Banner Advertise

Sunday, July 29, 2012

[chottala.com] সরকারের জনস ;মর্থন ৫ ভাগ 51; নেই ॥ এরশাদ( Hasina's popular support went down to 5 percent according to her polit ical partner HoMo Ershad)



সরকারের জনসমর্থন ৫ ভাগও নেই ॥ এরশাদ
 
স্টাফ রিপোর্টার ॥ পদ্মা সেতুসহ বিতর্কিত নানা ইস্যুতে সরকারের জনপ্রিয়তা কমেছে বলে মন্তব্য করেছেন মহাজোটের অন্যতম শরিক নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, মানুষ এই সরকারকে চায় না। ৫ শতাংশ জনসমর্থনও বর্তমান সরকারের নেই। সরকার যুদ্ধপরাধীদের বিচার ও পদ্মা সেতু নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে।
রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা বলেন।
এরশাদ বলেন, ভেজাল খাদ্যের কারণে জাতি আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। জাতীয় সংসদে আলোচনায় এ কথা বার বার বলেছি। কিন্তু সরকারের এদিকে ভ্রূক্ষেপ নেই। সরকারের ব্যস্ততা অন্যদিকে। আজকাল বাংলাদেশ ব্যাংকেও জাল টাকা ধরা পড়ছে। এটিএম বুথ থেকে অহরহ জাল টাকা পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা যাব কোথায়?
এরশাদ বলেন, দেশে হাজারো সমস্যার মধ্যে সরকার আবারও ক্ষমতায় যাবে এ স্বপ্নে বিভোর। বর্তমান সরকার মানুষের কথা ভাবে না। আল্লাহর কথাও ভাবে না। তারা নিজেদের নিয়ে সব সময় ব্যস্ত। এ অবস্থা চলতে পারে না। বাস্তবতা হলো সরকারের ধারণা নেই তাদের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমেছে। মাঠ পর্যায়ে গেলে বিষয়টি অনুমান করা যায়।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সামনে আমাদের তিনটি নির্বাচন। গাজীপুর উপনির্বাচন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেক নির্বাচনে জাতীয় পার্টি পৃথকভাবে অংশ নেবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনে অংশ নিতে আমরা প্রস্তুত। প্রার্থীদের বিজয়ী করতে তোমাদের ঝাপিয়ে পড়তে হবে।
মানুষ এই সরকারকে চায় না এমন মন্তব্য করে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে দেশর মানুষ ক্ষমতায় দেখতে চায়। তাই এখন মানুষ জাতীয় পার্টিকে বার বার স্মরণ করছে। আমরা সবার কাছে যেতে পারলে ক্ষমতায় আসতে পারব। দেশের নৈতিক অবক্ষয় হয়েছে এ কথা উল্ল্যেখ করে এরশাদ বলেন, টাকার কাছে আমরা আল্লাহকে ভুলে গেছি। মানবতা ভুলে গেছি। তাই সবার কাছে আমার আবেদন, আল্লাহকে স্মরণ না করলে ও নৈতিকতা ঠিক না হলে জাতি হিসেবে আমরা একদিন ধ্বংস হয়ে যাব।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আপনারা প্রস্তুত থাকলে জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হবে। আবারও ক্ষমতায় আসবে। ক্ষমতায় গেলে আমরা দেশ ও জাতির সেবা করতে চাই। সকল সঙ্কট দূর করে দেশকে সুখী ও সমৃদ্ধ করতে চাই।
আলোচনায় বক্তারা আগামী জাতীয় সংসদে জাতীয় পার্টির পক্ষ থেকে ভেজাল খাদ্য রোধে মৃত্যুদ-ের বিধান রেখে কঠোর আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি মাদক রোধের আইন কঠোর করার কথা বলেন অনেকে। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আহসান হাবিব লিংকন।


 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___