Banner Advertise

Tuesday, April 3, 2012

[chottala.com] Please Read B Team C Team Leaders Inu, Ershad's Digbazi story.



 

এরশাদকে আলোর পথে আসার আহ্বান ফখরুলের

Tue 3 Apr 2012 2:37 PM BdST

rtnnঢাকা, ৩ এপ্রিল (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ক্ষমতাসীন মহাজোটের অন্যতম নেতা এইচএম এরশাদকে অন্ধকার থেকে আলোর পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক এই রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে অনেক অন্যায় করেছেন, এবার জনগণের কাতারে আসুন।

মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘মহাজোটের শরিক এরশাদ বলছেন- এখন চারিদিকে শুধু অন্ধকার। তার প্রতি আহ্বান, অতীতে অনেক অন্যায় করেছেন, এবার অন্ধকার থেকে বের হয়ে জনগণের কাতারে আসুন।’

আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত তিন মাসে সারাদেশে ৩০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। গতকালও নরসিংদীতে র্যা বের হাতে ছয় জন নিহত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি মোট ১৪ বছর আর আওয়ামী লীগ ১১ বছর বাংলাদেশের ক্ষমতায়। কিন্তু এ সময়ের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক অবস্থার অবনতি হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি অস্থিতিশীল হয়, প্রবৃদ্ধির হার কমে যায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। পুঁজিবাজার ধসের কারণে মানুষ আত্মহত্যা করে।

ফখরুল বলেন, বিএনপির সময় দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেশের জন্য যা কিছু কল্যাণকর তা বিএনপি করেছে। এটাই হলো দু’দলের মধ্যে পার্থক্য।

তিনি বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে মাওলানা ভাসানী এ দলটিকে ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’ নাম দিয়েছিলেন। শেখ মুজিবের সময়ে আ স ম আবদুর রব ও ইনুরা তার দল থেকে বের হয়ে জাসদ গঠন করেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রব-ইনুরা বলেছিলেন- শেখ মুজিব ব্যর্থ, তাকে সরিয়ে দিতে হবে। সেজন্যই হাসানুল হক ইনু গণবাহিনীর নেতৃত্ব দিয়ে শেখ মুজিবকে হত্যা করারও ষড়যন্ত্র করেছিলেন।

তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে পড়ছে। তাই তারা উল্টা-পাল্টা কথা বলছে। প্রধানমন্ত্রী শিশুর মতো কথা বলছেন। প্রধানমন্ত্রী যা শুনেন, সত্য মিথ্যা যাচাই না করে তা-ই বলে ফেলেন।

ফখরুল বলেন, একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যাবে, দেশ পরিচালনা করা যাবে তা শিখবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিহিংসা আর বিদ্বেষ শিখতে হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

 


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___