Banner Advertise

Sunday, October 5, 2014

[chottala.com] বি,সি,সি,ডি,আই বাংলা স্কুল বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত



শরতের শুভ লগ্নে বিসিসিডিআই'র আনন্দমাখা পিকনিকপ্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
শুক্রবার, ০৩ অক্টোবর ২০১৪
বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের কাকলীমূখর উচ্ছ্বাস আর  আনন্দ - উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৭শে  সেপ্টেম্বর  শনিবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)র আয়োজনে অনুষ্ঠিত হল বার্ষিক পিকনিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। ভার্জিনিয়ার ফলস চার্চস্থ চেরী হিল পার্কে অনুষ্ঠিত এই পিকনিক ছিল রকমারী আয়োজনে সাজানো এক মিলন মেলা।  বিসিসিডিআই'র বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা-সদস্যবৃন্দ  এবং বাংলা স্কুলের  বর্তমান এবং প্রাক্তন ছাত্র/ছাত্রীদের  অংশগ্রহনে পুরো অনুষ্ঠান জূড়েই ছিল প্রানের আমেজ। 
  
আমেরিকার গ্রীষ্মকাল সবে মাত্র শেষ হল। "ফল" বা শরতের শুভ লগ্নে মিষ্টি  রোদেলা দুপুরের এই প্রীতি উৎসবে সবাই মেতে উঠেছিল বাংগালীর প্রিয় আড্ডাতে। লোকালয়ের এই ছোট্ট পার্কটিতে  ঘিরে আগত বাংলা স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা যেন এক আনন্দের ঝর্নাধারা। ওরা ছুটে চলেছে পার্কের দিগন্ত জুড়ে।   বড়রাও কম যায়নি।  বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের পাশাপাশি মিউজিকের তালে তালে ছন্দে আনন্দে মেতে ছিল অনেকে, যা  পিকনিকস্থল কে করে তোলে আরো প্রানবন্ত।  
 

বিসিসিডিআই'র পিকনিকে আয়োজন ছিল রকমারী খেলাধুলার । দারুন আগ্রহ আর উৎসাহের মধ্যে  বাংলা স্কুল পরিবারের এই পিকনিক প্রীতি সমাবেশে প্রানবন্ত হয়ে উঠে পিকনিক স্থল। ছোটদের দৌড়, বস্তা দৌড়, মার্বেল ভারসাম্য দৌড় পাশাপাশি বড়দের মিউজিকেল পিলো (মহিলা), দড়ি টানাটানি(পরুষ)তে মেতে ছিল সকলে। 

 
ক্যান্ডি কূড়ানোর মজার সাথে বড়দের অনেকেই মেতে উঠেছিল ক্যারাম খেলায়। বিসিসিডিআই'র সভাপতি শামীম চৌধুরী এবং সাধারন সম্পাদক সঞ্জয় বড়ুয়ার তত্ত্বাবধানে এই পিকনিক সমাবেশকে সফল করে তুলতে আরো যারা সক্রিয় ভুমিকা পালন করেন তারা হলেন দীপক বড়ুয়া,   জয়নাল আবেদীন, নাসের চৌধুরী, তসলিম হাসান প্রমুখ। দুপুরে খাওয়া দাওয়ার ছিল দারুন আয়োজন। দেশীয় খাবারের পাশাপাশি ছিল বারবি কিউ। আনন্দ চিত্তে  সকলেই পার্ক ভোজনে রসনা তৃপ্ত করে। সাথে ছিল বাংলা স্কুল অন্তঃপ্রান মেরিনা-আরিফের গরম গরম পিয়াজু আর সমুচার স্বাদ। 
   
শেষ বিকেলে  ছিল দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী। আরিফুর রহমান স্বপন, শামীম চৌধুরী এবং দীপক বড়ুয়ার  পরিচালনায় বাংলা স্কুলের ছেলে মেয়েদের হাতে পুরস্কের তুলে দেন বিসিসিডিআই'র বর্তমান এবং সাবেক কর্মকর্তাবৃন্দ। এই সময় বিসিসিডিআই'র সভাপতি শামীম চৌধুরী সাবেক কর্মকর্তাদের পরিচয় তুলে ধরে। 
    
এবারের পিকনিকে বাংলা স্কুলের ছাত্র/ছাত্রী, অবিভাবকবৃন্দ এবং বর্তমান কর্মকর্তাদের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলে পিকনিক রূপ নেয় বাংলা স্কুল পরিবারের মিলন মেলাতে। এজন্য বিসিসিডিআই'র সভাপতি শামীম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা ধন্যবাদ পেতে পারে।
 
বিসিসিডিআই'র এই পিকনিক প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতিবৃন্দের মধ্যে এম এস আলম, ডঃ আরিফুর রহমান, মোস্তফা হোসাইন মুকুল, প্রিয়লাল কর্মকার, মিজানুর রহমান ভুইয়া প্রমুখ। সাধারন সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সফি দেলোয়ার কাজল, শাহ হাবিবুর রহমান,আবু মোহম্মদ রুমি, আরিফুর রহমান স্বপন, রেজাউল করিম লস্কর প্রমুখ।
  আরো উপস্থিত ছিলেন প্রাক্তন  সহ সভাপতি জসিমউদ্দিন, পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ হেমায়েত উল্লাহ পলাশ, মামুন, বিপ্লব দত্ত প্রমুখ।  অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষিকা ডঃ শামীমা আক্তার ডেইজী । অবশেষে এক রাশ আনন্দের ছোয়া নিয়ে পড়ন্ত বিকেলে সমাপ্তি ঘটল বিসিসিডিআই'র বার্ষিক পিকনিকের  প্রীতি সমাবেশ।
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ০৩ অক্টোবর ২০১৪ )
 

Add comment



__._,_.___

Posted by: Sanjoy Barua <baruasanjoy@ymail.com>


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___