Banner Advertise

Sunday, April 29, 2012

Re: [chottala.com] Question to SA Hannan Shahib: Is Pir, Fakir and Kobor puja allowed in Islam?


I wonder how they came up with the name JAMAT-e ISLAMI..some one corrected me, I mentioned where I am from back home our BUDDHIST MONASTARY is very next to..very hugh AGA KHANI MOSQUE..He corrected me AGA KHANI MOSQUE is known as JAMAT..KHANA..I think JAMAT-e ISLAMI is derived from that...that says so much for representative of ISLAMIC Parties..
 
IN defense of MOULANA BHASHANI...he never did try to assend to power by invoking ISLAMIC JIKIR and I do believe he was a Pieous man..I did like his hat though..one of its kind..Neheru had is Jinha had his..
 
I guess I like sleve less Mujib Kurta..
 
Debasish Barua
From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Sunday, April 29, 2012 4:07 AM
Subject: [chottala.com] Question to SA Hannan Shahib: Is Pir, Fakir and Kobor puja allowed in Islam?

 
Jonab S. A. Hannan Shahib

Has Jamaate Islami Bangladesh ever taken any open position against these Bidaats i.e. 
Pir Puja or Kobar Puja, the way it is practiced in Bangladesh ....?

 What do you think of  Dewanbagi pir and others  who take advantage of the 
simplicity of unsuspecting ordinary Musalmans to make money, covering 
themselves with Islamic lebash ?

How come the Sammilito Olema Mashaikh Parishad , Islahul Muslimin, Bangladesh 
Jatyo Fatwa Boardand others have not given any strict guideline for the Muslims on 
Pir Puja or Kobar Puja.

Please give you frank and clear view on this issue, which would be more appropriate
for the forum.

Your elaborate answer (within the perimeter of this forum) will be highly appreciated.

Syed Aslam

2012/4/14 S A Hannan <sahannan@sonarbangladesh.com>

Please read the book Sunnat o Bidaat and such other books of Islamic movement, they have said that 
Pir Puja or Kabar Puja have no place in Islam
Shah Abdul Hannan
 
From: khabor@yahoogroups.com [mailto:khabor@yahoogroups.comOn Behalf Of SyedAslam
Sent: Saturday, April 14, 2012 10:11 PM
To: khabor@yahoogroups.com
Subject: [KHABOR] Is Pir, Fakir and Kobor puja allowed in Islam ? question to SA Hannan Shahib
 
 
Jonab S. A. Hannan Shahib
 
 
BTW, have you or your Jamaate Islami ever opposed or even criticized
Pir, Fakir and Kobor puja that goes on everywhere in Bangladesh behind
Islamic cover ?????
Please watch this YouTube video:
"Chader maje dewanbagi doyal babajaner norer chhobi ashekan dekhe donya hoyese  ...."

DEWANBAG SHARIF VIDEO.Islami Gojol


 
 
"Chader maje dewanbagi doyal babajaner norer chhobi ashekan dekhe donya hoyese  ...."
 
Is this permitted according to the true spirit of Islam ?
Please comment on Dewanbagi pir and these kind of 
anti-Islamic activities Pir, Fakir and Kobor puja ]
in Bangladesh behind religious cover .....! 
 
Syed Aslam
 
PS:
Can any Muslim claim anything like this: 
"Chader maje dewanbagi doyal babajaner norer chhobi ashekan dekhe donya hoyese  ...." ???
 

What an exploitation !!!!!
 
Analyze these from your point of view (of course with Islamic angle).:

About Sufi Samrat Hazrat Dewanbagi Hujur Qibla - Welcome To ...

Sufi Samrat Hazrat Dewanbagi (Maddazilluhul ali) Hujur Qibla began his education at a primary school at nearby village of Sohagpur and completed it with ...

Shah Dewanbagi BABAJAJN_0001.flv

[ Please pay attention to the wordings and the picture ...]
 
