Banner Advertise

Friday, February 15, 2013

[chottala.com] ফাঁসির দাবিতে ফুঁসছে শাহবাগ



15 Feb 2013   07:48:32 PM   Friday BdST  

ফাঁসির দাবিতে ফুঁসছে শাহবাগ


ইশতিয়াক হুসাইন, সেরাজুল ইসলাম সিরাজ, ইসমাইল হোসেন, সাজেদা সুইটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: ফুঁসছে শাহবাগ, চরম ক্রোধে সোচ্চার, একটাই দাবি সবার- 'ফাঁসি'। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের বিশাল জনস্রোত ফুঁসছে।

ব্যাপক পরিধি নিয়ে নিয়েছে গণজাগরণ চত্বর, প্রতি মুহুর্তে সমাবেশের রূপ নিয়ে রয়েছে জন উপস্থিতি। একটাই শপথ- কাদের মোল্লাসহ সব ‍যুদ্ধাপরাধীর ফাঁসি তারা দিয়েই ছাড়বে।

আন্দোলনের অংশ হিসেবেই একাদশতম দিন শুক্রবার ডাকা হয়েছে দ্বিতীয় সমাবেশটি। বক্তব্য, স্লোগান, প্রবল আন্দোলিত বজ্রমুষ্টির বারংবার উত্থানে সন্ধ্যায় সমাবেশ শেষ হয়। কিন্তু কমেনি গণজমায়েত।

কারণ কমেনি তাদের দেশপ্রেম, কমেনি যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা। বরং মানুষ যেন আরো বাড়ছে।

শুক্রবার অফিস ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি, শুধু এই আন্দোলনে শরিক হতেই শাহবাগে জমায়েত হন মানুষ।

দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও তার অনেক আগে থেকেই শাহবাগের গণজাগরণ চত্বর হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ।

আর শুরু সময়ে গণজাগরণ চত্বরের সীমানা ছাড়িয়ে যায় এতোদিনের পরিধি। ক্রমশ বাড়তে থাকে মানুষ, শাহবাগ আশেপাশের বিশাল এলাকা নিয়ে তৈরী হয় ঐতিহাসিক গণজাগরণ চত্বরে।

সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, উদ্যম কমছে না জনতার। কোনো নিছক স্বার্থ নয়, ব্যাপক স্বার্থে জোট হয়েছে বাঙালী। এখানে সবার একটাই গর্বিত পরিচয়- 'বাঙালী'।

চত্বরের এখানে ওখানে স্লোগান, বিশালের সঙ্গে আবার গুচ্ছ আন্দোলন, রাজাকারের ছবিতে জুতাপেটা, ফাঁসির দাবিতে গণস্বাক্ষর- কোনোটিতেই উৎসাহের যেন কমতি নেই কারো। সব আন্দোলন ও প্রতিবাদের একটাই লক্ষ্য- যুদ্ধাপরাধীদের ফাঁসি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
এসকেএস

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=93a597b606921e5243c72ed07b70f98e&nttl=15022013174385

16 Feb 2013   01:53:29 AM   Saturday BdST   E-mail this

জামায়াত-শিবির রাজিবকে হত্যা করেছে: ইমরান এইচ সরকার


রহমান মাসুদ ও মফিজুল সাদিক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ মঞ্চ থেকে: ব্লগার রাজীব হায়দারকে জামায়াত-শিবির হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার।
রাজিব নিহত হওয়ার কিছু সময় পর রাত সাড়ে ১২টার দিকে গণজাগরণ মঞ্চের ঘোষণায় তিনি বলেন, "জামায়াত শিবির আমাদের সহযোদ্ধা রাজীব হায়দারকে হত্যা করেছে।"
তিনি আরও বলেন, "আমারা এ হত্যাকাণ্ডের বিচার চাই। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।"
জামায়াত-শিবিরের টাকার পরিচালিত সোনার বাংলা ব্লগের সঙ্গে সংশ্লিষ্ট সবাই গ্রেফতার করার দাবিও জানান তিনি।
তিনি আরও জানান, শনিবার বাদ আছর রাজীব হায়দারের লাশ সমাবেশে নিয়ে আসা হবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমআইএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিট

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c8919d35f4464a0afa274eeaf4f16abe&nttl=16022013174428

নবজাগরণ মঞ্চ ৯ দিন

নীরবতার শক্তি দেখাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৩-০২-২০১৩

মিছিল-স্লোগানে প্রকম্পিত শাহবাগের প্রজন্ম চত্বরে গতকাল বিকেল চারটা বাজতেই নেমে এল নিস্তব্ধতা।

মিছিল-স্লোগানে প্রকম্পিত শাহবাগের প্রজন্ম চত্বরে গতকাল বিকেল চারটা বাজতেই নেমে এল নিস্তব্ধতা। উপস্থিত লাখো মানুষ। কারও মুখে কোনো কথা নেই, শুধু হাতগুলো ওপরে তোলা। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শাহবাগের তরুণদের ডাকে প্রতিবাদী মানুষ তিন মিনিট নীরবতা পালন করেন

ছবি: জিয়া ইসলাম

http://www.prothom-alo.com/detail/date/2013-02-13/news/328842

 

তিন মিনিটের স্তদ্ধতায় জেগে উঠলো দেশ

এ এক প্রতিবাদী নিরবতা। নিরবতা যে কত বড় শক্তি তা দেখলো বাংলাদেশ দেখলো বিশ্ব। আজ বিকেল ৪টা থেকে তিন মিনিটের জন্য স্তদ্ধ হয়ে গেল শাহবাগ ও এর আশপাশের এলাকা। গোটা দেশেই নেমে এসেছিলো এই নিস্তব্ধতা।
শাহবাগের মঞ্চে নিরবতায় ছিলের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ। .....

গনজোয়ারে ভাসছে দেশ
আজ তিন মিনিট দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ






__._,_.___


[* Moderator�s Note - CHOTTALA is a non-profit, non-religious, non-political and non-discriminatory organization.

* Disclaimer: Any posting to the CHOTTALA are the opinion of the author. Authors of the messages to the CHOTTALA are responsible for the accuracy of their information and the conformance of their material with applicable copyright and other laws. Many people will read your post, and it will be archived for a very long time. The act of posting to the CHOTTALA indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator]




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___