Banner Advertise

Monday, January 30, 2012

[chottala.com] গণমিছিলে জন ;স্রোত (People uniting behind Deshnetri to oust the repressive regime ofr Hasina)



 

People Uniting behind Deshnetri to oust the repressive regime of Hasina. Hasina will understand sooner what people thinking about her regime. No hunki Punki will be allowed by the people. She must return the caretaker system of government for a free and fair election. Election under Hasina rule won't be accepted by the people of Bangladesh. Sooner she understands this peoples demand better for her political survival. Awami Chatukars misguiding Hasina and will definitely destroy her political image and future.

 

 

গণমিছিলে জনস্রোত, শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্বস্তি

Mon 30 Jan 2012 10:07 PM BdST

rtnnঢাকা, ৩০ জানুয়ারি (আরটিএনএন ডটনেট)-- উৎকণ্ঠা সত্ত্বেও রাজধানী ঢাকায় সোমবার বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিলে জনস্রোত নেমেছিল। টান টান উত্তেজনার এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট সব মহল।

গণমিছিলের সময় বেলা ২টা হলেও সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেন বিএনপি একং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়তে শুরু করে। শুরুতে নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে আসলেও বেলা বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা গণমিছিলে যোগ দেয়। এতে গোটা নয়াপল্টন ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

নানা ধরনের ব্যানার, পেস্টুন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে তারা মিছিল নিয়ে আসতে থাকেন। ট্রাকে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বিএনপি ও চারদলের কেন্দ্রীয় নেতারা আগত নেতা-কর্মীদের স্বাগত জানান।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও রাজধানীর পার্শ্ববর্তী থানা থেকে দলীয় নেতা-কর্মীরা গণমিছিলে যোগ দিতে দলীয় নেতকর্মীরা নয়াপল্টনের দিকে আসতে থাকেন। কিন্তু জনস্রোত ডিঙ্গিয়ে দলীয় কার্যালয়ের সামনে না আসতে পেরে অনেকে পথেই বসে পড়েন।



বেগম জিয়ার বেলা ২টায় বক্তব্যের মাধ্যমে গণমিছিলে নেতৃত্ব দেয়ার কথা থাকলেও তিনি নয়াপল্টনে এসে উপস্থিত হন বেলা সাড়ে ৩টা। ততক্ষণে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল হয়ে কাকরাইল মোড় পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না।

বেগম জিয়া যখন সাদা রঙ্গের গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কার্যালয়ের সামনে আসেন তখন গোটা এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মূলদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলসহ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বেগম জিয়ার বক্তব্য শেষ করে মিছিল শুরুর আনুমতি দিলে শুরু হয় সামনে যাওয়ার পালা। মিছিলের শৃংখলা রক্ষায় আগে থেকেই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য স্থান নির্দিষ্ট থাকায় গণমিছিলটি আরো বড় দেখায়।

মিছিলের শৃঙ্খলা রক্ষায় মিছিলের শুরুতে জাতীয়তাবাদী মহিলা দল, এরপরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চারদলের নেতারা, এরপর ধারবাহিকভাবে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপি ও যুবদল গণমিছিলে অংশ নেয়।

এদিকে বিকেল সোয়া ৪টায় বেগম জিয়ার বক্তব্য শেষে গণমিছিল মগবাজারের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলের অগ্রভাগ মগবাজার মোড়ে পৌঁছলে তখনও বেগম জিয়ার গাড়ি অবস্থান করে শান্তিনগরে।

এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ মিছিলকে স্বাগত জানায়। আশপাশের ভবন থেকে উৎসুক জনতা মিছিলকারীদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এদিকে গণমিছিলকে নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের দিয়েও নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী গঠন করে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় ২০০ নেতা-কর্মীকে সবুজ রঙ্গের আলাদা গেঞ্জি, ব্যানার ও বাঁশি দিয়ে নিরাপত্তা টিম গঠন করা হয়।

এদিকে গণমিছিলের কারণে যানজটে নাকাল হয়েছে নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হয়েছে। বিশেষ করে অফিস ফেরত মানুষদের পড়তে হয় বিরম্বনায়। এরপরও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা।

আরটিএনএন ডটনেট/বিইউ/এসআই_ ২১৫৭ ঘ.


__._,_.___


[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___