2012/4/14 S A Hannan <sahannan@sonarbangladesh.com>
 
 মাল্টিন্যাশনাল কোম্পানী ও কর্পোরেট মিডিয়াগুলোর বদান্যতা (!) বৈশাখ পূজা আর অপসংস্কৃতির সর্বগ্রাসী সয়লাবে মুসলিম যুব-তরুণ

লিখেছেন মাই নেম ইজ খান ১৪ এপ্রিল ২০১২, দুপুর ০৩:২৫
<< আগের পোস্ট
পরের পোস্ট >>
From: ISHAK KHAN [mailto:ishak.khan40@gmail.com
Sent: Saturday, April 14, 2012 4:06 PM
To: abuumayer
Subject: 
মাল্টিন্যাশনাল কোম্পানী  কর্পোরেট মিডিয়াগুলোর বদান্যতা (!) বৈশাখ পূজা আর অপসংস্কৃতির সর্বগ্রাসী সয়লাবে মুসলিম যুব-তরুণ
 আজ পহেলা বৈশাখ ১৪১৯। বাংলা সনের প্রথম দিন। একটি নতুন বছরের প্রথম দিনটি অন্যান্য দিন থেকে কিছুটা ব্যতিক্রম হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টি নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করা হচ্ছে, বিশেষত: মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর অর্থায়নে আমাদের দেশের কর্পোরেট মিডিয়াগুলো যা করছে, এক কথায় তা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সকল টিভি চ্যানেল মুখ থুবড়ে পরেছে বৈশাখ পূজার অনুষ্ঠানাদি ও হারমোনিয়াম, তবলা গিটারের ধ্বনি সারা দেশে ছড়িয়ে দিতে। সকাল থেকে চলছে এই অত্যাচার। 
বাংলাভিশন টেলিভিশন রমনা পার্ক থেকে বর্ষবরণ অনুষ্ঠান সম্প্রচার করছে বেসরকারী মোবাইল ফোন অপারেটর কোম্পানী রবির সহযোগিতায়। 
স্কয়ার কনজ্যুমার গ্রুপের অর্থায়নে 'পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে' অনুষ্ঠিত তবলা-হারনোমিয়াম আর নৃত্যানুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে এনটিভি। 
'রবি বাংলা বর্ষবরণ' ধানমন্ডি ২/এ থেকে সরাসরি সম্প্রচার করছে একুশে টেলিভিশন। বিশেষ স্পন্সর হিসেবে আছে মিনা বাজার। 
বৈশাখি টেলিভিশন মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের অর্থায়নে 'সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ' এর ব্যানারে চট্টগ্রামে আয়োজন করে নাচ-গানের। 
'ঋষিজ শিল্পীগোষ্ঠী' আয়োজিত বৈশাখী গানের উৎসব রমনা শিশুপার্ক থেকে সরাসরি সম্প্রচার করছে আরটিভি। স্পন্সরে আছে ক্রাউন সিমেন্ট। 
এটিএন বাংলা এনসিসি ব্যায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে 'ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। 

চ্যানেল ৯ পোলার আইসক্রিমের সহায়তায় ধামরাই হাই স্কুল মাঠ থেকে 'ধামরাই সাংস্কৃতিক পরিষদের' ব্যানারে অনুষ্ঠিত শাখা-সিঁদূর আর ধূতি উৎসব সম্প্রচার করছে মহাসমারোহে। 
যশোর পৌরপার্কে উদীচির অনুষ্ঠান দেশময় প্রচার করার মহান ব্রত পালন করছে মাছরাঙ্গা টেলিভিশন। তাদেরকে অর্থায়ন সহযোগিতা করছে তালুকদার গ্র"প। 

