠুন।


------------------------------------------------------------------------------------------------------

2. মাওলানা সাইদীর মামলা নিয়ে একটি প্রতিবেদন

https://www.facebook.com/photo.php?v=4343165659228&set=vb.127302910779675&type=2&theater

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3. SAYDEE WITNESS

https://www.facebook.com/photo.php?v=413830515377597&set=vb.381996038561045&type=2&theater

টাকার জন্য মামলার বাদী হইছেঃ চান মিয়া পসারি
আমার ভাই মানিক পসারি টাকার জন্য মামলার বাদী হইছেঃ রাষ্ট্র পক্ষের সাক্ষী চান মিয়া পসারি।

চান মিয়া পসারি রাষ্ট্রপক্ষের সাক্ষী। সাঈদীর বিরুদ্ধে অন্যতম অভিযোগ ১৯৭১ এর ৮ মে বেলা তিনটার দিকে সাঈদী ও তার দলের সদস্যরা চিথলিয়া গ্রামের মানিক পসারির বাড়ি লুট করেন। এখানে পাঁচটি ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। মানিক পসারির ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিমকে ধরে সেনাক্যাম্পে ফিরে যাওয়ার সময় সাঈদীর প্ররোচনায় পাকিস্তানী সেনারা ইব্রাহিমকে গুলী করে হত্যা করে। মফিজকে সেনাক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়।

এই অভিযোগের বাদী মানিক পসারির ভাই চান মিয়া পসারিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় লিখিত জবানবন্দী লিখে তার নামে জমা দেয় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
অথচ চানমিয়া পসারি বললেন যে তার ভাই মানিক ৫ লক্ষ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য স্থানীয় এমপি আউয়ালের কথায় মিথ্যা বাদী হয়েছে।
তিনি বলেন তার ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিম ওরফে কুট্টিকে দানেশ মোল্লা, সেকেন্দার হাজী, মোসলেহ মাওলানা এবং মোমিন ধরে নিয়ে যায়, হত্যা, নির্যাতন ও আগুন দেয়। এর সাথে সাঈদীর কোন সম্পর্ক নেই।
এর মধ্যে মোসলেহ মাওলানা ও মোমিন বেঁচে থাকলেও তাদের বিচারের আওতায় না এনে সাইদীর প্রতি জুলুম করা হচ্ছে।

----------------------------

4. BNP CHAIRPERSON এর উপদেষটা দুলূ.

https://www.facebook.com/photo.php?v=4337617000515&set=vb.127302910779675&type=2&theater

-------------------------------------------------------------------

5. শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে

https://www.facebook.com/photo.php?v=2961406649744&set=vb.535719869792163&type=2&theater

-------------------------------------------------------------------------------------------------------------
6. ইসলাম নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা রুখে দিনঃ চরমোনাই পীর সাহেব
ইসলাম নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
 
https://www.facebook.com/photo.php?v=118321305018353&set=vb.535719869792163&type=2&theater

7.
রাজিবের ব্লগের সব তথ্য "দৈনিক ইনকিলাব" প্রথম প্রকাশ করে

https://www.facebook.com/photo.php?v=118306868353130&set=vb.535719869792163&type=2&theater

রাজিবের ব্লগের সব তথ্য "দৈনিক ইনকিলাব" প্রথম প্রকাশ করে।তবে "আমার দেশের "বিরুদ্ধে কেন ব্যাবস্থা নেওয়া হবে -বলেছেন দৈনিক ইত্তেফাক এর সিনিয়র সাংবাদিক মনির হায়দার


8. ভারতের সহায়তায় শাহবাগ জমায়েত : মির্জা ফখরুল
https://www.facebook.com/photo.php?v=118396475010836&set=vb.535719869792163&type=2&theater

"বাবা, মানুস দিয়ে নাস্তা করে কীভাবে"?

9. শাহবাগে বেড়াতে যেয়ে বাবার কাছে কিশোরের প্রশ্ন "বাবা, মানুস দিয়ে নাস্তা করে কীভাবে"?এতে শিশুরা কি শিকছে?
 
https://www.facebook.com/photo.php?v=118319991685151&set=vb.535719869792163&type=2&theater

10. সরকারের প্রতিবাদ করলে বন্দুক ঠেকিয়া গুলি করা হয়।
আমরা কোন দেশে বাসকরি যেখানে সরকারের প্রতিবাদ করলে বন্দুক ঠেকিয়া গুলি করা হয়।

https://www.facebook.com/photo.php?v=118316755018808&set=vb.535719869792163&type=2&theater

11. আমি কোরআন, হাদীসের কথা বলি এটাই আমার অপরাধ
আমি কোরআন, হাদীসের কথা বলি, এই জন্য দেশের মানুষ আমাকে ভালোবাসে। সরকার এটা সহ্য করতে পারেনি।

https://www.facebook.com/photo.php?v=118278145022669&set=vb.535719869792163&type=2&theater

12.আবারও ১/১১ ঘটতে পারে বলে আশংঙ্খা প্রকাশ করেছেন টিআইবি
রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে আবারও ১/১১ ঘটতে পারে বলে আশংঙ্খা প্রকাশ করেছেন টিআইবি
https://www.facebook.com/photo.php?v=118275211689629&set=vb.535719869792163&type=2&theater

13. দিনের পর দিন আদালত অবমাননা আর সন্ত্রাসীপনার বৈধতা ওদের কে দিল?
শহবাগ দিনের পর দিন আদালত অবমাননা করছে, সন্ত্রাসী শ্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে সরকার কিছুই বলছেনা। তাইলে কি শাহবাগিদের প্রতি সরকারের কোন ক্ষমতা নেই?
https://www.facebook.com/photo.php?v=496842430351035&set=vb.535719869792163&type=2&theater

14.সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে ।
BBC সংলাপে প্রশ্ন -সরকার মানবতা বিরোধী অপরাধ করছে তারও বিচার করতে হবে ।
https://www.facebook.com/photo.php?v=117885651728585&set=vb.535719869792163&type=2&theater

15. শাহবাগ থেকে prosecution change করার কোন প্রশ্ন আসলনা কেন?
রায় প্রত্যাশা অনুযায়ী না হলে শাহবাগ থেকে prosecution change করার কোন প্রশ্ন আসলনা কেন-- বলেছেন বিকল্প ধারার মহাসচিব মাহি বি.চৌ.
https://www.facebook.com/photo.php?v=117923115058172&set=vb.535719869792163&type=2&theater




__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___