Banner Advertise

Monday, July 26, 2010

[chottala.com] Fwd:Bangladesh indicts Jamaat-e-Islami four on war crimes




 
Bangladesh indicts Jamaat-e-Islami four on war crimes
Police arrest Moulana Motiur Rahman Nizami (C), chief of Jamaat-e-Islami, in Dhaka on 29 June 2010 Jamaat leader Motiur Rahman Nizami is among the accused
 
Bangladesh's war crimes tribunal, which is investigating the country's 1971 liberation struggle against Pakistan, has issued its first arrest warrants.
 
Court officials told the BBC the war crimes indictments targeted four leaders of Islamist political party Jamaat-e-Islami, already in custody.
 
The tribunal was set up in March to try people accused of atrocities.
 
Bangladesh was part of Pakistan until the nine-month war of secession, which left up to three million people dead.
 
The four accused - Jamaat leader Motiur Rahman Nizami; his deputy Ali Ahsan Mohammad Mujahid; and two other senior leaders, Muhammad Kamaruzzaman and Abdul Quader Mollah - were detained last month on unrelated charges.
 
A senior court official, Mohammed Shahinur Islam, told the BBC on Monday the four would not be able to apply for bail under Monday's warrants.
 
Jamaat-e-Islami accuses the government of using war crimes charges to try to curb the opposition party's activities. The next hearing in the case will be on 2 August.
 
The Awami League-led government set up the war crimes tribunal in March this year to investigate those Bangladeshis who, at the time, collaborated with Pakistani forces - and are accused of killing many civilians.

26 জুলাই 2010 - 15:44

জামায়াত নেতাদের বিরুদ্ধে পরোয়ানা

জাময়াতে ইসলামীর চারজন শীর্ষ নেতা - মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৻
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারে গঠিত আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল এই আদেশ দিয়েছে৻
গোলাম আরিফ টিপু বলেন, সাক্ষ্যপ্রমাণ ও তথ্যের ভিত্তিতে তদন্তকারী সংস্থা যে প্রথামিক রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতেই তাঁরা আবেদনটি করেছিলেন।
তিনি বলেন: ''তদন্ত সংস্থার রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্ত ওই চারজন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ করেছেন।''
মানবতাবিরোধী অভিযোগে জামায়াতের এই নেতাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে কিনা সে'ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইবুনাল ২রা আগষ্ট দিন ধার্য্য করেছে৻
সোমবারের শুনানিতে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না৻
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের এই বিচার প্রক্রিয়া চলছে ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আইনে।
এই প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
 
