Banner Advertise

Thursday, February 13, 2014

[chottala.com] বই মেলায় ভিন্নচোখ : বাংলাদেশের কবিতা সংখ্যা - চিত্রকলা ও কবিতার যুগলবন্দি



শব্দ ও রঙের যুগলবন্দির ভিন্ন মাত্রায় হাজির হলো ভিন্নচোখ আবার। এই সংখ্যাটি ভিন্নচোখের একযুগপূর্তি সংখ্যা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের জীবিত কবি যাদের আছে- নিজস্ব কণ্ঠস্বর তাদের মধ্যে ৪০ জন প্রথিতযশা ও সমসাময়িক কবির জীবনী, কবিতা ভাবনা ও একগুচ্ছ কবিতা নিয়ে আয়োজিত হলো 'বাংলাদেশের কবিতা সংখ্যা'।

যুগলবন্দিতে আছেন অপ্রকাশিত চিত্রকর্ম নিয়ে দেশি-বিদেশি বরেণ্য ৪২ জন চিত্রশিল্পী। অধিকাংশ কবিই তাদের স্বনির্বাচিত সেরা/পছন্দের কবিতাগুলো দিয়েছেন, অগ্রজদের কেউ কেউ সময় দিতে পারেননি, তাদের কবিতা সমগ্র থেকে কবিতা বেছে নেওয়া হয়েছে। কেউ কেউ মনে করেন, তাদের কবিতাই কবিতা ভাবনা, তারা কবিতা ভাবনা পাঠাননি।

কবিদের ক্রমবিন্যাস করা হয়েছে বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে, আচার্য মিলন সম্পাদিত 'অকালবোধন'-এর নতুন বিভাগ কবি বোধন ধারণাটা আত্মস্থ করেছে ভিন্নচোখ, এই সংখ্যায় ভিন্নচোখের বোধিত কবি জহির উদ্দীন বাবর। চিত্রশিল্পীদের ক্রমবিন্যাস বাংলা বর্ণমালার ক্রম অনুসারে করার চেষ্টা করা হয়েছে (কিছু ব্যতিক্রম ছাড়া)।

ভিন্নচোখে মলাটবন্দি হয়েছেন যারা : অসিম আর কাপুর - সৈয়দ শামসুল হক; এস. এম. এহসান - বেলাল চৌধুরী; উত্তম ঘোষ - রফিক আজাদ; কফিল আহমেদ - রবিউল হুসাইন; কে.জি. সুবরিমানিয়াম - আসাদ চৌধুরী; কে.জি. সুবরিমানিয়াম - মহাদেব সাহা; কামরুল হাসান - নির্মলেন্দু গুণ; নাঈমুজ্জামান ভূইয়া, কুন্তল বাড়ৈ - মতিন বৈরাগী; গুপু ত্রিবেদী - রুবি রহমান; চারু পিন্টু - মঈন চৌধুরী; ধীরাজ চৌধুরী - হেলাল হাফিজ; তরুণ ঘোষ - মুহম্মদ নূরুল হুদা; তরুণ ঘোষ - ভাস্কর চৌধুরী; ধ্রুব এষ - নাসির আহমেদ; নিসার হোসেন - শহীদুল্লাহ সিরাজী; নার্গিস আক্তার পুনম - গোলাম কিবরিয়া পিনু; নির্মলেন্দু গুণ - আশরাফুল মোসাদ্দেক; নাসির আলী মামুন - আবু হাসান শাহরিয়ার; পরিতোষ সেন - শামসেত তাবরেজি; পুর্ণেন্দু পত্রী - কাজল শাহনেওয়াজ; মুর্তজা বশীর - জুয়েল মাজহার; মনিকা আলবিসু, ডোনাটেল্লা বাজ্জ্বান - কফিল আহমেদ; সুলেখা চৌধুরী - রিফাত চৌধুরী; মামুন হোসাইন - সরদার ফারুক; মামুন হোসাইন - কুমার চক্রবর্তী; যোগেন চৌধুরী - সুব্রত অগাস্টিন গোমেজ; রশিদ আমিন - কচি রেজা; রবীন মণ্ডল - মুজিব মেহদী; রচিঞ্চু স্যানাল - মুজিব ইরম; রোমানিয়া চ্যাটার্জি, রাইসা মানিজা - মজনু শাহ; বিকাশ আনন্দ সেতু - শোয়াইব জিবরান; গণিশ হালুই - রায়হান রাইন; সমর মজুমদার - সাখাওয়াত টিপু; সতেরো ডুরমন্ড - শাকিলা তুবা; সব্যসাচী হাজরা - টোকন ঠাকুর; সব্যসাচী হাজরা - ওবায়েদ আকাশ; সোহেল প্রাণন - আলী আফজাল খান; সান্ত্বনা সাওরিন - মাদল হাসান; প্রকাশ কর্মকার - রাদ আহমদ; সৈয়দা আঁখি আলম, হানিফ সিকদার - জহির উদ্দীন বাবর ।

ভিন্নচোখ-এর এ বৈচিত্র্যময় সংখ্যাটি সম্পাদনা করেছেন আলী আফজাল খান। শিল্প নির্দেশনায় ছিলেন চারু পিন্টু। সুলভ সংস্করণ এ সংখ্যাটির পৃষ্ঠা ৩৩৬, মূল্য এক হাজার টাকা। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়াদী উদ্যানে নন্দিতা প্রকাশনী (১০২-১০৩ নং স্টল), লিটলম্যাগ চত্বরের শব্দতরী'র স্টলে সংখ্যাটি পাওয়া যাবে।


__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]





__,_._,___