Banner Advertise

Sunday, April 27, 2008

[chottala.com] Long voice of the theif Dr. Kamal

কামাল হোসেন ১০২ কোটি টাকা সাদা করেছেন

 

হাসিনার তথ্য প্রকাশ

কামাল হোসেন ১০২ কোটি টাকা সাদা করেছেন

কামাল বললেন নো কমেন্টস

স্টাফ রিপোর্টার : কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের কালো টাকার উৎস কি? এ টাকাই বা রেখেছেন কোথায়? তার মতে, ১০২ কোটি টাকা সাদা করেছেন কামাল হোসেন। গতকাল বিশেষ আদালতে শেখ হাসিনা সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন। সন্ধ্যায় আইনজীবী কামাল হোসেনের মন্তব্য জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, নো কমেন্টস। শেখ হাসিনা বলেন, ড. কামাল সম্পর্কে অনেক কিছুই জানি। দুর্নীতির মাধ্যমে তিনি কালো টাকা অর্জন করেছেন। সে টাকা পরবর্তী সময়ে সাদা করেছেন। আসলে যারা দুর্নীতি করেন তাদের কিছু হয় না। আমরা দুর্নীতি করিনি, তারপরও আমাদেরকে জোর করে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে। জনগণ অবশ্যই একদিন দুর্নীতিবাজদের বিচার করবেন। উল্লেখ্য, মাত্র একদিন আগে ড. কামাল হোসেন বলেছিলেন, যারা দুর্নীতিবাজদের পক্ষ নিচ্ছে, তাদেরও বিচার হওয়া উচিত। কামাল হোসেন অভিযোগ খণ্ডন না করে 'নো কমেন্টস' বলায় সংশয় তৈরি হয়েছে।
http://www.manabzamin.net/page1.htm
 
Why kamal don't dare to comments?
 
 

ড. কামাল হোসেন কালো টাকার মালিক। কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আন্দোলনের প্রবক্তা হয়েও তিনি ২০০৬-০৭ অর্থ বছরে আড়াই কোটি টাকার বেশি কালো টাকা সাদা করেছেন। ২০০৪-০৫ অর্থ বছরে তিনি তার প্রদর্শিত আয় দেখিয়েছেন মাত্র ১৫ লাখ ২২ হাজার ৯৯৯ টাকা। আর নেট সম্পত্তি দেখিয়েছেন মাত্র ৩৩ লাখ ৫১ হাজার ৯৬৭ টাকা। ২০০৫-০৬ অর্থ বছরে প্রদর্শিত আয় দেখিয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ২২১ টাকা। নেট সম্পদ দেখিয়েছেন ৭৭ লাখ ৮ হাজার ৮৪ টাকা। তার মতো একজন আইনজীবী দেশ, জাতি ও সরকারের সঙ্গে এমন প্রতারণা করতে পারেন এটা বিশ্বাস করতে কষ্ট হয়।
আশির দশকের একশ এক ছাত্র নেতার অভিযোগ
কেউই আইনের ঊর্ধ্বে নয়, এসব অভিযোগ সত্য হলে আমারও বিচার হওয়া উচিত। আমাকে চিরদিনের জন্য রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো উচিত। সকলেরই বাকস্বাধীনতা আছে। সুতরাং তারা (ছাত্রনেতারা) বলতেই পারেন। তবে তথ্য-প্রমাণ ছাড়া বললে সে ক্ষেত্রে মানহানি কিংবা লাইবেলের বিষয়টি আমার দিক থেকে আমিও বিচার করবো। তাই যারা এমন অভিযোগ করেছেন তারা মিথ্যা কথা বলে আমাকে হেয় করার চেষ্টা করলে মানহানির দায়ে আইনের কাছে জবাব দেয়ার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত।
ড. কামাল হোসেন
একশ এক ছাত্রনেতার অভিযোগের জবাবে
 
Is Dr. kamal ready to sue them? more than onemonth has passed?


হে আল্লাহ, অত্যাচারী,প্রতিক্রিয়শীল মঈনের অদক্ষ আর তাবেদার
উপদেষ্টাদের হাত থেকে বাংলাদেশের দরিদ্র মানুষকে মুক্ত কর


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now. __._,_.___

[* Moderator's Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___