Banner Advertise

Sunday, August 14, 2011

[chottala.com] BNP Lawyers including MP Syeda Asifa Ashrafi Papia render unqualified apology to the judges.



BNP Lawyers including MP Syeda Asifa Ashrafi Papia render unqualified apology to the judges.

 
HC pardons 11 pro-BNP lawyers
 
Sun, Aug 14th, 2011 6:03 pm BdST
Dhaka, Aug 14 (bdnews24.com)—The High Court has pardoned eleven pro-opposition lawyers after they offered unqualified apology to the judges.

They were produced before a bench comprising justices A H M Shamsuddin Chowdhury and Gobinda Chandra Tagore around 4:20pm on Saturday.

The court had ordered the chiefs of prisons and the Dhaka city police to produce the lawyers before 4pm.

The order was issued when Supreme Court Bar Association president Khandker Mahbub Hossain presented the petition carrying apologies of 11 lawyers, including eight of 10 who surrendered to the court, around 2pm.

The lawyers who apologised include BNP MP Syeda Asifa Ashrafi Papia and Touhidul Islam, who are behind bars. Sharif Uddin Ahmed is the only lawyer among the eleven who has yet to surrender or be detained.

The chaos in the High Court between the pro-government and opposition-backed lawyers happened on Aug 2 during the hearing of a petition that questioned apparently seditious remarks on the country's constitution by Islami Oikya Jote faction leader Fazlul Haque Amini.

The next day, the court issued a rule barring 13 pro-BNP lawyers from entering the court and asked the Bangladesh Bar Council to explain why their licences should not be repealed.

Police filed a case against 14 pro-BNP lawyers with the Shahbagh Police Station while seven of them and two others were sued again on Aug 5 by the investigating officer of the case for an alleged bid on his life during the scuffle.

bdnews24.com/sn/ost/bd/1753h
 

ক্ষমা পেলেন বিএনপিপন্থী ১১ আইনজীবী

Sun 14 Aug 2011 8:24 PM BdST

rtnn ঢাকা, ১৪ জুলাই (আরটিএনএন ডটনেট)-- হট্টগোলের ঘটনায় দায়ের দুটি মামলায় অভিযুক্ত বিএনপিপন্থী আইনজীবীর মধ্যে ১১ জনকে ক্ষমা করেছে হাইকোর্ট। একই সাথে আদালতে তাদের পেশা না চালানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর বৃদ্ধি করা হয়নি।

তবে পুলিশের করা মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় আইনজীবীদেরকে পনুরায় জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে আদালতের নির্দেশে ১১ আইনজীবীকে হাজির করা হলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ক্ষমা করে দেয়।

ক্ষমা পাওয়া আইনজীবীরা হলেন- কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, গোলাম নবী, শরীফউদ্দিন আহমেদ, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও তৌহিদুল ইসলাম।

এর আগে রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযুক্ত ১৩ আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতে আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে বেঞ্চ অভিযুক্ত ১৩ আইনজীবীকে আদালতে হাজির করতে ডিএমপি কমিশনার ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশে অভিযুক্ত ১৩ আইনজীবীর মধ্যে ১১ জনকে বিকেল ৪টায় হাইকোর্টে হাজির করা হয়। এ সময় তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ক্ষমা ঘোষণার পর এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটাবেন না বলে আদালতের কাছে অঙ্গিকার করেছেন। তাদের অঙ্গিকারের পরিপ্রেক্ষিতে আদালত তাদের ক্ষমা করেছেন। একই সাথে অন্তবর্তীকালীন আদেশও (১৪ আগস্ট পর্যন্ত আইন পেশা থেকে বিরত থাকা) প্রত্যাহার করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার যে আশা দিয়েছিল, সে ধরনের সহযোগিতা করেনি। করলে আজই সবাই জামিন পেতো। ইনশাল্লাহ ১৫ আগস্ট ছুটির পরদিন সবাই জামিন পাবে।

উল্লেখ্য, হাইকোর্টে বিশৃঙ্খলা, ভাঙচুর, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ায় ২ আগস্ট রাতে শাহবাগ থানায় গোয়েন্দা পুলিশ কর্মকর্তা এসএম সোলাইমান ১৪ আইনজীবীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।


আদালত এলাকায় হাতাহাতির ঘটনা ৪ আগস্ট তদন্ত করতে এলে তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে বিএনপিপন্থী আইনজীবীরা মারধোর করে। এ ঘটনায় আবদুল জলিল বাদী হয়ে শাহবাগ থানায় আরও একটি মামলা করেন।

এ নিয়ে গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ আদালতে উত্তেজনা বিরাজ করছিল। হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা দফায় দফায় আলোচনায় বসেন।

আরটিএনএন ডটনেট/এএফ/এমআই_ ২০২৬ ঘ.

 Also Read:
 


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___