শাহবাগের চারুকলা ইনষ্টিটিউট প্রাঙ্গন থেকে 'মঙ্গল শোভাযাত্রা' চ্যানেল আই সরাসরি সম্প্রচার করছে। বার্জার পেইন্টস আছে তাদের সহযোগিতায়। এবারের এই মঙ্গল শোভাযাত্রায় বাঘ, ঘোড়া, পেঁচা, ইত্যাদির সাথে বিশেষ আকর্ষণ হিসেবে আছে এক অসুর আকৃতির এক কল্পিত কালো অবয়বের কদাকার প্রতিকৃতি। তবে আশ্চর্যজনক হলো এবার হিন্দুয়ানী কালচারের এই মঙ্গলশোভাযাত্রার আয়োজকরা তাদের এই কল্পিত অসূর আকৃতির কালো অবয়বের উপর খুবই পরিকল্পিত ও সূচিন্তিতভাবে চাঁদ তাঁরা এঁকে দিয়েছেন। 
আমরা জানি যে, মুশরিক সম্প্রদায়ের মধ্যে একটি বিশেষ শ্রেণী আছে যারা সূর্যের পূজা করে থাকে। আর বাংলা বর্ষপঞ্জি যেহেতু সূর্যের উপর নির্ভর করে প্রণীত তাই অনেক হিন্দুও একে একটি বিশেষ উপলক্ষ হিসেবে পালন করে থাকে। হিন্দু ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার উন্নতির আশায় পালন করে গণেশ পূজা। এবার পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানাবিধ পূজাও উদযাপিত হচ্ছে। এর মধ্যে ভয়ংকর ও বিকৃত মস্তিস্কের 'চড়ক পূজাও' উল্লেখযোগ্য। 

আমরা এটাও জানি যে, আরবী বর্ষপঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল। চাঁদ উঠা-নামার উপর ভিত্তি করে আরবী মাস গণনা করা হয়। তাই বলে কোনো মুসলিম কিন্তু কখনও চাঁদের ইবাদত করে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত ও বন্দেগী ইসলামে নিষিদ্ধ। তাই চাঁদের পূজা বা উপাসনা বলেও ইসলামে কিছু নেই। মুসলিমদের কাছে চাঁদ এবং সূর্য মহান আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে দু'টি সাধারণ মাখলুক মাত্র। যা মানুষের সেবা ও কল্যাণের জন্যই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। মহান আল্লাহর নির্দেশে চাঁদের উপর ভিত্তি করে মুসলিমরা তাদের রোযা, হজ্জ, ঈদ এবং অন্যান্য কিছু ইবাদতের দিনকে সনাক্ত করেন আর সূর্যের উপর ভিত্তি করে নামাজের সময় সাব্যস্ত করেন। মুসলিমদের কাছে চাঁদ এবং সূর্যের ব্যাপারে এর চাইতে বেশি কোনো গুরুত্ব নেই। 
কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ সাম্প্রদায়িক অপশক্তি এবং সাম্রাজ্যবাদের দোসরদের হয়তো বিষয়টি জানা নেই। তারা যেমন সূর্যের পূজা করে তাই মনে করেছে মুসলমানরাও হয়তো চাঁদ-তাঁরার পূজা করে। ব্যস এবার অসূরের গায়ে চাঁদ-তারা এঁকে শয়তানী মনে যদি কিঞ্চি বিকৃত সুখ পাওয়া যায়, তো মন্দ কি! 
পাকিস্তানের প্রতিষ্ঠাতা পশ্চিমাদের তাবেদার মুহাম্মাদ আলি জিন্নাহ এবং সে সময়কার দুর্নীতিবাজ শাসকরা ক্ষমতায় যেতে মুসলিমদের সরল আবেগকে ব্যবহার করার জন্য একদিকে যেমন ভারত ভেঙ্গে পাকিস্তানের প্রতিষ্ঠাকে ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা বলে প্রতারণাপূর্ণ প্রচারণা চালিয়েছিলো, একইভাবে তারা পাকিস্তানের পতাকায় চাঁদ-তাঁরা এঁকে সাধারণ মুসলমানদের সস্থা সমর্থন লাভের পথটিও সুগম করেছিলো। 
ইসলাম বিরোধীদের যারা বর্তমানে পাকিস্তানকে ইসলামের মডেল হিসেবে তুলে ধরে কুফুর শাসনব্যবস্থা গণতন্ত্রের দ্বারা পরিচালিত পাকিস্তানের অপকর্মগুলোকে ইসলামের উপর চাপিয়ে দিতে চায় তাদেরও একটি বাড়তি মনোযোগ থাকে যে কোনো মূল্যে জনগণের সামনে পাকিস্তান বিরোধী একটি মনোভাব জিঁইয়ে রাখার। এবার অসূরের গায়ে চাঁদ-তাঁরা অঙ্কনের মাধ্যমে তাদের কেউ কেউ নিজেদের সেই পূরণো স্বভাবের পূনরাবৃত্তির স্বাদ নিতেও হয়তো ভুল করে নি। 

