Banner Advertise

Wednesday, January 25, 2012

[chottala.com] আড়াইহাজারে ধর্ষণ: ওসির  477;ূমিকা তদন্&# 2468;ের নির্দেশ



 
 
 
 
 
Police failed again to punish its own culprits. How long the
Judges will ensure justice for the victims. Why Judges will intervene for
 justice on behalf of the victims always ? Are their acceptable administrative
system in Bangladesh now ?
আড়াইহাজারে ধর্ষণ: ওসির ভূমিকা তদন্তের নির্দেশ
Wed, Jan 25th, 2012 8:35 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোেেয়ন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক কিশোরী ধর্ষণের পর অপরাধীদের বাঁচাতে ওসির কোনো ধরনের ভূমিকা ছিল কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম এবং উপ-পরিদর্শক নাজমুল হুদার বক্তব্য শোনার পর আদালতের এই আদেশ হয়।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছিল হাইকোর্ট। আদালত ওসিকে কড়া ভাষায় তিরস্কারও করে।

ওসির ভূমিকা তদন্তে দুই দিনের মধ্যে কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। যার প্রধান হতে হবে কমপক্ষে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ মর্যাদার এক জনকে। কমিটিকে প্রতিবেদন দিতে হবে ১৫ মার্চের মধ্যে।

তদন্ত চলাকালীন নজরুলকে বরখাস্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেও পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ওই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে সিআইডি কর্মকর্তাকে দায়িত্ব দিতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ধর্ষিতা ও তার পরিবারকে নিরাপত্তা দিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ষণের ঘটনা তদন্ত করে ফিরে আসা আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ তদন্তকারী জন অসিত দাসও বুধবার আদালতে বক্তব্য রাখেন।

গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ নিয়ে সোমবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

‘আড়াইহাজারে কিশোরী ধর্ষণ, ধর্ষিতার পরিবারকে হুমকি’ শিরোনামের প্রতিবেদনটি নজরে এলে ওইদিনই (সোমবার) আড়াইআজার থানার ওসিকে তলব করে হাইকোর্ট।

তলবের পর সকালে ওসি সৈয়দ নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে তার বক্তব্য তুলে ধরেন। তার বক্তব্যের সূত্র ধরে তাৎক্ষণিক তলব করা হয় ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক নাজমুল হুদাকে।

অসিত দাস আদালতে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ধর্ষিত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি।

“তারা জানিয়েছেন, ঘটনা ঘটনার আধা ঘণ্টার মধ্যে রাতেই এসআই নাজমুল ঘটনাস্থলে যায়,” বলেন তিনি।

এর আগে ওসি নজরুল আদালতে বলেন, বৃহস্পতিবার ঘটনা ঘটলেও সোমবার তিনি তা প্রথম শুনতে পান।

তখন আদালত বলে, “আপনি তো অপদার্থ। আপনার থানার ৭ কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলো। আপনি জানলেন চার দিন পর। অথচ এলাকার মানুষ বলছে, ঘটনার পরই সেখানে পুলিশ গিয়েছিল।

“আপনার অধীনের এক পুলিশ ঘটনাস্থলে গেল। আপনি তো তার সাক্ষাৎ বস, সেটাও আপনি জানেন না। তাহলে আপনি কি এই পদে থাকার যোগ্য?”

শুনানির এক পর্যায়ে নজরুল ক্ষমা চাইলে আদালত বলে, “আইনে মাফ বলতে কিছু নাই। আপনাদের জন্য তো আরো নাই। ২০ বছরের চাকরি জীবনে এভাবেই করে এসেছেন? আপনাদের মতো গুটিকয়েকের জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে।”

ধর্ষণের ঘটনা সমঝোতার উদ্যোগ নেওয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি শাহজাহানের এক চাচা এবং মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্যকে আগামী সোমবার হাইকোর্টে তলব করা হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আড়াইহাজারে মাকে হাত-পা বেঁধে কিশোরী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের আবদুর রহিমের ছেলে শাজাহাসহ চার-পাঁচজন।

এ ঘটনার পর চারদিনে কোনো মামলা হয়নি। হাইকোর্টের আদেশের পর বুধবার সকালে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/২০৩০ ঘ.
 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___