ট্রাইবুনালের প্রথম শুনানি
ঢাকার পুরোনো হাইকোর্ট ভবনে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়৻
সোমবার সকাল সাড়ে দশটায় ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্য এজলাসে আসেন এবং শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৻
শুনানিতে গোলাম আরিফ টিপু তাঁর আবেদনের সপক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুললে ট্রাইবুনাল জামায়াতের ওই চারজন নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানতে চায়৻
"চারজন নেতা যেসব অভিযোগে গ্রেফতার রয়েছেন তাতে জামিন পাওয়ার সম্ভবনা থাকতে পারে কিন্তু তদন্তের স্বার্থে অভিযুক্তদের গ্রেফতার থাকা প্রয়োজন" আব্দুর রাজ্জাক খান
সে'সময় আইনজীবী প্যানেলের প্রধান, হত্যা, গণহত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন।
এরপরে ট্রাইবুনাল এ'সব অপরাধ সম্পর্কে আরো আরো তথ্য জানতে চাইলে গোলাম আরিফ টিপু বলেন, বাংলাদেশজুড়েই ঐসব অপরাধ সংগঠিত হয়েছে।
ট্রাইবুনালের আদেশ পাওয়ার পর আইনজীবী গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, ''তদন্ত সংস্থার সাক্ষ্যপ্রমাণ থেকে জানা গেছে যে অভিযুক্তরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার, আলবদরসহ বিভিন্ন বাহিনী গঠন করে পাকিস্তানী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন।''
''সমগ্র বাংলাদেশেই হত্যা, গণহত্যা, ধর্ষন, লুন্ঠন, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ তারা করেছেন এবং তার ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে।''
আইনজীবী প্যানেলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তারা দেননি৻
ট্রাইবুনালের শুনানির সময় পুরোনো হাইকোর্ট ভবন ঘিরে নেওয়া হয়েছিলো কড়া পুলিশি নিরাপত্তা।
সাংবাদিক, আইনজীবী এবং পর্যবেক্ষকদের প্রবেশপত্র নিয়ে ভিতরে যেতে হয়েছে।
একাধিক মামলা
জামায়াতে ইসলামীর এই চারজন শীর্ষ নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়৻
তাদের বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় গণহত্যা এবং কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে৻
গণহত্যা চালানোর অভিযোগ সম্পর্কিত মামলাটি আগেই ট্রাইবুনালের আওতায় নেওয়া হয়েছে এবং সেটিকে অভিযোগ হিসেবে নিয়ে সামগ্রিকভাবে তদন্ত করার কথা বলেছে ট্রাইবুনালের তদন্তকারী সংস্থা।
মার্চ মাসে গঠিত এই ট্রাইবুনালের কার্যবিধিতে অভিযুক্তদের জামিনের আবেদন করার সুযোগ থাকলেও মুল আইনে বলা হয়েছে এই অপরাধ জামিনযোগ্য নয়।
তদন্তকারী সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান বলেছেন, ''চারজন নেতা যেসব অভিযোগে গ্রেফতার রয়েছেন তাতে জামিন পাওয়ার সম্ভবনা থাকতে পারে কিন্তু তদন্তের স্বার্থে অভিযুক্তদের গ্রেফতার থাকা প্রয়োজন।''
-----Original Message-----
From: Syed Aslam <Syed.Aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com; Sonar Bangladesh <SonarBangladesh@yahoogroups.com>
Sent: Mon, Jul 26, 2010 3:10 am
Subject: [notun_bangladesh] Tribunal issues arrest warrants against four Jamaat-e-Islami top leaders.

 

 
Tribunal issues arrest warrants
 
Mon, Jul 26th, 2010 11:49 am BdST
Dhaka, July 25 (bdnews24.com) – The International Crimes Tribunal, on Monday, issued arrest warrants against four Jamaat-e-Islami top leaders.

The warrants were issued against Jamaat-e-Islami chief Matiur Rahman Nizami, secretary general Ali Ahsan Mohammad Mojaheed, assistant secretary generals Mohammed Kamaruzzaman and Abdul Quader Molla for crimes against humanity during 1971.

The hearing of the petition to 'show arrested' the already-detained Jamaat-e-Islami leaders for alleged crimes against humanity during the 1971 war started at around 10.30am at the tribunal established in the old High Court building.

Special security measures have been taken for the hearing at the court area.

Earlier on Sunday, the tribunal was petitioned to 'show arrested' the Jamaat-e-Islami leaders. The prosecution panel's chief Golam Arif Tipu submitted the petition to the tribunal's registrar Mohammed Shahinur Islam at around 10.30am on Sunday.

The petition, citing Section 3(2) of the International Crimes Tribunal Act of 1973, was submitted in order to allow investigation into the crimes. The section refers to crimes like murder, rape, looting and arson.

Speaking at a briefing, in his own office at the tribunal, following the filing of the petition, Tipu had said, "The petition was filed so that these four men cannot escape or create any obstacle to the investigation."

He also said that the tribunal will set the date for the petition's hearing.

Responding to a query, Tipu said, "We are not worried about the Pallabi and Keraniganj freedom fighter murder cases. Our chief focus lies on the crimes against humanity during 1971."

Other prosecution panel members were present during the briefing.

The four Jamaat-e-Islami top tiers have recently been apprehended by the police. They have a number of cases against them including charges, at Keraniganj and Mirpur police station, of killing freedom fighters.

The long-awaited trials of the crimes against humanity, mass murders and war crimes started after the Awami League-led coalition government started formation of the tribunal along with the investigation body and the prosecution panel on Mar 25.

bdnews24.com/corr/aj/rn/db/1145h.
 
 
 


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___