Banner Advertise

Tuesday, May 6, 2014

[chottala.com] PM's killing squad in N'Ganj killing



PM's killing squad in N'Ganj killing
Advocate Zainul Abedin, former President of Supreme Court Bar Association, said that the Prime Minister's Killing squad was involved in Narayanganj killings. He warned Hasina, "এরকম করলে এমন অবস্থা হবে যে আপনি হেলিকপ্টারে বিদেশে পালাতে পারবেন না।"
 
(Please click to read Amar Desh report 7 May 2014)
http://www.amardeshonline.com/pages/details/2014/05/07/243229#.U2lZxoFdXfI
The report is as follows:
 
না.গঞ্জের হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর কিলিং স্কোয়াড বাহিনী জড়িত : জয়নুল
ডেস্ক রিপোর্ট
বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে দেশের জনগণ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 
একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় প্রধানমন্ত্রীর কিলিং স্কোয়াড বাহিনী জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'হত্যার তদন্ত করুন, দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিন।' 
মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিল ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন করা হয়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড আপনার কিলিং স্কোয়াড বাহিনীর সদস্যরা ঘটিয়েছে। অবিলম্বে এগুলো বন্ধ করুন। দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিন।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি আরো বলেন, '৭২-৭৩ সালে আপনার বাবার ক্ষমতার সময়ে যেমন মানুষ নিরাপদে থাকতে পারেনি। এখন আপনার আমলেও তারা নিরাপদ নয়। '৭৩-পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এদেশের মানুষ শান্তিতে ছিল। কিন্তু আপনি এবং আপনার দল ক্ষমতায় আসার পরে এ দেশের সাধারণ জনগণ শান্তিতে ঘুমাতে পারে না। এরকম করলে এমন অবস্থা হবে যে আপনি হেলিকপ্টারে বিদেশে পালাতে পারবেন না।'
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এতে সভাপতিত্ব করেন।
বার কাউন্সিল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, গনতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে শত শত আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। বক্তব্য দেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক গোলাম মোহাম্মাদ আলাল, গনতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা মন্টু ঘোষ, আইনজীবী ঐক্যপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, রবিউল ইসলাম রবি প্রমুখ।
 
 
 
 


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___