Banner Advertise

Sunday, April 5, 2015

Re: [chottala.com] প্রযুক্..................



Dear Nasir Bhai:
Congratulation.
We want to see your success.
Kind regards.
Prof.Dr.Muhammad Mahboob Ali

2015-04-02 2:30 GMT+06:00 'Dr.faisal Kamal' dr.faisalkamal@yahoo.com.au [chottala] <chottala@yahoogroups.com>:
 
[Attachment(s) from 'Dr.faisal Kamal' dr.faisalkamal@yahoo.com.au [chottala] included below]

প্রযুক্তি নির্ভর আধুনিক চট্টগ্রামের সন্ধানে
অবিরাম ছুটে চলা....................আ. জ. ম নাসির উদ্দিন


প্রচারে ঃ "জাগো চট্টগ্রাম" পরিষদ

সত্তর দশকের মাঝামাঝি চট্টগ্রামের ছাত্র রাজনীতিতে হাতে খড়ি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক,  বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি সহ ছাত্র রাজনীতির সকল শাখায় মেধার ছোঁয়া দিয়ে তাঁর বিচরণ।

৭৫ পরবর্তী পটভূমিতে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শকে পুনঃপ্রতিষ্ঠার জন্য জেল, জুলুম, হুলিয়া মাথায় নিয়ে কাজ করা, ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠ কাঁপানো ..................আর পরিণত বয়সে ৯০-র দশকে জননেত্রী শেখ হাসিনার "উন্নয়নের বাংলাদেশ" স্বপ্নের ফেরিওয়ালা, কখনো কোন পদ, পদবী ও অর্থ লোলুপতা যাকে এতটুকু আদর্শচ্যুত করতে পারেনি।
হ্যাঁ, আমরা আ. জ. ম নাসির উদ্দিন এর কথা বলছি।

বীর চট্টগ্রামের সিংহ পুরুষ, চার দশকের বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বে যিনি কখনো এতটুকু আদর্শচ্যুত হননি, আজ তিনি আমাদের দুয়ারে একটি ভোটের আশায়।

সমসাময়িক রাজনীতিবিদ –দের চেয়ে একটু ভিন্ন চরিত্রের অধিকারী আ. জ. ম নাসির - সদা হাস্য, মৃদু ভাষী, কোমল আচরণ ও অতিশয় সুশীল চাল চলন তাঁকে চট্টগ্রামের মানুষের মনে স্থান করে নিতে সহযোগিতা করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর পছন্দের কথা বুঝতে পেরেই তাঁকে সমর্থন দিয়েছেন মেয়র নির্বাচনে।

আসুন আ. জ. ম নাসির উদ্দিন –এর ত্যাগ ও দীর্ঘ কর্মকে আজ আমরা একটি একটি ভোট দিয়ে মূল্যায়ন করি।
------------------------------------
আ জ ম নাসির উদ্দিন এর কাছে আজকের চট্টগ্রাম বাসীর প্রত্যাশা-
 
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আই সি টি  সেন্টার হবে, কর্ম মুখি আই সি টি প্রশিক্ষণ দেয়া হবে।
 
শিক্ষা প্রতিষ্ঠানে র শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নিত করা হবে।
 
নাগরিক স্বাস্থ্য সেবা নেটওয়ার্ক তৈরি করা হবে।
 
মিড রোড হেল্প সেন্টার এর মাধ্যমে প্রতি ওয়ার্ড এ একটি করে নাগরিক সেবা কেন্দ্র খোলা হবে, নগর পিতা তাঁর অফিসে বসেই প্রতি ওয়ার্ড এ সেবা কেন্দ্রে নাগরিক দের সাথে মত বিনিময় করবে।
 
বর্জ্য ব্যাবস্থাপনা র মাধ্যমে বায় গ্যাস উৎপাদন করা হবে।
 
সকল প্রকার সনদ অনলাইনে প্রদান করা হবে।
 
সিটি কর্পোরেশন এর মসজিদে কুরআন ও হাদিস প্রশিক্ষন প্রদান করা হবে।
 
পারকিং মারট ও আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করা হবে।
 
নগর এর গুরুত্ব পূর্ণ এলাকা কে ওয়াই ফাই জোনে রুপান্তর করা হবে।
 
নিরাপত্তার খাতিরে সি এম পি র সাথে যৌথ ভাবে সি সি টি ভি র আওতায় নগর নিরাপত্তা টাস্ক ফোরস গঠন করা হবে।
 
শিশু দের বিকাশ এর জন্য প্রতি ওয়ার্ড এ একটি করে মিনি শিশু পার্ক স্থাপন করা হবে।
 
নগরির সকল ওয়ার্ড অফিসে আই টি নেটওয়ার্ক স্থাপন এর মাধ্যমে কমিশনার দের সাথে নগর ভবনের একটি সমন্নিত আই টি নেটওয়ার্ক তৈরি করা হবে।
 
নগরির সকল ভিক্ষুক কে পুনর্বাসন করার জন্য স্বাবলম্বন প্রকল্প গঠন করা হবে।
 
 
 
আগামী দিনের নতুন চট্টগ্রাম ......... নতুন দিনের প্রত্যাশা।
প্রিয় চট্টগ্রামবাসী, বিকল্প সমাজের সন্ধানে ছুটে চলা এই অকুতোভয় সৈনিক কে একবার সুযোগ দিন, ইনশাআল্লাহ্‌ চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রযুক্তি নির্ভর উন্নত নগরী।
"জাগো চট্টগ্রাম"
এর সাথে থাকুন।
আল্লাহ্‌ হাফেয
 
"জাগো চট্টগ্রাম" পরিষদ এর -
 
আহবায়ক
ডঃ ফয়সাল কামাল ঃ ০১৭৬২৪৮৪৮৪৮, tmfaisalkamal@gmail.com
 
সদস্য সচিব
অ্যাডঃ দীর্ঘতম বড়ুয়া দিঘু ঃ ০১৮১৮৬৯৮৯৯৩
 
আই সি টি ইন চার্জে আছেন ঃ
প্রকৌশলী আরিফুল মাওলা বিজয়  ঃ ০১৯১৪৬৭১৯৮৯
ছাত্রলীগ নেতা( রাঙ্গামাটি জেলা)উপ সহ সভাপতি- বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র।
 
সদস্য সমন্বয়ক ঃ
ইসমাইল হোসেন শুভ  ঃ ০১৬৮৩০৭৭৬৩৩
নগর ছাত্রলীগ নেতাবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক।
 
রুবেল হোসেন ঃ ০১৮১১৪২৩৩৯২
ছাত্রলীগ নেতা,  সহ সম্পাদক - ঢাকা মহানগর ( দক্ষিণ)
 
আসাদ উদ্দিন জসি ঃ  ০১৬৭৬০৬৯৩১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা।
 
নতুন দিনেরনতুন প্রত্যাশায় আমাদের প্রিয় চট্টগ্রাম কে সাজাতে " জাগো চট্টগ্রাম"
আমারআপনার ও আমাদের আগামির জন্য।
 
 
বিঃদ্রঃ আপনাদের মূল্যবান পরামর্শ জানান।





__._,_.___

Posted by: "pipulbd ." <pipulbd@gmail.com>


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___