Banner Advertise

Wednesday, May 14, 2014

[chottala.com] বঙ্গবন্ধু ও জিয়ার হত্যাকাণ্ডের জন্য বেগম জিয়া সেনাবাহিনীর বিলুপ্তি চাননি



বঙ্গবন্ধু ও জিয়ার হত্যাকাণ্ডের জন্য বেগম জিয়া সেনাবাহিনীর বিলুপ্তি চাননি : তথ্যমন্ত্রী/

     তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম জিয়ার হত্যাকাণ্ডের জন্য বেগম জিয়া সেনাবাহিনীর বিলুপ্তি চাননি। তিনি বলেন, অথচ নারায়ণগঞ্জের ৭ খুনের জন্য র‌্যাবকে দায়ী করে বেগম জিয়া র‌্যাব বাতিলের দাবি জানিয়েছেন। বেগম জিয়া মতলববাজ রাজনীতিক। সশস্ত্র বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ডের জন্য সমগ্র বাহিনীকে দায়ী করা যায় না। মন্ত্রী আজ কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত 'বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন।

13052014_009_HH_INU

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের শ্রীলংকার বিদায়ী রাষ্ট্রদূত শরৎ গুয়েরেগাদা, বিএসএমএমইউর উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক ব্রক্ষান্ড প্রতাপ বড়ুয়া রিপন।তথ্যমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখতেন। তিনি চরম পন্থায় বিশ্বাস করতেন না। তিনি সব মানুষকে সমান চোখে দেখতেন। এমনকি নারীদের তিনি সমান চোখে দেখতেন।

তিনি বলেন, কিছু রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী হয়েছে। তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, যারা মঠ, মন্দির আক্রমণ করে তাদেরকে মানুষ বলা যায় না। তারা দানব, শয়তান ও কুকুর। এ দানবদের ধ্বংস করে দিতে হবে।তিনি বলেন, মানবরূপী দানবদের ধ্বংস করতে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা নিরাপত্তার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এ ছাতার তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি বলেন, হযরত মুহাম্মদ (স.) বলেছেন, 'যুদ্ধের সময় শিশু ও নারীদের গায়ে হাত তুলবে না। এমনকি গাছও কাটবে না।'তিনি বলেন, মানুষ রূপী দানবেরা নারী শিশুদের গায়ে হাত দিয়েছে, ওরা গাছ কেটেছে। ওরা নবীজীর পথ থেকে সরে গিয়েছে। ওদের আল্লাহতালা ক্ষমা করবে না।



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___