Banner Advertise

Saturday, January 22, 2011

[chottala.com] Best Imam selected but he is not an Imam at all (By Islamic Foundation)



A fourth class worker but he has very good relationship with Islamic Foundation's boss Shamim Afzal has been elected as the best Imam in Bangladesh. He never be an Imam at all.
 
What a surprise in Muslim majority country where thousands 'Alims are all around!
 
Print E-mail
ইমাম না হয়েও-
রবিবার, ২৩ জানুয়ারী ২০১১
 
আহমেদ জামাল: কোন মসজিদের ইমাম নন তিনি। তবু হয়েছেন শ্রেষ্ঠ ইমাম। প্রশিক্ষণ দিচ্ছেন দেশের বিভিন্ন মসজিদের নামীদামি প্রকৃত ইমামদের। হয়েছেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কারিকুলাম প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। ইমামদের প্রতিনিধি হিসেবে বিদেশও সফর করেছেন তিনি। ভাগ্যবান এই ব্যক্তির নাম মাহমুদ হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী হয়েও মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে এসব কিছু অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। সামীম মোহাম্মদ আফজাল সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক থাকাকালে ব্যক্তিগত কর্মচারী হিসেবে তার বাসায় কাজ করতেন মাহমুদ হোসাইন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামীম আফজাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিযুক্ত হলে মাহমুদের ভাগ্যের দুয়ার খুলে যায়। আগের  সম্পর্কের ধারাবাহিকতায় সস্ত্রীক চাকরি পান ইসলামিক ফাউন্ডেশনে। সংস্থার প্রকাশনা বিভাগের একজন প্রুফ রিডার হয়েও মহাপরিচালকের আশীর্বাদে অনায়াসে পেয়ে যাচ্ছেন নানা রকম অবৈধ সুযোগ-সুবিধা। দাবড়ে বেড়াচ্ছেন সংস্থার আগারগাঁও অফিস থেকে বায়তুল মোকাররম অফিস পর্যন্ত। এ নিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করলেও মুখ ফুটে বলার সাহস নেই কারও। কারণ তার ভয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও সদা তটস্থ থাকেন। ফাউন্ডেশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা দু'জন ইমামকে শ্রেষ্ঠ ইমাম হিসেবে মনোনীত করে প্রতি বছর শিক্ষা সফরে বিদেশে পাঠানো হয়। কিন্তু মহাপরিচালক একক ক্ষমতাবলে কোন প্রশিক্ষণ ও পরীক্ষা ছাড়াই প্রুফ রিডার মাহমুদকে গত বছর ইন্দোনেশিয়া সফরে পাঠান। মজার বিষয় হচ্ছে মাহমুদ জীবনে কখনও কোন মসজিদের ইমাম ছিলেন না, এখনও নেই। মাহমুদের প্রতি মহাপরিচালকের আশীর্বাদের এখানেই শেষ নয়। প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়া ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ক্লাস নেয়ার নজির নেই। অথচ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তিনি প্রথম শ্রেণীর মর্যাদায় ইমামদের প্রশিক্ষণ দিচ্ছেন, সরকারি সুবিধা ভোগ করছেন। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কারিকুলাম প্রণয়ন কমিটির সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের নামীদামি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। এবার এক্ষেত্রেও ঘটেছে ব্যত্যয়। মহাপরিচালক সামীম আফজালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুবাদে মাহমুদ হোসাইন এ পদেও অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন। অন্য দিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সম্পাদক পদের নিচে কোন রিপোর্টারের সঙ্গে কথা বলেন না বলে জানান। শুধু তাই নয়, কোন সম্পাদককেও কথা বলার আগে  তার পিএস-এর মাধ্যমে সময় নির্ধারণ করতে হবে বলে জানান।
 

' ' ,
'Awami League' is not a name of a political party, it's a name of disease of Bangladesh.



__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___