ইসলামকে বিশ্বের বুকে একটি বিজয়ী আদর্শ হিসেবে তুলে ধরা এবং মুসলিম উম্মাহকে বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার যেই মহান দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ কাজ ন্যস্ত ছিলো এই উম্মাহর যুব-তরুণদের উপরতা তাদেরকে ভুলিয়ে দেয়া সম্ভব হয়েছে। 
একটি দেশ  জাতির মুসলিম পরিচয়  তাওহীদী চেতনাকে নি:শেষ করে দেয়ার জন্য সেই জাতির যুব সমাজকে নিজ আত্ম পরিচয় ভুলিয়ে দেয়া এবং অশ্লীল-পাপাচারে লিপ্ত করানো হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। আমাদের দেশে সাম্প্রতিক কয়েক বছর ধরে পশ্চিমাদের বৈতনিক এবং অবৈতনিক এজেন্টসাম্রাজ্যবাদী শক্তির সহযোগী কর্পোরেট মিডিয়াগুলো  মহান দায়িত্ব পালন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে। মাল্টিন্যাশনাল কোম্পানী গুলো দেদারছে বিলাচ্ছে টাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা  সহযোগিতাও তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সকল ধরণের ইউনিট আজ তাদের নিরাপত্তা বিধান করছে। আজ শাহবাগকাকরাইলসহ রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান প্রধান সড়ক গুলোও বন্ধ করে দেয়া হয়েছে এই অপরিহার্য্য (?) পূজা নির্বিঘেœ উদযাপনের জন্য। 
সাংস্কৃতির মোড়কে আজ দিনভর চলবে হিন্দুয়ানী অপসংস্কৃতির এই মহোৎসব। বিশেষতদুপুরের পর থেকে উন্মাতাল তরুণ-তরুণীদের ঢল নামবে ঢাকার বিভিন্ন স্থানে। 

এভাবে ধীরে ধীরে মুসলিম যুব-তরুণরা ওয়ারিশানা সম্পদের মতো পৈত্রিকসূত্রে প্রাপ্ত 'মুসলিমনামের একটি খেতাব ধারণ করে থাকলেওবাস্তবে তারা দিন দিন সরে যাচ্ছে ইসলাম থেকে দূরেবহু দূরে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। দেখেই চলেছি... 
জানি না কতদিন চলবে এই নীরব প্রদর্শনী। কতকাল অব্যাহত থাকবে বিবেক বিবর্জিত এই অপকর্মের মহড়া। উম্মাহর দায়ীগণ আর কতকাল নিজেদের দায়িত্ব পাশ কাটিয়ে শুধু দেখেই যাবেন। 

আল্লাহ তা'আলা আমাদেরকে শুভবুদ্ধি দান করুন। মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ সন্তান এই যুব-তরুণদেরকে বিজাতীয় আগ্রাসী থাবা থেকে রক্ষা করার জন্য কিছু করার তাওফীক দিন। আমীন।